নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনে ভর করে একটি মহল দেশে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে বলে দাবি করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ । গত সোমবার রাতে রামপুরায় বাসের ধাক্কায় এক ছাত্র নিহত হওয়ার ১৫ মিনিটের মধ্যে দুটি ফেসবুক পেজ থেকে কীভাবে লাইভ করা হলো সেই প্রশ্ন তুলেছেন তিনি। ঘটনার ১৫ মিনিটের মধ্যে কারা এতগুলো বাসে আগুন দিয়েছে সেই প্রশ্ন রেখেছেন হাছান মাহমুদ।
সচিবালয়ে আজ বুধবার এক ব্রিফিংয়ে তথ্যমন্ত্রী বলেন, ঘটনার ১২ মিনিট পরই নিরাপদ সড়ক চাই পেজের অ্যাডমিন সেখানে কীভাবে পৌঁছাল, সেখান থেকে লাইভ কীভাবে করল? ‘বাঁশের কেল্লা’ কীভাবে ১৫ মিনিটের মধ্যে এই খবর পেল এবং সেখান থেকে প্রচার করল? ঘটনার ১৫ মিনিটের মধ্যেই ১০/১২টি গাড়িতে আগুন দেওয়া হলো।
হাছান মাহমুদ বলেন, নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীরা আন্দোলন করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই দাবির প্রতি সহানুভূতিশীল হয়ে বিআরটিসি বাসে হাফ ভাড়া আজ বুধবার থেকে কার্যকরের নির্দেশনা দিয়েছেন। ইতিমধ্যে ঢাকার বাস মালিক সমিতি আজ থেকে ঢাকায় হাফ ভাড়া কার্যকর করবে।
সরকার ছাত্রদের আন্দোলনের প্রতি সহানুভূতিশীল জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, রামপুরার ঘটনাটি কি দুর্ঘটনা ছিল নাকি পরিকল্পিত ছিল? এত অল্প সময়ের মধ্যে এত তাড়াতাড়ি লাইভে গেল, গাড়িতে আগুন দেওয়া হলো। এটি কি দুর্ঘটনা নাকি পরিকল্পিত ঘটনা সে প্রশ্ন থেকেই যায়। এ ঘটনা নিয়ে তদন্ত হচ্ছে এবং হবে। যারা এ ঘটনার সঙ্গে জড়িত তাদেরকে খুঁজে বের করে নিশ্চয়ই শাস্তির ব্যবস্থা গ্রহণ করা হবে, আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ঘটনায় ইতিমধ্যে মামলাও হয়েছে।
রামপুরা থেকে এত অল্প সময়ে যারা লাইভ করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন কি-না, এ প্রশ্নে হাছান মাহমুদ বলেন, ১৫ মিনিটের মধ্যে বাসে আগুন দেওয়া হলো? ওখানে কিন্তু তার সহপাঠীরা ছিল না। মধ্যরাতে অত ছাত্রও সেখানে ছিল না। তাহলে এরা কারা, সে প্রশ্ন তো অবশ্যই আসে। দ্রুততার সঙ্গে এ কাজ করেছে, এত দ্রুততার সঙ্গে ঢাকার যান মাড়িয়ে সেনাবাহিনীর পক্ষেও সেখানে যাওয়া সম্ভব কি-না সেটি একটি বড় প্রশ্ন। তাহলে কি আগে থেকেই তারা সেখানে ছিল? তদন্ত হচ্ছে, তদন্তে সবকিছু বেরিয়ে আসবে।
এক প্রশ্নে তথ্যমন্ত্রী বলেন, বিআরটিসি বাসে ছাত্রদের হাফ ভাড়া যেভাবে সারা দেশে কার্যকর করা হয়েছে আমি আশা করব চট্টগ্রাম অন্যান্য শহরেও বেসরকারি বাস মালিকেরা একই ধরনের সিদ্ধান্ত নেবেন।
নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনে ভর করে একটি মহল দেশে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে বলে দাবি করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ । গত সোমবার রাতে রামপুরায় বাসের ধাক্কায় এক ছাত্র নিহত হওয়ার ১৫ মিনিটের মধ্যে দুটি ফেসবুক পেজ থেকে কীভাবে লাইভ করা হলো সেই প্রশ্ন তুলেছেন তিনি। ঘটনার ১৫ মিনিটের মধ্যে কারা এতগুলো বাসে আগুন দিয়েছে সেই প্রশ্ন রেখেছেন হাছান মাহমুদ।
সচিবালয়ে আজ বুধবার এক ব্রিফিংয়ে তথ্যমন্ত্রী বলেন, ঘটনার ১২ মিনিট পরই নিরাপদ সড়ক চাই পেজের অ্যাডমিন সেখানে কীভাবে পৌঁছাল, সেখান থেকে লাইভ কীভাবে করল? ‘বাঁশের কেল্লা’ কীভাবে ১৫ মিনিটের মধ্যে এই খবর পেল এবং সেখান থেকে প্রচার করল? ঘটনার ১৫ মিনিটের মধ্যেই ১০/১২টি গাড়িতে আগুন দেওয়া হলো।
হাছান মাহমুদ বলেন, নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীরা আন্দোলন করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই দাবির প্রতি সহানুভূতিশীল হয়ে বিআরটিসি বাসে হাফ ভাড়া আজ বুধবার থেকে কার্যকরের নির্দেশনা দিয়েছেন। ইতিমধ্যে ঢাকার বাস মালিক সমিতি আজ থেকে ঢাকায় হাফ ভাড়া কার্যকর করবে।
সরকার ছাত্রদের আন্দোলনের প্রতি সহানুভূতিশীল জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, রামপুরার ঘটনাটি কি দুর্ঘটনা ছিল নাকি পরিকল্পিত ছিল? এত অল্প সময়ের মধ্যে এত তাড়াতাড়ি লাইভে গেল, গাড়িতে আগুন দেওয়া হলো। এটি কি দুর্ঘটনা নাকি পরিকল্পিত ঘটনা সে প্রশ্ন থেকেই যায়। এ ঘটনা নিয়ে তদন্ত হচ্ছে এবং হবে। যারা এ ঘটনার সঙ্গে জড়িত তাদেরকে খুঁজে বের করে নিশ্চয়ই শাস্তির ব্যবস্থা গ্রহণ করা হবে, আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ঘটনায় ইতিমধ্যে মামলাও হয়েছে।
রামপুরা থেকে এত অল্প সময়ে যারা লাইভ করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন কি-না, এ প্রশ্নে হাছান মাহমুদ বলেন, ১৫ মিনিটের মধ্যে বাসে আগুন দেওয়া হলো? ওখানে কিন্তু তার সহপাঠীরা ছিল না। মধ্যরাতে অত ছাত্রও সেখানে ছিল না। তাহলে এরা কারা, সে প্রশ্ন তো অবশ্যই আসে। দ্রুততার সঙ্গে এ কাজ করেছে, এত দ্রুততার সঙ্গে ঢাকার যান মাড়িয়ে সেনাবাহিনীর পক্ষেও সেখানে যাওয়া সম্ভব কি-না সেটি একটি বড় প্রশ্ন। তাহলে কি আগে থেকেই তারা সেখানে ছিল? তদন্ত হচ্ছে, তদন্তে সবকিছু বেরিয়ে আসবে।
এক প্রশ্নে তথ্যমন্ত্রী বলেন, বিআরটিসি বাসে ছাত্রদের হাফ ভাড়া যেভাবে সারা দেশে কার্যকর করা হয়েছে আমি আশা করব চট্টগ্রাম অন্যান্য শহরেও বেসরকারি বাস মালিকেরা একই ধরনের সিদ্ধান্ত নেবেন।
ঢাকা মহানগর এলাকায় ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধে পদক্ষেপ নিতে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত চেয়ে চেম্বার আদালতে আবেদন করা হয়েছে। গতকাল রোববার এই আবেদন করা হয়। আজ সোমবার চেম্বার বিচারপতির আদালতে এই বিষয়ে শুনানি হবে। বিষয়টি নিশ্চিত করেছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নূর মোহাম্মদ আজমি।
১৬ মিনিট আগেআন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধন করে গেজেট প্রকাশ করা হয়েছে। রোববার (২৪ নভেম্বর) আইন মন্ত্রণালয় থেকে এই সংক্রান্ত গেজেট প্রকাশ করা হয়
৯ ঘণ্টা আগেগণ-অভ্যুত্থানে সরকার পতনের পর দায়িত্ব নিয়ে তড়িঘড়ি করে বেশির ভাগ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছিল অন্তর্বর্তী সরকার। নতুন ডিসিদের মধ্যে অনেকের বিরুদ্ধে এখন নানা রকম অভিযোগ আসছে। এই অবস্থায় নতুন কর্মকর্তাদের মধ্য থেকে ডিসি নিয়োগের প্রক্রিয়া শুরু করতে যাচ্ছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
৯ ঘণ্টা আগেসংবিধান সংস্কারে গঠিত কমিশন চলতি নভেম্বর মাসের মধ্যে অংশীজনদের সঙ্গে আলোচনা শেষ করবে বলে জানিয়েছেন কমিশনটির প্রধান অধ্যাপক আলী রীয়াজ। তিনি বলেছেন, ‘যদি কোনো ধরনের অপ্রত্যাশিত পরিস্থিতির সৃষ্টি না হয় তাহলে নির্ধারিত সময়ের মধ্যেই সুপারিশের খসড়া প্রকাশ করা সম্ভব হবে। সুপারিশ চূড়ান্ত করে সরকারের কাছে দে
১০ ঘণ্টা আগে