নিজস্ব প্রতিবেদক
ঢাকা: ঢাকার যানজট দিনদিনই বাড়ছে। ঘণ্টার পর ঘণ্টা বিভিন্ন সড়কে যানজট লেগেই থাকে। এমন পরিস্থিতিতে প্রতিদিনই ভোগান্তির সম্মুখীন হচ্ছেন রাজধানীবাসী। অসহনীয় যানজটে নষ্ট হচ্ছে কর্মঘণ্টা। আজ শুক্রবার এক ভার্চুয়াল সভায় যানজট কমানোর উপায় নিয়ে আলোচনা করেছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) নির্বাহী পরিচালক (অতিরিক্ত সচিব) খন্দকার রাকিবুর রহমান।
খন্দকার রাকিবুর রহমান বলেন, ঢাকা শহরের যানজট নিরসনে বেশ কিছু প্রকল্প হাতে নেওয়া হবে। সেই প্রকল্পগুলো বাস্তবায়িত হলে ঢাকা শহরের যানজট হয়তো পুরোপুরি কমবে। তাছাড়া রাজধানীতে কমিউনিটি বেজ ট্রান্সপোর্টেশনের বিষয়টি চিন্তা করা হচ্ছে। সড়ক দুর্ঘটনা কমাতে রোড সেফটির জন্য টেকনিক্যাল প্রজেক্ট নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, ঢাকায় মেট্রোরেল চালু হলে যানজট কিছুটা কমে আসবে। মেট্রোরেলের পাশাপাশি যদি উন্নত মানের বাস সার্ভিস চালু করা যায় তাহলে রিকশাসহ অন্যান্য যানবাহন অন্যত্র সরিয়ে নেওয়া যাবে। এতে যানজট কমবে। কারণ সুষ্ঠু পরিবহন ব্যবস্থার ওপর যানজটের অবস্থা নির্ভর করে।
সুষ্ঠু পরিবহন ব্যবস্থা এবং উন্নত দ্রুতগামী গণপরিবহনের সুযোগ সৃষ্টি করতে না পারলে যানজট কমিয়ে আনা সম্ভব হবে না, জানিয়ে খন্দকার রাকিবুর রহমান বলেন, বর্তমানে উত্তরা-গাজীপুর রোডের যানজটের অবস্থা খুবই খারাপ আকার ধারণ করেছে। এই রুটে বেশ কয়েকটি প্রকল্পের কাজ চলছে। বৃষ্টির কারণে এই সড়কে যানজটে মানুষের ভোগান্তি আরও বেড়েছে।
ডিটিসিএর আইনের কিছু সীমাবদ্ধতার কথা উল্লেখ করে খন্দকার রাকিবুর রহমান বলেন, আইন সংশোধনের জন্য ডিটিসিএ আইন বিধিমালার একটি খসড়া চূড়ান্ত করা হয়েছে। এরই মধ্যে এই খসড়া প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। তাছাড়া পথচারী নিরাপত্তা সংক্রান্ত একটা গাইডলাইন করতে যাচ্ছি আমরা।
ঢাকা: ঢাকার যানজট দিনদিনই বাড়ছে। ঘণ্টার পর ঘণ্টা বিভিন্ন সড়কে যানজট লেগেই থাকে। এমন পরিস্থিতিতে প্রতিদিনই ভোগান্তির সম্মুখীন হচ্ছেন রাজধানীবাসী। অসহনীয় যানজটে নষ্ট হচ্ছে কর্মঘণ্টা। আজ শুক্রবার এক ভার্চুয়াল সভায় যানজট কমানোর উপায় নিয়ে আলোচনা করেছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) নির্বাহী পরিচালক (অতিরিক্ত সচিব) খন্দকার রাকিবুর রহমান।
খন্দকার রাকিবুর রহমান বলেন, ঢাকা শহরের যানজট নিরসনে বেশ কিছু প্রকল্প হাতে নেওয়া হবে। সেই প্রকল্পগুলো বাস্তবায়িত হলে ঢাকা শহরের যানজট হয়তো পুরোপুরি কমবে। তাছাড়া রাজধানীতে কমিউনিটি বেজ ট্রান্সপোর্টেশনের বিষয়টি চিন্তা করা হচ্ছে। সড়ক দুর্ঘটনা কমাতে রোড সেফটির জন্য টেকনিক্যাল প্রজেক্ট নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, ঢাকায় মেট্রোরেল চালু হলে যানজট কিছুটা কমে আসবে। মেট্রোরেলের পাশাপাশি যদি উন্নত মানের বাস সার্ভিস চালু করা যায় তাহলে রিকশাসহ অন্যান্য যানবাহন অন্যত্র সরিয়ে নেওয়া যাবে। এতে যানজট কমবে। কারণ সুষ্ঠু পরিবহন ব্যবস্থার ওপর যানজটের অবস্থা নির্ভর করে।
সুষ্ঠু পরিবহন ব্যবস্থা এবং উন্নত দ্রুতগামী গণপরিবহনের সুযোগ সৃষ্টি করতে না পারলে যানজট কমিয়ে আনা সম্ভব হবে না, জানিয়ে খন্দকার রাকিবুর রহমান বলেন, বর্তমানে উত্তরা-গাজীপুর রোডের যানজটের অবস্থা খুবই খারাপ আকার ধারণ করেছে। এই রুটে বেশ কয়েকটি প্রকল্পের কাজ চলছে। বৃষ্টির কারণে এই সড়কে যানজটে মানুষের ভোগান্তি আরও বেড়েছে।
ডিটিসিএর আইনের কিছু সীমাবদ্ধতার কথা উল্লেখ করে খন্দকার রাকিবুর রহমান বলেন, আইন সংশোধনের জন্য ডিটিসিএ আইন বিধিমালার একটি খসড়া চূড়ান্ত করা হয়েছে। এরই মধ্যে এই খসড়া প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। তাছাড়া পথচারী নিরাপত্তা সংক্রান্ত একটা গাইডলাইন করতে যাচ্ছি আমরা।
হেফাজতের আন্দোলনের সময় ২০১৩ সালের ৫ মে পুলিশের গুলিতে নিহত বুয়েট ছাত্র রেহান আহসান নিহতের ঘটনায় শেখ হাসিনাসহ ৪৪ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন কার্যালয়ে রেহানের মা এই অভিযোগ দায়ের করেন।
১ ঘণ্টা আগেসিভিল সোসাইটির সদস্যদের সঙ্গে সংবিধান সংস্কার কমিশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার সংবিধান সংস্কার বিষয়ে অংশীজনদের সঙ্গে মতবিনিময়ের অংশ হিসেবে এই সভা অনুষ্ঠিত হয়। এ মতবিনিময় সভায় ৬ জন নেতৃস্থানীয় ব্যক্তি অংশগ্রহণ করেন।
১ ঘণ্টা আগেবাংলাদেশকে টুনা মাছ আহরণে সহযোগিতার আশ্বাস দিয়েছেন মালদ্বীপের হাইকমিশনারের শিউনিন রশীদ। আজ রোববার মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে উপদেষ্টা ফরিদা আখতারের সঙ্গে তাঁর অফিস কক্ষে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আশ্বাস দেন। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় থেকে এক পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে
১ ঘণ্টা আগেভারতের নয়া দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার নিয়োগ দিয়েছে অন্তর্বর্তী সরকার। সাংবাদিক ফয়সাল মাহমুদকে নয়া দিল্লিতে এই পদে নিয়োগ দেওয়া হয়েছে। আজ রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পৃথক প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়। আগামী দুই বছরের জন্য তাঁদের প্রেস মিনিস্টার পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া
২ ঘণ্টা আগে