নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দুই সন্তানকে ফিরে পেতে হাইকোর্টে রিট করেছেন জাপানি নাগরিক নাকানো এরিকো। রিটের শুনানি শেষে বিবাদী বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক শরীফ ইমরান ও তাঁর বোনকে (সন্তানদের ফুফু) সশরীরে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে এক মাসের জন্য শরীফ ইমরান ও দুই শিশুর বাংলাদেশ ত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের ভার্চ্যুয়াল বেঞ্চ এ আদেশ দেন।
রাজধানীর গুলশান ও আদাবর থানার ওসিকে এই নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে। এ ছাড়া ৩১ আগস্ট তাঁদের আদালতে উপস্থিত নিশ্চিত করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
রিট আবেদনে দুই শিশুসন্তানকে মা এরিকো তাঁর জিম্মায় দেওয়ার নির্দেশনা চেয়েছেন। রিট আবেদনকারীর পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট শিশির মোহাম্মদ মনির। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার।
২০০৮ সালের ১১ জুলাই জাপানি নাগরিক নাকানো এরিকো ও বাংলাদেশি শরীফ ইমরান জাপানি রীতিতে বিবাহবন্ধনে আবদ্ধ হন। বিয়ের পর তাঁরা টোকিওতে বসবাস শুরু করেন। ১২ বছরের সংসারে তাঁদের তিনটি কন্যাসন্তানের জন্ম হয়। তারা হলো–জেসমিন মালিকা (১১), লাইলা লিনা (১০) ও সানিয়া হেনা (৭)। এরিকো পেশায় চিকিৎসক। মালিকা, লিনা ও হেনা টোকিওর চফো সিটিতে অবস্থিত আমেরিকান স্কুল ইন জাপানের (এএসআইজে) শিক্ষার্থী।
চলতি বছরের ১৮ জানুয়ারি এরিকোর সঙ্গে বিবাহ বিচ্ছেদের (ডিভোর্স) আবেদন করেন শরীফ ইমরান। ২১ জানুয়ারি ইমরান এএসআইজে স্কুল কর্তৃপক্ষের কাছে তাঁর মেয়ে জেসমিন মালিকাকে নিয়ে যাওয়ার আবেদন করেন। কিন্তু স্কুল কর্তৃপক্ষ এরিকোর সম্মতি না থাকায় বাবার প্রস্তাব প্রত্যাখ্যান করে। পরে স্কুলবাসে বাড়ি ফেরার পথে বাসস্টপেজ থেকে জেসমিন ও লিনাকে নিয়ে অন্য একটি ভাড়া বাসায় নিয়ে যান ইমরান। এ ঘটনায় এরিকো জাপানের পারিবারিক আদালতে মামলা করেন। ওই দেশের আদালত জেসমিন ও লিনাকে এরিকোর জিম্মায় দেওয়ার নির্দেশ দেন। কিন্তু আদালতের নির্দেশনা অমান্য করে ইমরান দুই সন্তানকে নিয়ে বাংলাদেশে চলে আসেন। পরে এরিকো ছোট মেয়েকে জাপানে রেখে বাংলাদেশে এসে দুই মেয়েকে ফেরত চান। ফেরত না দেওয়ায় তিনি রিট করেন।
দুই সন্তানকে ফিরে পেতে হাইকোর্টে রিট করেছেন জাপানি নাগরিক নাকানো এরিকো। রিটের শুনানি শেষে বিবাদী বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক শরীফ ইমরান ও তাঁর বোনকে (সন্তানদের ফুফু) সশরীরে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে এক মাসের জন্য শরীফ ইমরান ও দুই শিশুর বাংলাদেশ ত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের ভার্চ্যুয়াল বেঞ্চ এ আদেশ দেন।
রাজধানীর গুলশান ও আদাবর থানার ওসিকে এই নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে। এ ছাড়া ৩১ আগস্ট তাঁদের আদালতে উপস্থিত নিশ্চিত করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
