Ajker Patrika

পিলখানা হত্যাকাণ্ডের কমিশন গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে: হাইকোর্টকে রাষ্ট্রপক্ষ

অনলাইন ডেস্ক
ফাইল ছবি
ফাইল ছবি

রাজধানীর পিলখানা ট্র্যাজেডির নেপথ্যে কুশীলবদের খুঁজে বের করতে জাতীয় স্বাধীন তদন্ত কমিশন গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে। আজ সোমবার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর বেঞ্চে এ তথ্য জানান ডেপুটি অ্যাটর্নি জেনারেল তানিম খান। এ সময় সঙ্গে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল মুজাহিদুল ইসলাম শাহীন।

২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারির বিডিআর সদর দপ্তরে ‘গণহত্যা’ তদন্তে জাতীয় স্বাধীন কমিশন গঠনের নির্দেশনা চেয়ে রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী তানভীর আহমেদ ও বিপ্লব কুমার পোদ্দার। পরবর্তীতে স্বাধীন তদন্ত কমিশন গঠন এবং ‘শহীদ সেনা দিবস’ ঘোষণায় পদক্ষেপ নিতে গত ৩ নভেম্বর স্বরাষ্ট্রসচিব বরাবর আবেদন করেন রিটকারীরা।

গত ৫ নভেম্বর হাইকোর্ট শুনানি শেষে রুলসহ আদেশ দেন। তাতে পিলখানা ট্র্যাজেডির ঘটনায় নেপথ্যের কুশীলবদের খুঁজে বের করতে জাতীয় স্বাধীন কমিশন গঠন চেয়ে করা আবেদন নিষ্পত্তির নির্দেশ দেওয়া হয়। স্বরাষ্ট্রসচিবকে ১০ দিনের মধ্যে আবেদন নিষ্পত্তি করে প্রতিবেদন দিতে বলেন হাইকোর্ট। এরই ধারাবাহিকতায় সোমবার বিষয়টি আদেশের জন্য আসে।

শুনানিতে হাইকোর্ট জানতে চান কমিটি গঠন করা হয়েছে কি না। জবাবে ডেপুটি অ্যাটর্নি জেনারেল বলেন, ‘কর্তৃপক্ষ তাঁকে জানিয়েছে, বিষয়টি প্রক্রিয়ার মধ্যে আছে।’ এ সময় কমিটির বিষয়টি চূড়ান্ত করার জন্য দুই সপ্তাহ সময় চান ডেপুটি অ্যাটর্নি জেনারেল। পরে আদালত ১৫ ডিসেম্বর আদেশের জন্য দিন ধার্য করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত