অনলাইন ডেস্ক
বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বিশ্বের বর্তমান অর্থনৈতিক ব্যবস্থা পরিবর্তনের আহ্বান জানিয়েছেন। বলেছেন, ‘জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় স্বাক্ষরিত প্যারিস চুক্তি ততক্ষণ পর্যন্ত কার্যকর হবে না, যতক্ষণ পর্যন্ত বর্তমান অর্থনৈতিক ব্যবস্থা পরিবর্তন না হবে।’
মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় গতকাল বুধবার নিউইয়র্ক টাইমস ক্লাইমেট ফরোয়ার্ড সামিটে ড. মুহাম্মদ ইউনূস এই আহ্বান জানান। তিনি বলেন, এই অর্থনৈতিক ব্যবস্থা মূলত সর্বাধিক মুনাফার দিকে নজর দেয়, একটি ক্ষুদ্র গোষ্ঠীর জন্য সম্পদ তৈরি করা এবং ব্যাপক বর্জ্য নিষ্কাশনের মতো মূলনীতির ওপর দাঁড়িয়ে আছে।
বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূস বলেন, ‘আমরা যে অর্থনৈতিক ব্যবস্থা তৈরি করেছি, তা-ই এই গ্রহ ধ্বংসের চাবিকাঠি।’’ তিনি বলেন, ‘মানুষ একটি আত্ম-ধ্বংসাত্মক সভ্যতা বা সেলফ ডেস্ট্রাকটিভ সভ্যতা তৈরি করেছে।’ শান্তিতে নোবেলজয়ী ক্ষুদ্রঋণের এই অগ্রদূত বলেন, ‘চুক্তিতে যা–ই পরিবর্তন আনা হোক না কেন, বিশ্বের অন্তর্নিহিত সিস্টেমগুলো বা ব্যবস্থাগুলোকে নতুন করে ডিজাইন না করা পর্যন্ত এটি কোনো পার্থক্য তৈরি করবে না।’
ড. ইউনূস বলেন, ধনী দেশগুলোর কারণে জলবায়ুর যে ক্ষতি, তার বোঝা বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলোর বহন করা উচিত নয়। এ সময় তিনি ধনী দেশগুলোর উদ্দেশে বলেন, ‘আপনারা আমাদের ওপর যেসব ধ্বংসের ভার চাপিয়েছেন, তার ভার আমরা কেন বহন করব? আপনারা এই ধ্বংসের কারণ, আমরা ভুক্তভোগী।’ তিনি বলেন, প্রত্যেক ব্যক্তির উচিত আরও কম বর্জ্য উৎপাদন এবং জীবাশ্ম জ্বালানি কম ব্যবহার করা।
এদিকে, জুলাই-আগস্টের ছাত্র-জনতার বিপ্লবের মাধ্যমে ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছাড়েন শেখ হাসিনা। তার পর থেকেই বাংলাদেশ বড় ধরনের অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে। ড. ইউনূস জানান, বাংলাদেশে কবে নির্বাচন অনুষ্ঠিত হবে, সে বিষয়ে তাঁর কাছে আপাতত কোনো সময়সীমা নেই। তবে যে কয়টা কমিশন গঠন করা হয়েছে, তারা সামনের মাসগুলোতে তাদের সংস্কার সুপারিশ প্রদান করবে বলে আশা করা হচ্ছে। তারপরে নির্বাচনের তারিখ নির্ধারণ করা হবে।
অপর দিকে, ভারতে অবস্থান করা শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যর্পণ করা উচিত কি না—এমন এক প্রশ্নের জবাবে ড. ইউনূস বলেন, ‘কেন তাঁকে প্রত্যর্পণ করা হবেন না? যদি তিনি অপরাধ করে থাকেন, তবে অবশ্যই তাঁকে প্রত্যর্পণ করে বিচারের আওতায় আনা উচিত।’
নিউইয়র্ক টাইমস ক্লাইমেট ফরোয়ার্ড সামিটে ড. ইউনূসের কাছে জানতে চাওয়া হয়, তিনি আগামী দিনে নির্বাচনে লড়বেন কি না? জবাবে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা জানান, তাঁর নির্বাচনে লড়ার কোনো পরিকল্পনা নেই। তিনি বলেন, ‘আমাকে দেখে কি এমন কারও মতো মনে হয়, যার নির্বাচনে লড়াই করা উচিত।’
বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বিশ্বের বর্তমান অর্থনৈতিক ব্যবস্থা পরিবর্তনের আহ্বান জানিয়েছেন। বলেছেন, ‘জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় স্বাক্ষরিত প্যারিস চুক্তি ততক্ষণ পর্যন্ত কার্যকর হবে না, যতক্ষণ পর্যন্ত বর্তমান অর্থনৈতিক ব্যবস্থা পরিবর্তন না হবে।’
মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় গতকাল বুধবার নিউইয়র্ক টাইমস ক্লাইমেট ফরোয়ার্ড সামিটে ড. মুহাম্মদ ইউনূস এই আহ্বান জানান। তিনি বলেন, এই অর্থনৈতিক ব্যবস্থা মূলত সর্বাধিক মুনাফার দিকে নজর দেয়, একটি ক্ষুদ্র গোষ্ঠীর জন্য সম্পদ তৈরি করা এবং ব্যাপক বর্জ্য নিষ্কাশনের মতো মূলনীতির ওপর দাঁড়িয়ে আছে।
বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূস বলেন, ‘আমরা যে অর্থনৈতিক ব্যবস্থা তৈরি করেছি, তা-ই এই গ্রহ ধ্বংসের চাবিকাঠি।’’ তিনি বলেন, ‘মানুষ একটি আত্ম-ধ্বংসাত্মক সভ্যতা বা সেলফ ডেস্ট্রাকটিভ সভ্যতা তৈরি করেছে।’ শান্তিতে নোবেলজয়ী ক্ষুদ্রঋণের এই অগ্রদূত বলেন, ‘চুক্তিতে যা–ই পরিবর্তন আনা হোক না কেন, বিশ্বের অন্তর্নিহিত সিস্টেমগুলো বা ব্যবস্থাগুলোকে নতুন করে ডিজাইন না করা পর্যন্ত এটি কোনো পার্থক্য তৈরি করবে না।’
ড. ইউনূস বলেন, ধনী দেশগুলোর কারণে জলবায়ুর যে ক্ষতি, তার বোঝা বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলোর বহন করা উচিত নয়। এ সময় তিনি ধনী দেশগুলোর উদ্দেশে বলেন, ‘আপনারা আমাদের ওপর যেসব ধ্বংসের ভার চাপিয়েছেন, তার ভার আমরা কেন বহন করব? আপনারা এই ধ্বংসের কারণ, আমরা ভুক্তভোগী।’ তিনি বলেন, প্রত্যেক ব্যক্তির উচিত আরও কম বর্জ্য উৎপাদন এবং জীবাশ্ম জ্বালানি কম ব্যবহার করা।
এদিকে, জুলাই-আগস্টের ছাত্র-জনতার বিপ্লবের মাধ্যমে ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছাড়েন শেখ হাসিনা। তার পর থেকেই বাংলাদেশ বড় ধরনের অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে। ড. ইউনূস জানান, বাংলাদেশে কবে নির্বাচন অনুষ্ঠিত হবে, সে বিষয়ে তাঁর কাছে আপাতত কোনো সময়সীমা নেই। তবে যে কয়টা কমিশন গঠন করা হয়েছে, তারা সামনের মাসগুলোতে তাদের সংস্কার সুপারিশ প্রদান করবে বলে আশা করা হচ্ছে। তারপরে নির্বাচনের তারিখ নির্ধারণ করা হবে।
অপর দিকে, ভারতে অবস্থান করা শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যর্পণ করা উচিত কি না—এমন এক প্রশ্নের জবাবে ড. ইউনূস বলেন, ‘কেন তাঁকে প্রত্যর্পণ করা হবেন না? যদি তিনি অপরাধ করে থাকেন, তবে অবশ্যই তাঁকে প্রত্যর্পণ করে বিচারের আওতায় আনা উচিত।’
নিউইয়র্ক টাইমস ক্লাইমেট ফরোয়ার্ড সামিটে ড. ইউনূসের কাছে জানতে চাওয়া হয়, তিনি আগামী দিনে নির্বাচনে লড়বেন কি না? জবাবে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা জানান, তাঁর নির্বাচনে লড়ার কোনো পরিকল্পনা নেই। তিনি বলেন, ‘আমাকে দেখে কি এমন কারও মতো মনে হয়, যার নির্বাচনে লড়াই করা উচিত।’
বাংলাদেশের বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ব্যবসায়িক অংশীদারিত্বের উপর জোর দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। মার্কিন সাময়িকী টাইমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছে, তিনি ব্যবসায়িক অংশীদার হিসেবে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সম্পর্ক নির্ম
৩ ঘণ্টা আগে‘আওয়ামী লীগও অন্য যে কোনো দলের মতো নির্বাচনে অংশ নিতে পারবে। আমরা তাঁদের রাজনৈতিক ময়দানে প্রতিযোগিতার জন্য প্রস্তুত। তবে এর আগে তাদের আচরণ এবং অতীতে সংঘটিত অপরাধের জন্য দায় মেনে নিতে হবে। একবার তাঁরা আইনি বাধাগুলো কাটিয়ে উঠলে নির্বাচনে তাদের স্বাগত জানানো হবে।’
৪ ঘণ্টা আগেমাধ্যমিক শিক্ষার্থীদের ক্লাসের অ্যাসাইনমেন্ট হিসেবে তথ্য অধিকার আইন অনুযায়ী তথ্যপ্রাপ্তির আবেদন করতে দিলে এই আইন সম্পর্কে ধারণা ও বাস্তবায়ন বাড়বে বলে মন্তব্য করেছেন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)-এর চেয়ারম্যান অধ্যাপক এ কে এম রিয়াজুল হাসান।
৫ ঘণ্টা আগেপুলিশ বাহিনীর বিভিন্ন ইউনিটে ৫৪ জন কর্মকর্তাকে বদলি ও নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে। এই কর্মকর্তাদের মধ্যে ৩১ জন অতিরিক্ত পুলিশ সুপার এবং ২৩ জন সহকারী পুলিশ সুপার রয়েছেন। গতকাল বুধবার (২০ নভেম্বর) প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন বিদায়ী পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম।
৬ ঘণ্টা আগে