নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দুর্গাপূজা ও বিভিন্ন ধর্মীয় উৎসব নিয়ে দেশ-বিদেশ থেকে নানা ধরনের ষড়যন্ত্র হচ্ছে অভিযোগ করে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম বলেছেন, কোনো ষড়যন্ত্রকারীই অন্তর্বর্তী সরকারের প্রশ্রয় পাবে না। আজ মঙ্গলবার সকালে রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে দুর্গাপূজার আয়োজন ও নিরাপত্তাব্যবস্থা পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বিশেষ এই সহকারী বলেন, ‘দেশ-বিদেশ থেকে কোনো রকমের ষড়যন্ত্রকারী স্পেস (সুযোগ) পাবে না, এটা আমাদের প্রতিজ্ঞা। এই প্রতিজ্ঞায় আমরা সবার সহযোগিতা কামনা করছি। আশা করি এবারের পূজা গত ১৫ বছরের গ্লানিমুক্তভাবে উদ্যাপিত হবে।’
মাহফুজ আলম বলেন, ‘দুষ্কৃতকারীদের কোনো রকম প্রশ্রয় দেওয়া হবে না। কমিউনিটি লিডার থাকবেন, রাজনৈতিক লিডারদের সঙ্গে গোয়েন্দা, পুলিশ ও শিক্ষার্থীরা থাকবে, সবাই থাকবে। সব অনুষ্ঠান নিরাপদ ও আনন্দময় করে তুলবেন। সবাই আমরা বাংলাদেশের নাগরিক হিসেবে একসঙ্গে আছি। দেশ-বিদেশ থেকে কোনো রকমের ষড়যন্ত্রকারী স্পেস (সুযোগ) পাবে না, এটা আমাদের প্রতিজ্ঞা।’
গণ-অভ্যুত্থানের পরবর্তী সময়ে হিন্দু ধর্মাবলম্বী সম্প্রদায়ের ওপর হামলার বিষয়ে উল্লেখ করে তিনি বলেন, ‘গত দুই মাস ধরে হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে ঘটে যাওয়া অপরাধ এবং গত ৫৩ বছরে তাদের কিছু দাবি দাওয়া রয়েছে। কিন্তু বিভিন্ন সরকার এলেও দাবিগুলো পূরণে পদক্ষেপ নেয়নি। এমনকি গত ১৫ বছরে হিন্দু সম্প্রদায়ের ওপর বিভিন্ন হামলার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় কোনো বিচার ও ক্ষতিপূরণ দেওয়া হয়নি। আমরা গত দুই মাসে আমাদের কাছে যে দাবিগুলো এসেছে, সেগুলো পর্যবেক্ষণ করে দেখেছি—কী ধরনের পদক্ষেপ নিলে রাষ্ট্র হিসেবে তাদের যৌক্তিক দাবিগুলো মেনে নিয়ে সম্প্রদায়ের স্বার্থ রক্ষা করা যায়।
গত ৫ আগস্টের পরে অনেক স্থানে অনাকাঙ্ক্ষিতভাবে হিন্দু সম্প্রদায় ও অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা হয়েছে। সরকার, ছাত্ররা ও সাধারণ মানুষ তাদের সামর্থ্য অনুযায়ী হামলা রুখে দিতে চেষ্টা করেছেন।’
মাহফুজ বলেন, ‘ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিল থেকে সহযোগিতার চেষ্টা করা হবে। আমরা দুর্গাপূজার আগেই সহযোগিতা পৌঁছাতে চেষ্টা করছি। আজকালই তাদের কাছে সহযোগিতা পৌঁছে যাবে।’
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম বলেন, ‘দীর্ঘদিন ধরে হিন্দু ধর্মাবলম্বীদের দাবি ছিল—দুর্গাপূজার ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত তারা আনন্দ করেন, এই আনন্দ উদ্যাপনের জন্য তাদের ছুটি বাড়ানো। এবার শুক্র, শনি ও রোববার এই অনুষ্ঠান হবে। বৃহস্পতিবার ছুটি বাড়িয়ে আজ বা কাল সরকার প্রজ্ঞাপন জারি করবে। এর মাধ্যমে চার দিন ছুটি পাওয়া যাবে।’
তিনি আরও বলেন, ‘আমরা একটা বার্তা দিতে চাই—গ্রাম বা শহর, যেখানেই হোক না কেন, যারা বিভিন্ন দেশি-বিদেশি চক্রান্তের অংশ হিসেবে সাম্প্রদায়িক পরিস্থিতি বিশৃঙ্খল করে তুলতে চাইছেন। বাংলাদেশের গণ-অভ্যুত্থান-পরবর্তীতে দেশ ও সরকারকে যারা অস্থিতিশীল করার চেষ্টা করছেন, তারা জেনে রাখবেন, সরকার নিবিড়ভাবে দেশের সব সম্প্রদায়ের সঙ্গে আছে। বিশেষ করে হিন্দু ধর্মাবলম্বীসহ সব সংখ্যালঘুর পাশে আছে। সবার সঙ্গে সংলাপ ও বোঝাপাড়া হচ্ছে। তাদের সবার দাবি মেনে নেওয়ার আলোচনা হচ্ছে।’
মাহফুজ আলম বলেন, ‘রাজপথের আন্দোলন বিভিন্ন বিষয়ে হতেই পারে। তবে এখানে সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্য থেকে যারা আন্দোলন করেছেন তাদের অনুরোধ করব, সরকার ধীরে ধীরে পদক্ষেপ নিচ্ছে। দুর্গাপূজা শেষ হলেই ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের জন্য আমরা কাজ করব। পাশাপাশি যারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে হামলার শিকার হয়েছেন, তাদের মামলার জন্য সরকার ন্যায়বিচার নিশ্চিত করবে। আপনারা জানেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বর্তমান অবস্থা। তার পরও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সক্রিয় ভূমিকা পালন করবেন।’
প্রধান উপদেষ্টার এ বিশেষ সহকারী বলেন, ‘একইভাবে বৌদ্ধ সম্প্রদায় অনুভব করছে, তারা নিপীড়িত হয়েছেন, নিরাপত্তাহীনতায় রয়েছেন। আমরা নিবিড়ভাবে সেখানকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছি; তাঁরা যেন নির্বিঘ্নে ও আনন্দের সঙ্গে প্রবারণা পূর্ণিমা উদ্যাপন করতে পারেন। তাঁরা যে উৎসবটি বন্ধের ঘোষণা দিয়েছেন, (তার আলোকে) আমরা চাইব বাংলাদেশে কোনো উৎসব যেন বন্ধ না হয়। প্রতিটি সম্প্রদায়ের মানুষের নিজেদের আনন্দ-উৎসব পালনের অধিকার আছে, তা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। কঠিন চীবরদান উৎসবের ব্যাপারে আমরা খুব শিগগিরই এমন ব্যবস্থা নেব যাতে ওনারা (তা পালন করতে পারেন) ...দুর্গাপূজার বিষয়ে সংশয় ও সন্দেহ দেখা গিয়েছিল; তবে আমরা এখানে এসেছি, আশা করি খুব আনন্দের সঙ্গে এই পূজা উদ্যাপিত হবে।’
দুর্গাপূজা ও বিভিন্ন ধর্মীয় উৎসব নিয়ে দেশ-বিদেশ থেকে নানা ধরনের ষড়যন্ত্র হচ্ছে অভিযোগ করে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম বলেছেন, কোনো ষড়যন্ত্রকারীই অন্তর্বর্তী সরকারের প্রশ্রয় পাবে না। আজ মঙ্গলবার সকালে রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে দুর্গাপূজার আয়োজন ও নিরাপত্তাব্যবস্থা পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বিশেষ এই সহকারী বলেন, ‘দেশ-বিদেশ থেকে কোনো রকমের ষড়যন্ত্রকারী স্পেস (সুযোগ) পাবে না, এটা আমাদের প্রতিজ্ঞা। এই প্রতিজ্ঞায় আমরা সবার সহযোগিতা কামনা করছি। আশা করি এবারের পূজা গত ১৫ বছরের গ্লানিমুক্তভাবে উদ্যাপিত হবে।’
