আজাদুল আদনান, ঢাকা
নিবন্ধনের মাধ্যমে সিনোফার্ম ও মডার্নার টিকা অনেকটা গুছিয়ে দেওয়া হলেও বিপত্তি ঘটেছে অক্সফোর্ড-অ্যাস্ট্রজেনেকার টিকা নিয়ে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা অনুযায়ী চার সপ্তাহ পর এই টিকার দ্বিতীয় ডোজ দেওয়ার কথা থাকলেও তা মানছে না স্বাস্থ্য অধিদপ্তর। এতে বিপাকে পড়েছেন প্রবাসীরা। অনেকের ফ্লাইটের সময় কাছে এলেও মিলছে না টিকা। ফলে সময়মতো কর্মস্থলে ফেরা নিয়ে শঙ্কায় আছেন অনেক প্রবাসী বাংলাদেশি।
গত ১৯ আগস্ট অ্যাস্ট্রাজেনেকার তৈরি টিকার প্রথম ডোজ নেন সৌদিপ্রবাসী মনঞ্জুরুল ইসলাম (৪০)। চলতি সপ্তাহেই তাঁর ফ্লাইট। তার আগে দ্বিতীয় ডোজ নেওয়ার জন্য গতকাল শনিবার তিনি হাজির হন রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) টিকাকেন্দ্রে। কিন্তু টিকা না পেয়েই ফেরত যেতে হয় তাঁকে।
ফলে কর্মস্থলে ফিরতে পারবেন কি না সেই আশঙ্কায় আছেন তিনি।
গতকাল একই পরিস্থিতির মুখে পড়েন জসিম উদ্দিনও (৪৭)। ফেনী থেকে আসা এই আরব আমিরাত-প্রবাসী প্রথম ডোজের টিকা নিয়েছেন ৪৪ দিন আগে। তারপরও দ্বিতীয় ডোজ নিতে না পেরে ক্ষোভ প্রকাশ করেন তিনি। বলেন, ‘আগামী ২২ সেপ্টেম্বর আমার ফ্লাইট। তাই দ্রুত টিকা নেওয়ার জন্য মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে এসেছি। কিন্তু কেন্দ্র থেকে বলা হচ্ছে ৫৬ দিনের আগে দ্বিতীয় ডোজ দেওয়া যাবে না। তাহলে আমাদের এই টিকা দেওয়া হলো কেন?
টিকা নিতে এসে প্রবাসীদের এমন ফেরত যাওয়ার চিত্র দেখা গেছে ঢাকা মেডিকেল ও মুগদা মেডিকেল কলেজ হাসপাতালসহ রাজধানীর আরও কয়েকটি কেন্দ্রে। টিকাকেন্দ্রগুলো বলছে, স্বাস্থ্য অধিদপ্তর থেকে ৫৬ দিন পর অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় ডোজ দিতে বলা হয়েছে। যাঁরা এসএমএস পেয়ে আসছেন, তাঁদেরই আপাতত টিকা দেওয়া হচ্ছে। এ ছাড়া অ্যাস্ট্রাজেনেকা ও মডার্নার টিকা ফুরিয়ে যাওয়ার পর্যায়ে। তাই, আপাতত সিনোফার্মই ভরসা।
বিএসএমএমইউ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নজরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, হাতে থাকা টিকার বেশির ভাগই সিনোফার্ম। অধিদপ্তরের সঙ্গে কথা হয়েছে, শিগগিরই ফাইজারের টিকা আসবে, যা প্রবাসীদের দেওয়া হবে। অ্যাস্ট্রাজেনেকা আট সপ্তাহের আগে দেওয়ার সুযোগ নেই। তাই, প্রবাসীরা যদি এটি নিয়ে থাকেন, তারপরও নিয়ম অনুযায়ী দিতে হবে। তাঁদের জন্য তো আর নিয়ম ভাঙা যাবে না।
স্বাস্থ্য অধিদপ্তর বলছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা মেনে চলমান টিকাদান কার্যক্রম চলছে। কোনো টিকার দুই ডোজের ব্যবধান কত দিন হবে সেটিও নিয়ম মেনে দেওয়া হচ্ছে। তাই, প্রবাসীরা অ্যাস্ট্রাজেনেকার টিকা নিয়ে থাকলে তাঁদের সেই প্রটোকল মানতে হবে।
টিকা ব্যবস্থাপনা কমিটির সদস্যসচিব ডা. শামসুল হক বলেন, ‘আমরা তো বিশ্ব স্বাস্থ্য সংস্থার নিয়মের বাইরে যেতে পারি না। তারাই বলেছে, সিনোফার্ম, ফাইজার ও মডার্না প্রথম ডোজের চার সপ্তাহ পর ও অ্যাস্ট্রেজেনেকা আট সপ্তাহ পর দ্বিতীয় ডোজ নিতে হবে। তাহলে আমরা কী করতে পারি?’
তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে ভিন্ন কথা। তাদের ওয়েবসাইটে ঢুকে দেখা যায়, অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় ডোজ নেওয়ার সময় উল্লেখ করা হয়েছে ৪ থেকে ১২ সপ্তাহ। স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার সাবেক পরিচালক অধ্যাপক ডা. বে-নজির আহমেদও বলছেন, অ্যাস্ট্রাজেনেকাসহ সব ধরনের টিকার প্রথম ডোজ নেওয়ার চার সপ্তাহ হলেই দ্বিতীয় ডোজ নিতে কোনো ধরনের বাধা নেই। তিনি বলেন, অধিদপ্তরের কেউ যদি এর উল্টো বলে থাকেন, তাহলে তিনি ভুল বলেছেন। প্রবাসীদের সঙ্গে যা হচ্ছে তা ভালো খবর নয়। দ্রুত তাঁদের টিকা দেওয়া উচিত।
নিবন্ধনের মাধ্যমে সিনোফার্ম ও মডার্নার টিকা অনেকটা গুছিয়ে দেওয়া হলেও বিপত্তি ঘটেছে অক্সফোর্ড-অ্যাস্ট্রজেনেকার টিকা নিয়ে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা অনুযায়ী চার সপ্তাহ পর এই টিকার দ্বিতীয় ডোজ দেওয়ার কথা থাকলেও তা মানছে না স্বাস্থ্য অধিদপ্তর। এতে বিপাকে পড়েছেন প্রবাসীরা। অনেকের ফ্লাইটের সময় কাছে এলেও মিলছে না টিকা। ফলে সময়মতো কর্মস্থলে ফেরা নিয়ে শঙ্কায় আছেন অনেক প্রবাসী বাংলাদেশি।
গত ১৯ আগস্ট অ্যাস্ট্রাজেনেকার তৈরি টিকার প্রথম ডোজ নেন সৌদিপ্রবাসী মনঞ্জুরুল ইসলাম (৪০)। চলতি সপ্তাহেই তাঁর ফ্লাইট। তার আগে দ্বিতীয় ডোজ নেওয়ার জন্য গতকাল শনিবার তিনি হাজির হন রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) টিকাকেন্দ্রে। কিন্তু টিকা না পেয়েই ফেরত যেতে হয় তাঁকে।
ফলে কর্মস্থলে ফিরতে পারবেন কি না সেই আশঙ্কায় আছেন তিনি।
গতকাল একই পরিস্থিতির মুখে পড়েন জসিম উদ্দিনও (৪৭)। ফেনী থেকে আসা এই আরব আমিরাত-প্রবাসী প্রথম ডোজের টিকা নিয়েছেন ৪৪ দিন আগে। তারপরও দ্বিতীয় ডোজ নিতে না পেরে ক্ষোভ প্রকাশ করেন তিনি। বলেন, ‘আগামী ২২ সেপ্টেম্বর আমার ফ্লাইট। তাই দ্রুত টিকা নেওয়ার জন্য মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে এসেছি। কিন্তু কেন্দ্র থেকে বলা হচ্ছে ৫৬ দিনের আগে দ্বিতীয় ডোজ দেওয়া যাবে না। তাহলে আমাদের এই টিকা দেওয়া হলো কেন?
টিকা নিতে এসে প্রবাসীদের এমন ফেরত যাওয়ার চিত্র দেখা গেছে ঢাকা মেডিকেল ও মুগদা মেডিকেল কলেজ হাসপাতালসহ রাজধানীর আরও কয়েকটি কেন্দ্রে। টিকাকেন্দ্রগুলো বলছে, স্বাস্থ্য অধিদপ্তর থেকে ৫৬ দিন পর অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় ডোজ দিতে বলা হয়েছে। যাঁরা এসএমএস পেয়ে আসছেন, তাঁদেরই আপাতত টিকা দেওয়া হচ্ছে। এ ছাড়া অ্যাস্ট্রাজেনেকা ও মডার্নার টিকা ফুরিয়ে যাওয়ার পর্যায়ে। তাই, আপাতত সিনোফার্মই ভরসা।
বিএসএমএমইউ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নজরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, হাতে থাকা টিকার বেশির ভাগই সিনোফার্ম। অধিদপ্তরের সঙ্গে কথা হয়েছে, শিগগিরই ফাইজারের টিকা আসবে, যা প্রবাসীদের দেওয়া হবে। অ্যাস্ট্রাজেনেকা আট সপ্তাহের আগে দেওয়ার সুযোগ নেই। তাই, প্রবাসীরা যদি এটি নিয়ে থাকেন, তারপরও নিয়ম অনুযায়ী দিতে হবে। তাঁদের জন্য তো আর নিয়ম ভাঙা যাবে না।
স্বাস্থ্য অধিদপ্তর বলছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা মেনে চলমান টিকাদান কার্যক্রম চলছে। কোনো টিকার দুই ডোজের ব্যবধান কত দিন হবে সেটিও নিয়ম মেনে দেওয়া হচ্ছে। তাই, প্রবাসীরা অ্যাস্ট্রাজেনেকার টিকা নিয়ে থাকলে তাঁদের সেই প্রটোকল মানতে হবে।
টিকা ব্যবস্থাপনা কমিটির সদস্যসচিব ডা. শামসুল হক বলেন, ‘আমরা তো বিশ্ব স্বাস্থ্য সংস্থার নিয়মের বাইরে যেতে পারি না। তারাই বলেছে, সিনোফার্ম, ফাইজার ও মডার্না প্রথম ডোজের চার সপ্তাহ পর ও অ্যাস্ট্রেজেনেকা আট সপ্তাহ পর দ্বিতীয় ডোজ নিতে হবে। তাহলে আমরা কী করতে পারি?’
তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে ভিন্ন কথা। তাদের ওয়েবসাইটে ঢুকে দেখা যায়, অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় ডোজ নেওয়ার সময় উল্লেখ করা হয়েছে ৪ থেকে ১২ সপ্তাহ। স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার সাবেক পরিচালক অধ্যাপক ডা. বে-নজির আহমেদও বলছেন, অ্যাস্ট্রাজেনেকাসহ সব ধরনের টিকার প্রথম ডোজ নেওয়ার চার সপ্তাহ হলেই দ্বিতীয় ডোজ নিতে কোনো ধরনের বাধা নেই। তিনি বলেন, অধিদপ্তরের কেউ যদি এর উল্টো বলে থাকেন, তাহলে তিনি ভুল বলেছেন। প্রবাসীদের সঙ্গে যা হচ্ছে তা ভালো খবর নয়। দ্রুত তাঁদের টিকা দেওয়া উচিত।
থাইল্যান্ড, মিয়ানমার, লাওস, ভিয়েতনাম ও কম্বোডিয়ায় ভ্রমণের ব্যাপারে বাংলাদেশি নাগরিকদের সতর্ক করেছে সরকার। স্ক্যাম চক্রের প্রতারণা এড়াতে নিয়োগ যাচাই এবং সাইবার নিরাপত্তা মেনে চলার পরামর্শ।
৩২ মিনিট আগেহজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর তাঁদের অভ্যর্থনা জানান পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, এবং আইওএমের কর্মকর্তারা। এ সময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক মোস্তফা জামিল খান ফেরত আসা বাংলাদেশিদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন।
৭ ঘণ্টা আগেজাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের জন্য তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহাল, সংরক্ষিত নারী আসনে সরাসরি ভোট গ্রহণ, প্রবাসীদের ভোট দেওয়ার সুযোগসহ বিভিন্ন সুপারিশ করেছেন সংবাদপত্রের সম্পাদকেরা। গতকাল বৃহস্পতিবার নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সঙ্গে বৈঠকে নিজেদের মতামত তুলে ধরেন তাঁরা।
৭ ঘণ্টা আগেপরিবর্তিত প্রেক্ষাপটে জন-আকাঙ্ক্ষা পূরণে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠান এখন সময়ের দাবি। বিএনপিসহ অধিকাংশ রাজনৈতিক দলের চাওয়া দ্রুত নির্বাচন। এ অবস্থায় নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠনকে ‘ইতিবাচক’ হিসেবে দেখছেন দলগুলোর নেতারা। তাঁরা বলেছেন, নির্বাচন অনুষ্ঠানে কার্যকর পদক্ষেপ নিয়
৭ ঘণ্টা আগে