গণ-অভ্যুত্থানে শহীদ ৮৩৪ জনের নাম গেজেটে প্রকাশ

বিশেষ প্রতিনিধি, ঢাকা ­­
আপডেট : ১৬ জানুয়ারি ২০২৫, ২০: ২০
Thumbnail image

জুলাই গণ-অভ্যুত্থানে ৮৩৪ জন শহীদের নামের তালিকা গেজেট আকারে প্রকাশ করেছে সরকার।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় গতকাল বুধবার গণ-অভ্যুত্থানে শহীদের নাম, মেডিকেল আইডি নম্বর, পিতার নাম, বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা গেজেট আকারে প্রকাশ করেছে।

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে মাঠে নামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। তাদের এই আন্দোলন পরবর্তী সময়ে সরকার পতনের এক দফার আন্দোলনে রূপ নেয়। ছাত্র-জনতার গণ-আন্দোলনে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়।

নোবেলজয়ী মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গত বছরের ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার গঠিত হয়। এই সরকার গঠনের পর জুলাই আন্দোলনে নিহত ও আহতদের নামের তালিকা করা হচ্ছে। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা এবং আহতদের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা করা হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত