ভারতে প্রশিক্ষণে যাওয়া হচ্ছে না বিচার বিভাগের ৫০ কর্মকর্তার

বিশেষ প্রতিনিধি, ঢাকা ­­
প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৫, ১৫: ১৮
আপডেট : ০৫ জানুয়ারি ২০২৫, ১৯: ৫৯
Thumbnail image

ভারতে প্রশিক্ষণের অনুমতি দিয়ে বিচার বিভাগের ৫০ জন কর্মকর্তার নামে প্রজ্ঞাপন জারি হলেও তা বাতিল করেছে সরকার। আগের জারি করা প্রজ্ঞাপনটি বাতিল করে আজ রোববার অফিস আদেশ জারি করেছে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়।

ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের ভূপালে অবস্থিত ন্যাশনাল জুডিশিয়াল একাডেমি এবং একটি স্টেট জুডিশিয়াল একাডেমিতে আগামী ১০-২০ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় প্রশিক্ষণে বিচার বিভাগের ৫০ জন কর্মকর্তাকে অংশগ্রহণের অনুমতি দিয়ে গত ৩০ ডিসেম্বর প্রজ্ঞাপন জারি করেছিল আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়।

আজ রোববার ওই প্রজ্ঞাপন বাতিল করে জারি করা অফিস আদেশে বলা হয়েছে, সুপ্রিম কোর্টের নির্দেশনা মোতাবেক ওই প্রজ্ঞাপনটি বাতিল করা হলো। তবে কেন ওই প্রজ্ঞাপন বাতিল করা হয়েছে, সে বিষয়ে আইন মন্ত্রণালয়ের কর্মকর্তারা স্পষ্ট করে কিছু বলেননি।

তবে নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, সরকার পতনের পর থেকে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কে প্রভাব পড়েছে। বিচার বিভাগের ৫০ কর্মকর্তার ভারতে প্রশিক্ষণে যাওয়ার খবর ছড়িয়ে পড়লে এ নিয়ে সমালোচনার সৃষ্টি হয়। এরপর সরকার সেসব কর্মকর্তাকে ভারতে প্রশিক্ষণে না পাঠানোর সিদ্ধান্ত নেয়।

পররাষ্ট্রসচিব, নির্বাচন কমিশন সচিব, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল, জেলা ও দায়রা জজ/মহানগর দায়রা জজ, বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের পরিচালক (প্রশাসন), চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট/চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, আইন উপদেষ্টার একান্ত সচিব, আইনসচিবের একান্ত সচিব, ডিভিশনাল কন্ট্রোলার অব অ্যাকাউন্টস/জেলা অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসার, আইন মন্ত্রণালয়ের চিফ অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসারকে অফিস আদেশের অনুলিপি দেওয়া হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ছড়িয়ে পড়ছে এইচএমপিভি ভাইরাস, লক্ষণ, চিকিৎসা ও প্রতিরোধ জানুন

ওবায়দুল কাদের–শেখ হেলাল পালিয়েছেন যশোর যুবদল নেতার সহযোগিতায়, দাবি সাবেক নেতার

আবুল খায়ের গ্রুপে চাকরি, শিক্ষার্থীরাও আবেদন করতে পারবে

এয়ার অ্যাম্বুলেন্সে উঠেছেন খালেদা জিয়া

বাংলাদেশের রাজনীতি দুটি পরিবারের নিয়ন্ত্রণে থাকতে পারে না: ব্রিটিশ এমপি রূপা হক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত