নিজস্ব প্রতিবেদক, ঢাকা
তীব্র দাবদাহের পর টানা বর্ষণে মরিচখেতের ব্যাপক ক্ষতি হয়েছে। ফলে বাজারে সরবরাহ সংকটে মরিচের দাম হাজার টাকা ছাড়িয়ে গিয়েছিল। এখন ভারত থেকে আমদানি শুরু হওয়ায় সারা দেশেই দাম কমে এসেছে। তবে বারবার এমন সংকটে যাতে না পড়তে হয়, সে জন্য সবাইকে ব্যক্তিগত উদ্যোগে মরিচ চাষ করার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে খুলনা, বরিশাল ও গাজীপুর সিটি করপোরেশনের নবনির্বাচিত তিন মেয়র ও কাউন্সিলরদের শপথ অনুষ্ঠানে মরিচের সংকট নিয়ে কথা বলেন শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘এখন আমাদের কাঁচা মরিচও আমদানি করতে হয়। কেন করতে হবে? বর্ষাকালে খেতে পানি উঠে যাওয়ায় মরিচ তুলতে সমস্যা হয়। মরিচ পচে যায় সে জন্য সমস্যা হয়। এখন থেকে কিছু ব্যবস্থা নিজেদের করতে হবে। নিজেরাই আমরা গাছ লাগাব। উৎপাদন করব। ছাদবাগান অথবা ভাসমান বাগান, ঝুলন্ত বাগান। আমার এলাকায় কিন্তু আমি শুরু করে দিয়েছি। আমাদের ওখানে ভাসমান বাগান আছে। সেখানে সবজি হয়।’
গণভবনকে ছোটখাটো খামার বাড়িতে পরিণত করা হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘সবই সেখানে উৎপাদন হয়। আমার ছাদেও মরিচগাছ আছে। সেখানে মরিচ হয়। এভাবে প্রত্যেকই যদি করি, তাহলে আমাদের পরমুখাপেক্ষী হতে হবে না। নিজেরা করবেন। অন্যকে উৎসাহিত করবেন।’
তীব্র দাবদাহের পর টানা বর্ষণে মরিচখেতের ব্যাপক ক্ষতি হয়েছে। ফলে বাজারে সরবরাহ সংকটে মরিচের দাম হাজার টাকা ছাড়িয়ে গিয়েছিল। এখন ভারত থেকে আমদানি শুরু হওয়ায় সারা দেশেই দাম কমে এসেছে। তবে বারবার এমন সংকটে যাতে না পড়তে হয়, সে জন্য সবাইকে ব্যক্তিগত উদ্যোগে মরিচ চাষ করার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে খুলনা, বরিশাল ও গাজীপুর সিটি করপোরেশনের নবনির্বাচিত তিন মেয়র ও কাউন্সিলরদের শপথ অনুষ্ঠানে মরিচের সংকট নিয়ে কথা বলেন শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘এখন আমাদের কাঁচা মরিচও আমদানি করতে হয়। কেন করতে হবে? বর্ষাকালে খেতে পানি উঠে যাওয়ায় মরিচ তুলতে সমস্যা হয়। মরিচ পচে যায় সে জন্য সমস্যা হয়। এখন থেকে কিছু ব্যবস্থা নিজেদের করতে হবে। নিজেরাই আমরা গাছ লাগাব। উৎপাদন করব। ছাদবাগান অথবা ভাসমান বাগান, ঝুলন্ত বাগান। আমার এলাকায় কিন্তু আমি শুরু করে দিয়েছি। আমাদের ওখানে ভাসমান বাগান আছে। সেখানে সবজি হয়।’
গণভবনকে ছোটখাটো খামার বাড়িতে পরিণত করা হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘সবই সেখানে উৎপাদন হয়। আমার ছাদেও মরিচগাছ আছে। সেখানে মরিচ হয়। এভাবে প্রত্যেকই যদি করি, তাহলে আমাদের পরমুখাপেক্ষী হতে হবে না। নিজেরা করবেন। অন্যকে উৎসাহিত করবেন।’
নবীন উদ্যোক্তাদের সংগ্রাম ও সাফল্যের গল্প শুনতে তাঁদের সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আজ শনিবার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠকের আয়োজন করা হয়। এতে ১৫ জন উদ্যোক্তা অংশ নেন, যাঁরা সামাজিক ব্যবসার মাধ্যমে আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার পথে এগিয়ে চলেছেন।
৭ ঘণ্টা আগেবাংলাদেশ সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস. এম. কামরুল হাসান ও পাকিস্তানের প্রতিরক্ষা সচিব লেফটেন্যান্ট জেনারেল (অব.) মুহাম্মদ আলী রাওয়ালপিন্ডিতে বৈঠক করেছেন। বৈঠকে দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় প্রতিরক্ষা সহযোগিতা সম্প্রসারণের ওপর জোর দেওয়া হয়।
১০ ঘণ্টা আগেপ্রধান উপদেষ্টার কার্যালয়ের পরিচালক এ কে এম মনিরুজ্জামানকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপসচিব পদে বদলি করা হয়েছে। তাঁর বিরুদ্ধে পদ–পদবি ব্যবহার করে প্রভাব খাটানোর অভিযোগ রয়েছে।
১১ ঘণ্টা আগে২০২৪ সালে বাংলাদেশে ৩১০ জন শিক্ষার্থী আত্মহত্যা করেছে। তাদের মাঝে স্কুল, কলেজ, মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীও রয়েছেন। এর মধ্যে ৬৫ শতাংশের বেশি কৈশোর বয়সী।
১৩ ঘণ্টা আগে