আয়নাল হোসেন, ঢাকা
বাংলাদেশে অবস্থান করা বৈধ-অবৈধ বিদেশি নাগরিকদের বিষয়ে বিভিন্ন তথ্য সংগ্রহ করছে সরকার। বিভিন্ন সংস্থার মাধ্যমে বিদেশিদের তালিকা তৈরি করা হবে। এ ছাড়া ঢাকা মহানগর পুলিশের মাধ্যমে বাড়ির মালিকদের কাছ থেকে বিদেশি নাগরিকদের তথ্য চাওয়া হবে। এরপর অবৈধ বিদেশিদের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য একটি টাস্কফোর্স গঠন করা হবে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, অবৈধ বিদেশি নাগরিকদের বিষয়ে করণীয় ঠিক করতে ২২ জানুয়ারি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনির সভাপতিত্বে একটি সভা হয়। টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত হয়েছে সেই সভায়। এ ছাড়া সংশ্লিষ্ট সব দপ্তর বা সংস্থার অংশগ্রহণে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটি ওয়ার্কশপও হবে এ জন্য।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিদ্ধান্তে আরও জানা গেছে, অবৈধ বিদেশি নাগরিকদের বিষয়ে প্রয়োজনীয় কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়, দপ্তর বা সংস্থার ফোকাল পয়েন্ট নির্ধারণ করা। দেশের সব চেকপয়েন্টে বিশেষ সতর্কতা অবলম্বনসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) অনুরোধ করা হবে বলে সিদ্ধান্ত হয়। এ ছাড়া অবৈধ নাগরিকদের বিষয়ে সচেতনতামূলত ও কার্যকরী ব্যবস্থা নেওয়ার জন্য দেশের সব সিটি করপোরেশন, সব মহানগর পুলিশকে অনুরোধ করা হবে বলেও সিদ্ধান্ত হয়। একই সঙ্গে অবৈধ নাগরিকদের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য দেশের সব জেলা প্রশাসকদের অনুরোধ করা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গত বছরের ৩০ অক্টোবর পর্যন্ত দেশে বৈধ বিদেশি নাগরিকের সংখ্যা ছিল ৪৯ হাজার ২৬৬ জন। সরকারের পদক্ষেপে ১৮ জানুয়ারি পর্যন্ত তা কমে হয় ৩৩ হাজার ৬৪৮ জন। তাঁদের কাছ থেকে ১০ কোটি ৫৩ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
পুলিশের বিশেষ শাখার তথ্য অনুযায়ী, বাংলাদেশে বৈধভাবে অবস্থানকারী বিদেশিদের মধ্যে শীর্ষে ভারত। তথ্য অনুযায়ী, দেশে ২০২৪ সালের জুন পর্যন্ত বৈধভাবে অবস্থান করা বিদেশি নাগরিকের সংখ্যা ১ লাখ ১০ হাজার ৫৪৭ জন। তাঁদের মধ্যে ভারতীয় ৩৫ হাজার ৩২৭ জন, চীনের ১৩ হাজার ৪০৪, দক্ষিণ কোরিয়ার ৫ হাজার ৫৫, শ্রীলঙ্কার ৩ হাজার ৭৮৫ জন নাগরিক রয়েছেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ ও পুলিশের বিশেষ শাখা বাংলাদেশে অবস্থান করা বিদেশি নাগরিকদের ওপর নজরদারি ও তথ্য সংগ্রহ করে। সূত্রের তথ্য অনুযায়ী, গত বছরের জুন পর্যন্ত ভারত, চীন, দক্ষিণ কোরিয়াসহ ৯৭টি দেশের ১৩ হাজার ৫৭১ জন নাগরিক অবৈধভাবে বাংলাদেশে অবস্থান করেন। তাঁদের পাসপোর্ট বা ভিসার মেয়াদ অনেক আগে শেষ হয়েছে। আত্মগোপনে থেকে তাঁরা বিভিন্ন প্রতিষ্ঠানে অবৈধভাবে কাজও করছেন। কাগজ-কলমে তাঁদের মধ্যে ভারতীয়দের সংখ্যা ৭ হাজার ৪৭২ জন। তবে কাগজপত্রের বাইরে অবৈধভাবে কয়েক লাখ বিদেশি বাংলাদেশে অবস্থান করছেন বলে তথ্য রয়েছে। যাদের সিংহভাগই ভারতীয়।
গত জুন পর্যন্ত দেশে অবৈধভাবে বসবাস করা বিদেশিদের মধ্যে দক্ষিণ কোরিয়ার ১ হাজার ১৭ জন, চীনের ৯৮১, শ্রীলঙ্কার ১৮৭, যুক্তরাজ্যের ২৩১, কানাডার ৯৭, নাইজেরিয়ার ৪৬১ জন রয়েছেন।
সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক সভা শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেন, বিদেশি অবৈধ নাগরিকদের কোনোভাবেই এ দেশে থাকতে দেওয়া হবে না। অবৈধভাবে এ দেশে থাকায় তাঁদের জরিমানাও অনেকটা বাড়ানো হয়েছে।
বাংলাদেশে অবস্থান করা বৈধ-অবৈধ বিদেশি নাগরিকদের বিষয়ে বিভিন্ন তথ্য সংগ্রহ করছে সরকার। বিভিন্ন সংস্থার মাধ্যমে বিদেশিদের তালিকা তৈরি করা হবে। এ ছাড়া ঢাকা মহানগর পুলিশের মাধ্যমে বাড়ির মালিকদের কাছ থেকে বিদেশি নাগরিকদের তথ্য চাওয়া হবে। এরপর অবৈধ বিদেশিদের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য একটি টাস্কফোর্স গঠন করা হবে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, অবৈধ বিদেশি নাগরিকদের বিষয়ে করণীয় ঠিক করতে ২২ জানুয়ারি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনির সভাপতিত্বে একটি সভা হয়। টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত হয়েছে সেই সভায়। এ ছাড়া সংশ্লিষ্ট সব দপ্তর বা সংস্থার অংশগ্রহণে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটি ওয়ার্কশপও হবে এ জন্য।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিদ্ধান্তে আরও জানা গেছে, অবৈধ বিদেশি নাগরিকদের বিষয়ে প্রয়োজনীয় কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়, দপ্তর বা সংস্থার ফোকাল পয়েন্ট নির্ধারণ করা। দেশের সব চেকপয়েন্টে বিশেষ সতর্কতা অবলম্বনসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) অনুরোধ করা হবে বলে সিদ্ধান্ত হয়। এ ছাড়া অবৈধ নাগরিকদের বিষয়ে সচেতনতামূলত ও কার্যকরী ব্যবস্থা নেওয়ার জন্য দেশের সব সিটি করপোরেশন, সব মহানগর পুলিশকে অনুরোধ করা হবে বলেও সিদ্ধান্ত হয়। একই সঙ্গে অবৈধ নাগরিকদের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য দেশের সব জেলা প্রশাসকদের অনুরোধ করা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গত বছরের ৩০ অক্টোবর পর্যন্ত দেশে বৈধ বিদেশি নাগরিকের সংখ্যা ছিল ৪৯ হাজার ২৬৬ জন। সরকারের পদক্ষেপে ১৮ জানুয়ারি পর্যন্ত তা কমে হয় ৩৩ হাজার ৬৪৮ জন। তাঁদের কাছ থেকে ১০ কোটি ৫৩ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
পুলিশের বিশেষ শাখার তথ্য অনুযায়ী, বাংলাদেশে বৈধভাবে অবস্থানকারী বিদেশিদের মধ্যে শীর্ষে ভারত। তথ্য অনুযায়ী, দেশে ২০২৪ সালের জুন পর্যন্ত বৈধভাবে অবস্থান করা বিদেশি নাগরিকের সংখ্যা ১ লাখ ১০ হাজার ৫৪৭ জন। তাঁদের মধ্যে ভারতীয় ৩৫ হাজার ৩২৭ জন, চীনের ১৩ হাজার ৪০৪, দক্ষিণ কোরিয়ার ৫ হাজার ৫৫, শ্রীলঙ্কার ৩ হাজার ৭৮৫ জন নাগরিক রয়েছেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ ও পুলিশের বিশেষ শাখা বাংলাদেশে অবস্থান করা বিদেশি নাগরিকদের ওপর নজরদারি ও তথ্য সংগ্রহ করে। সূত্রের তথ্য অনুযায়ী, গত বছরের জুন পর্যন্ত ভারত, চীন, দক্ষিণ কোরিয়াসহ ৯৭টি দেশের ১৩ হাজার ৫৭১ জন নাগরিক অবৈধভাবে বাংলাদেশে অবস্থান করেন। তাঁদের পাসপোর্ট বা ভিসার মেয়াদ অনেক আগে শেষ হয়েছে। আত্মগোপনে থেকে তাঁরা বিভিন্ন প্রতিষ্ঠানে অবৈধভাবে কাজও করছেন। কাগজ-কলমে তাঁদের মধ্যে ভারতীয়দের সংখ্যা ৭ হাজার ৪৭২ জন। তবে কাগজপত্রের বাইরে অবৈধভাবে কয়েক লাখ বিদেশি বাংলাদেশে অবস্থান করছেন বলে তথ্য রয়েছে। যাদের সিংহভাগই ভারতীয়।
গত জুন পর্যন্ত দেশে অবৈধভাবে বসবাস করা বিদেশিদের মধ্যে দক্ষিণ কোরিয়ার ১ হাজার ১৭ জন, চীনের ৯৮১, শ্রীলঙ্কার ১৮৭, যুক্তরাজ্যের ২৩১, কানাডার ৯৭, নাইজেরিয়ার ৪৬১ জন রয়েছেন।
সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক সভা শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেন, বিদেশি অবৈধ নাগরিকদের কোনোভাবেই এ দেশে থাকতে দেওয়া হবে না। অবৈধভাবে এ দেশে থাকায় তাঁদের জরিমানাও অনেকটা বাড়ানো হয়েছে।
সব স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন এ মুহূর্তে একসঙ্গে করা সম্ভব বলে মনে করছে স্থানীয় সরকার সংস্কার কমিশন। আগামী জুনের মধ্যেই ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা, সিটি করপোরেশন ও জেলা পরিষদের ভোট শেষ করা যেতে পারে বলে নিজেদের সুপারিশে জানিয়েছে কমিশন।
৩০ মিনিট আগেযৌথ বাহিনীর বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্টে’ রাজধানীসহ সারা দেশে আরও ৭৬৯ জন ‘ডেভিল’ গ্রেপ্তার হয়েছে। এ ছাড়া অন্যান্য মামলা ও গ্রেপ্তারি পরোয়ানার অভিযোগে ৫৭২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে হত্যা, ভাঙচুর, সহিংসতাসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে মামলা রয়েছে। এ ছাড়া
৩ ঘণ্টা আগেভিসা প্রক্রিয়ায় দুর্নীতি দমনে দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে ঢাকাস্থ ইতালির দূতাবাস। ভিসা আবেদন প্রক্রিয়ায় প্রতারণামূলক কার্যক্রম রোধে বাংলাদেশ ও ইতালির আইনশৃঙ্খলা বাহিনীকে পূর্ণ সহায়তা দিচ্ছে দূতাবাস। ইতালির পুলিশের তদন্তে দুর্নীতির সঙ্গে যুক্ত থাকার অভিযোগে দূতাবাসের দুই সাবেক কর্মীসহ বেশ কয়েকজনকে
৪ ঘণ্টা আগেবিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের ৪ দিনব্যাপী (১৭-২০ ফেব্রুয়ারি) ৫৫তম সীমান্ত সম্মেলন ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত হয়েছে। এবারের সম্মেলনে সীমান্তে নিরস্ত্র নাগরিকদের ওপর গুলি চালানো, হত্যা, আহত বা মারধরের ঘটনা শূন্যের কোঠায় নামিয়ে আনার লক্ষ্যে সীমান্তের ঝুঁকিপূর্ণ এলাকায় যৌথ টহল বৃদ্ধি, উভয় সীমান্তরক
৫ ঘণ্টা আগে