নিজস্ব প্রতিবেদক, ঢাকা
পররাষ্ট্রনীতি অনুসরণ করে রাশিয়া-ইউক্রেন ইস্যুতে বাংলাদেশ জাতিসংঘে ভোটদানে বিরত ছিল। আমরা কোনো পক্ষভুক্ত হতে চাই না, এটিই আমাদের অবস্থান।
চলমান রাশিয়া-ইউক্রেন সংঘাত নিয়ে আজ রোববার সচিবালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।
বেসরকারি রেডিও মালিকদের সঙ্গে আজ সচিবালয়ে বৈঠক করেন তথ্যমন্ত্রী। বৈঠক শেষে মন্ত্রী সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, ‘পৃথিবীতে শান্তি বিরাজ করুক এটা আমরা চাই। পৃথিবীতে যুদ্ধ বিগ্রহ চাই না। বাংলাদেশ যে কোনো অশান্তির বিপক্ষে। আমাদের পররাষ্ট্রনীতি হচ্ছে সবার সঙ্গে বন্ধুত্ব, কারও সঙ্গে বৈরিতা নয়। এ কারণেই জাতিসংঘে বাংলাদেশ ভোটদানে বিরত ছিল। ভারতও বিরত ছিল, পাকিস্তানও বিরত ছিল, আরও অনেক দেশ বিরত ছিল।’
ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের নিন্দা জানিয়ে প্রস্তাব পাস করেছে জাতিসংঘের সাধারণ পরিষদ। ওই প্রস্তাবে রাশিয়াকে অবিলম্বে ইউক্রেন থেকে সেনা প্রত্যাহারের আহ্বান জানানো হয়। গত বুধবার পরিষদের জরুরি অধিবেশনে ১৯৩টি সদস্য রাষ্ট্রের ১৪১টি দেশ প্রস্তাবের পক্ষে এবং পাঁচটি দেশ প্রস্তাবের বিপক্ষে ভোট দেয়। বাংলাদেশসহ ৩৫টি দেশ ভোটদানে বিরত থাকে।
বাংলাদেশের অবস্থান নিয়ে গত শুক্রবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘ইউক্রেনের ওপর রাশিয়ার চলমান সামরিক অভিযানের পরিপ্রেক্ষিতে জাতিসংঘ সাধারণ পরিষদের নিন্দা প্রস্তাবে বাংলাদেশের ভোট না দেওয়া সংবিধান ঘোষিত গণতন্ত্র ও মানবিক মূল্যবোধের নীতিমালা পরিপন্থী।’
এর জবাবে তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেন, ‘বাংলাদেশ কেন ভোটদানে বিরত ছিল সেটি নিয়ে মির্জা ফখরুল ইসলাম অনেক কথা বলেছেন। তিনি কিন্তু সবকিছুর ব্যাখ্যা দেন, ভারত, পাকিস্তান কেন বিরত ছিল এ ব্যাখ্যাটাও যদি তিনি দেন খুব ভালো হয়। সবচেয়ে বড় কথা, আমরা কোনো পক্ষভুক্ত হতে চাই না। শান্তি স্থাপনে আমরা কোনো পক্ষভুক্ত হতে চাই না, এটিই আমাদের অবস্থান।’
‘মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবেরা চান বাংলাদেশ বিবাদে জড়াক। সে জন্যই এ ধরনের কথা বলছেন। কিন্তু বাংলাদেশ কোনো বিবাদে জড়াতে চায় না।’ যোগ করেন তথ্যমন্ত্রী।
পররাষ্ট্রনীতি অনুসরণ করে রাশিয়া-ইউক্রেন ইস্যুতে বাংলাদেশ জাতিসংঘে ভোটদানে বিরত ছিল। আমরা কোনো পক্ষভুক্ত হতে চাই না, এটিই আমাদের অবস্থান।
চলমান রাশিয়া-ইউক্রেন সংঘাত নিয়ে আজ রোববার সচিবালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।
বেসরকারি রেডিও মালিকদের সঙ্গে আজ সচিবালয়ে বৈঠক করেন তথ্যমন্ত্রী। বৈঠক শেষে মন্ত্রী সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, ‘পৃথিবীতে শান্তি বিরাজ করুক এটা আমরা চাই। পৃথিবীতে যুদ্ধ বিগ্রহ চাই না। বাংলাদেশ যে কোনো অশান্তির বিপক্ষে। আমাদের পররাষ্ট্রনীতি হচ্ছে সবার সঙ্গে বন্ধুত্ব, কারও সঙ্গে বৈরিতা নয়। এ কারণেই জাতিসংঘে বাংলাদেশ ভোটদানে বিরত ছিল। ভারতও বিরত ছিল, পাকিস্তানও বিরত ছিল, আরও অনেক দেশ বিরত ছিল।’
ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের নিন্দা জানিয়ে প্রস্তাব পাস করেছে জাতিসংঘের সাধারণ পরিষদ। ওই প্রস্তাবে রাশিয়াকে অবিলম্বে ইউক্রেন থেকে সেনা প্রত্যাহারের আহ্বান জানানো হয়। গত বুধবার পরিষদের জরুরি অধিবেশনে ১৯৩টি সদস্য রাষ্ট্রের ১৪১টি দেশ প্রস্তাবের পক্ষে এবং পাঁচটি দেশ প্রস্তাবের বিপক্ষে ভোট দেয়। বাংলাদেশসহ ৩৫টি দেশ ভোটদানে বিরত থাকে।
বাংলাদেশের অবস্থান নিয়ে গত শুক্রবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘ইউক্রেনের ওপর রাশিয়ার চলমান সামরিক অভিযানের পরিপ্রেক্ষিতে জাতিসংঘ সাধারণ পরিষদের নিন্দা প্রস্তাবে বাংলাদেশের ভোট না দেওয়া সংবিধান ঘোষিত গণতন্ত্র ও মানবিক মূল্যবোধের নীতিমালা পরিপন্থী।’
এর জবাবে তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেন, ‘বাংলাদেশ কেন ভোটদানে বিরত ছিল সেটি নিয়ে মির্জা ফখরুল ইসলাম অনেক কথা বলেছেন। তিনি কিন্তু সবকিছুর ব্যাখ্যা দেন, ভারত, পাকিস্তান কেন বিরত ছিল এ ব্যাখ্যাটাও যদি তিনি দেন খুব ভালো হয়। সবচেয়ে বড় কথা, আমরা কোনো পক্ষভুক্ত হতে চাই না। শান্তি স্থাপনে আমরা কোনো পক্ষভুক্ত হতে চাই না, এটিই আমাদের অবস্থান।’
‘মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবেরা চান বাংলাদেশ বিবাদে জড়াক। সে জন্যই এ ধরনের কথা বলছেন। কিন্তু বাংলাদেশ কোনো বিবাদে জড়াতে চায় না।’ যোগ করেন তথ্যমন্ত্রী।
আগামী জাতীয় সংসদ নির্বাচনের তারিখ প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ঘোষণা করবেন বলে জানিয়েছে তাঁর প্রেস উইং। নৌপরিবহন উপদেষ্টা ড. এম সাখাওয়াত হোসেনের ২০২৬ সালের মাঝামাঝি নির্বাচন নিয়ে মন্তব্যের পর এ বিষয়ে প্রেস উইং স্পষ্ট ব্যাখ্যা দিয়েছে।
১৫ মিনিট আগেজিএসপির জন্য শ্রম অধিকারের ১১ দফা বাস্তবায়ন করতে বলেছে যুক্তরাষ্ট্র। আজ রোববার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আন্তর্জাতিক শ্রমবিষয়ক মার্কিন পররাষ্ট্র দপ্তরের বিশেষ প্রতিনিধি কেলি এম ফে রদ্রিগেজের নেতৃত্বে
২ ঘণ্টা আগেহেফাজতের আন্দোলনের সময় ২০১৩ সালের ৫ মে পুলিশের গুলিতে নিহত বুয়েট ছাত্র রেহান আহসান নিহতের ঘটনায় শেখ হাসিনাসহ ৪৪ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন কার্যালয়ে রেহানের মা এই অভিযোগ দায়ের করেন।
৪ ঘণ্টা আগেসিভিল সোসাইটির সদস্যদের সঙ্গে সংবিধান সংস্কার কমিশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার সংবিধান সংস্কার বিষয়ে অংশীজনদের সঙ্গে মতবিনিময়ের অংশ হিসেবে এই সভা অনুষ্ঠিত হয়। এ মতবিনিময় সভায় ৬ জন নেতৃস্থানীয় ব্যক্তি অংশগ্রহণ করেন।
৪ ঘণ্টা আগে