নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আগামী ২৬ ফেব্রুয়ারি সারা দেশে ১ কোটি টিকা দেওয়ার কথা জানিয়েছে সরকার। শুরুতে এই দিনের পর প্রথম ডোজের টিকা দেওয়া বন্ধ থাকবে বলে জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। তবে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ওই দিনের পরও টিকাদান কার্যক্রম অব্যাহত থাকবে। নেওয়া যাবে প্রথম ডোজও।
আজ মঙ্গলবার রাজধানীর মহাখালীতে বাংলাদেশ ফিজিশিয়ানস অ্যান্ড সিভিল সার্জনসে (বিসিপিএস) এক দিনে ১ কোটি টিকা কর্মসূচি নিয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘২৬ ফেব্রুয়ারি আমরা শুধু ১ কোটি নয়, প্রয়োজনে দেড় কোটি টিকা দেব। আমাদের হাতে সেই পরিমাণ টিকা আছে। এদিন কারো যদি মোবাইল নম্বরও না থাকে, নিজেরাই আমরা নিবন্ধন করে টিকা দেব।’
জাহিদ মালেক বলেন, ‘গত দুই বছর ধরে আমরা করোনা মোকাবিলা করছি, সফলও হয়েছি। সরকারপ্রধান থেকে শুরু করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ব্লুমবার্গও আমাদের প্রশংসা করেছে। সাধারণ মানুষও টিকা কার্যক্রমে সন্তুষ্ট।’
দেশে করোনা নিয়ন্ত্রণে আছে দাবি করে মন্ত্রী বলেন, ‘এই মুহূর্তে একটু ভালো অবস্থানে আছি। গতকাল সংক্রমণ ও মৃত্যু গত এক-দেড় মাস আগের চেয়ে কমেছে। দেশে প্রতি ১০ লাখে ১৭০ জন মারা গেছেন। সবার প্রচেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে। আজ থেকে বিধিনিষেধ উঠেছে, আমদানি-রপ্তানি, কলকারখানা চালু আছে। আমরা ১০ কোটি ৩৩ লাখ মানুষকে প্রথম ডোজের আওতায় এনেছি, যা ৮৬ শতাংশ। দ্বিতীয় ডোজ পেয়েছেন ৬৫ শতাংশ। সর্বমোট আমরা ২৮ কোটি টিকা পেয়েছি, দেওয়া হয়েছে সাড়ে ১৮ কোটি।’
২৬ ফেব্রুয়ারি সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, ‘এদিন ১ কোটি ডোজ টিকা দেওয়া হবে। যারা এখনো নেয়নি, তাদের আসার আহ্বান জানাব। এই দিনের পর আমরা দ্বিতীয় ও বুস্টার ডোজ নিয়ে ব্যস্ত থাকব। পাশাপাশি প্রথম ডোজও নেওয়া যাবে।’
এদিকে আজ খুলে দেওয়া হয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান। প্রাইমারি স্কুলের শিক্ষার্থীদের টিকাদানের ব্যাপারে জাহিদ মালেক বলেন, তাদের টিকা দেওয়ার ব্যাপারে এখনো ডব্লিউএইচও কিছু বলেনি। তাই স্কুলের শিক্ষার্থীরা মাস্ক পরবে, তবে শিক্ষকগণকে অবশ্যই টিকা নেওয়া হতে হবে।
আগামী ২৬ ফেব্রুয়ারি সারা দেশে ১ কোটি টিকা দেওয়ার কথা জানিয়েছে সরকার। শুরুতে এই দিনের পর প্রথম ডোজের টিকা দেওয়া বন্ধ থাকবে বলে জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। তবে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ওই দিনের পরও টিকাদান কার্যক্রম অব্যাহত থাকবে। নেওয়া যাবে প্রথম ডোজও।
আজ মঙ্গলবার রাজধানীর মহাখালীতে বাংলাদেশ ফিজিশিয়ানস অ্যান্ড সিভিল সার্জনসে (বিসিপিএস) এক দিনে ১ কোটি টিকা কর্মসূচি নিয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘২৬ ফেব্রুয়ারি আমরা শুধু ১ কোটি নয়, প্রয়োজনে দেড় কোটি টিকা দেব। আমাদের হাতে সেই পরিমাণ টিকা আছে। এদিন কারো যদি মোবাইল নম্বরও না থাকে, নিজেরাই আমরা নিবন্ধন করে টিকা দেব।’
জাহিদ মালেক বলেন, ‘গত দুই বছর ধরে আমরা করোনা মোকাবিলা করছি, সফলও হয়েছি। সরকারপ্রধান থেকে শুরু করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ব্লুমবার্গও আমাদের প্রশংসা করেছে। সাধারণ মানুষও টিকা কার্যক্রমে সন্তুষ্ট।’
দেশে করোনা নিয়ন্ত্রণে আছে দাবি করে মন্ত্রী বলেন, ‘এই মুহূর্তে একটু ভালো অবস্থানে আছি। গতকাল সংক্রমণ ও মৃত্যু গত এক-দেড় মাস আগের চেয়ে কমেছে। দেশে প্রতি ১০ লাখে ১৭০ জন মারা গেছেন। সবার প্রচেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে। আজ থেকে বিধিনিষেধ উঠেছে, আমদানি-রপ্তানি, কলকারখানা চালু আছে। আমরা ১০ কোটি ৩৩ লাখ মানুষকে প্রথম ডোজের আওতায় এনেছি, যা ৮৬ শতাংশ। দ্বিতীয় ডোজ পেয়েছেন ৬৫ শতাংশ। সর্বমোট আমরা ২৮ কোটি টিকা পেয়েছি, দেওয়া হয়েছে সাড়ে ১৮ কোটি।’
২৬ ফেব্রুয়ারি সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, ‘এদিন ১ কোটি ডোজ টিকা দেওয়া হবে। যারা এখনো নেয়নি, তাদের আসার আহ্বান জানাব। এই দিনের পর আমরা দ্বিতীয় ও বুস্টার ডোজ নিয়ে ব্যস্ত থাকব। পাশাপাশি প্রথম ডোজও নেওয়া যাবে।’
এদিকে আজ খুলে দেওয়া হয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান। প্রাইমারি স্কুলের শিক্ষার্থীদের টিকাদানের ব্যাপারে জাহিদ মালেক বলেন, তাদের টিকা দেওয়ার ব্যাপারে এখনো ডব্লিউএইচও কিছু বলেনি। তাই স্কুলের শিক্ষার্থীরা মাস্ক পরবে, তবে শিক্ষকগণকে অবশ্যই টিকা নেওয়া হতে হবে।
দেশে বর্তমানে সরকারি চাকরিজীবীর সংখ্যা সাড়ে ১৫ লাখের মতো। তাদের সবাইকে আগামী ৩০ নভেম্বরের মধ্যে সম্পদের হিসাব বিবরণী জমা দিতে হবে। তবে এরপর প্রতিবছর ৩১ ডিসেম্বরের মধ্যে তা জমা দিতে হবে। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে গত ১ সেপ্টেম্বর এমনটাই জানানো হয়েছে।
৪ ঘণ্টা আগেফরিদপুরের মল্লিকপুরে ঢাকা-খুলনা মহাসড়কে খাগড়াছড়ি পরিবহন ও গ্রিন এক্সপ্রেস বাসের মুখোমুখি সংঘর্ষের দুর্ঘটনাস্থলকে ‘ব্ল্যাক স্পট’ বা বারংবার দুর্ঘটনাপ্রবণ স্থান হিসেবে চিহ্নিত করেছে জাতীয় তদন্ত কমিটি। মৃতুফাঁদে পরিণত ওই সড়কটির কাঠামোগত ত্রুটি সারানোসহ একগুচ্ছ সুপারিশ করে জরুরি ভিত্তিতে তা বাস্তবায়নের
৪ ঘণ্টা আগেদেশের সব টিভি চ্যানেল ও ইলেকট্রনিক মিডিয়ায় দিনে কমপক্ষে দুবার প্রচার করতে হবে ‘জুলাই অনির্বাণ’ ভিডিওচিত্র। আজ শুক্রবার (২২ নভেম্বর) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ কথা জানায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ ও আহতদের আত্মত্যাগ জনগণকে অবহিত করার লক্ষ্যে তথ্য..
৬ ঘণ্টা আগেনতুন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন ও অপর চার নির্বাচন কমিশনারের শপথ আগামী রোববার অনুষ্ঠিত হবে। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ রোববার বেলা দেড়টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে তাঁদের শপথ পাঠ করাবেন। সুপ্রিম কোর্টের জনসংযোগ কর্মকর্তা শফিকুল ইসলাম আজকের পত্রিকাকে এ কথা জানান।
৬ ঘণ্টা আগে