অবসরে যাচ্ছেন অতিরিক্ত আইজিপি হুমায়ুন কবির

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৯ মার্চ ২০২৩, ২১: ৪৮
Thumbnail image

অবসরে যাচ্ছেন বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি (ডেভেলপমেন্ট) মো. হুমায়ুন কবির। আগামী ৩১ মার্চ শেষ হবে তাঁর দীর্ঘ চাকরিজীবন। আজ বুধবার বিকেলে পুলিশ সদর দপ্তরের হল অব প্রাইডে হুমায়ুন কবিরের অবসর উপলক্ষে এক বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়।

এতে সভাপতিত্ব করেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। সভাপতির বক্তব্যে আইজিপি বলেন, পুলিশের পেশা একটি চ্যালেঞ্জিং পেশা। এখানে পেশাগত দক্ষতা ও মেধার সমন্বয় ঘটিয়ে দায়িত্ব পালন করতে হয়। বিদায়ী কর্মকর্তা বাংলাদেশ পুলিশের বিভিন্ন পদে অত্যন্ত সফলতার সঙ্গে দায়িত্ব পালন করে আস্থা অর্জন করেছেন। 

সভায় অতিরিক্ত আইজিপিসহ ঢাকা জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধান ও সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

উল্লেখ্য, মো. হুমায়ুন কবির ১৯৯১ সালের ২০ জানুয়ারি সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। তিনি লক্ষ্মীপুর, বগুড়া ও সিরাজগঞ্জ জেলায় পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি খুলনা ও রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার ছিলেন। এ ছাড়া জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সিয়েরা লিওন ও লাইবেরিয়ায় দায়িত্ব পালন করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত