নিজস্ব প্রতিবেদক, ঢাকা
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘পি কে হালদার বাংলাদেশে ওয়ান্টেড ব্যক্তিত্ব। আমরা ইন্টারপোলের মাধ্যমে তাঁকে অনেক দিন ধরেই চাইছি। তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। তবে আমাদের এখনো অফিশিয়ালি কিছু আসেনাই। আমাদের যা কাজ আমরা আইনগতভাবে করব।’
আজ রোববার বাংলাদেশ প্রগতিশীল কলামিস্ট ফোরাম আয়োজিত ‘শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন: ইতিহাসের পুনর্নির্মাণ’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘৭৫-এর ভয়ংকর দিনটিকে বাংলাদেশের কেউই কখনো ভুলবে না। এটার উদ্দেশ্য ছিল বাংলাদেশকে পাকিস্তান করা যায় কি না। বিদেশে গেলে এখন আমরা বলতে পারি, বঙ্গবন্ধু হত্যার বিচার করতে পেরেছি। বঙ্গবন্ধু যে কাজগুলো করে যেতে পারেননি, সেগুলোই প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাস্তবায়ন করেছেন। তাঁর নেতৃত্বে বাংলাদেশ তলাবিহীন ঝুড়ি থেকে ফুল বক্সে পরিণত হয়েছে। আমরা সম্ভাবনাময় বাংলাদেশে পরিণত হয়েছি।’
আলোচনাসভায় সভাপতির বক্তব্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সাবেক উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান বলেন, ‘বঙ্গবন্ধুকে হত্যার পর এটা আর বাংলাদেশ ছিল না, এটা পূর্ব পাকিস্তান হয়ে গিয়েছিল। শেখ হাসিনা আসলে পূর্ব পাকিস্তানে প্রত্যাবর্তন করেছেন। পরে তিনি বাংলাদেশকে পুনর্নির্মাণ করেছেন। ’৭৫-এ আমরা বাংলাদেশকে হারিয়ে ফেলেছিলাম।’
ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. রাশিদ আসকারী বলেন, ‘পাকিস্তান ও আফগানিস্তান সাম্প্রদায়িকতা বনে গেছে। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে সেই জায়গা থেকে মুক্ত করে তুলেছেন। বাংলাদেশ এখনো মুক্তবুদ্ধির জয়গান গাইছে। মৌলবাদী রাষ্ট্র হয়ে যাওয়ার পর তিনি তা বাঁচালেন। শেখ হাসিনা এই দেশকে সুন্দরভাবে পুনর্গঠন করেছেন।’
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামালুদ্দিন আহমেদ বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন কঠিনতম পরিস্থিতিতে হাল ধরেছেন, তখন তাঁর বয়স ছিল মাত্র ৩৪ বছর। দুই সন্তানের এই বাঙালি মা আওয়ামী লীগের মতো একটি দলকে নেতৃত্ব দিয়ে এ পর্যন্ত নিয়ে এসেছেন। এ নিয়ে মোটাদাগে তাঁর বড় অর্জনগুলো নিয়ে আমাদের চিন্তা করা দরকার।’
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ মঞ্জুরি কমিশনের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. আবদুল মান্নান। এ সময় অন্যদের মধ্যে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শাহ্ আজম, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আতিকুল ইসলাম, সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মো. মনোয়ার হোসেন চৌধুরী, স্বাধীনতা শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক শাহজাহান আলম সাজু প্রমুখ বক্তব্য রাখেন।
পি কে হালদার সম্পর্কিত আরও খবর:
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘পি কে হালদার বাংলাদেশে ওয়ান্টেড ব্যক্তিত্ব। আমরা ইন্টারপোলের মাধ্যমে তাঁকে অনেক দিন ধরেই চাইছি। তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। তবে আমাদের এখনো অফিশিয়ালি কিছু আসেনাই। আমাদের যা কাজ আমরা আইনগতভাবে করব।’
আজ রোববার বাংলাদেশ প্রগতিশীল কলামিস্ট ফোরাম আয়োজিত ‘শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন: ইতিহাসের পুনর্নির্মাণ’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘৭৫-এর ভয়ংকর দিনটিকে বাংলাদেশের কেউই কখনো ভুলবে না। এটার উদ্দেশ্য ছিল বাংলাদেশকে পাকিস্তান করা যায় কি না। বিদেশে গেলে এখন আমরা বলতে পারি, বঙ্গবন্ধু হত্যার বিচার করতে পেরেছি। বঙ্গবন্ধু যে কাজগুলো করে যেতে পারেননি, সেগুলোই প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাস্তবায়ন করেছেন। তাঁর নেতৃত্বে বাংলাদেশ তলাবিহীন ঝুড়ি থেকে ফুল বক্সে পরিণত হয়েছে। আমরা সম্ভাবনাময় বাংলাদেশে পরিণত হয়েছি।’
