নিজস্ব প্রতিবেদক
ঢাকা: স্বাস্থ্যবিধি ও সরকারের সব নির্দেশনা মেনে আগামী ২৪ মে থেকে সারা দেশে যাত্রীবাহী লঞ্চ চলাচলের দাবি জানিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-চলাচল (যাত্রী পরিবহন) সংস্থা।
আজ শনিবার ঢাকার সদরঘাটে লঞ্চ মালিকদের সংগঠন আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান তাঁরা।
এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-চলাচল (যাত্রী পরিবহন) সংস্থার সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট বদিউজ্জামান বাদল আজকের পত্রিকাকে বলেন, 'দীর্ঘদিন লঞ্চ বন্ধ থাকার কারণে লঞ্চ মালিক ও শ্রমিকেরা মানবেতর দিন যাপন করছেন। সরকারের কাছে আমরা আবেদন করছি, সবার কথা বিবেচনা করে সীমিত পরিসরে যাত্রীবাহী লঞ্চ চালু করার। এবার ঈদে শ্রমিকদের আমরা বেতন-বোনাস দিতে পারিনি। তাই সরকারের কাছে দাবি জানাই শ্রমিকদের জন্য আলাদা করে প্রণোদনা দেওয়ার।'
সংবাদ সম্মেলনে সংগঠনের লিখিত বক্তব্যে বলা হয়েছে, চলমান করোনা মহামারিতে দীর্ঘদিন ধরে লঞ্চ চলাচল বন্ধ থাকায় বিপুল অঙ্কের আর্থিক ক্ষতির মুখে লঞ্চ মালিকরা। লঞ্চ ও দূরপাল্লার বাস ছাড়া সবকিছুই চলছে। কোথাও স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না। মানুষ জীবনের ঝুঁকি নিয়ে নৌ পথে চলাচল করছে।
এ অবস্থায় আগামী ২৪ মে থেকে সারা দেশে লঞ্চ চলাচলের অনুমতি দেওয়ার দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আরও দাবি জানানো হয়, এনবিআর কর্তৃক ধারণ ক্ষমতার ওপর অগ্রিম প্রদত্ত ৬ মাসের ট্যাক্স আনুপাতিক হারে মওকুফ, বিআইডব্লিউটিএ-এর ৬ মাসের কঞ্চারভেঙ্গি ও বার্দিং চার্জ মওকুফ, নৌ পরিবহন অধিদপ্তর এর ৬ মাসের সার্ভে ফি মওকুফ ও ব্যাংক লোনের ৬ মাসের সুদ মওকুফ করতে হবে।
ঢাকা: স্বাস্থ্যবিধি ও সরকারের সব নির্দেশনা মেনে আগামী ২৪ মে থেকে সারা দেশে যাত্রীবাহী লঞ্চ চলাচলের দাবি জানিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-চলাচল (যাত্রী পরিবহন) সংস্থা।
আজ শনিবার ঢাকার সদরঘাটে লঞ্চ মালিকদের সংগঠন আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান তাঁরা।
এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-চলাচল (যাত্রী পরিবহন) সংস্থার সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট বদিউজ্জামান বাদল আজকের পত্রিকাকে বলেন, 'দীর্ঘদিন লঞ্চ বন্ধ থাকার কারণে লঞ্চ মালিক ও শ্রমিকেরা মানবেতর দিন যাপন করছেন। সরকারের কাছে আমরা আবেদন করছি, সবার কথা বিবেচনা করে সীমিত পরিসরে যাত্রীবাহী লঞ্চ চালু করার। এবার ঈদে শ্রমিকদের আমরা বেতন-বোনাস দিতে পারিনি। তাই সরকারের কাছে দাবি জানাই শ্রমিকদের জন্য আলাদা করে প্রণোদনা দেওয়ার।'
সংবাদ সম্মেলনে সংগঠনের লিখিত বক্তব্যে বলা হয়েছে, চলমান করোনা মহামারিতে দীর্ঘদিন ধরে লঞ্চ চলাচল বন্ধ থাকায় বিপুল অঙ্কের আর্থিক ক্ষতির মুখে লঞ্চ মালিকরা। লঞ্চ ও দূরপাল্লার বাস ছাড়া সবকিছুই চলছে। কোথাও স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না। মানুষ জীবনের ঝুঁকি নিয়ে নৌ পথে চলাচল করছে।
এ অবস্থায় আগামী ২৪ মে থেকে সারা দেশে লঞ্চ চলাচলের অনুমতি দেওয়ার দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আরও দাবি জানানো হয়, এনবিআর কর্তৃক ধারণ ক্ষমতার ওপর অগ্রিম প্রদত্ত ৬ মাসের ট্যাক্স আনুপাতিক হারে মওকুফ, বিআইডব্লিউটিএ-এর ৬ মাসের কঞ্চারভেঙ্গি ও বার্দিং চার্জ মওকুফ, নৌ পরিবহন অধিদপ্তর এর ৬ মাসের সার্ভে ফি মওকুফ ও ব্যাংক লোনের ৬ মাসের সুদ মওকুফ করতে হবে।
ভারতের নয়া দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার নিয়োগ দিয়েছে অন্তর্বর্তী সরকার। সাংবাদিক ফয়সাল মাহমুদকে নয়া দিল্লিতে এই পদে নিয়োগ দেওয়া হয়েছে। আজ রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পৃথক প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়। আগামী দুই বছরের জন্য তাঁদের প্রেস মিনিস্টার পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া
১ ঘণ্টা আগেমৎস্য অধিদপ্তরের জন্য ৮২টি নতুন পদ সৃজন হয়েছে। আজ রোববার সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটির দ্বিতীয় সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়
১ ঘণ্টা আগেডেঙ্গুতে এক দিনে আরও ১১ জনের মৃত্যু হয়েছে। একই সময় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৭৯ জন। আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বলা হয়েছে, হাসপাতালে নতুন ভর্তিদের মধ্যে বরিশাল বিভাগে ৯৭ জন, চট্টগ্রাম বিভাগে
২ ঘণ্টা আগেশেখ হাসিনা দেশে থাকলে ‘লোকজন তাঁকে ছিড়ে খুড়ে ফেলত’ বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন। যুক্তরাজ্যের হাউস অব লর্ডসে আয়োজিত একটি সম্মেলনে এই মন্তব্য করেন তিনি।
২ ঘণ্টা আগে