মাহফুজ আলম বলেন, ‘দুষ্কৃতকারীদের কোনো রকম প্রশ্রয় দেওয়া হবে না। কমিউনিটি লিডার থাকবেন, রাজনৈতিক লিডারদের সঙ্গে গোয়েন্দা, পুলিশ ও শিক্ষার্থীরা থাকবে, সবাই থাকবে। সব অনুষ্ঠান নিরাপদ ও আনন্দময় করে তুলবেন। সবাই আমরা বাংলাদেশের নাগরিক হিসেবে একসঙ্গে আছি। দেশ-বিদেশ থেকে কোনো রকমের ষড়যন্ত্রকারী স্পেস (সুযোগ) পাবে না, এটা আমাদের প্রতিজ্ঞা।’
গণ-অভ্যুত্থানের পরবর্তী সময়ে হিন্দু ধর্মাবলম্বী সম্প্রদায়ের ওপর হামলার বিষয়ে উল্লেখ করে তিনি বলেন, ‘গত দুই মাস ধরে হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে ঘটে যাওয়া অপরাধ এবং গত ৫৩ বছরে তাদের কিছু দাবি দাওয়া রয়েছে। কিন্তু বিভিন্ন সরকার এলেও দাবিগুলো পূরণে পদক্ষেপ নেয়নি। এমনকি গত ১৫ বছরে হিন্দু সম্প্রদায়ের ওপর বিভিন্ন হামলার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় কোনো বিচার ও ক্ষতিপূরণ দেওয়া হয়নি। আমরা গত দুই মাসে আমাদের কাছে যে দাবিগুলো এসেছে, সেগুলো পর্যবেক্ষণ করে দেখেছি—কী ধরনের পদক্ষেপ নিলে রাষ্ট্র হিসেবে তাদের যৌক্তিক দাবিগুলো মেনে নিয়ে সম্প্রদায়ের স্বার্থ রক্ষা করা যায়।
গত ৫ আগস্টের পরে অনেক স্থানে অনাকাঙ্ক্ষিতভাবে হিন্দু সম্প্রদায় ও অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা হয়েছে। সরকার, ছাত্ররা ও সাধারণ মানুষ তাদের সামর্থ্য অনুযায়ী হামলা রুখে দিতে চেষ্টা করেছেন।’
মাহফুজ বলেন, ‘ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিল থেকে সহযোগিতার চেষ্টা করা হবে। আমরা দুর্গাপূজার আগেই সহযোগিতা পৌঁছাতে চেষ্টা করছি। আজকালই তাদের কাছে সহযোগিতা পৌঁছে যাবে।’
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম বলেন, ‘দীর্ঘদিন ধরে হিন্দু ধর্মাবলম্বীদের দাবি ছিল—দুর্গাপূজার ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত তারা আনন্দ করেন, এই আনন্দ উদ্যাপনের জন্য তাদের ছুটি বাড়ানো। এবার শুক্র, শনি ও রোববার এই অনুষ্ঠান হবে। বৃহস্পতিবার ছুটি বাড়িয়ে আজ বা কাল সরকার প্রজ্ঞাপন জারি করবে। এর মাধ্যমে চার দিন ছুটি পাওয়া যাবে।’
তিনি আরও বলেন, ‘আমরা একটা বার্তা দিতে চাই—গ্রাম বা শহর, যেখানেই হোক না কেন, যারা বিভিন্ন দেশি-বিদেশি চক্রান্তের অংশ হিসেবে সাম্প্রদায়িক পরিস্থিতি বিশৃঙ্খল করে তুলতে চাইছেন। বাংলাদেশের গণ-অভ্যুত্থান-পরবর্তীতে দেশ ও সরকারকে যারা অস্থিতিশীল করার চেষ্টা করছেন, তারা জেনে রাখবেন, সরকার নিবিড়ভাবে দেশের সব সম্প্রদায়ের সঙ্গে আছে। বিশেষ করে হিন্দু ধর্মাবলম্বীসহ সব সংখ্যালঘুর পাশে আছে। সবার সঙ্গে সংলাপ ও বোঝাপাড়া হচ্ছে। তাদের সবার দাবি মেনে নেওয়ার আলোচনা হচ্ছে।’
মাহফুজ আলম বলেন, ‘রাজপথের আন্দোলন বিভিন্ন বিষয়ে হতেই পারে। তবে এখানে সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্য থেকে যারা আন্দোলন করেছেন তাদের অনুরোধ করব, সরকার ধীরে ধীরে পদক্ষেপ নিচ্ছে। দুর্গাপূজা শেষ হলেই ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের জন্য আমরা কাজ করব। পাশাপাশি যারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে হামলার শিকার হয়েছেন, তাদের মামলার জন্য সরকার ন্যায়বিচার নিশ্চিত করবে। আপনারা জানেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বর্তমান অবস্থা। তার পরও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সক্রিয় ভূমিকা পালন করবেন।’
প্রধান উপদেষ্টার এ বিশেষ সহকারী বলেন, ‘একইভাবে বৌদ্ধ সম্প্রদায় অনুভব করছে, তারা নিপীড়িত হয়েছেন, নিরাপত্তাহীনতায় রয়েছেন। আমরা নিবিড়ভাবে সেখানকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছি; তাঁরা যেন নির্বিঘ্নে ও আনন্দের সঙ্গে প্রবারণা পূর্ণিমা উদ্যাপন করতে পারেন। তাঁরা যে উৎসবটি বন্ধের ঘোষণা দিয়েছেন, (তার আলোকে) আমরা চাইব বাংলাদেশে কোনো উৎসব যেন বন্ধ না হয়। প্রতিটি সম্প্রদায়ের মানুষের নিজেদের আনন্দ-উৎসব পালনের অধিকার আছে, তা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। কঠিন চীবরদান উৎসবের ব্যাপারে আমরা খুব শিগগিরই এমন ব্যবস্থা নেব যাতে ওনারা (তা পালন করতে পারেন) ...দুর্গাপূজার বিষয়ে সংশয় ও সন্দেহ দেখা গিয়েছিল; তবে আমরা এখানে এসেছি, আশা করি খুব আনন্দের সঙ্গে এই পূজা উদ্যাপিত হবে।’
দেশে বর্তমানে সরকারি চাকরিজীবীর সংখ্যা সাড়ে ১৫ লাখের মতো। তাদের সবাইকে আগামী ৩০ নভেম্বরের মধ্যে সম্পদের হিসাব বিবরণী জমা দিতে হবে। তবে এরপর প্রতিবছর ৩১ ডিসেম্বরের মধ্যে তা জমা দিতে হবে। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে গত ১ সেপ্টেম্বর এমনটাই জানানো হয়েছে।
৩ ঘণ্টা আগেফরিদপুরের মল্লিকপুরে ঢাকা-খুলনা মহাসড়কে খাগড়াছড়ি পরিবহন ও গ্রিন এক্সপ্রেস বাসের মুখোমুখি সংঘর্ষের দুর্ঘটনাস্থলকে ‘ব্ল্যাক স্পট’ বা বারংবার দুর্ঘটনাপ্রবণ স্থান হিসেবে চিহ্নিত করেছে জাতীয় তদন্ত কমিটি। মৃতুফাঁদে পরিণত ওই সড়কটির কাঠামোগত ত্রুটি সারানোসহ একগুচ্ছ সুপারিশ করে জরুরি ভিত্তিতে তা বাস্তবায়নের
৪ ঘণ্টা আগেদেশের সব টিভি চ্যানেল ও ইলেকট্রনিক মিডিয়ায় দিনে কমপক্ষে দুবার প্রচার করতে হবে ‘জুলাই অনির্বাণ’ ভিডিওচিত্র। আজ শুক্রবার (২২ নভেম্বর) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ কথা জানায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ ও আহতদের আত্মত্যাগ জনগণকে অবহিত করার লক্ষ্যে তথ্য..
৫ ঘণ্টা আগেনতুন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন ও অপর চার নির্বাচন কমিশনারের শপথ আগামী রোববার অনুষ্ঠিত হবে। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ রোববার বেলা দেড়টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে তাঁদের শপথ পাঠ করাবেন। সুপ্রিম কোর্টের জনসংযোগ কর্মকর্তা শফিকুল ইসলাম আজকের পত্রিকাকে এ কথা জানান।
৬ ঘণ্টা আগে