সিনোফার্মের ছয় কোটি ডোজ টিকা কেনা হচ্ছে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
Thumbnail image

সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে চীনের সিনোফার্মের আরও ৬ কোটি ডোজ টিকা কেনার অনুমোদন দেওয়া হয়েছে। চীনের টিকাসহ বৈঠকে ৭৪৪ কোটি ৯০ লাখ টাকা ব্যয়ে ৯টি প্রস্তাব অনুমোদিত হয়েছে।

অর্থমন্ত্রী অ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে গতকাল বুধবার অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ২২তম এবং সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ২৭তম বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। বৈঠকের পর অর্থমন্ত্রী ও মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মো. সামসুল আরেফিন ভার্চুয়ালি ব্রিফিং করেন।

অর্থমন্ত্রী বলেন, ‘আমরা চীনের সিনোফার্ম থেকে ৬ কোটি ডোজ টিকা কেনার প্রস্তাব অনুমোদন দিয়েছি। হিসাব করে দেখেছি, দেশের ১৩ কোটি ৮২ লাখ জনগোষ্ঠীকে টিকার আওতায় আনতে হবে। এ জন্য ২৭ কোটি ৬৫ লাখ টিকা কেনা প্রয়োজন। এর মধ্যে ২ কোটি ৫৫ লাখ আমাদের হাতে আছে। বাকিটা সংগ্রহ করতে হবে। আজ আমরা ৬ কোটি ডোজ কেনার জন্য অনুমোদন দিলাম। বাকি টিকা আমরা পর্যায়ক্রমে আনব।’

চীনের টিকার দাম কত পড়বে জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, ‘দাম বলব না। তবে আগের নির্ধারিত যে দাম আছে তার চেয়ে বাড়েনি। সব মিলিয়ে যে ২৭ কোটি ডোজ টিকা লাগবে তার জন্য সরকারের কত টাকা খরচ হতে পারে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এ হিসাব আমাদের কাছে নেই। কারণ বাকিগুলো নিয়ে এখনো আলোচনা চলছে। দাম এখনো চূড়ান্ত হয়নি। সে জন্য আমরা বলতে পারছি না।’

এর আগে সরকার চীনের কাছ থেকে সিনোফার্মের দেড় কোটি ডোজ টিকা কিনেছে। তার মধ্যে ৭০ লাখ ডোজ টিকা ইতিমধ্যে দেশে এসেছে। এ ছাড়া কোভ্যাক্স ফ্যাসিলিটির আওতায় দেশে আরও ১৭ লাখ ডোজ সিনোফার্মের টিকা এসেছে। আর চীন থেকে উপহার হিসেবে বাংলাদেশ পেয়েছে আরও ১১ লাখ ডোজ টিকা।

অর্থমন্ত্রী বলেন, অর্থনৈতিক বিষয়সংক্রান্ত কমিটির অনুমোদনের জন্য দুটি এবং ক্রয় কমিটির অনুমোদনের জন্য ১০টি প্রস্তাব উত্থাপন করা হয়। এর মধ্যে ৯টি প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়, ১টি প্রস্তাব ফেরত দেওয়া হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত