জুলাই ঘোষণাপত্রের বিষয়ে সরকারের পদক্ষেপ জানানো হবে আগামী সপ্তাহে: মাহফুজ আলম

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৯ জানুয়ারি ২০২৫, ১৮: ৩০
Thumbnail image
সংবাদ সম্মেলনে উপদেষ্টা মাহফুজ আলম কথা বলেন। ছবি: আজকের পত্রিকা

জুলাই গণ-অভ্যুত্থানের ঘোষণাপত্রের বিষয়ে সরকারের পদক্ষেপ আগামী সপ্তাহের মধ্যে জানানো হবে। এমনটাই জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম। আজ বৃহস্পতিবার ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

জুলাই গণ-অভ্যুত্থানের ঘোষণাপত্রের বিষয়ে আগামী সপ্তাহের মধ্যে সরকারের পদক্ষেপ জানানো হবে উল্লেখ করে উপদেষ্টা মাহফুজ আলম বলেন, ‘জুলাই গণ-অভ্যুত্থানের ঘোষণাপত্রের বিষয়ে আগামী সপ্তাহ থেকে রাজনৈতিক দল ও শ্রেণি-পেশার সঙ্গে আলোচনা হবে।’

এর আগে, গত ৩১ ডিসেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারে ডাকা মার্চ ফর ইউনিটিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ১৫ জানুয়ারির মধ্যে জুলাই ঘোষণাপত্র প্রকাশে অন্তর্বর্তী সরকারকে আলটিমেটাম দেওয়া হয়। সেদিন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেন, ‘খুনি হাসিনার আর এই দেশে পুনর্বাসন হবে না। গত ১৬ বছর খুনি হাসিনা প্রত্যেকটা রাজনৈতিক শক্তিকে নির্যাতন করে জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছে। আমরা এই হাসিনাকে পালিয়ে যেতে বাধ্য করেছি। সরকারকে বলতে চাই, আইনশৃঙ্খলা পরিস্থিতি এখনো স্বাভাবিক হয় নাই, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ হয় নাই। আমরা এখনো ১৬ বছরের বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে পারি নাই। এত দিন আমাদের জুলাই গণ-অভ্যুত্থানের কোনো ঘোষণাপত্র ছিল না। ১৫ জানুয়ারি মধ্যে জুলাই গণ-অভ্যুত্থানের ঘোষণাপত্র জারি করতে হবে। আওয়ামী লীগের বিরুদ্ধে আমাদের লড়াই, সংগ্রাম জারি থাকবে।’

এদিকে, গতকাল বুধবার ১৫ জানুয়ারির মধ্যে জুলাই অভ্যুত্থানের ‘ঘোষণাপত্র’ ঘোষণা করতে অন্তর্বর্তী সরকারকে সময় বেঁধে দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। কুমিল্লার কান্দিরপাড়ের টাউন হল মাঠে ঘোষণাপত্রের সমর্থনে লিফলেট বিতরণকালে সাংবাদিকদের কাছে এ কথা বলেন তিনি।

হাসনাত আবদুল্লাহ বলেন, ‘জুলাই অভ্যুত্থানের স্বীকৃতির বিষয়ে সরকার ও অন্য রাজনৈতিক দলগুলোর দরকার ছিল পদক্ষেপ নেওয়ার। কিন্তু তারা কোনো পদক্ষেপ নেয়নি। আমরা (বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন) ৩১ ডিসেম্বর জুলাই অভ্যুত্থানের স্বীকৃতি ঘোষণা করতে গিয়েছিলাম। কিন্তু যেহেতু সরকার দায়িত্ব নিয়েছে সকল রাজনৈতিক দলের মতামতের ভিত্তিতে জুলাই গণ-অভ্যুত্থানের ঘোষণাপত্র তৈরির, সে জন্য আমরা সরকারের কথায় আশ্বস্ত হয়ে ৩১ ডিসেম্বর কোনো ঘোষণা দিইনি, আমরা ভরসা রেখেছি। কিন্তু ৩১ ডিসেম্বরের পর এত দিন পার হলেও আমরা সরকারের দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখতে পাইনি। আমরা অন্তর্বর্তী সরকারকে স্পষ্ট করে বলতে চাই, আগামী ১৫ জানুয়ারির মধ্যে জুলাই ঘোষণাপত্র ঘোষণা করতে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শাহবাগ মেট্রো স্টেশনের নিচে পথশিশু ধর্ষণের শিকার

কাঁটাতারের বেড়ায় এবার মদের বোতল ঝুলাচ্ছে বিএসএফ

মতিঝিলে ‘সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র–জনতা’র ওপর ‘স্টুডেন্টস ফর সভারেন্টির’ হামলা, আহত অনেকে

২৬ হাজার কোটি টাকা, আটকা অবরুদ্ধ হিসাবে

ভারতে প্রথমবারের মতো প্রকাশ্যে এলেন শেখ হাসিনা, ভাইরাল ভিডিওর সত্যতা কতটুকু

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত