জলবায়ু রক্ষায় বিশ্ব অর্থনীতির সংস্কার চান ড. ইউনূস

অনলাইন ডেস্ক
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৪, ১৫: ৩১
আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৪, ১৫: ৫৩

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বিশ্বের বর্তমান অর্থনৈতিক ব্যবস্থা পরিবর্তনের আহ্বান জানিয়েছেন। বলেছেন, ‘জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় স্বাক্ষরিত প্যারিস চুক্তি ততক্ষণ পর্যন্ত কার্যকর হবে না, যতক্ষণ পর্যন্ত বর্তমান অর্থনৈতিক ব্যবস্থা পরিবর্তন না হবে।’ 

মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় গতকাল বুধবার নিউইয়র্ক টাইমস ক্লাইমেট ফরোয়ার্ড সামিটে ড. মুহাম্মদ ইউনূস এই আহ্বান জানান। তিনি বলেন, এই অর্থনৈতিক ব্যবস্থা মূলত সর্বাধিক মুনাফার দিকে নজর দেয়, একটি ক্ষুদ্র গোষ্ঠীর জন্য সম্পদ তৈরি করা এবং ব্যাপক বর্জ্য নিষ্কাশনের মতো মূলনীতির ওপর দাঁড়িয়ে আছে। 

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূস বলেন, ‘আমরা যে অর্থনৈতিক ব্যবস্থা তৈরি করেছি, তা-ই এই গ্রহ ধ্বংসের চাবিকাঠি।’’ তিনি বলেন, ‘মানুষ একটি আত্ম-ধ্বংসাত্মক সভ্যতা বা সেলফ ডেস্ট্রাকটিভ সভ্যতা তৈরি করেছে।’ শান্তিতে নোবেলজয়ী ক্ষুদ্রঋণের এই অগ্রদূত বলেন, ‘চুক্তিতে যা–ই পরিবর্তন আনা হোক না কেন, বিশ্বের অন্তর্নিহিত সিস্টেমগুলো বা ব্যবস্থাগুলোকে নতুন করে ডিজাইন না করা পর্যন্ত এটি কোনো পার্থক্য তৈরি করবে না।’ 

ড. ইউনূস বলেন, ধনী দেশগুলোর কারণে জলবায়ুর যে ক্ষতি, তার বোঝা বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলোর বহন করা উচিত নয়। এ সময় তিনি ধনী দেশগুলোর উদ্দেশে বলেন, ‘আপনারা আমাদের ওপর যেসব ধ্বংসের ভার চাপিয়েছেন, তার ভার আমরা কেন বহন করব? আপনারা এই ধ্বংসের কারণ, আমরা ভুক্তভোগী।’ তিনি বলেন, প্রত্যেক ব্যক্তির উচিত আরও কম বর্জ্য উৎপাদন এবং জীবাশ্ম জ্বালানি কম ব্যবহার করা। 

এদিকে, জুলাই-আগস্টের ছাত্র-জনতার বিপ্লবের মাধ্যমে ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছাড়েন শেখ হাসিনা। তার পর থেকেই বাংলাদেশ বড় ধরনের অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে। ড. ইউনূস জানান, বাংলাদেশে কবে নির্বাচন অনুষ্ঠিত হবে, সে বিষয়ে তাঁর কাছে আপাতত কোনো সময়সীমা নেই। তবে যে কয়টা কমিশন গঠন করা হয়েছে, তারা সামনের মাসগুলোতে তাদের সংস্কার সুপারিশ প্রদান করবে বলে আশা করা হচ্ছে। তারপরে নির্বাচনের তারিখ নির্ধারণ করা হবে। 

অপর দিকে, ভারতে অবস্থান করা শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যর্পণ করা উচিত কি না—এমন এক প্রশ্নের জবাবে ড. ইউনূস বলেন, ‘কেন তাঁকে প্রত্যর্পণ করা হবেন না? যদি তিনি অপরাধ করে থাকেন, তবে অবশ্যই তাঁকে প্রত্যর্পণ করে বিচারের আওতায় আনা উচিত।’ 

নিউইয়র্ক টাইমস ক্লাইমেট ফরোয়ার্ড সামিটে ড. ইউনূসের কাছে জানতে চাওয়া হয়, তিনি আগামী দিনে নির্বাচনে লড়বেন কি না? জবাবে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা জানান, তাঁর নির্বাচনে লড়ার কোনো পরিকল্পনা নেই। তিনি বলেন, ‘আমাকে দেখে কি এমন কারও মতো মনে হয়, যার নির্বাচনে লড়াই করা উচিত।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাঙ্গাইলে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান র‍্যাবের হাতে গ্রেপ্তার

পুলিশ ফাঁড়ি দখল করে অফিস বানিয়েছেন সন্ত্রাসী নুরু

ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের বিক্ষোভ, জনদুর্ভোগ চরমে

শেয়ারবাজারে বিনিয়োগ সুরক্ষায় নতুন উদ্যোগ

জাতিকে ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন উপহার দিতে চাই: নতুন সিইসি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত