Ajker Patrika

সংসদে অর্থ পাচারকারীদের জন্য ইনডেমনিটি পাস হয়, লজ্জার ব্যাপার: মোকাব্বির খান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৯ এপ্রিল ২০২৩, ১৪: ৪৮
সংসদে অর্থ পাচারকারীদের জন্য ইনডেমনিটি পাস হয়, লজ্জার ব্যাপার: মোকাব্বির খান

গণফোরামের সংসদ সদস্য মোকাব্বির খান বলেছেন, ‘এখনো জাতীয় সংসদে দুর্নীতিবাজ, অর্থ পাচারকারী, লুটেরাদের জন্য ইনডেমনিটি আইন পাস হয়। এটা লজ্জার ব্যাপার। কিছু বিষয়কে বিতর্কের ঊর্ধ্বে রাখা উচিত। জাতির পিতা বঙ্গবন্ধু, সংসদ, সংবিধান, জাতীয় পতাকা, জাতীয় সংবিধান এগুলো নিয়ে প্রশ্ন তুললে চরম বেইমানি হবে।

আজ রোববার জাতীয় সংসদের সুবর্ণজয়ন্তী উপলক্ষে ১৪৭ বিধিতে উত্থাপন করা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন তিনি। জাতীয় সংসদের ৫০ বছর পূর্তি উপলক্ষে গত শুক্রবার জাতীয় সংসদে স্মারক বক্তব্য দেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। 

মোকাব্বির খান বলেন, ‘মুক্তিযুদ্ধের প্রেরণা ছিল ৭০-এর নির্বাচন। তখন পশ্চিম পাকিস্তানের নিয়ন্ত্রণে ছিল নির্বাচন কমিশন। কিন্তু নির্বাচনে প্রাদেশিক পরিষদে ৩০০ আসনের মধ্যে ২৮৮ টিতে জয় পেয়েছিল আওয়ামী লীগ। ওই নির্বাচন নিয়ে কোনো প্রশ্ন ওঠেনি। ১৯৭৩ সালের নির্বাচন নিয়েও কেউ প্রশ্ন তোলেনি।’ 

১৯৭৫ সালের পর বৈধ-অবৈধ কোনো সরকারের আমলে নির্বাচন সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ হয়নি দাবি করে মোকাব্বির খান বলেন, ‘কখনো সংবিধান কাটছাঁট, কখনো হ্যাঁ-না ভোট, কখনো ব্যালট বাক্স চুরি, কখনো ১ কোটি ৩০ লাখ ভুয়া ভোটার, কখনো আগের রাতে ভোট চুরি ইত্যাদি ইত্যাদি। এই অপবাদ থেকে বাদ পড়েননি বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাও।’ 

আইনমন্ত্রী আনিসুল হক বলেন, ‘একজন সংসদ সদস্য বলেছিলেন, একটা আইন প্রণয়নের আগে এই সংসদে আনা উচিত। তার পরে এটা মন্ত্রিসভায় যাওয়া উচিত। আমি এই সংসদ সদস্যকে বলতে চাই, সংবিধান অনুযায়ী সংসদই হচ্ছে একমাত্র প্রতিষ্ঠান, সেখানে আইন পাস হয়। এই সংসদে আইন পাস হওয়ার পরে আর কারও কোনো কর্তৃত্ব থাকে না।’ 

গত শনিবার সংসদে জাতীয় পার্টির সংসদ সদস্য শামীম হায়দার পাটোয়ারী বলেন, কোনো আইন মন্ত্রিসভা থেকে পাস হওয়ার পরে সংসদীয় কমিটিতে কিছু পরিবর্তন হয়। কিন্তু এটা পার্টি হুইপিং হিসাবে কাজ করে। মন্ত্রিসভা পাস করে দিয়েছে এখানে আর বেশি পরিবর্তন করা যাবে না। আইনগুলো মন্ত্রিসভায় পাঠানোর আগে কমিটিতে পাঠানো উচিত। তাহলে আইনে বেশি অংশ নেওয়া যাবে। সরকারের জবাবদিহিতা নিশ্চিতে সংসদের কোনো বিকল্প নেই।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

রাজধানীতে ছিনতাইকারী সন্দেহে ইরানের দুই নাগরিককে মারধর

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ: ছাত্রদলের কমিটি ঘোষণা, নিষিদ্ধের দাবি শিক্ষার্থীদের

ভারত-অস্ট্রেলিয়া ম্যাচে পন্টিংয়ের আরেকটি রেকর্ড ভাঙলেন কোহলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত