বিশেষ প্রতিনিধি, ঢাকা
গণ-অভ্যুত্থানে আহতদের সারা জীবন চিকিৎসা সহায়তা ছাড়াও অন্যান্য ভাতা দেওয়ার বিষয়টি সরকারের বিবেচনায় রয়েছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক-ই আজম। আজ রোববার সচিবালয়ে ছয়জন উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা বলেন, ‘গণ-অভ্যুত্থানে আহতদের সারা জীবনের জন্য চিকিৎসা এবং অন্যান্য ভাতা দেওয়ার বিষয়টি সরকারের বিবেচনাধীন আছে। যারা আহত হয়েছেন, যারা নিহত হয়েছেন, তাদের পরিবারের প্রতি অন্তর্বর্তীকালীন সরকার অতি বেশি সহানুভূতি প্রবণ। তাদের বিষয়টি অতি গুরুত্ব দিয়ে সরকার কাজ করছে।’
গণ-অভ্যুত্থানের আহতেরা চিকিৎসা সহায়তার দাবিতে গতকাল শনিবার মধ্যরাতে এবং রোববার সকালে পঙ্গু হাসপাতালের সামনে সড়ক অবরোধ করেন।
মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা বলেন, গণ-অভ্যুত্থানে শহীদদের তালিকা গেজেট আকারে প্রকাশ করা হয়েছে। আহতদের তালিকা এই সপ্তাহের মধ্যে গেজেট আকারে প্রকাশ করা হবে।
চলতি সপ্তাহের মধ্যে জুলাই গণ-অভ্যুত্থান অধিদপ্তর গঠন হচ্ছে জানিয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা বলেন, অধিদপ্তরের অধীনে একটা নীতিমালা হচ্ছে। ওই নীতিমালার আওতায় নিহতদের পরিবার ও আহতদের বিভিন্ন ধরনের সুবিধা দেওয়া হবে।
ফারুক-ই আজম বলেন, আমরা মনে করি তাদের এ ত্যাগ ইতিহাসে অমোচনীয় এবং এই গৌরব জাতি সমভাবে তাদের সঙ্গে ধারণ করে। তাদের আত্মত্যাগের গৌরব আমরা অমলিন করে রাখতে চাই। এটা যেন আগামীতেও মানুষকে অনুপ্রাণিত করে।
বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খান, স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম, শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান, মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার, সমাজকল্যাণ উপদেষ্টা শারমীন এস মুরশিদ সভায় উপস্থিত ছিলেন।
গণ-অভ্যুত্থানে আহতদের সারা জীবন চিকিৎসা সহায়তা ছাড়াও অন্যান্য ভাতা দেওয়ার বিষয়টি সরকারের বিবেচনায় রয়েছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক-ই আজম। আজ রোববার সচিবালয়ে ছয়জন উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা বলেন, ‘গণ-অভ্যুত্থানে আহতদের সারা জীবনের জন্য চিকিৎসা এবং অন্যান্য ভাতা দেওয়ার বিষয়টি সরকারের বিবেচনাধীন আছে। যারা আহত হয়েছেন, যারা নিহত হয়েছেন, তাদের পরিবারের প্রতি অন্তর্বর্তীকালীন সরকার অতি বেশি সহানুভূতি প্রবণ। তাদের বিষয়টি অতি গুরুত্ব দিয়ে সরকার কাজ করছে।’
গণ-অভ্যুত্থানের আহতেরা চিকিৎসা সহায়তার দাবিতে গতকাল শনিবার মধ্যরাতে এবং রোববার সকালে পঙ্গু হাসপাতালের সামনে সড়ক অবরোধ করেন।
মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা বলেন, গণ-অভ্যুত্থানে শহীদদের তালিকা গেজেট আকারে প্রকাশ করা হয়েছে। আহতদের তালিকা এই সপ্তাহের মধ্যে গেজেট আকারে প্রকাশ করা হবে।
চলতি সপ্তাহের মধ্যে জুলাই গণ-অভ্যুত্থান অধিদপ্তর গঠন হচ্ছে জানিয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা বলেন, অধিদপ্তরের অধীনে একটা নীতিমালা হচ্ছে। ওই নীতিমালার আওতায় নিহতদের পরিবার ও আহতদের বিভিন্ন ধরনের সুবিধা দেওয়া হবে।
ফারুক-ই আজম বলেন, আমরা মনে করি তাদের এ ত্যাগ ইতিহাসে অমোচনীয় এবং এই গৌরব জাতি সমভাবে তাদের সঙ্গে ধারণ করে। তাদের আত্মত্যাগের গৌরব আমরা অমলিন করে রাখতে চাই। এটা যেন আগামীতেও মানুষকে অনুপ্রাণিত করে।
বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খান, স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম, শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান, মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার, সমাজকল্যাণ উপদেষ্টা শারমীন এস মুরশিদ সভায় উপস্থিত ছিলেন।
অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ আশা করছেন এই বছরের মধ্যে বিদেশ থেকে বিপুল পরিমাণ পাচারকৃত অর্থের কিছু অংশ ফিরিয়ে আনা সম্ভব হবে। তিনি বলেন, আমরা যত তাড়াতাড়ি সম্ভব পাচারকৃত হওয়া অর্থ ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করবো। এই জন্য আমরা সংশ্লিষ্ট দেশগুলোর সাথে চুক্তি স্বাক্ষর করব।
১ সেকেন্ড আগেসিন্ডিকেট করে মালয়েশিয়া শ্রমিক পাঠাতে সরকার নির্ধারিত ফির চেয়ে অতিরিক্ত ১ হাজার ১২৮ কোটি ৬১ লাখ ৫০ হাজার টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে ১২টি রিক্রুটিং এজেন্সির ৩২ জনের মালিক ও কর্মকর্তাদের বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
৩৬ মিনিট আগেভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর, বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশন এবং সরকারি যানবাহন অধিদপ্তরে শীর্ষ পদে নতুন নিয়োগ দিয়েছে সরকার। মো. সাইদুর রহমানকে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক, নুজহাত ইয়াসমিনকে বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশনের চেয়ারম্যান এবং আহমেদ ফয়সাল ইমামকে সরকারি যানবাহন অধিদপ্তর
১ ঘণ্টা আগেগাজপ্রম ২০১২ সাল থেকে বাংলাদেশে গ্যাস অনুসন্ধানে কাজ করছে। ২০২৩ সালে প্রতিষ্ঠানটি ভোলায় পাঁচটি নতুন কূপ চিহ্নিত করে। এসব কূপ খননের প্রস্তুতির জন্য গাজপ্রমকে ধন্যবাদ জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এ বিষয়ে কাজ করছে এবং ভবিষ্যৎ সহযোগিতার জন্য উন্মুক্ত রয়েছে...
১ ঘণ্টা আগে