শাহরিয়ার হাসান, ঢাকা
ঊর্ধ্বতন কোনো পুলিশ কর্মকর্তা তাঁর ব্যক্তিগত কাজে অধস্তন সদস্যকে ব্যবহার করতে পারবেন না। এ ছাড়া বাহিনীতে উপপরিদর্শক (এসআই) নিয়োগের ক্ষেত্রে সরাসরির চেয়ে বিভাগীয় সদস্যদের প্রাধান্য দেওয়া হবে। সাধারণ মানুষকে হয়রানির জন্য ট্রাফিক পুলিশের রেকার-বাণিজ্য বন্ধ করা হবে।
পুলিশ সংস্কারের অংশ হিসেবে নন-ক্যাডার পুলিশ সদস্যদের দাবির মুখে এমন সাতটি বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। এগুলো নির্দেশনা আকারে তৈরির জন্য আজ বৃহস্পতিবার পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটি তিন দিনের মধ্যে নির্দেশনা তৈরি করবে।
পুলিশ সদর দপ্তরে হেলথ, ওয়েলফেয়ার অ্যান্ড পেনশন শাখায় তৈরি করা একটি চিঠি থেকে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
জানা যায়, ১১ দফা দাবি আদায়ে অনড় অবস্থানে থাকা নন-ক্যাডার পুলিশ সদস্য ও কর্মকর্তারা টানা পাঁচ দিন কর্মবিরতি পালন করেন। পরে ১১ আগস্ট আন্দোলনকারী প্রতিনিধিরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে মতবিনিময় করেন। সেই সভায় সাতটি দাবির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়।
গেল জুলাই থেকে কোটা সংস্কার আন্দোলন পরে তুমুল গণ-আন্দোলনে রূপ নেয়। ছাত্র-জনতার সেই আন্দোলনে ৫ আগস্ট প্রধানমন্ত্রিত্ব ছেড়ে দেশত্যাগ করেন শেখ হাসিনা। সরকার পতনের পর বিভিন্ন থানা, পুলিশ ফাঁড়ি, ট্রাফিক পুলিশ বক্সে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের কারণে ৪০ জনের বেশি পুলিশ সদস্য নিহত হন। আতঙ্কে বেশির ভাগ থানা পুলিশশূন্য হয়ে পড়ে। এ পরিস্থিতিতে পাঁচ দিন ১১ দফা দাবিতে কর্মবিরতি পালন করেন পুলিশের নন-ক্যাডার সদস্যরা। ঢাকার রাজারবাগ পুলিশ লাইনসহ জেলাগুলোর পুলিশ লাইনসে পুলিশের ক্যাডার কর্মকর্তাদের বিরুদ্ধে প্রকাশ্যেই ক্ষোভ ঝাড়েন, সঙ্গে পুলিশ বাহিনীর সংস্কার চান।
এরপর পুলিশ বাহিনী সংস্কার আন্দোলন ২০২৪-এর ১১ দফা বাস্তবায়নের লক্ষ্যে গঠিত কমিটির সভাপতি অতিরিক্ত উপপুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) নাজমুল ইসলামের সই করা চিঠিতে উল্লেখ্য করা হয়, বাংলাদেশ পুলিশের অধস্তন পুলিশ সদস্যদের সঙ্গে পিআরবি অনুসারে সৌহার্দ্যপূর্ণ আচরণ নিশ্চিত করা হবে। ব্যক্তিগত কাজে কোনো সদস্যকে ব্যবহার করা যাবে না। কনস্টেবল থেকে সকল পর্যায়ে অফিসারদের পোস্টিং-বাণিজ্য বন্ধ থাকবে। সার্জেন্ট মার্জ করে এসআই আর এটিএসআইকে মার্জ করে এএসআই পদে রূপান্তর করা হবে। সাবইন্সপেক্টরে ৭৫ শতাংশ পদ বিভাগীয় অফিসার দ্বারা আর ২৫ শতাংশ পদ পরীক্ষার মাধ্যমে নিয়োগ হবে।
জনগণের স্বার্থে ব্যবস্থাপনা নিশ্চিত করার লক্ষ্যে অবৈধ রেকার-বাণিজ্য বন্ধ থাকবে ও ট্রাফিকের মামলার কোনো টার্গেট থাকবে না।
চিঠিতে পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি মিয়া করিম, বেলাল উদ্দিন, মিলন মাহমুদকে এই নির্দেশনা তৈরি করতে দায়িত্ব দেওয়া হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক কমিটির এক সদস্য বলেন, ‘এগুলো তাঁদের ন্যায্য অধিকার। আমরা নির্দেশনা তৈরি করে পুলিশ সদর দপ্তরে জমা দেব।’
ঊর্ধ্বতন কোনো পুলিশ কর্মকর্তা তাঁর ব্যক্তিগত কাজে অধস্তন সদস্যকে ব্যবহার করতে পারবেন না। এ ছাড়া বাহিনীতে উপপরিদর্শক (এসআই) নিয়োগের ক্ষেত্রে সরাসরির চেয়ে বিভাগীয় সদস্যদের প্রাধান্য দেওয়া হবে। সাধারণ মানুষকে হয়রানির জন্য ট্রাফিক পুলিশের রেকার-বাণিজ্য বন্ধ করা হবে।
পুলিশ সংস্কারের অংশ হিসেবে নন-ক্যাডার পুলিশ সদস্যদের দাবির মুখে এমন সাতটি বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। এগুলো নির্দেশনা আকারে তৈরির জন্য আজ বৃহস্পতিবার পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটি তিন দিনের মধ্যে নির্দেশনা তৈরি করবে।
পুলিশ সদর দপ্তরে হেলথ, ওয়েলফেয়ার অ্যান্ড পেনশন শাখায় তৈরি করা একটি চিঠি থেকে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
জানা যায়, ১১ দফা দাবি আদায়ে অনড় অবস্থানে থাকা নন-ক্যাডার পুলিশ সদস্য ও কর্মকর্তারা টানা পাঁচ দিন কর্মবিরতি পালন করেন। পরে ১১ আগস্ট আন্দোলনকারী প্রতিনিধিরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে মতবিনিময় করেন। সেই সভায় সাতটি দাবির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়।
গেল জুলাই থেকে কোটা সংস্কার আন্দোলন পরে তুমুল গণ-আন্দোলনে রূপ নেয়। ছাত্র-জনতার সেই আন্দোলনে ৫ আগস্ট প্রধানমন্ত্রিত্ব ছেড়ে দেশত্যাগ করেন শেখ হাসিনা। সরকার পতনের পর বিভিন্ন থানা, পুলিশ ফাঁড়ি, ট্রাফিক পুলিশ বক্সে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের কারণে ৪০ জনের বেশি পুলিশ সদস্য নিহত হন। আতঙ্কে বেশির ভাগ থানা পুলিশশূন্য হয়ে পড়ে। এ পরিস্থিতিতে পাঁচ দিন ১১ দফা দাবিতে কর্মবিরতি পালন করেন পুলিশের নন-ক্যাডার সদস্যরা। ঢাকার রাজারবাগ পুলিশ লাইনসহ জেলাগুলোর পুলিশ লাইনসে পুলিশের ক্যাডার কর্মকর্তাদের বিরুদ্ধে প্রকাশ্যেই ক্ষোভ ঝাড়েন, সঙ্গে পুলিশ বাহিনীর সংস্কার চান।
এরপর পুলিশ বাহিনী সংস্কার আন্দোলন ২০২৪-এর ১১ দফা বাস্তবায়নের লক্ষ্যে গঠিত কমিটির সভাপতি অতিরিক্ত উপপুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) নাজমুল ইসলামের সই করা চিঠিতে উল্লেখ্য করা হয়, বাংলাদেশ পুলিশের অধস্তন পুলিশ সদস্যদের সঙ্গে পিআরবি অনুসারে সৌহার্দ্যপূর্ণ আচরণ নিশ্চিত করা হবে। ব্যক্তিগত কাজে কোনো সদস্যকে ব্যবহার করা যাবে না। কনস্টেবল থেকে সকল পর্যায়ে অফিসারদের পোস্টিং-বাণিজ্য বন্ধ থাকবে। সার্জেন্ট মার্জ করে এসআই আর এটিএসআইকে মার্জ করে এএসআই পদে রূপান্তর করা হবে। সাবইন্সপেক্টরে ৭৫ শতাংশ পদ বিভাগীয় অফিসার দ্বারা আর ২৫ শতাংশ পদ পরীক্ষার মাধ্যমে নিয়োগ হবে।
জনগণের স্বার্থে ব্যবস্থাপনা নিশ্চিত করার লক্ষ্যে অবৈধ রেকার-বাণিজ্য বন্ধ থাকবে ও ট্রাফিকের মামলার কোনো টার্গেট থাকবে না।
চিঠিতে পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি মিয়া করিম, বেলাল উদ্দিন, মিলন মাহমুদকে এই নির্দেশনা তৈরি করতে দায়িত্ব দেওয়া হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক কমিটির এক সদস্য বলেন, ‘এগুলো তাঁদের ন্যায্য অধিকার। আমরা নির্দেশনা তৈরি করে পুলিশ সদর দপ্তরে জমা দেব।’
জাতিসংঘ মানবাধিকারবিষয়ক কমিশনের প্রধান ফলকার টুর্ক শুধু রাজনৈতিক পরিচয়ের কারণে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সদস্যসহ ব্যক্তিবিশেষের বিরুদ্ধে ফৌজদারি মামলা না করার তাগিদ দিয়েছেন। তিনি বলেছেন, সাংবাদিকসহ অনেকের বিরুদ্ধে খুনসহ এমন অনেক অভিযোগ আনা হয়েছে, তদন্তে যার সত্যতা মেলেনি।
৫ ঘণ্টা আগেদীর্ঘ ২৫ বছর পর ভোট দিয়ে প্রতিনিধি নির্বাচন করেছেন বিচার বিভাগীয় কর্মকর্তারা। আজ বুধবার অনলাইন প্ল্যাটফর্মে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের সম্মেলন কক্ষে ভোট গ্রহণের পুরো প্রক্রিয়াটি সরাসরি দেখানো হয়। বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের এই নির্বাচনে সভাপতি হিসেবে
৭ ঘণ্টা আগেসংবিধানের পঞ্চদশ সংশোধনী নিয়ে জারি করা রুলের শুনানি শুরু হয়েছে। আজ বুধবার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর বেঞ্চে রুলের ওপর শুনানি হয়। পরে আগামী ৬ নভেম্বর পর্যন্ত শুনানি মুলতবি করেন হাইকোর্ট। আজ বুধবার রিটকারীদের পক্ষে শুনানি করেন আইনজীবী শরীফ ভূঁইয়া। এ সময় রাষ্ট্রপক্ষে ছিলেন অ্য
৮ ঘণ্টা আগেডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ৪ জনের মৃত্যু হয়েছে। একই সময় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ১৫৪ জন। আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
৯ ঘণ্টা আগে