অভিজিৎ হত্যার আসামি জিয়া ও আকরাম দেশে নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ২১ ডিসেম্বর ২০২১, ২২: ০৯
Thumbnail image

ব্লগার ও বিজ্ঞান লেখক অভিজিৎ রায় হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামি চাকরিচ্যুত মেজর জিয়া ও আকরামের তথ্য পেতে ৫০ লাখ ডলার পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। তবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলছেন, তাঁরা কেউ দেশে নেই।

আজ মঙ্গলবার বিকেলে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলা পরিষদের সামনে মুক্তিযোদ্ধার ভাস্কর্য উদ্বোধন শেষে এ কথা বলেন মন্ত্রী। 

২০১৫ সালে অমর একুশে গ্রন্থমেলা চলাকালে ২৬ ফেব্রুয়ারিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় সন্ত্রাসী হামলার শিকার হন অভিজিৎ রায় এবং তাঁর স্ত্রী রাফিদা আহমেদ বন্যা। এ হামলায় অভিজিৎ রায় প্রাণ হারান। গুরুতর জখম হলেও ভাগ্যক্রমে প্রাণে বেঁচে যান বন্যা। তাঁরা দুজনেই বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক। 

ব্লগার অভিজিৎ হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত হয়েছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আনসারুল্লাহ বাংলা টিমের একটি গ্রুপ এই হত্যাকাণ্ডে জড়িত। ওই সময় আমাদের দেশে জঙ্গিগোষ্ঠীর উত্থান চলছিল। তবে আমাদের দেশের নিরাপত্তা বাহিনী তাদের সকল কর্মকাণ্ড ব্যর্থ করে দিয়েছে।’ 

মন্ত্রী বলেন, ‘এই হত্যাকাণ্ডের রায় হয়ে গেছে। হত্যায় জড়িত পাঁচজনের মৃত্যুদণ্ড ও একজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। পলাতক মেজর জিয়া ও আকরামকে আমরা খুঁজছি। কিন্তু আমাদের কাছে যে তথ্য আছে তাতে তারা দেশে নেই।’ 

ব্লগার ও বিজ্ঞান লেখক অভিজিৎ রায়কে হত্যায় জড়িত সাজাপ্রাপ্ত আসামিদের বিষয়ে তথ্য দিলে ৫০ লাখ ডলার পুরস্কার ঘোষণা করে সম্প্রতি টুইট করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তরের রিওয়ার্ডস ফর জাস্টিস কর্মসূচি। বলা হয়েছে, বলা এই হত্যাকারীদের বিষয়ে তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে। +১২০২৭০২৭৮৪৩ নম্বরে টেলিগ্রাম, সিগনাল বা হোয়াটসঅ্যাপ ব্যবহার করে তথ্য জানানো যাবে। 

হরিরামপুরে মুক্তিযোদ্ধার ভাস্কর্য উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-ঢাকা-২০ আসনের সংসদ সদস্য বেনজির আহম্মেদ, মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য নাঈমুর রহমান দূর্জয়, মানিকগঞ্জ জেলা প্রশাসক আব্দুল লতিফ, পুলিশ সুপার গোলাম আজাদ খান, জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট গোলাম মহীউদ্দীন, হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম এবং স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত