বিশেষ প্রতিনিধি, ঢাকা
শ্রমিকদের ঈদের ছুটিও সরকারি ছুটির চেয়ে কম হবে না বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী নজরুল ইসলাম চৌধুরী।
আজ বুধবার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদের (টিসিসি) সভা শেষে প্রতিমন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, সরকারি চাকুরেরা যে কদিনের ছুটি পাবেন, পোশাকশ্রমিকেরাও তত দিনের ছুটি ভোগ করবেন। ঈদের আগে কোনো শ্রমিক ছাঁটাই করা যাবে না। গার্মেন্টসসহ সব খাতের শ্রমিকদের বেতন-বোনাস ঈদুল ফিতরের আগেই পরিশোধ করতে হবে।
এর আগে তৈরি পোশাক খাত ও টিসিসির বৈঠক হয়। সভায় অংশ নেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব হোসেন, শ্রম অধিদপ্তরে মহাপরিচালক মো. তরিকুল আলম, বাংলাদেশ এমপ্লায়ার্স ফেডারেশনের সভাপতি আর্দাশির কবির, বিজিএমইএ প্রেসিডেন্ট ফারুক হাসান, বাংলাদেশ মুক্ত শ্রমিক ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. শহীদুল্লাহ বাদল, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক ডা. ওয়াজেদুল ইসলাম খান প্রমুখ।
বেতন-ভাতা পরিশোধ প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, তারিখ বেঁধে দেওয়া হয়নি। কারণ সব প্রতিষ্ঠান একই দিনে বেতন-ভাতা পরিশোধ করে না। তবে ঈদের ছুটির আগেই সবাইকে বেতন-ভাতা পরিশোধ করতে হবে। মালিকেরা কথা দিয়েছেন, বেতন-বোনাসের জন্য এবার শ্রমিকদের রাস্তায় নামতে হবে না। তাঁরা এখানে উপস্থিত আছেন। তাঁরা বলেছেন, ‘আমরা ঈদ করব শ্রমিকেরা কান্নাকাটি করবে, সেটা হবে না। ঈদের ছুটির আগেই শ্রমিকদের পাওনা মিটিয়ে দেওয়া হবে।’
শ্রমিকদের ঈদের ছুটিও সরকারি ছুটির চেয়ে কম হবে না বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী নজরুল ইসলাম চৌধুরী।
আজ বুধবার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদের (টিসিসি) সভা শেষে প্রতিমন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, সরকারি চাকুরেরা যে কদিনের ছুটি পাবেন, পোশাকশ্রমিকেরাও তত দিনের ছুটি ভোগ করবেন। ঈদের আগে কোনো শ্রমিক ছাঁটাই করা যাবে না। গার্মেন্টসসহ সব খাতের শ্রমিকদের বেতন-বোনাস ঈদুল ফিতরের আগেই পরিশোধ করতে হবে।
এর আগে তৈরি পোশাক খাত ও টিসিসির বৈঠক হয়। সভায় অংশ নেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব হোসেন, শ্রম অধিদপ্তরে মহাপরিচালক মো. তরিকুল আলম, বাংলাদেশ এমপ্লায়ার্স ফেডারেশনের সভাপতি আর্দাশির কবির, বিজিএমইএ প্রেসিডেন্ট ফারুক হাসান, বাংলাদেশ মুক্ত শ্রমিক ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. শহীদুল্লাহ বাদল, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক ডা. ওয়াজেদুল ইসলাম খান প্রমুখ।
বেতন-ভাতা পরিশোধ প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, তারিখ বেঁধে দেওয়া হয়নি। কারণ সব প্রতিষ্ঠান একই দিনে বেতন-ভাতা পরিশোধ করে না। তবে ঈদের ছুটির আগেই সবাইকে বেতন-ভাতা পরিশোধ করতে হবে। মালিকেরা কথা দিয়েছেন, বেতন-বোনাসের জন্য এবার শ্রমিকদের রাস্তায় নামতে হবে না। তাঁরা এখানে উপস্থিত আছেন। তাঁরা বলেছেন, ‘আমরা ঈদ করব শ্রমিকেরা কান্নাকাটি করবে, সেটা হবে না। ঈদের ছুটির আগেই শ্রমিকদের পাওনা মিটিয়ে দেওয়া হবে।’
থাইল্যান্ড, মিয়ানমার, লাওস, ভিয়েতনাম ও কম্বোডিয়ায় ভ্রমণের ব্যাপারে বাংলাদেশি নাগরিকদের সতর্ক করেছে সরকার। স্ক্যাম চক্রের প্রতারণা এড়াতে নিয়োগ যাচাই এবং সাইবার নিরাপত্তা মেনে চলার পরামর্শ।
২০ মিনিট আগেহজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর তাঁদের অভ্যর্থনা জানান পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, এবং আইওএমের কর্মকর্তারা। এ সময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক মোস্তফা জামিল খান ফেরত আসা বাংলাদেশিদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন।
৭ ঘণ্টা আগেজাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের জন্য তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহাল, সংরক্ষিত নারী আসনে সরাসরি ভোট গ্রহণ, প্রবাসীদের ভোট দেওয়ার সুযোগসহ বিভিন্ন সুপারিশ করেছেন সংবাদপত্রের সম্পাদকেরা। গতকাল বৃহস্পতিবার নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সঙ্গে বৈঠকে নিজেদের মতামত তুলে ধরেন তাঁরা।
৭ ঘণ্টা আগেপরিবর্তিত প্রেক্ষাপটে জন-আকাঙ্ক্ষা পূরণে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠান এখন সময়ের দাবি। বিএনপিসহ অধিকাংশ রাজনৈতিক দলের চাওয়া দ্রুত নির্বাচন। এ অবস্থায় নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠনকে ‘ইতিবাচক’ হিসেবে দেখছেন দলগুলোর নেতারা। তাঁরা বলেছেন, নির্বাচন অনুষ্ঠানে কার্যকর পদক্ষেপ নিয়
৭ ঘণ্টা আগে