নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সূর্যের হাসির আলোকচ্ছটা যখন বটের পাতার ফাঁক দিয়ে ঝিলিক দিতে শুরু করেছে, তখন যন্ত্রবাদনের মধ্য দিয়ে রমনার বটমূলে শুরু হয়েছে ছায়ানটের বর্ষবরণ ১৪২৯ এর অনুষ্ঠান। এরপরই বছর দুয়েকের ক্লান্তি আর অশনি কাটিয়ে পঁচাশি জনের শিল্পী দল গেয়ে উঠলেন ‘মন জাগো মঙ্গলালোকে’।
পরনে বাহারী পাঞ্জাবি, ভাঁজ না ভাঙা লাল-হলুদ নতুন গামছা গলায় ঝুলিয়ে, মাথায় বেঁধে, লাল পেড়ে সাদা শাড়ি গায়ে জড়িয়ে, খোঁপায় বেলির মালা ঝুলিয়ে ভোর থেকেই রমনায় আসতে শুরু করেছে নানা বয়সী নারী-পুরুষ। জামতলায় বর্ষবরণের এমন সুরের মূর্ছনায় অজান্তেই ঠোঁট মিলিয়ে উঠতে দেখা গেছে বাবা-মায়ের হাত ধরে প্রথমবার ভোরের পাখি হয়ে আসা কচি কাচাদের।
বাবা-মায়ের সঙ্গে রমনার বটমূলে এসেছে অ্যারন বিশ্বাস অর্ঘ। মাঝেই মাঝেই ছায়ানটের শিল্পীদের সঙ্গে গেয়ে উঠছে সাত বছর বয়সী এই দর্শক। এবারই প্রথম এসেছে প্রভাতি অনুষ্ঠানে। এ জন্য তার আনন্দের মাত্রাটা একটু বেশিই। এত ভোরে কীভাবে এসেছে রমনায়—এমন প্রশ্নে সকালের রোদের মতোই চনমনে উত্তর দিয়ে অর্ঘ বলে, ‘আমরা না আসলে কীভাবে প্রভাত হবে? কীভাবে প্রভাতি অনুষ্ঠান শুরু হবে?’
করোনার কারণে গত দুই বছর বন্ধ থাকার পর আজ আবার বাংলা নতুন বছরের উদ্যাপনের রং লাগল রমনার পরতে পরতে। সুরের মূর্ছনায় দুলে উঠল বটের পাতা, শীতল বাতাসে নুয়ে পড়ে যেন স্বাগত জানাল বাংলা বছরের প্রথম দিনকে।
দুই বছরের করোনার বন্দী জীবন কাটিয়ে এবার ভোর হতেই রমনায় এসেছেন চন্দন-মিতালি দম্পতি। সকালে আলোর মতো সজীবতাময় হাসি মুখে তারা উপভোগ করছিলেন ছায়ানটের বিরতিহীন সাংস্কৃতিক অনুষ্ঠান।
দুই বছর পর বর্ষবরণের সেই পুরোনো আমেজ কেমন লাগছে—এমন প্রশ্নের জবাবে মিতালি আজকের পত্রিকাকে বলেন, ‘গত দুই বছর খুব মিস করেছি এই আবহটা। এটা কিসের টান, কিসের যোগাযোগ সেটা আসলেই বুঝতে পারি না। সেই ভোরে উঠে সেজেগুজে রমনায় আসাটা আমাদের রক্তের সঙ্গে কীভাবে যেন মিশে গেছে। এটাকে হৃদয়ের টান মনে করি।’
চন্দন বলেন, ‘দুই বছর আমরা নববর্ষের এই অনুষ্ঠানে অংশ নিতে পারিনি। এই দুইটা বছরকে আলাদা মনে হয়েছে। কারণ আমরা এই অনুষ্ঠানে নিয়মিত আসার চেষ্টা করি। নববর্ষের দিনে এখানে আসাটা আমাদের নিয়মে পরিণত হয়েছে। এটা আমাদের সংস্কৃতির একটা অংশ মনে করি এখন। যেহেতু এটা অনেক বছর ধরে চলে এসেছে। তবে এবার অন্যান্য বারের থেকে লোক-সমাগম কম মনে হচ্ছে।’
এর কারণ হিসেবে রমজান মাসকে উল্লেখ করে চন্দন বলেন, ‘মূলত রমজানের কারণে এবার লোক সমাগম কম। তবুও সংস্কৃতিটা আসলে প্যারালালই চলে। তাই এটার সঙ্গেই আমাদের মানিয়ে চলতে হবে।’
এদিকে জঙ্গি হামলা বা যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে অনুষ্ঠানস্থলের চারপাশ ঘিরে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। প্রত্যেকটি প্রবেশ গেট দিয়ে ব্যাপক তল্লাশি করে তারপরই ভেতরে ঢুকতে পারছেন দর্শনার্থীরা।
এবার জাতীয় সংগীতসহ ছায়ানটের বর্ষবরণের অনুষ্ঠান সাজানো হয়েছে ৩৭টি আয়োজন নিয়ে। এর মধ্যে পঞ্চকবির গান, ব্রতচারীদের ‘বাংলা ভূমির প্রেমে আমার প্রাণ হইল পাগল’, লোকগান ‘নাও ছাইড়া দে মাঝি, পাল উড়াইয়া দে’ প্রভৃতি গান রয়েছে। সঙ্গে থাকছে আবৃত্তি-পাঠের মতো বিষয়গুলোও।
ছায়ানটের সাধারণ সম্পাদক শিল্পী লাইসা আহমেদের দেওয়া তথ্য মতে, এবার ছায়ানটের আড়াইশ শিল্পীর সংখ্যা কমিয়ে পঁচাশি জনে করা হয়েছে।
সূর্যের হাসির আলোকচ্ছটা যখন বটের পাতার ফাঁক দিয়ে ঝিলিক দিতে শুরু করেছে, তখন যন্ত্রবাদনের মধ্য দিয়ে রমনার বটমূলে শুরু হয়েছে ছায়ানটের বর্ষবরণ ১৪২৯ এর অনুষ্ঠান। এরপরই বছর দুয়েকের ক্লান্তি আর অশনি কাটিয়ে পঁচাশি জনের শিল্পী দল গেয়ে উঠলেন ‘মন জাগো মঙ্গলালোকে’।
পরনে বাহারী পাঞ্জাবি, ভাঁজ না ভাঙা লাল-হলুদ নতুন গামছা গলায় ঝুলিয়ে, মাথায় বেঁধে, লাল পেড়ে সাদা শাড়ি গায়ে জড়িয়ে, খোঁপায় বেলির মালা ঝুলিয়ে ভোর থেকেই রমনায় আসতে শুরু করেছে নানা বয়সী নারী-পুরুষ। জামতলায় বর্ষবরণের এমন সুরের মূর্ছনায় অজান্তেই ঠোঁট মিলিয়ে উঠতে দেখা গেছে বাবা-মায়ের হাত ধরে প্রথমবার ভোরের পাখি হয়ে আসা কচি কাচাদের।
বাবা-মায়ের সঙ্গে রমনার বটমূলে এসেছে অ্যারন বিশ্বাস অর্ঘ। মাঝেই মাঝেই ছায়ানটের শিল্পীদের সঙ্গে গেয়ে উঠছে সাত বছর বয়সী এই দর্শক। এবারই প্রথম এসেছে প্রভাতি অনুষ্ঠানে। এ জন্য তার আনন্দের মাত্রাটা একটু বেশিই। এত ভোরে কীভাবে এসেছে রমনায়—এমন প্রশ্নে সকালের রোদের মতোই চনমনে উত্তর দিয়ে অর্ঘ বলে, ‘আমরা না আসলে কীভাবে প্রভাত হবে? কীভাবে প্রভাতি অনুষ্ঠান শুরু হবে?’
করোনার কারণে গত দুই বছর বন্ধ থাকার পর আজ আবার বাংলা নতুন বছরের উদ্যাপনের রং লাগল রমনার পরতে পরতে। সুরের মূর্ছনায় দুলে উঠল বটের পাতা, শীতল বাতাসে নুয়ে পড়ে যেন স্বাগত জানাল বাংলা বছরের প্রথম দিনকে।
দুই বছরের করোনার বন্দী জীবন কাটিয়ে এবার ভোর হতেই রমনায় এসেছেন চন্দন-মিতালি দম্পতি। সকালে আলোর মতো সজীবতাময় হাসি মুখে তারা উপভোগ করছিলেন ছায়ানটের বিরতিহীন সাংস্কৃতিক অনুষ্ঠান।
দুই বছর পর বর্ষবরণের সেই পুরোনো আমেজ কেমন লাগছে—এমন প্রশ্নের জবাবে মিতালি আজকের পত্রিকাকে বলেন, ‘গত দুই বছর খুব মিস করেছি এই আবহটা। এটা কিসের টান, কিসের যোগাযোগ সেটা আসলেই বুঝতে পারি না। সেই ভোরে উঠে সেজেগুজে রমনায় আসাটা আমাদের রক্তের সঙ্গে কীভাবে যেন মিশে গেছে। এটাকে হৃদয়ের টান মনে করি।’
চন্দন বলেন, ‘দুই বছর আমরা নববর্ষের এই অনুষ্ঠানে অংশ নিতে পারিনি। এই দুইটা বছরকে আলাদা মনে হয়েছে। কারণ আমরা এই অনুষ্ঠানে নিয়মিত আসার চেষ্টা করি। নববর্ষের দিনে এখানে আসাটা আমাদের নিয়মে পরিণত হয়েছে। এটা আমাদের সংস্কৃতির একটা অংশ মনে করি এখন। যেহেতু এটা অনেক বছর ধরে চলে এসেছে। তবে এবার অন্যান্য বারের থেকে লোক-সমাগম কম মনে হচ্ছে।’
এর কারণ হিসেবে রমজান মাসকে উল্লেখ করে চন্দন বলেন, ‘মূলত রমজানের কারণে এবার লোক সমাগম কম। তবুও সংস্কৃতিটা আসলে প্যারালালই চলে। তাই এটার সঙ্গেই আমাদের মানিয়ে চলতে হবে।’
এদিকে জঙ্গি হামলা বা যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে অনুষ্ঠানস্থলের চারপাশ ঘিরে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। প্রত্যেকটি প্রবেশ গেট দিয়ে ব্যাপক তল্লাশি করে তারপরই ভেতরে ঢুকতে পারছেন দর্শনার্থীরা।
এবার জাতীয় সংগীতসহ ছায়ানটের বর্ষবরণের অনুষ্ঠান সাজানো হয়েছে ৩৭টি আয়োজন নিয়ে। এর মধ্যে পঞ্চকবির গান, ব্রতচারীদের ‘বাংলা ভূমির প্রেমে আমার প্রাণ হইল পাগল’, লোকগান ‘নাও ছাইড়া দে মাঝি, পাল উড়াইয়া দে’ প্রভৃতি গান রয়েছে। সঙ্গে থাকছে আবৃত্তি-পাঠের মতো বিষয়গুলোও।
ছায়ানটের সাধারণ সম্পাদক শিল্পী লাইসা আহমেদের দেওয়া তথ্য মতে, এবার ছায়ানটের আড়াইশ শিল্পীর সংখ্যা কমিয়ে পঁচাশি জনে করা হয়েছে।
থাইল্যান্ড, মিয়ানমার, লাওস, ভিয়েতনাম ও কম্বোডিয়ায় ভ্রমণের ব্যাপারে বাংলাদেশি নাগরিকদের সতর্ক করেছে সরকার। স্ক্যাম চক্রের প্রতারণা এড়াতে নিয়োগ যাচাই এবং সাইবার নিরাপত্তা মেনে চলার পরামর্শ।
২ ঘণ্টা আগেহজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর তাঁদের অভ্যর্থনা জানান পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, এবং আইওএমের কর্মকর্তারা। এ সময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক মোস্তফা জামিল খান ফেরত আসা বাংলাদেশিদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন।
৮ ঘণ্টা আগেজাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের জন্য তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহাল, সংরক্ষিত নারী আসনে সরাসরি ভোট গ্রহণ, প্রবাসীদের ভোট দেওয়ার সুযোগসহ বিভিন্ন সুপারিশ করেছেন সংবাদপত্রের সম্পাদকেরা। গতকাল বৃহস্পতিবার নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সঙ্গে বৈঠকে নিজেদের মতামত তুলে ধরেন তাঁরা।
৯ ঘণ্টা আগেপরিবর্তিত প্রেক্ষাপটে জন-আকাঙ্ক্ষা পূরণে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠান এখন সময়ের দাবি। বিএনপিসহ অধিকাংশ রাজনৈতিক দলের চাওয়া দ্রুত নির্বাচন। এ অবস্থায় নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠনকে ‘ইতিবাচক’ হিসেবে দেখছেন দলগুলোর নেতারা। তাঁরা বলেছেন, নির্বাচন অনুষ্ঠানে কার্যকর পদক্ষেপ নিয়
৯ ঘণ্টা আগে