সুপেয় পানি সংকটে উপকূলের মানুষ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
Thumbnail image

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে দেশের উপকূলীয় অঞ্চলের মানুষের জীবনযাত্রা হুমকির মুখে পড়েছে। লবণাক্ততা বেড়ে যাওয়ায় সুপেয় পানির সংকট দেখা দিয়েছে। তাছাড়া গাছপালা ও ফসলি জমি বিলীন এবং কৃষি উৎপাদন কমে যাওয়াসহ জীববৈচিত্র্যে নানা প্রভাব পড়ছে। 

প্রাকৃতিক দুর্যোগ ও জলবায়ু পরিবর্তনের কারণে বাস্তুচ্যুত জনগণের অভিযোজনে জীবনমান উন্নয়ন শীর্ষক এক গবেষণায় এমন তথ্য উঠে এসেছে। 

গবেষণাটি ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে, ইউএনওপিসের সহযোগিতায় এবং এডুকো বাংলাদেশ ও উত্তরণের যৌথ উদ্যোগে করা হয়েছে। 

আজ মঙ্গলবার এডুকো বাংলাদেশ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। 

সাতক্ষীরা জেলার পাঁচটি বস্তি ও শ্যামনগর উপজেলার গাবুরা, পদ্মপুকুর ও বুড়িগোয়ালিনি ইউনিয়নের তথ্য নিয়ে গবেষণাটি করা হয়। গবেষণা দলের নেতৃত্ব দেন খুলনা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক আব্দুল্লাহ হারুন চৌধুরী। 

আব্দুল্লাহ হারুন চৌধুরী বলেন, ‘জলবায়ু পরিবর্তনের কারণে উপকূলীয় এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ কর্মহীন হয়ে পড়ছে। জীবন-জীবিকার তাগিদে পেশা পরিবর্তন করছে মানুষ। অনেকে এলাকা ছেড়ে অন্যত্র চলে যাচ্ছে। এ পরিস্থিতি কাটিয়ে উঠতে প্রযুক্তিনির্ভর কৃষি ব্যবস্থা গড়ে তুলতে হবে।’ 

এডুকো বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টর আবদুল হামিদ বলেন, ‘জলবায়ু পরিবর্তনে বাংলাদেশ ঝুঁকিপূর্ণ দেশ। এই সংকট মোকাবিলায় সরকারি ও বেসরকারি উদ্যোগে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত