নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দেশের নৌপথ সচল রাখার জন্য নদী খনন করা হচ্ছে। খননের মাটি ও বর্জ্য অপসারণের দায়িত্ব ঠিকাদারদেরই দেওয়ার সুপারিশ করেছে সংসদীয় কমিটি।
আজ রোববার জাতীয় সংসদে নৌপরিবহন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়।
সংসদ সচিবালয় থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, নদীর বিভিন্ন চ্যানেলে খনন কার্যক্রমে জড়িতদের খনন করা মাটি ও বর্জ্য অপসারণেও দায়িত্ব নেওয়ার জন্য বৈঠকে সুপারিশ করা হয়।
বৈঠকের কার্যবিবরণী সূত্রে জানা গেছে, গত ১১ এপ্রিল অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষকে (বিআইডব্লিউটিএ) লাভজনক প্রতিষ্ঠান হিসেবে উন্নীত এবং আয় বাড়ানোর দিকে লক্ষ্য রেখে কর্মকাণ্ড পরিচালনা করার সুপারিশ করা হয়। একই সঙ্গে ওই বৈঠকে কমিটির সভাপতি মেজর (অব.) রফিকুল ইসলাম বলেন, ‘পদ্মা সেতু চালু হওয়ার ফলে দক্ষিণাঞ্চলের যোগাযোগব্যবস্থার আমূল পরিবর্তন হওয়ায় বিআইডব্লিউটিএর যেসব প্রকল্প রয়েছে, সেগুলো পুনঃসমীক্ষা করা প্রয়োজন।’
বিআইডব্লিউটিএর চেয়ারম্যান জানান, ১০ হাজার কিলোমিটার নৌপথ উন্নীতকরণের খননসহ আনুষঙ্গিক কাজ, নতুন নৌবন্দর নির্মাণ, বিদ্যমান বন্দর সংস্কার, নতুন ল্যান্ডিং স্টেশন ও ঘাট তৈরি, নতুন ফেরিঘাট, ক্রুজ শিপ, ছয়টি নৌযান আশ্রয়ণকেন্দ্র, বাঘাবাড়ী ও নোয়াপাড়া নদীবন্দর উন্নয়ন ইত্যাদি প্রকল্পের কাজ নিয়ে তাঁদের ভবিষ্যৎ পরিকল্পনায় রয়েছে।
আজকের বৈঠকে কমিটির সভাপতি মেজর (অব.) রফিকুল ইসলামের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন কমিটির সদস্য মজাহারুল হক প্রধান, রনজিত কুমার রায়, মাহফুজুর রহমান, এম আবদুল লতিফ, সামিল উদ্দিন আহমেদ শিমুল, আছলাম হোসেন সওদাগর ও এস এম শাহজাদা।
দেশের নৌপথ সচল রাখার জন্য নদী খনন করা হচ্ছে। খননের মাটি ও বর্জ্য অপসারণের দায়িত্ব ঠিকাদারদেরই দেওয়ার সুপারিশ করেছে সংসদীয় কমিটি।
আজ রোববার জাতীয় সংসদে নৌপরিবহন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়।
সংসদ সচিবালয় থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, নদীর বিভিন্ন চ্যানেলে খনন কার্যক্রমে জড়িতদের খনন করা মাটি ও বর্জ্য অপসারণেও দায়িত্ব নেওয়ার জন্য বৈঠকে সুপারিশ করা হয়।
বৈঠকের কার্যবিবরণী সূত্রে জানা গেছে, গত ১১ এপ্রিল অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষকে (বিআইডব্লিউটিএ) লাভজনক প্রতিষ্ঠান হিসেবে উন্নীত এবং আয় বাড়ানোর দিকে লক্ষ্য রেখে কর্মকাণ্ড পরিচালনা করার সুপারিশ করা হয়। একই সঙ্গে ওই বৈঠকে কমিটির সভাপতি মেজর (অব.) রফিকুল ইসলাম বলেন, ‘পদ্মা সেতু চালু হওয়ার ফলে দক্ষিণাঞ্চলের যোগাযোগব্যবস্থার আমূল পরিবর্তন হওয়ায় বিআইডব্লিউটিএর যেসব প্রকল্প রয়েছে, সেগুলো পুনঃসমীক্ষা করা প্রয়োজন।’
বিআইডব্লিউটিএর চেয়ারম্যান জানান, ১০ হাজার কিলোমিটার নৌপথ উন্নীতকরণের খননসহ আনুষঙ্গিক কাজ, নতুন নৌবন্দর নির্মাণ, বিদ্যমান বন্দর সংস্কার, নতুন ল্যান্ডিং স্টেশন ও ঘাট তৈরি, নতুন ফেরিঘাট, ক্রুজ শিপ, ছয়টি নৌযান আশ্রয়ণকেন্দ্র, বাঘাবাড়ী ও নোয়াপাড়া নদীবন্দর উন্নয়ন ইত্যাদি প্রকল্পের কাজ নিয়ে তাঁদের ভবিষ্যৎ পরিকল্পনায় রয়েছে।
আজকের বৈঠকে কমিটির সভাপতি মেজর (অব.) রফিকুল ইসলামের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন কমিটির সদস্য মজাহারুল হক প্রধান, রনজিত কুমার রায়, মাহফুজুর রহমান, এম আবদুল লতিফ, সামিল উদ্দিন আহমেদ শিমুল, আছলাম হোসেন সওদাগর ও এস এম শাহজাদা।
দেশে বর্তমানে সরকারি চাকরিজীবীর সংখ্যা সাড়ে ১৫ লাখের মতো। তাদের সবাইকে আগামী ৩০ নভেম্বরের মধ্যে সম্পদের হিসাব বিবরণী জমা দিতে হবে। তবে এরপর প্রতিবছর ৩১ ডিসেম্বরের মধ্যে তা জমা দিতে হবে। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে গত ১ সেপ্টেম্বর এমনটাই জানানো হয়েছে।
২ ঘণ্টা আগেফরিদপুরের মল্লিকপুরে ঢাকা-খুলনা মহাসড়কে খাগড়াছড়ি পরিবহন ও গ্রিন এক্সপ্রেস বাসের মুখোমুখি সংঘর্ষের দুর্ঘটনাস্থলকে ‘ব্ল্যাক স্পট’ বা বারংবার দুর্ঘটনাপ্রবণ স্থান হিসেবে চিহ্নিত করেছে জাতীয় তদন্ত কমিটি। মৃতুফাঁদে পরিণত ওই সড়কটির কাঠামোগত ত্রুটি সারানোসহ একগুচ্ছ সুপারিশ করে জরুরি ভিত্তিতে তা বাস্তবায়নের
৩ ঘণ্টা আগেদেশের সব টিভি চ্যানেল ও ইলেকট্রনিক মিডিয়ায় দিনে কমপক্ষে দুবার প্রচার করতে হবে ‘জুলাই অনির্বাণ’ ভিডিওচিত্র। আজ শুক্রবার (২২ নভেম্বর) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ কথা জানায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ ও আহতদের আত্মত্যাগ জনগণকে অবহিত করার লক্ষ্যে তথ্য..
৪ ঘণ্টা আগেনতুন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন ও অপর চার নির্বাচন কমিশনারের শপথ আগামী রোববার অনুষ্ঠিত হবে। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ রোববার বেলা দেড়টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে তাঁদের শপথ পাঠ করাবেন। সুপ্রিম কোর্টের জনসংযোগ কর্মকর্তা শফিকুল ইসলাম আজকের পত্রিকাকে এ কথা জানান।
৫ ঘণ্টা আগে