অনলাইন ডেস্ক
বাংলাদেশে সংঘটিত সাম্প্রতিক ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা ছিল বলে দাবি করেছিল ভারতীয় কিছু সংবাদমাধ্যম। তবে এই অভ্যুত্থানের সঙ্গে জড়িত থাকার দাবিকে উড়িয়ে দিয়েছে ওয়াশিংটন। পাশাপাশি গণ-অভ্যুত্থানে চীনা সম্পৃক্ততার দাবি নিয়েও কোনো মাথা ব্যথা নেই বলেও জানিয়েছে জো বাইডেন প্রশাসন।
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে স্থানীয় সময় সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক ব্রিফিংয়ে বাংলাদেশ নিয়ে কথা বলেন ওই দপ্তরের প্রধান উপমুখপাত্র বেদান্ত প্যাটেল। বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে এসব কথা বলেছেন তিনি। ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করার আগ্রহও পুনর্ব্যক্ত করেছেন।
বাংলাদেশে সাম্প্রতিক গণ-অভ্যুত্থানে যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা ছিল বলে ভারতীয় কিছু গণমাধ্যম যে দাবি করে আসছে, সেই প্রসঙ্গে প্যাটেল বলেন, ‘আমি প্রতিবেদনগুলো দেখিনি। তবে আমি নিশ্চিতভাবে বলতে পারি এগুলো সত্য নয়। এই কারণেই সম্ভবত এগুলো আমার চোখে পড়েনি।’
গণ-অভ্যুত্থানের পর বাংলাদেশের চলমান পরিস্থিতিকে যুক্তরাষ্ট্র কীভাবে দেখছে—এমন প্রশ্নে প্যাটেল বলেন, ‘বাংলাদেশের চলমান ঘটনাপ্রবাহ আমরা গভীরভাবে পর্যবেক্ষণ করছি। বাংলাদেশের জনগণের জন্য একটি গণতান্ত্রিক ভবিষ্যৎ পরিকল্পনার এই সময়টিতে আমরা ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত এবং আগ্রহী।’
একপর্যায়ে বাংলাদেশের গণ-অভ্যুত্থানের সঙ্গে চীনা সম্পৃক্ততা ছিল কি-না—এমন প্রশ্নের জবাবে, মার্কিন প্রশাসন বিষয়টি নিয়ে মাথা ঘামাচ্ছে না বলেও উল্লেখ করেন প্যাটেল।
বাংলাদেশে সংঘটিত সাম্প্রতিক ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা ছিল বলে দাবি করেছিল ভারতীয় কিছু সংবাদমাধ্যম। তবে এই অভ্যুত্থানের সঙ্গে জড়িত থাকার দাবিকে উড়িয়ে দিয়েছে ওয়াশিংটন। পাশাপাশি গণ-অভ্যুত্থানে চীনা সম্পৃক্ততার দাবি নিয়েও কোনো মাথা ব্যথা নেই বলেও জানিয়েছে জো বাইডেন প্রশাসন।
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে স্থানীয় সময় সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক ব্রিফিংয়ে বাংলাদেশ নিয়ে কথা বলেন ওই দপ্তরের প্রধান উপমুখপাত্র বেদান্ত প্যাটেল। বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে এসব কথা বলেছেন তিনি। ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করার আগ্রহও পুনর্ব্যক্ত করেছেন।
বাংলাদেশে সাম্প্রতিক গণ-অভ্যুত্থানে যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা ছিল বলে ভারতীয় কিছু গণমাধ্যম যে দাবি করে আসছে, সেই প্রসঙ্গে প্যাটেল বলেন, ‘আমি প্রতিবেদনগুলো দেখিনি। তবে আমি নিশ্চিতভাবে বলতে পারি এগুলো সত্য নয়। এই কারণেই সম্ভবত এগুলো আমার চোখে পড়েনি।’
গণ-অভ্যুত্থানের পর বাংলাদেশের চলমান পরিস্থিতিকে যুক্তরাষ্ট্র কীভাবে দেখছে—এমন প্রশ্নে প্যাটেল বলেন, ‘বাংলাদেশের চলমান ঘটনাপ্রবাহ আমরা গভীরভাবে পর্যবেক্ষণ করছি। বাংলাদেশের জনগণের জন্য একটি গণতান্ত্রিক ভবিষ্যৎ পরিকল্পনার এই সময়টিতে আমরা ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত এবং আগ্রহী।’
একপর্যায়ে বাংলাদেশের গণ-অভ্যুত্থানের সঙ্গে চীনা সম্পৃক্ততা ছিল কি-না—এমন প্রশ্নের জবাবে, মার্কিন প্রশাসন বিষয়টি নিয়ে মাথা ঘামাচ্ছে না বলেও উল্লেখ করেন প্যাটেল।
নবীন উদ্যোক্তাদের সংগ্রাম ও সাফল্যের গল্প শুনতে তাঁদের সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আজ শনিবার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠকের আয়োজন করা হয়। এতে ১৫ জন উদ্যোক্তা অংশ নেন, যাঁরা সামাজিক ব্যবসার মাধ্যমে আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার পথে এগিয়ে চলেছেন।
২ ঘণ্টা আগেবাংলাদেশ সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস. এম. কামরুল হাসান ও পাকিস্তানের প্রতিরক্ষা সচিব লেফটেন্যান্ট জেনারেল (অব.) মুহাম্মদ আলী রাওয়ালপিন্ডিতে বৈঠক করেছেন। বৈঠকে দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় প্রতিরক্ষা সহযোগিতা সম্প্রসারণের ওপর জোর দেওয়া হয়।
৫ ঘণ্টা আগেপ্রধান উপদেষ্টার কার্যালয়ের পরিচালক এ কে এম মনিরুজ্জামানকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপসচিব পদে বদলি করা হয়েছে। তাঁর বিরুদ্ধে পদ–পদবি ব্যবহার করে প্রভাব খাটানোর অভিযোগ রয়েছে।
৬ ঘণ্টা আগে২০২৪ সালে বাংলাদেশে ৩১০ জন শিক্ষার্থী আত্মহত্যা করেছে। তাদের মাঝে স্কুল, কলেজ, মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীও রয়েছেন। এর মধ্যে ৬৫ শতাংশের বেশি কৈশোর বয়সী।
৮ ঘণ্টা আগে