বিশেষ প্রতিনিধি, ঢাকা
আগামী ৯ মে শুরু হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের হজ ফ্লাইট। এবার মোট ৪৩ হাজার ৮৯৯ জন হজযাত্রী পরিবহন করবে রাষ্ট্রীয় পতাকাবাহী প্রতিষ্ঠান বিমান। হজ যাত্রীদের সেবা দিতে সব প্রস্তুতি নেওয়ার কথা জানিয়েছে বিমান কর্তৃপক্ষ।
বিমানের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ৮ মে এ বছরের হজ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আরও বলা হয়েছে, গতবারের মতো এবারও ঢাকা, চট্টগ্রাম ও সিলেট থেকে জেদ্দা ও মদিনায় ডেডিকেটেড ফ্লাইট পরিচালিত হবে। এ জন্য জেদ্দা ও মদিনায় পর্যাপ্ত জনবল নিয়োগ করা হয়েছে।
এবারও হজ যাত্রীরা আশকোনা হজ ক্যাম্প থেকে সরাসরি ইমিগ্রেশন সম্পন্ন করতে পারবেন।
বিমান বলছে, হজযাত্রীদের বোর্ডিং এবং ইমিগ্রেশনের জন্য কাউন্টারে পর্যাপ্ত লোকবল নিয়োগ করা হয়েছে। পাশাপাশি ঢাকা হজ অফিসে বিমানের সেলস কাউন্টারে ব্যালটি হাজিদের টিকিট ইস্যু এবং নন-ব্যালটি হাজিদের টিকিট সংক্রান্ত সমস্যার সমাধানের সুবিধাও রাখা হয়েছে।
এ বছর বাংলাদেশ থেকে মোট ৮৬ হাজার ৫২৭ জন হজযাত্রী সৌদি আরবে পবিত্র হজ পালন করবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় যাচ্ছেন ৪ হাজার ৬০৯ জন। বাকিরা যাবেন বেসরকারি ব্যবস্থাপনায়।
সৌদি আরবের সঙ্গে চুক্তি অনুসারে মোট যাত্রীর অর্ধেক অর্থাৎ ৪৩ হাজার ৮৯৯ জনকে পরিবহন করবে বিমান। আর বাকিরা যাবেন সৌদি আরবের সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইনস ও নাস এয়ারে।
এবার প্রাক হজ সময়ে বিমান মোট ১১৬টি ডেডিকেটেড ফ্লাইট পরিচালনা করবে। এর মধ্যে ঢাকা থেকে জেদ্দাতে ৮২টি, চট্টগ্রাম থেকে জেদ্দাতে ১৭টি ও সিলেট থেকে জেদ্দাতে ৫টি এবং ঢাকা থেকে মদিনাতে ৯টি, চট্টগ্রাম থেকে মদিনাতে ২টি ও সিলেট থেকে মদিনাতে ১টি করে ফ্লাইট পরিচালনা করা হবে।
হজ পরবর্তী সময়ে বিমান ১২৫টি ডেডিকেটেড ফ্লাইটে হজযাত্রীদের দেশে ফিরিয়ে আনবে। এর মধ্যে জেদ্দা থেকে ঢাকাতে ৭৩টি, জেদ্দা থেকে চট্টগ্রামে ১৫টি ও জেদ্দা থেকে সিলেটে ২টি এবং মদিনা থেকে ঢাকায় ২২টি, মদিনা থেকে চট্টগ্রামে ৯টি এবং মদিনা থেকে সিলেটে ৪টি করে ফ্লাইট পরিচালনা করা হবে বলে জানিয়েছে বিমান।
প্রত্যেক হজযাত্রী সর্বোচ্চ দুটি ব্যাগে ২৩ কেজি করে মালামাল বহন করতে পারবেন।
আগামী ৯ মে শুরু হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের হজ ফ্লাইট। এবার মোট ৪৩ হাজার ৮৯৯ জন হজযাত্রী পরিবহন করবে রাষ্ট্রীয় পতাকাবাহী প্রতিষ্ঠান বিমান। হজ যাত্রীদের সেবা দিতে সব প্রস্তুতি নেওয়ার কথা জানিয়েছে বিমান কর্তৃপক্ষ।
বিমানের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ৮ মে এ বছরের হজ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আরও বলা হয়েছে, গতবারের মতো এবারও ঢাকা, চট্টগ্রাম ও সিলেট থেকে জেদ্দা ও মদিনায় ডেডিকেটেড ফ্লাইট পরিচালিত হবে। এ জন্য জেদ্দা ও মদিনায় পর্যাপ্ত জনবল নিয়োগ করা হয়েছে।
এবারও হজ যাত্রীরা আশকোনা হজ ক্যাম্প থেকে সরাসরি ইমিগ্রেশন সম্পন্ন করতে পারবেন।
বিমান বলছে, হজযাত্রীদের বোর্ডিং এবং ইমিগ্রেশনের জন্য কাউন্টারে পর্যাপ্ত লোকবল নিয়োগ করা হয়েছে। পাশাপাশি ঢাকা হজ অফিসে বিমানের সেলস কাউন্টারে ব্যালটি হাজিদের টিকিট ইস্যু এবং নন-ব্যালটি হাজিদের টিকিট সংক্রান্ত সমস্যার সমাধানের সুবিধাও রাখা হয়েছে।
এ বছর বাংলাদেশ থেকে মোট ৮৬ হাজার ৫২৭ জন হজযাত্রী সৌদি আরবে পবিত্র হজ পালন করবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় যাচ্ছেন ৪ হাজার ৬০৯ জন। বাকিরা যাবেন বেসরকারি ব্যবস্থাপনায়।
সৌদি আরবের সঙ্গে চুক্তি অনুসারে মোট যাত্রীর অর্ধেক অর্থাৎ ৪৩ হাজার ৮৯৯ জনকে পরিবহন করবে বিমান। আর বাকিরা যাবেন সৌদি আরবের সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইনস ও নাস এয়ারে।
এবার প্রাক হজ সময়ে বিমান মোট ১১৬টি ডেডিকেটেড ফ্লাইট পরিচালনা করবে। এর মধ্যে ঢাকা থেকে জেদ্দাতে ৮২টি, চট্টগ্রাম থেকে জেদ্দাতে ১৭টি ও সিলেট থেকে জেদ্দাতে ৫টি এবং ঢাকা থেকে মদিনাতে ৯টি, চট্টগ্রাম থেকে মদিনাতে ২টি ও সিলেট থেকে মদিনাতে ১টি করে ফ্লাইট পরিচালনা করা হবে।
হজ পরবর্তী সময়ে বিমান ১২৫টি ডেডিকেটেড ফ্লাইটে হজযাত্রীদের দেশে ফিরিয়ে আনবে। এর মধ্যে জেদ্দা থেকে ঢাকাতে ৭৩টি, জেদ্দা থেকে চট্টগ্রামে ১৫টি ও জেদ্দা থেকে সিলেটে ২টি এবং মদিনা থেকে ঢাকায় ২২টি, মদিনা থেকে চট্টগ্রামে ৯টি এবং মদিনা থেকে সিলেটে ৪টি করে ফ্লাইট পরিচালনা করা হবে বলে জানিয়েছে বিমান।
প্রত্যেক হজযাত্রী সর্বোচ্চ দুটি ব্যাগে ২৩ কেজি করে মালামাল বহন করতে পারবেন।
রাষ্ট্র পরিচালনায় স্থায়ী সমাধানের জন্য নতুন সংবিধান দরকার বলে মন্তব্য করেছেন রাষ্ট্রচিন্তাবিদ অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক। তিনি বলেন, ‘বর্তমান যে সংবিধান চলছে, তা কোনোমতে চালানোর জন্য সংস্কার চাইছে বর্তমান অন্তর্বর্তী সরকার। এটা দিয়ে কোনোমতে জোড়াতালি দিয়ে চলতে পারবে, কিন্তু একটি স্থায়ী সমাধানের জন্য
৫ ঘণ্টা আগেরাজধানীর শাহ আলী মাজারের কাছে একটি কাঠের দোকান ছিল ব্যবসায়ী ইসমাইল হোসেনের। ২০১৯ সালের ১৯ জুন দুপুরে সেই দোকান থেকে তিনি বাসার দিকে যাচ্ছিলেন দুপুরের খাবার খেতে। পথে নিখোঁজ হন। তাঁর স্ত্রী নাসরিন জাহান জানিয়েছেন, নিখোঁজ হওয়ার আগে মিরপুরে র্যাব-৪ অফিসের কাছে তাঁর সর্বশেষ অবস্থান ছিল। ৫ বছর পেরিয়ে গে
৬ ঘণ্টা আগেফ্যাসিবাদের দোসরেরা এখনো বিভিন্ন জায়গায় বহাল তবিয়তে রয়েছে। তাদের পরিহারের ঘোষণা দিয়ে জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারী (নাসির আব্দুল্লাহ) বলেছেন, ‘খুনি ও খুনের হুকুমদাতারা যদি তাদের স্কিলের কারণে থেকে যায়, তাহলে আমরা আরেকটি যুদ্ধ করতে বাধ্য হব।
১০ ঘণ্টা আগেসেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত বে অব বেঙ্গল সম্মেলন শুরু হচ্ছে আগামীকাল থেকে। এবারের সম্মেলনে উপস্থিত থাকবেন দক্ষিণ এশিয়ার দেশগুলোসহ বিভিন্ন দেশের ৮০০ জন অতিথি। প্রথম দিন অনুষ্ঠানে উদ্বোধনী বক্তা হিসেবে থাকবেন বর্তমান অন্তর্বর্তী সরকারের
১৬ ঘণ্টা আগে