প্রতিনিধি, জাবি
বাংলাদেশ প্রাণীসম্পদ গবেষণা ইনস্টিটিউট (বিএলআরআই) মহাপরিচালকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করেছেন কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) এর সদস্য আহসান হাবীব। অভিযোগ সমূহের মধ্যে রয়েছে পিএইচডি জালিয়াতি, অর্থ লোপাট, অফিশিয়াল সিক্রেসি অ্যাক্ট ভঙ্গ, ঘুষ প্রদান।
বৃহস্পতিবার বিকেলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি’তে অনলাইনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন আহসান হাবীব।
আহসান হাবীব লিখিত বক্তব্যে বলেন, ‘মন্ত্রণালয়ের কর্মকর্তাদের খুশি রাখতে বিএলআরআই মহাপরিচালক আবদুল জলিলের নির্দেশে নিয়মিতভাবে গবেষণা প্রাণীর উৎপাদিত ডিম, দুধ, মুরগি মন্ত্রণালয়ে প্রচুর পরিমাণে পাঠানো হয়। এমনকি ছুটির দিনে তাঁরা বিএলআরআইতে ভ্রমণে আসলে বিরাট ভূরিভোজের আয়োজন করা হয় এবং এ সকল অর্থের জোগান দেওয়া হয় প্রাণীর খাদ্য বাজেট থেকে। ছুটির দিনে কর্মকর্তাদের মাছ ধরার শখও মেটানো হয় প্রাণীর খাদ্য বাজেট থেকে।’
বাংলাদেশ অ্যানিমেল হাজবেন্ড্রী অ্যাসোসিয়েশনের সদস্য আহসান হাবীব আরও বলেন, ‘অতীতে তিনি (আবদুল জলিল) ছাগল ও ভেড়া বিভাগের বিভাগীয় প্রধান থাকাকালে অবৈধভাবে ছাগল বিক্রয় করে সেগুলোকে মৃত্যু দেখিয়ে অর্থ লোপাট করেছেন। যার কারণে ছাগলের মৃত্যুহার শতকরা ৩০ শতাংশের ওপর এবং নিয়মানুযায়ী সেগুলোর পোস্টমর্টেম রিপোর্ট নেই। শুদ্ধাচারের পুরস্কার প্রদানের জন্য কর্মকর্তা-কর্মচারী বাছাই কমিটির আহ্বায়ক থাকাকালে নিজেই পুরস্কার গ্রহণ করেছেন। বিএলআরআই এর মহাপরিচালকের দায়িত্বে থাকা সত্ত্বেও তিনি এর ২টি পুকুর লিজ নিয়েছেন। তিনি বিভিন্ন প্রকল্প পরিচালক থাকাকালীন অনেক অনিয়ম ও অর্থ লোপাট করেছেন। প্রকল্পের গবেষণায় নামমাত্র অর্থ খরচ করে বেনামে শ্রমিক বিল করে লাখ লাখ টাকা লোপাট করেছেন।’
এর আগে গত ২২ আগস্ট জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার বরাবর বিএলআরআই এর মহাপরিচালক আবদুল জলিলের নামে পিএইচডি জালিয়াতির অভিযোগ করেন আহসান হাবীব।
অভিযোগপত্রে উল্লেখ করা হয়, ‘জাবি প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক মফিজুল কবিরের তত্ত্বাবধানে ২০১৫ সালে পিএইচডি ডিগ্রি লাভ করেন আবদুল জলিল। তাঁকে ‘Characterization of Black Bengal Goat’ শীর্ষক অভিসন্দর্ভের (থিসিস) জন্য এ ডিগ্রি দেওয়া হয়। কিন্তু উক্ত অভিসন্দর্ভটি খুলনা বিশ্ববিদ্যালয়ের একজন বিএসসি শিক্ষার্থীর থিসিস থেকে হুবহু নকল করা হয়েছে। ওই শিক্ষার্থীর নাম আজিজুর রহমান। তিনি ‘Molecular Characterization of Black Bengal Goat and Jamunapari Goat Breeds by RAPD Markers’ শীর্ষক থিসিস সম্পন্ন করেন। পরে সেটি ‘American Journal of Animal and Veterinary science’ এ ২০০৬ সালের ভলিউম-১ এ প্রকাশিত হয়। আবদুল জলিল এ চুরির মাধ্যমে স্বনামধন্য এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা এবং গবেষণার মান ক্ষুণ্ন করারও চেষ্টা করেছেন।’
এ ব্যাপারে পিএইচডি তত্ত্বাবধায়ক প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক মফিজুল কবিরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাঁর মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়।
এ দিকে ‘American Journal of Animal and Veterinary science’ এর ওয়েবসাইটে ‘Molecular Characterization of Black Bengal Goat and Jamunapari Goat Breeds by RAPD Markers’ শীর্ষক গবেষণাপত্রের লেখক হিসেবে আবদুল জলিলসহ পাঁচজনের নাম উল্লেখ রয়েছে।
অন্যদিকে বাংলাদেশ প্রাণীসম্পদ গবেষণা ইনস্টিটিউট (বিএলআরআই) এর মহাপরিচালক ড. মো. আব্দুল জলিল আজকের পত্রিকাকে বলেন, ‘আহসান হাবীব আমার বিরুদ্ধে যে সকল অভিযোগ করেছে তার সবগুলোই অসত্য। সে আমার বিরুদ্ধে অভিযোগ এনেছে কারণ আমি তাঁর অবৈধ আবদার রাখতে পারিনি। সে বিএলআরআই-এ ডেইরি উন্নয়ন গবেষণা প্রকল্পের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ছিলেন। ইতিমধ্যে তাঁর মেয়াদ শেষ হয়েছে। কিন্তু সে তাঁর কার্যকাল বৃদ্ধি করতে চায়। যেটা অবৈধ। ফলে আমি তাঁর মেয়াদ বৃদ্ধি করিনি। তাই ক্ষোভের বশীভূত হয়ে সে এসব অভিযোগ এনেছে আমার বিরুদ্ধে।’
তিনি বলেন, ‘আমি কোন পিএইচডি জালিয়াতি করিনি। একটি বিশ্ববিদ্যালয় বুঝেশুনেই আমাকে ডিগ্রি দিয়েছে। আর উচ্চপদস্থ কোন কর্মকর্তার বন্ধু হলে যে আমি এই পদের যোগ্যতা হারিয়েছি এমন কোন বিধি নেই। আমি শুদ্ধাচার পুরস্কারপ্রাপ্ত কর্মকর্তা।’
বাংলাদেশ প্রাণীসম্পদ গবেষণা ইনস্টিটিউট (বিএলআরআই) মহাপরিচালকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করেছেন কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) এর সদস্য আহসান হাবীব। অভিযোগ সমূহের মধ্যে রয়েছে পিএইচডি জালিয়াতি, অর্থ লোপাট, অফিশিয়াল সিক্রেসি অ্যাক্ট ভঙ্গ, ঘুষ প্রদান।
বৃহস্পতিবার বিকেলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি’তে অনলাইনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন আহসান হাবীব।
আহসান হাবীব লিখিত বক্তব্যে বলেন, ‘মন্ত্রণালয়ের কর্মকর্তাদের খুশি রাখতে বিএলআরআই মহাপরিচালক আবদুল জলিলের নির্দেশে নিয়মিতভাবে গবেষণা প্রাণীর উৎপাদিত ডিম, দুধ, মুরগি মন্ত্রণালয়ে প্রচুর পরিমাণে পাঠানো হয়। এমনকি ছুটির দিনে তাঁরা বিএলআরআইতে ভ্রমণে আসলে বিরাট ভূরিভোজের আয়োজন করা হয় এবং এ সকল অর্থের জোগান দেওয়া হয় প্রাণীর খাদ্য বাজেট থেকে। ছুটির দিনে কর্মকর্তাদের মাছ ধরার শখও মেটানো হয় প্রাণীর খাদ্য বাজেট থেকে।’
বাংলাদেশ অ্যানিমেল হাজবেন্ড্রী অ্যাসোসিয়েশনের সদস্য আহসান হাবীব আরও বলেন, ‘অতীতে তিনি (আবদুল জলিল) ছাগল ও ভেড়া বিভাগের বিভাগীয় প্রধান থাকাকালে অবৈধভাবে ছাগল বিক্রয় করে সেগুলোকে মৃত্যু দেখিয়ে অর্থ লোপাট করেছেন। যার কারণে ছাগলের মৃত্যুহার শতকরা ৩০ শতাংশের ওপর এবং নিয়মানুযায়ী সেগুলোর পোস্টমর্টেম রিপোর্ট নেই। শুদ্ধাচারের পুরস্কার প্রদানের জন্য কর্মকর্তা-কর্মচারী বাছাই কমিটির আহ্বায়ক থাকাকালে নিজেই পুরস্কার গ্রহণ করেছেন। বিএলআরআই এর মহাপরিচালকের দায়িত্বে থাকা সত্ত্বেও তিনি এর ২টি পুকুর লিজ নিয়েছেন। তিনি বিভিন্ন প্রকল্প পরিচালক থাকাকালীন অনেক অনিয়ম ও অর্থ লোপাট করেছেন। প্রকল্পের গবেষণায় নামমাত্র অর্থ খরচ করে বেনামে শ্রমিক বিল করে লাখ লাখ টাকা লোপাট করেছেন।’
এর আগে গত ২২ আগস্ট জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার বরাবর বিএলআরআই এর মহাপরিচালক আবদুল জলিলের নামে পিএইচডি জালিয়াতির অভিযোগ করেন আহসান হাবীব।
অভিযোগপত্রে উল্লেখ করা হয়, ‘জাবি প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক মফিজুল কবিরের তত্ত্বাবধানে ২০১৫ সালে পিএইচডি ডিগ্রি লাভ করেন আবদুল জলিল। তাঁকে ‘Characterization of Black Bengal Goat’ শীর্ষক অভিসন্দর্ভের (থিসিস) জন্য এ ডিগ্রি দেওয়া হয়। কিন্তু উক্ত অভিসন্দর্ভটি খুলনা বিশ্ববিদ্যালয়ের একজন বিএসসি শিক্ষার্থীর থিসিস থেকে হুবহু নকল করা হয়েছে। ওই শিক্ষার্থীর নাম আজিজুর রহমান। তিনি ‘Molecular Characterization of Black Bengal Goat and Jamunapari Goat Breeds by RAPD Markers’ শীর্ষক থিসিস সম্পন্ন করেন। পরে সেটি ‘American Journal of Animal and Veterinary science’ এ ২০০৬ সালের ভলিউম-১ এ প্রকাশিত হয়। আবদুল জলিল এ চুরির মাধ্যমে স্বনামধন্য এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা এবং গবেষণার মান ক্ষুণ্ন করারও চেষ্টা করেছেন।’
এ ব্যাপারে পিএইচডি তত্ত্বাবধায়ক প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক মফিজুল কবিরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাঁর মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়।
এ দিকে ‘American Journal of Animal and Veterinary science’ এর ওয়েবসাইটে ‘Molecular Characterization of Black Bengal Goat and Jamunapari Goat Breeds by RAPD Markers’ শীর্ষক গবেষণাপত্রের লেখক হিসেবে আবদুল জলিলসহ পাঁচজনের নাম উল্লেখ রয়েছে।
অন্যদিকে বাংলাদেশ প্রাণীসম্পদ গবেষণা ইনস্টিটিউট (বিএলআরআই) এর মহাপরিচালক ড. মো. আব্দুল জলিল আজকের পত্রিকাকে বলেন, ‘আহসান হাবীব আমার বিরুদ্ধে যে সকল অভিযোগ করেছে তার সবগুলোই অসত্য। সে আমার বিরুদ্ধে অভিযোগ এনেছে কারণ আমি তাঁর অবৈধ আবদার রাখতে পারিনি। সে বিএলআরআই-এ ডেইরি উন্নয়ন গবেষণা প্রকল্পের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ছিলেন। ইতিমধ্যে তাঁর মেয়াদ শেষ হয়েছে। কিন্তু সে তাঁর কার্যকাল বৃদ্ধি করতে চায়। যেটা অবৈধ। ফলে আমি তাঁর মেয়াদ বৃদ্ধি করিনি। তাই ক্ষোভের বশীভূত হয়ে সে এসব অভিযোগ এনেছে আমার বিরুদ্ধে।’
তিনি বলেন, ‘আমি কোন পিএইচডি জালিয়াতি করিনি। একটি বিশ্ববিদ্যালয় বুঝেশুনেই আমাকে ডিগ্রি দিয়েছে। আর উচ্চপদস্থ কোন কর্মকর্তার বন্ধু হলে যে আমি এই পদের যোগ্যতা হারিয়েছি এমন কোন বিধি নেই। আমি শুদ্ধাচার পুরস্কারপ্রাপ্ত কর্মকর্তা।’
সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের রাষ্ট্রপতি পদকে ভূষিত হয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। মধ্য আফ্রিকার দেশটির চিকিৎসা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ সেনাপ্রধানকে সম্মানসূচক এ পদক দেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগেভ্রমণ কর জালিয়াতির অভিযোগে আজ বৃহস্পতিবার যশোরের বেনাপোল বন্দরে আটক হয়েছেন ছয় ভারতীয় পাসপোর্টধারী। তবে পরবর্তীকালে আর এ ধরনের অপরাধ করবেন না—এমন মুচলেকা নিয়ে তাঁদের ছেড়ে দিয়েছে কাস্টমস কর্তৃপক্ষ। এর আগে বেনাপোল পোর্ট থানার পুলিশ ছয়জনকে আটক করে কাস্টমসের কাছে সোপর্দ করে।
২ ঘণ্টা আগেনারী শ্রমিকদের মাতৃত্বকালীন ছুটি ১২০ দিন করা হচ্ছে। গতকাল বুধবার বিকেলে রাজধানীর রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে শ্রম ইস্যুতে বিভিন্ন দেশের দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে অনানুষ্ঠানিক আলোচনা ও ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা...
৩ ঘণ্টা আগেমুক্তিযুদ্ধের সময় মুক্তিবাহিনীর সর্বাধিনায়ক এম এ জি ওসমানীসহ আট ব্যক্তিকে স্বাধীনতা পুরস্কার দেবে সরকার। সরকারের একটি দায়িত্বশীল সূত্র এই তথ্য জানিয়েছে। ২০২৫ সালের সর্বোচ্চ রাষ্ট্রীয় এই পদকের জন্য মনোনীতদের তালিকা প্রকাশ করবে মন্ত্রিপরিষদ বিভাগ।
৩ ঘণ্টা আগে