রিট আবেদনে দুই শিশুসন্তানকে মা এরিকো তাঁর জিম্মায় দেওয়ার নির্দেশনা চেয়েছেন। রিট আবেদনকারীর পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট শিশির মোহাম্মদ মনির। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার।
২০০৮ সালের ১১ জুলাই জাপানি নাগরিক নাকানো এরিকো ও বাংলাদেশি শরীফ ইমরান জাপানি রীতিতে বিবাহবন্ধনে আবদ্ধ হন। বিয়ের পর তাঁরা টোকিওতে বসবাস শুরু করেন। ১২ বছরের সংসারে তাঁদের তিনটি কন্যাসন্তানের জন্ম হয়। তারা হলো–জেসমিন মালিকা (১১), লাইলা লিনা (১০) ও সানিয়া হেনা (৭)। এরিকো পেশায় চিকিৎসক। মালিকা, লিনা ও হেনা টোকিওর চফো সিটিতে অবস্থিত আমেরিকান স্কুল ইন জাপানের (এএসআইজে) শিক্ষার্থী।
চলতি বছরের ১৮ জানুয়ারি এরিকোর সঙ্গে বিবাহ বিচ্ছেদের (ডিভোর্স) আবেদন করেন শরীফ ইমরান। ২১ জানুয়ারি ইমরান এএসআইজে স্কুল কর্তৃপক্ষের কাছে তাঁর মেয়ে জেসমিন মালিকাকে নিয়ে যাওয়ার আবেদন করেন। কিন্তু স্কুল কর্তৃপক্ষ এরিকোর সম্মতি না থাকায় বাবার প্রস্তাব প্রত্যাখ্যান করে। পরে স্কুলবাসে বাড়ি ফেরার পথে বাসস্টপেজ থেকে জেসমিন ও লিনাকে নিয়ে অন্য একটি ভাড়া বাসায় নিয়ে যান ইমরান। এ ঘটনায় এরিকো জাপানের পারিবারিক আদালতে মামলা করেন। ওই দেশের আদালত জেসমিন ও লিনাকে এরিকোর জিম্মায় দেওয়ার নির্দেশ দেন। কিন্তু আদালতের নির্দেশনা অমান্য করে ইমরান দুই সন্তানকে নিয়ে বাংলাদেশে চলে আসেন। পরে এরিকো ছোট মেয়েকে জাপানে রেখে বাংলাদেশে এসে দুই মেয়েকে ফেরত চান। ফেরত না দেওয়ায় তিনি রিট করেন।
জরুরি সংস্কার শেষে দ্রুততম সময়ের মধ্যে আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করবে সরকার। সব রাজনৈতিক দল ও অংশীজনদের সঙ্গে আলোচনা করে তা ঠিক করা হবে। তবে সংস্কারে কতটুকু সময় লাগবে, তা না জেনে নির্বাচনের সময়টা বলতে পারছে না সরকার।
৮ ঘণ্টা আগেবাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. আফজাল হোসেন। তিনি পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। রেলপথ মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা গেছে
৮ ঘণ্টা আগেবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কেরা বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে জাতিকে ঐক্যবদ্ধ করার প্রয়াস চালাচ্ছেন, তাঁরা বিবেককে জাগ্রত করছেন। তাই তাঁদের নিরাপত্তার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে অন্তর্বর্তীকালীন সরকার। তাদের নিরাপত্তা বিষয় নিয়ে উপদেষ্টা পরিষদে আলোচনা হয়েছে। আজ বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এসব ক
৯ ঘণ্টা আগেগণমাধ্যমের স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করতে পাশে থাকার অঙ্গীকার করেছে দেশের বিভিন্ন রাজনৈতিক দল। আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে ‘আক্রমণের মুখে স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যম প্রতিষ্ঠান’ শীর্ষক এক মতবিনিময় অনুষ্ঠানে বিএনপিসহ একাধিক রাজনৈতিক দলের নেতারা এই প্রতিশ্রুতি দেন। অনুষ্ঠানে
৯ ঘণ্টা আগে