আলোচনাসভায় সভাপতির বক্তব্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সাবেক উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান বলেন, ‘বঙ্গবন্ধুকে হত্যার পর এটা আর বাংলাদেশ ছিল না, এটা পূর্ব পাকিস্তান হয়ে গিয়েছিল। শেখ হাসিনা আসলে পূর্ব পাকিস্তানে প্রত্যাবর্তন করেছেন। পরে তিনি বাংলাদেশকে পুনর্নির্মাণ করেছেন। ’৭৫-এ আমরা বাংলাদেশকে হারিয়ে ফেলেছিলাম।’
ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. রাশিদ আসকারী বলেন, ‘পাকিস্তান ও আফগানিস্তান সাম্প্রদায়িকতা বনে গেছে। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে সেই জায়গা থেকে মুক্ত করে তুলেছেন। বাংলাদেশ এখনো মুক্তবুদ্ধির জয়গান গাইছে। মৌলবাদী রাষ্ট্র হয়ে যাওয়ার পর তিনি তা বাঁচালেন। শেখ হাসিনা এই দেশকে সুন্দরভাবে পুনর্গঠন করেছেন।’
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামালুদ্দিন আহমেদ বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন কঠিনতম পরিস্থিতিতে হাল ধরেছেন, তখন তাঁর বয়স ছিল মাত্র ৩৪ বছর। দুই সন্তানের এই বাঙালি মা আওয়ামী লীগের মতো একটি দলকে নেতৃত্ব দিয়ে এ পর্যন্ত নিয়ে এসেছেন। এ নিয়ে মোটাদাগে তাঁর বড় অর্জনগুলো নিয়ে আমাদের চিন্তা করা দরকার।’
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ মঞ্জুরি কমিশনের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. আবদুল মান্নান। এ সময় অন্যদের মধ্যে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শাহ্ আজম, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আতিকুল ইসলাম, সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মো. মনোয়ার হোসেন চৌধুরী, স্বাধীনতা শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক শাহজাহান আলম সাজু প্রমুখ বক্তব্য রাখেন।
পি কে হালদার সম্পর্কিত আরও খবর:
ফরিদপুরের মল্লিকপুরে ঢাকা-খুলনা মহাসড়কে খাগড়াছড়ি পরিবহন ও গ্রিন এক্সপ্রেস বাসের মুখোমুখি সংঘর্ষের দুর্ঘটনাস্থলকে ‘ব্ল্যাক স্পট’ বা বারংবার দুর্ঘটনাপ্রবণ স্থান হিসেবে চিহ্নিত করেছে জাতীয় তদন্ত কমিটি। মৃতুফাঁদে পরিণত ওই সড়কটির কাঠামোগত ত্রুটি সারানোসহ একগুচ্ছ সুপারিশ করে জরুরি ভিত্তিতে তা বাস্তবায়নের
৩৪ মিনিট আগেদেশের সব টিভি চ্যানেল ও ইলেকট্রনিক মিডিয়ায় দিনে কমপক্ষে দুবার প্রচার করতে হবে ‘জুলাই অনির্বাণ’ ভিডিওচিত্র। আজ শুক্রবার (২২ নভেম্বর) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ কথা জানায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ ও আহতদের আত্মত্যাগ জনগণকে অবহিত করার লক্ষ্যে তথ্য..
২ ঘণ্টা আগেনতুন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন ও অপর চার নির্বাচন কমিশনারের শপথ আগামী রোববার অনুষ্ঠিত হবে। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ রোববার বেলা দেড়টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে তাঁদের শপথ পাঠ করাবেন। সুপ্রিম কোর্টের জনসংযোগ কর্মকর্তা শফিকুল ইসলাম আজকের পত্রিকাকে এ কথা জানান।
৩ ঘণ্টা আগেনির্বাচনের দিকে ধাপে ধাপে এগিয়ে যাবে সরকার বলে জানিয়েছেন ভূমি, পর্যটন ও বেসামরিক বিমান উপদেষ্টা এ এফ হাসান আরিফ। আজ শুক্রবার রাজধানীর শেরেবাংলা নগরে বিআইসিসিতে এশিয়ান আন্তর্জাতিক বাণিজ্য মেলা-২০২৪ পরিদর্শন শেষে প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।
৩ ঘণ্টা আগে