নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রার্থীদের মধ্যে সংঘর্ষ, খুন, পাল্টাপাল্টি ধাওয়া, ভোটকেন্দ্রে না যাওয়ার হুমকিসহ নানা ঘটনা ঘটেছে তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের প্রচারণার সময়। এসব নিয়ে শঙ্কার মধ্যেই আজ রোববার ১ হাজার ইউপিতে শুরু হয়েছে ভোটগ্রহণ। সকাল ৮টায় শুরু হওয়া ভোটগ্রহণ শেষ হবে বিকেল ৪টায়।
৩৩টি ইউপিতে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ও বাকিগুলোতে ব্যালট পেপারের মাধ্যমে ভোটগ্রহণ হচ্ছে। পরিস্থিতি শান্ত রাখতে সতর্ক অবস্থান নিয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। প্রতিটি ইউপিতে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছে কমিশন।
তবে ভোট সুষ্ঠু হবে বলে আশাবাদী নির্বাচন কমিশন (ইসি)। গতকাল শনিবার কমিশনের সভা শেষে সংবাদ সম্মেলনে ইসি সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার বলেন, ‘আশা করি রোববার ভালো ভোট হবে। এই মুহূর্তে কোনো আশঙ্কা মনে করছি না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আমাদের কঠোর নির্দেশনা দেওয়া আছে।’
তৃতীয় ধাপে তফসিল ঘোষণা করা হয়েছিল ১ হাজার ৭টি ইউপির। বিভিন্ন কারণে স্থগিত হয়েছে ৭টির ভোট। এর মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে গেছেন ৫৬৯ জন প্রার্থী। তাঁদের মধ্যে চেয়ারম্যান পদে ১০০ জন, সংরক্ষিত সদস্য ১৩২ ও সাধারণ আসনের সদস্য ৩৩৭ জন।
এর আগে প্রথম ধাপে ৩৬৯টি এবং দ্বিতীয় ধাপে ৮৩৮টি ইউপিতে ভোট হয়েছে। আজ তৃতীয় ধাপের পর চতুর্থ ধাপে ৮৪৩টি ইউপির ভোট হবে আগামী ২৬ ডিসেম্বর।
৫ জানুয়ারি পঞ্চম ধাপের ভোট
পঞ্চম ধাপে ৭০৭টি ইউনিয়ন পরিষদের (ইউপি) ভোটগ্রহণ হবে আগামী ৫ জানুয়ারি। গতকাল ইসির সভা শেষে সচিব হুমায়ুন কবীর তফসিল ঘোষণা করেন। তিনি জানান, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৭ ডিসেম্বর। মনোনয়নপত্র বাছাই ৯ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৫ ডিসেম্বর।
নারায়ণগঞ্জ সিটির ভোটের সিদ্ধান্ত আগামী সপ্তাহে
ইউনিয়ন পরিষদের সব ভোট শেষ হলেই নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নির্বাচন হবে—এমন আভাস আগেই দিয়েছিল ইসি। গতকাল সভা শেষে ইসি সচিব বলেন, আগামী সপ্তাহে কমিশনের আরেকটি সভা হবে। ওই সভায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
প্রার্থীদের মধ্যে সংঘর্ষ, খুন, পাল্টাপাল্টি ধাওয়া, ভোটকেন্দ্রে না যাওয়ার হুমকিসহ নানা ঘটনা ঘটেছে তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের প্রচারণার সময়। এসব নিয়ে শঙ্কার মধ্যেই আজ রোববার ১ হাজার ইউপিতে শুরু হয়েছে ভোটগ্রহণ। সকাল ৮টায় শুরু হওয়া ভোটগ্রহণ শেষ হবে বিকেল ৪টায়।
৩৩টি ইউপিতে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ও বাকিগুলোতে ব্যালট পেপারের মাধ্যমে ভোটগ্রহণ হচ্ছে। পরিস্থিতি শান্ত রাখতে সতর্ক অবস্থান নিয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। প্রতিটি ইউপিতে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছে কমিশন।
তবে ভোট সুষ্ঠু হবে বলে আশাবাদী নির্বাচন কমিশন (ইসি)। গতকাল শনিবার কমিশনের সভা শেষে সংবাদ সম্মেলনে ইসি সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার বলেন, ‘আশা করি রোববার ভালো ভোট হবে। এই মুহূর্তে কোনো আশঙ্কা মনে করছি না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আমাদের কঠোর নির্দেশনা দেওয়া আছে।’
তৃতীয় ধাপে তফসিল ঘোষণা করা হয়েছিল ১ হাজার ৭টি ইউপির। বিভিন্ন কারণে স্থগিত হয়েছে ৭টির ভোট। এর মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে গেছেন ৫৬৯ জন প্রার্থী। তাঁদের মধ্যে চেয়ারম্যান পদে ১০০ জন, সংরক্ষিত সদস্য ১৩২ ও সাধারণ আসনের সদস্য ৩৩৭ জন।
এর আগে প্রথম ধাপে ৩৬৯টি এবং দ্বিতীয় ধাপে ৮৩৮টি ইউপিতে ভোট হয়েছে। আজ তৃতীয় ধাপের পর চতুর্থ ধাপে ৮৪৩টি ইউপির ভোট হবে আগামী ২৬ ডিসেম্বর।
৫ জানুয়ারি পঞ্চম ধাপের ভোট
পঞ্চম ধাপে ৭০৭টি ইউনিয়ন পরিষদের (ইউপি) ভোটগ্রহণ হবে আগামী ৫ জানুয়ারি। গতকাল ইসির সভা শেষে সচিব হুমায়ুন কবীর তফসিল ঘোষণা করেন। তিনি জানান, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৭ ডিসেম্বর। মনোনয়নপত্র বাছাই ৯ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৫ ডিসেম্বর।
নারায়ণগঞ্জ সিটির ভোটের সিদ্ধান্ত আগামী সপ্তাহে
ইউনিয়ন পরিষদের সব ভোট শেষ হলেই নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নির্বাচন হবে—এমন আভাস আগেই দিয়েছিল ইসি। গতকাল সভা শেষে ইসি সচিব বলেন, আগামী সপ্তাহে কমিশনের আরেকটি সভা হবে। ওই সভায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
দেশের দক্ষিণাঞ্চলের বঙ্গোপসাগরের কোলঘেঁষে অবস্থিত দুবলারচর, যার অবস্থান বাগেরহাটের মোংলা থেকে প্রায় ১২০ কিলোমিটার দূরে। এর এক পাশে সুন্দরবনের ম্যানগ্রোভ বন এবং অন্য পাশে সমুদ্রের নোনাজল। এই চরে প্রতিবছর কার্তিক মাসের মাঝামাঝি থেকে চৈত্র মাস পর্যন্ত শুঁটকি মৌসুম চলে।
৩৪ মিনিট আগেআওয়ামী লীগ সরকারের সময় পদোন্নতিবঞ্চিত সরকারি কর্মকর্তাদের ভূতাপেক্ষ পদোন্নতি দিয়ে আর্থিক ক্ষতিপূরণ দেবে সরকার। এ জন্য ১ হাজার ৫৪৭ জন কর্মকর্তার আবেদন-পর্যালোচনা হচ্ছে। তাঁদের ক্ষতিপূরণ দিতে প্রায় ১০০ কোটি টাকা লাগবে বলে জানা গেছে। একজন কর্মকর্তা সর্বোচ্চ এক কোটি টাকা ক্ষতিপূরণ পাবেন।
১ ঘণ্টা আগেপ্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস মঙ্গলবার (২৬ নভেম্বর) মুনাফা অর্জনের মাধ্যমে অন্যদের জন্য দৃষ্টান্ত স্থাপন করার জন্য বাংলাদেশ শিপিং করপোরেশনের প্রশংসা করেছেন
৯ ঘণ্টা আগেপ্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশে কর্মরত বহুজাতিক কোম্পানিগুলোর শীর্ষ নির্বাহীদের সরকারের সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন। তিনি বিনিয়োগকারীদের কাছে বাংলাদেশকে তুলে ধরার পাশাপাশি বিদ্যমান ব্যবসায়িক সুযোগ-সুবিধা সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন। প্রধান উপদেষ্টা বলেন, ‘এ
১০ ঘণ্টা আগে