সোহরাওয়ার্দীতে তাবলিগের দুপক্ষের পাল্টাপাল্টি সমাবেশের ডাক, সমঝোতার উদ্যোগ সরকারের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৪ নভেম্বর ২০২৪, ০৯: ৫৪
Thumbnail image

দুই ভাগে বিভক্ত তাবলিগ জামাতের উভয় পক্ষই আগামী ৫ নভেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে পাল্টাপাল্টি সমাবেশের ডাক দিয়েছে। নেতৃত্বের দ্বন্দ্বে বিভক্ত দুটি পক্ষের একটি অংশ দিল্লির মাওলানা মোহাম্মদ সাদ কান্ধলভির অনুসারী। আরেকটি অংশ প্রয়াত মাওলানা জুবায়েরুল হাসানের অনুসারী।

এমন পরিস্থিতিতে সোমবার (৪ নভেম্বর) দুই গ্রুপকে (জোবায়ের ও সাদ) নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সভার উদ্যোগ নিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সকাল সাড়ে ১০ টায় স্বরাষ্ট্র উপদেষ্টার সভাপতিত্বে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হবে। আজ রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সল হাসান এক বার্তায় এ তথ্য জানান।

জানা গেছে, সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী মহাসম্মেলন বাস্তবায়নের লক্ষ্যে আজ রোববার সংবাদ সম্মেলন করেন তাবলিগের সাদবিরোধী অংশ। সেখানে সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক জামিয়া মাদানিয়া বারিধারা মাদ্রাসার শাইখুল হাদিস উবায়দুল্লাহ ফারুক বলেন, ‘কিছু রাজনৈতিক দল ও প্রভাবশালীরা আওয়ামী লীগের মতো কওমি মাদ্রাসা-মসজিদে প্রভাব বিস্তার করতে চাচ্ছে। দখলের পাঁয়তারা করছে। দেশের ওলামায়ে কেরাম এসব কিছুতেই মেনে নিতে পারে না। দেশের শীর্ষস্থানীয় ওলামা-মাশায়েখদের আহ্বানে আগামী ৫ নভেম্বর সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত হবে।

এদিকে একই দিনে সোহরাওয়ার্দী উদ্যানে ‘সাধারণ মুসল্লি পরিষদ বাংলাদেশ’ এর ব্যানারে সোহরাওয়ার্দী পাল্টা সমাবেশ ডেকেছে সাদপন্থিরা। সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করতে গত ৩১ অক্টোবর ডিএমপি কমিশনার বরবার আবেদন করেছেন তারা।

আবেদনপত্রে সাধারণ মুসল্লি পরিষদ বাংলাদেশের সদস্যসচিব মীযানুর রহমান জানিয়েছেন, দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের পাঁয়তারা, আসন্ন বিশ্ব ইজতেমা নিয়ে ষড়যন্ত্র ও দেশের বিভিন্ন জেলায় ইজতেমা ও মারকাজে হামলা-ভাঙচুরের প্রতিবাদে সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় মহাসমাবেশ আয়োজন করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কারা পরিদর্শক হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক

ট্রাম্পের অভিষেক: সি আমন্ত্রণ পেলেও পাননি মোদি, থাকছেন আরও যাঁরা

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিকে বিচারের মুখোমুখি করতে হবে: সলিমুল্লাহ খান

দেওয়ানি মামলা দ্রুত নিষ্পত্তিতে একগুচ্ছ সুপারিশ কমিশনের

সংস্কারের কিছু প্রস্তাবে মনঃক্ষুণ্ন বিএনপি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত