Ajker Patrika

রেলপথ মন্ত্রণালয়ের সচিব হিসেবে যোগ দিলেন হুমায়ুন কবীর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রেলপথ মন্ত্রণালয়ের সচিব হিসেবে যোগ দিলেন হুমায়ুন কবীর

রেলপথ মন্ত্রণালয়ের সচিব হিসেবে আজ বৃহস্পতিবার যোগ দিয়েছেন ড. মো. হুমায়ুন কবীর। তিনি আজ বৃহস্পতিবার বিকেলে রেলভবনে এসে কর্মক্ষেত্রে যোগ দেন।

বৃহস্পতিবার বিকেলে বিষয়টি জানান রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মো. শরিফুল আলম। এর আগে ড. মো. হুমায়ুন কবীর রাজশাহী বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) থেকে পদোন্নতি পেয়ে রেলপথ মন্ত্রণালয়ের সচিব হন।

এর আগে রেলপথ মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন মো. সেলিম রেজা। গত বছর মো. সেলিম রেজার অবসরে যাওয়ার কথা ছিল। কিন্তু সরকার তাঁকে চুক্তিতে একই পদে নিয়োগ দিয়ে আদেশ দিয়েছিল। চলতি বছর সেলিম রেজা অবশেষে গেছেন।

এদিকে কর্মজীবনে ড. মো. হুমায়ুন কবীর মাঠ প্রশাসনে সহকারী কমিশনার (ভূমি), উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরে সিনিয়র সহকারী সচিব, উপসচিব, যুগ্ম সচিব ও অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত