আজকের পত্রিকা ডেস্ক
ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার ঘটনার জেরে সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া তিন পুলিশ কর্মকর্তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
এদিকে বাংলাদেশ থেকে সম্প্রতি ভারতে গিয়ে বিপাকে পড়েছেন অনেকে। আগরতলা শহরে বাংলাদেশিদের হোটেলকক্ষ ভাড়া দেওয়া হচ্ছে না।
কেনাকাটা করতে গিয়ে বাংলাদেশি পরিচয় জানতে পারলে বিক্রি করা হচ্ছে না পণ্য। একই ধরনের ঘটনা ঘটেছে পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনায়। সেখানে বনগাঁ শহরে বাংলাদেশিদের হোটেল ভাড়া না দিতে মাইকিং করা হয়েছে।
গত সোমবার আগরতলায় হিন্দু সংঘর্ষ সমিতি নামের একটি স্থানীয় সংগঠনের সদস্যরা বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলা চালিয়ে ভাঙচুর করেন এবং বাংলাদেশের পতাকা পুড়িয়ে দেন। ঘটনার পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল, দিল্লিতে বাংলাদেশের হাইকমিশন এবং অন্যান্য উপ ও সহকারী হাইকমিশনে নিরাপত্তা বাড়ানো হবে। সেই অনুসারে নিরাপত্তা বাড়ানো হয়েছে। এ ছাড়া বাংলাদেশের পক্ষ থেকে সেখানকার কার্যক্রম আপাতত বন্ধ রাখা হয়েছে। আর এই হামলার জেরে সাতজনকে গ্রেপ্তার করেছে সেখানকার পুলিশ। ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে বলা হয়েছে, এ প্রসঙ্গে আগরতলার এক পুলিশ কর্মকর্তা বলেন, এ ঘটনায় নিউ ক্যাপিটাল কমপ্লেক্স থানায় একটি মামলা করা হয়েছে।
আগরতলা পুলিশ সূত্র জানিয়েছে, হামলার ঘটনায় তদন্ত শুরু হয়েছে। এরপর আইনি ব্যবস্থা নেওয়ার লক্ষ্যে প্রশাসনিক প্রক্রিয়া শুরু করেছে। সহকারী হাইকমিশনে নিরাপত্তা জোরদার করার পাশাপাশি আধা সামরিক বাহিনী সিআরপিএফ (সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স) এবং রাজ্য পুলিশ মোতায়েন করা হয়েছে। রাজ্য পুলিশ সেখানে আগেও ছিল। তাদের সংখ্যা বাড়ানো হয়েছে।
শঙ্কায় বাংলাদেশিরা
এদিকে ত্রিপুরায় গিয়ে বিপাকে পড়ছেন বাংলাদেশিরা। ভারত থেকে আসা কয়েকজন বাংলাদেশি যাত্রী জানান, গত সোমবার যাঁরা আগরতলায় গিয়েছেন, তাঁদের শহরের ভেতরে কোনো হোটেলকক্ষ ভাড়া দেওয়া হয়নি। অনেকেই বাধ্য হয়ে শহরের বাইরে গিয়ে হোটেলে থেকেছেন। এ ছাড়া কেনাকাটা করতে গেলেও বাংলাদেশি পরিচয় পেলে কিছু বিক্রি করছে না দোকানিরা। ফলে চরম ভোগান্তিতে পড়েছেন দেশটিতে ভ্রমণরত বাংলাদেশিরা। এ ছাড়া আগরতলা ইমিগ্রেশনেও বাংলাদেশি যাত্রীদের নানাভাবে হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ করেন যাত্রীরা।
আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্ট পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল আলম বলেন, ভারতফেরত যাত্রীরা নানা অভিযোগ জানাচ্ছেন। তাঁদের হোটেল ভাড়া দেওয়া হচ্ছে না এবং ইমিগ্রেশনেও হয়রানি করা হচ্ছে। এসব কারণে গতকাল মঙ্গলবার যাত্রী পারাপার সীমিত ছিল।
এদিকে পশ্চিমবঙ্গে হয়রানি না করলেও আতঙ্ক ছড়িয়েছে। উত্তর ২৪ পরগনায়। সেখানে বনগাঁ শহরে বাংলাদেশিদের হোটেল ভাড়া না দিতে মাইকিং করা হয়েছে বলে জানান ভারতফেরত পাসপোর্টধারী শাহাবুদ্দীন। তিনি বলেন, ভারতের কিছু মানুষ পশ্চিমবঙ্গের বনগাঁ শহরে মাইকিং করে বাংলাদেশিদের হোটেলে থাকা বন্ধ করতে মালিকদের চাপ প্রয়োগ করেছে।
বিক্ষোভের জেরে নিরাপত্তা জোরদার
আগরতলা সীমান্তে বিক্ষোভের জেরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে আখাউড়া সীমান্ত অভিমুখে লংমার্চ কর্মসূচি ঘোষণা করে বিজেপি সমর্থকেরা। এর পরিপ্রেক্ষিতে দুই দেশের সীমান্তে উত্তেজনা বিরাজ করায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। আখাউড়া স্থলবন্দরে স্বাভাবিকের চেয়ে অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ এম জাবের বিন জব্বার জানান, বিদ্যমান পরিস্থিতিতে সীমান্তের নিরাপত্তাব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।
[প্রতিবেদনে তথ্য দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া ও যশোর প্রতিনিধি]
ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার ঘটনার জেরে সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া তিন পুলিশ কর্মকর্তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
এদিকে বাংলাদেশ থেকে সম্প্রতি ভারতে গিয়ে বিপাকে পড়েছেন অনেকে। আগরতলা শহরে বাংলাদেশিদের হোটেলকক্ষ ভাড়া দেওয়া হচ্ছে না।
কেনাকাটা করতে গিয়ে বাংলাদেশি পরিচয় জানতে পারলে বিক্রি করা হচ্ছে না পণ্য। একই ধরনের ঘটনা ঘটেছে পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনায়। সেখানে বনগাঁ শহরে বাংলাদেশিদের হোটেল ভাড়া না দিতে মাইকিং করা হয়েছে।
গত সোমবার আগরতলায় হিন্দু সংঘর্ষ সমিতি নামের একটি স্থানীয় সংগঠনের সদস্যরা বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলা চালিয়ে ভাঙচুর করেন এবং বাংলাদেশের পতাকা পুড়িয়ে দেন। ঘটনার পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল, দিল্লিতে বাংলাদেশের হাইকমিশন এবং অন্যান্য উপ ও সহকারী হাইকমিশনে নিরাপত্তা বাড়ানো হবে। সেই অনুসারে নিরাপত্তা বাড়ানো হয়েছে। এ ছাড়া বাংলাদেশের পক্ষ থেকে সেখানকার কার্যক্রম আপাতত বন্ধ রাখা হয়েছে। আর এই হামলার জেরে সাতজনকে গ্রেপ্তার করেছে সেখানকার পুলিশ। ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে বলা হয়েছে, এ প্রসঙ্গে আগরতলার এক পুলিশ কর্মকর্তা বলেন, এ ঘটনায় নিউ ক্যাপিটাল কমপ্লেক্স থানায় একটি মামলা করা হয়েছে।
আগরতলা পুলিশ সূত্র জানিয়েছে, হামলার ঘটনায় তদন্ত শুরু হয়েছে। এরপর আইনি ব্যবস্থা নেওয়ার লক্ষ্যে প্রশাসনিক প্রক্রিয়া শুরু করেছে। সহকারী হাইকমিশনে নিরাপত্তা জোরদার করার পাশাপাশি আধা সামরিক বাহিনী সিআরপিএফ (সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স) এবং রাজ্য পুলিশ মোতায়েন করা হয়েছে। রাজ্য পুলিশ সেখানে আগেও ছিল। তাদের সংখ্যা বাড়ানো হয়েছে।
শঙ্কায় বাংলাদেশিরা
এদিকে ত্রিপুরায় গিয়ে বিপাকে পড়ছেন বাংলাদেশিরা। ভারত থেকে আসা কয়েকজন বাংলাদেশি যাত্রী জানান, গত সোমবার যাঁরা আগরতলায় গিয়েছেন, তাঁদের শহরের ভেতরে কোনো হোটেলকক্ষ ভাড়া দেওয়া হয়নি। অনেকেই বাধ্য হয়ে শহরের বাইরে গিয়ে হোটেলে থেকেছেন। এ ছাড়া কেনাকাটা করতে গেলেও বাংলাদেশি পরিচয় পেলে কিছু বিক্রি করছে না দোকানিরা। ফলে চরম ভোগান্তিতে পড়েছেন দেশটিতে ভ্রমণরত বাংলাদেশিরা। এ ছাড়া আগরতলা ইমিগ্রেশনেও বাংলাদেশি যাত্রীদের নানাভাবে হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ করেন যাত্রীরা।
আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্ট পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল আলম বলেন, ভারতফেরত যাত্রীরা নানা অভিযোগ জানাচ্ছেন। তাঁদের হোটেল ভাড়া দেওয়া হচ্ছে না এবং ইমিগ্রেশনেও হয়রানি করা হচ্ছে। এসব কারণে গতকাল মঙ্গলবার যাত্রী পারাপার সীমিত ছিল।
এদিকে পশ্চিমবঙ্গে হয়রানি না করলেও আতঙ্ক ছড়িয়েছে। উত্তর ২৪ পরগনায়। সেখানে বনগাঁ শহরে বাংলাদেশিদের হোটেল ভাড়া না দিতে মাইকিং করা হয়েছে বলে জানান ভারতফেরত পাসপোর্টধারী শাহাবুদ্দীন। তিনি বলেন, ভারতের কিছু মানুষ পশ্চিমবঙ্গের বনগাঁ শহরে মাইকিং করে বাংলাদেশিদের হোটেলে থাকা বন্ধ করতে মালিকদের চাপ প্রয়োগ করেছে।
বিক্ষোভের জেরে নিরাপত্তা জোরদার
আগরতলা সীমান্তে বিক্ষোভের জেরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে আখাউড়া সীমান্ত অভিমুখে লংমার্চ কর্মসূচি ঘোষণা করে বিজেপি সমর্থকেরা। এর পরিপ্রেক্ষিতে দুই দেশের সীমান্তে উত্তেজনা বিরাজ করায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। আখাউড়া স্থলবন্দরে স্বাভাবিকের চেয়ে অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ এম জাবের বিন জব্বার জানান, বিদ্যমান পরিস্থিতিতে সীমান্তের নিরাপত্তাব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।
[প্রতিবেদনে তথ্য দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া ও যশোর প্রতিনিধি]
বিচার বিভাগের জন্য প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের গৃহীত বিভিন্ন পদক্ষেপের প্রশংসা করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বুধবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান বিচারপতি সৌজন্য সাক্ষাৎ করতে গেলে এমন প্রশংসা করেন তিনি। সুপ্রিম কোর্ট থেকে...
১ ঘণ্টা আগেটু ফিঙ্গার টেস্ট (টিএফটি), যা একজন নারীর যৌন ইতিহাস বা ধর্ষণ-সংক্রান্ত অভিযোগ যাচাইয়ের জন্য ব্যবহৃত হয়। এটি একটি অমানবিক, অবৈজ্ঞানিক এবং অপমানজনক প্রক্রিয়া হিসেবে পরিচিত। এই পদ্ধতির মাধ্যমে নারীদের সম্মানহানি এবং তাদের প্রতি বিভিন্নভাবে অবিচার করা হয়। ২০১৮ সালে ধর্ষণ প্রমাণের ক্ষেত্রে টু ফিঙ্গার...
১ ঘণ্টা আগে‘জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ’ পালন শেষে ধারাবাহিক আলোচনার অংশ হিসেবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা মত বিনিময়ে ইসলামপন্থী দলগুলোর ছাত্র সংগঠন ছাড়া সাড়া দেয়নি অধিকাংশ ছাত্র সংগঠন। মতবিনিময়ে অংশ না নেওয়া ছাত্র সংগঠনগুলো বলছে- ছাত্রদের জাতীয় ঐক্যের যে প্রতিশ্রুতি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ...
১ ঘণ্টা আগেগত ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হয়ে দেশত্যাগের পর প্রথমবারের মতো প্রকাশ্যে বক্তব্য দিয়েছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই বক্তব্যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা শান্তিতে নোবেলজয়ী অর্থনীতির অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে পাল্টা গণহত্যার অভিযোগ তুলেছেন তিনি।
২ ঘণ্টা আগে