কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
সুদানে গৃহযুদ্ধে বিবদমান নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ চলাকালে রাজধানী খার্তুমে অবস্থিত বাংলাদেশ দূতাবাস ও ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত তারেক আহমেদের বাসভবনে গত ১০ দিনে কমপক্ষে দুইবার গুলির ঘটনা ঘটেছে।
গত ১৫ ও ২২ এপ্রিল ভবনগুলোর কয়েকটি স্থানে মেশিনগানের গুলি দেয়াল ও জানালা ভেদ করে ভেতরে এসে পড়েছে বলে রাষ্ট্রদূতের বরাত দিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের আফ্রিকা উইংয়ের এক কর্মকর্তা জানান।
যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নেতৃত্বাধীন কূটনৈতিক নিরাপত্তা গ্রুপের পরামর্শে রাষ্ট্রদূত গত ২০ এপ্রিল সপরিবারে সাময়িকভাবে দূতাবাস ও বাসস্থান ছেড়ে কম ঝুঁকিপূর্ণ স্থানে সরে গেছেন। যাওয়ার পথে অন্তত ২৫টি স্থানে তাঁদের গাড়ি থামিয়ে তল্লাশি চালানো হয়েছে। একটি স্থানে রাষ্ট্রদূত ও পরিবারের সদস্যদের গাড়ি থেকে নামতে বলা হয়। তাঁরা নেমে দাঁড়ান। এরপর তল্লাশিকারকেরা রাষ্ট্রদূত ও তাঁর সুদানি গাড়িচালকের মোবাইল ফোন নিয়ে নেন। পরে গাড়িচালকের কাছ থেকে রাষ্ট্রদূতের পরিচয় জানার পর তাঁদের ছেড়ে দেওয়া হয়।
সুদানে বর্তমানে বাংলাদেশের প্রায় ১ হাজার ৫০০ নাগরিক আছেন, এমন তথ্য দিয়ে রাষ্ট্রদূত তারেক আহমেদ পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানান, এসব নাগরিকের মধ্যে যাঁরা দেশে ফিরতে চাইবেন, তাঁদের শেষ ব্যক্তিটি ফেরা পর্যন্ত তিনি সুদানে দায়িত্ব পালন করে যাবেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম মঙ্গলবার এক ফেসবুক পোস্টে জানান, সুদানে বসবাসরত ১ হাজার ৫০০ বাংলাদেশি নাগরিকের সবাইকে প্রথমে নিরাপদে অন্য কোনো দেশে সরিয়ে নেওয়া হবে। এরপর তাঁদের দেশে ফেরার ব্যবস্থা করা হবে।
সুদানে গৃহযুদ্ধে বিবদমান নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ চলাকালে রাজধানী খার্তুমে অবস্থিত বাংলাদেশ দূতাবাস ও ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত তারেক আহমেদের বাসভবনে গত ১০ দিনে কমপক্ষে দুইবার গুলির ঘটনা ঘটেছে।
গত ১৫ ও ২২ এপ্রিল ভবনগুলোর কয়েকটি স্থানে মেশিনগানের গুলি দেয়াল ও জানালা ভেদ করে ভেতরে এসে পড়েছে বলে রাষ্ট্রদূতের বরাত দিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের আফ্রিকা উইংয়ের এক কর্মকর্তা জানান।
যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নেতৃত্বাধীন কূটনৈতিক নিরাপত্তা গ্রুপের পরামর্শে রাষ্ট্রদূত গত ২০ এপ্রিল সপরিবারে সাময়িকভাবে দূতাবাস ও বাসস্থান ছেড়ে কম ঝুঁকিপূর্ণ স্থানে সরে গেছেন। যাওয়ার পথে অন্তত ২৫টি স্থানে তাঁদের গাড়ি থামিয়ে তল্লাশি চালানো হয়েছে। একটি স্থানে রাষ্ট্রদূত ও পরিবারের সদস্যদের গাড়ি থেকে নামতে বলা হয়। তাঁরা নেমে দাঁড়ান। এরপর তল্লাশিকারকেরা রাষ্ট্রদূত ও তাঁর সুদানি গাড়িচালকের মোবাইল ফোন নিয়ে নেন। পরে গাড়িচালকের কাছ থেকে রাষ্ট্রদূতের পরিচয় জানার পর তাঁদের ছেড়ে দেওয়া হয়।
সুদানে বর্তমানে বাংলাদেশের প্রায় ১ হাজার ৫০০ নাগরিক আছেন, এমন তথ্য দিয়ে রাষ্ট্রদূত তারেক আহমেদ পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানান, এসব নাগরিকের মধ্যে যাঁরা দেশে ফিরতে চাইবেন, তাঁদের শেষ ব্যক্তিটি ফেরা পর্যন্ত তিনি সুদানে দায়িত্ব পালন করে যাবেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম মঙ্গলবার এক ফেসবুক পোস্টে জানান, সুদানে বসবাসরত ১ হাজার ৫০০ বাংলাদেশি নাগরিকের সবাইকে প্রথমে নিরাপদে অন্য কোনো দেশে সরিয়ে নেওয়া হবে। এরপর তাঁদের দেশে ফেরার ব্যবস্থা করা হবে।
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সাবেক মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ ও তাঁর স্ত্রী উষা রানী চন্দের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। খুলনা-৫ আসনের সাবেক সংসদ সদস্য নারায়ণের বিরুদ্ধে আজ সোমবার দুদকের সহকারী পরিচালক...
১ ঘণ্টা আগেবঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর নাম পরিবর্তন করে বাংলাদেশ স্যাটেলাইট-১ রাখা হয়েছে। টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপ-সচিব মোহাম্মদ রফিকুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
১ ঘণ্টা আগেচলতি অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) বরাদ্দ রাখা হয়েছিল ২ লাখ ৬৫ হাজার কোটি টাকা। সংশোধিত এডিপিতে ২ লাখ ১৬ হাজার কোটি টাকা বরাদ্দের অনুমোদন দিয়েছে সরকার। আজ সোমবার জাতীয় অর্থনৈতিক পরিষদ (এনইসি) সভায় এই অনুমোদন দেওয়া হয়।
২ ঘণ্টা আগেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে চূড়ান্ত ফলাফলে উত্তীর্ণ ৬ হাজার ৫৩১ জনের নিয়োগের কার্যক্রম বাতিল করে হাইকোর্টের দেওয়া রায় স্থগিত করেছেন আপিল বিভাগ। আজ সোমবার আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন তিন সদস্যের আপিল বিভাগ লিভ টু...
৩ ঘণ্টা আগে