নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
রাশিয়া, যুক্তরাজ্য, ফ্রান্স ও স্পেন ভ্রমণের অভিজ্ঞতা থেকে দেশেও তাদের মতো রেলব্যবস্থা গড়ে তুলতে চান রেলপথমন্ত্রী নূরুল ইসলাম সুজন।
আজ শনিবার দুপুরে চট্টগ্রাম রেলওয়ে স্টেশন পরিদর্শনে যান রেলমন্ত্রী। এ সময় তিনি পুরাতন রেলওয়ে স্টেশনে প্রস্তাবিত কল্যাণ ট্রাস্টের জায়গা ঘুরে দেখেন। সেখানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন মন্ত্রী।
সরকারি জায়গা বেসরকারি প্রতিষ্ঠানকে দেওয়ার বিষয়ে নূরুল ইসলাম সুজন বলেন, ‘রাশিয়া, যুক্তরাজ্য, ফ্রান্স ও স্পেনে গেছি। রেলব্যবস্থা আগের মতো আর নেই। শুধু ট্রেন চলবে, আর মালপত্র বহন করবে। উন্নত দেশে ঘুরে মনে হয়েছে, টোটাল একটি অ্যাকটিভিটিস। শপিং কমপ্লেক্স থেকে শুরু করে বিনোদনের ব্যবস্থা নিয়ে রেল গড়ে উঠছে। কাজেই একমুখী কার্যক্রম এখন আর নেই। উন্নত দেশে এভাবেই আছে।’
মন্ত্রী বলেন, ‘রেলওয়ের অনেক জায়গা আমরা ব্যবহার করতে পারছি না। এগুলোকে সঠিকভাবে ব্যবহার করতে চাই। এতে একদিকে রেলওয়ের আয় বর্ধিত হবে, অন্যদিকে রেলওয়েতেও নতুনত্ব তৈরি হবে। আমরা যে উন্নত দেশের স্বপ্ন দেখছি, তার সঙ্গে যাতে সামঞ্জস্য হয়।’
রেলপথ মন্ত্রণালয়ের ভিন্নমত থাকলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিদ্ধান্তে সিআরবিতে হাসপাতাল নির্মাণ হচ্ছে জানিয়ে রেলমন্ত্রী বলেন, ‘প্রকল্পটি গ্রহণ করা হয়েছে পাবলিক প্রাইভেট পার্টনারশিপের (পিপিপি) আওতায়। প্রধানমন্ত্রীর সিদ্ধান্তক্রমে যেহেতু হয়েছে, তাই রেল মন্ত্রণালয়ের ভিন্নমত থাকলেও সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষেত্রে আমরা অথরিটি না।’
নূরুল ইসলাম সুজন বলেন, ‘পিপিপির বিষয়ে একজন সচিবের নেতৃত্বে একটি অথরিটি আছে। সেখান থেকে অনুমোদন হয়ে সিআরবিতে হাসপাতালের কার্যক্রম শুরু হয়। তারপরও এটি নিয়ে আলোচনা চলছে। প্রধানমন্ত্রী যে সিদ্ধান্ত দেবেন, সে অনুযায়ী হবে।’
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘ঢাকা-চট্টগ্রাম রুটে ডাবল লাইনের কাজ শেষ হলে, চট্টগ্রামের জন্য আরও ট্রেন দেওয়া হবে।’
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ট্রেন দেওয়ার বিষয়ে মন্ত্রী বলেন, ‘করোনার কারণে বিশ্ববিদ্যালয় বন্ধ। তাই এখনই ট্রেন দেওয়া যাচ্ছে না।’
কালুরঘাট সেতুর উচ্চতার বিষয়টি ঠিক রেখে কাজ চলছে। দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে এই সেতুর কাজ হবে। সেতুটি ডাবল লাইন হবে। গাড়িও চলবে, ট্রেনও চলবে বলে উল্লেখ করেন মন্ত্রী নূরুল ইসলাম।
এ সময় মন্ত্রীর সঙ্গে ছিলেন রেলসচিব মো. হুমায়ুন কবির, ডিজি ধীরেন্দ্রনাথ মজুমদার, পূর্বাঞ্চল রেলওয়ের জিএম জাহাঙ্গীর হোসেন, প্রধান প্রকৌশলী মো. সুবক্তগীন।
রাশিয়া, যুক্তরাজ্য, ফ্রান্স ও স্পেন ভ্রমণের অভিজ্ঞতা থেকে দেশেও তাদের মতো রেলব্যবস্থা গড়ে তুলতে চান রেলপথমন্ত্রী নূরুল ইসলাম সুজন।
আজ শনিবার দুপুরে চট্টগ্রাম রেলওয়ে স্টেশন পরিদর্শনে যান রেলমন্ত্রী। এ সময় তিনি পুরাতন রেলওয়ে স্টেশনে প্রস্তাবিত কল্যাণ ট্রাস্টের জায়গা ঘুরে দেখেন। সেখানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন মন্ত্রী।
সরকারি জায়গা বেসরকারি প্রতিষ্ঠানকে দেওয়ার বিষয়ে নূরুল ইসলাম সুজন বলেন, ‘রাশিয়া, যুক্তরাজ্য, ফ্রান্স ও স্পেনে গেছি। রেলব্যবস্থা আগের মতো আর নেই। শুধু ট্রেন চলবে, আর মালপত্র বহন করবে। উন্নত দেশে ঘুরে মনে হয়েছে, টোটাল একটি অ্যাকটিভিটিস। শপিং কমপ্লেক্স থেকে শুরু করে বিনোদনের ব্যবস্থা নিয়ে রেল গড়ে উঠছে। কাজেই একমুখী কার্যক্রম এখন আর নেই। উন্নত দেশে এভাবেই আছে।’
মন্ত্রী বলেন, ‘রেলওয়ের অনেক জায়গা আমরা ব্যবহার করতে পারছি না। এগুলোকে সঠিকভাবে ব্যবহার করতে চাই। এতে একদিকে রেলওয়ের আয় বর্ধিত হবে, অন্যদিকে রেলওয়েতেও নতুনত্ব তৈরি হবে। আমরা যে উন্নত দেশের স্বপ্ন দেখছি, তার সঙ্গে যাতে সামঞ্জস্য হয়।’
রেলপথ মন্ত্রণালয়ের ভিন্নমত থাকলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিদ্ধান্তে সিআরবিতে হাসপাতাল নির্মাণ হচ্ছে জানিয়ে রেলমন্ত্রী বলেন, ‘প্রকল্পটি গ্রহণ করা হয়েছে পাবলিক প্রাইভেট পার্টনারশিপের (পিপিপি) আওতায়। প্রধানমন্ত্রীর সিদ্ধান্তক্রমে যেহেতু হয়েছে, তাই রেল মন্ত্রণালয়ের ভিন্নমত থাকলেও সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষেত্রে আমরা অথরিটি না।’
নূরুল ইসলাম সুজন বলেন, ‘পিপিপির বিষয়ে একজন সচিবের নেতৃত্বে একটি অথরিটি আছে। সেখান থেকে অনুমোদন হয়ে সিআরবিতে হাসপাতালের কার্যক্রম শুরু হয়। তারপরও এটি নিয়ে আলোচনা চলছে। প্রধানমন্ত্রী যে সিদ্ধান্ত দেবেন, সে অনুযায়ী হবে।’
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘ঢাকা-চট্টগ্রাম রুটে ডাবল লাইনের কাজ শেষ হলে, চট্টগ্রামের জন্য আরও ট্রেন দেওয়া হবে।’
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ট্রেন দেওয়ার বিষয়ে মন্ত্রী বলেন, ‘করোনার কারণে বিশ্ববিদ্যালয় বন্ধ। তাই এখনই ট্রেন দেওয়া যাচ্ছে না।’
কালুরঘাট সেতুর উচ্চতার বিষয়টি ঠিক রেখে কাজ চলছে। দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে এই সেতুর কাজ হবে। সেতুটি ডাবল লাইন হবে। গাড়িও চলবে, ট্রেনও চলবে বলে উল্লেখ করেন মন্ত্রী নূরুল ইসলাম।
এ সময় মন্ত্রীর সঙ্গে ছিলেন রেলসচিব মো. হুমায়ুন কবির, ডিজি ধীরেন্দ্রনাথ মজুমদার, পূর্বাঞ্চল রেলওয়ের জিএম জাহাঙ্গীর হোসেন, প্রধান প্রকৌশলী মো. সুবক্তগীন।
দেশে বর্তমানে সরকারি চাকরিজীবীর সংখ্যা সাড়ে ১৫ লাখের মতো। তাদের সবাইকে আগামী ৩০ নভেম্বরের মধ্যে সম্পদের হিসাব বিবরণী জমা দিতে হবে। তবে এরপর প্রতিবছর ৩১ ডিসেম্বরের মধ্যে তা জমা দিতে হবে। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে গত ১ সেপ্টেম্বর এমনটাই জানানো হয়েছে।
৩ ঘণ্টা আগেফরিদপুরের মল্লিকপুরে ঢাকা-খুলনা মহাসড়কে খাগড়াছড়ি পরিবহন ও গ্রিন এক্সপ্রেস বাসের মুখোমুখি সংঘর্ষের দুর্ঘটনাস্থলকে ‘ব্ল্যাক স্পট’ বা বারংবার দুর্ঘটনাপ্রবণ স্থান হিসেবে চিহ্নিত করেছে জাতীয় তদন্ত কমিটি। মৃতুফাঁদে পরিণত ওই সড়কটির কাঠামোগত ত্রুটি সারানোসহ একগুচ্ছ সুপারিশ করে জরুরি ভিত্তিতে তা বাস্তবায়নের
৪ ঘণ্টা আগেদেশের সব টিভি চ্যানেল ও ইলেকট্রনিক মিডিয়ায় দিনে কমপক্ষে দুবার প্রচার করতে হবে ‘জুলাই অনির্বাণ’ ভিডিওচিত্র। আজ শুক্রবার (২২ নভেম্বর) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ কথা জানায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ ও আহতদের আত্মত্যাগ জনগণকে অবহিত করার লক্ষ্যে তথ্য..
৬ ঘণ্টা আগেনতুন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন ও অপর চার নির্বাচন কমিশনারের শপথ আগামী রোববার অনুষ্ঠিত হবে। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ রোববার বেলা দেড়টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে তাঁদের শপথ পাঠ করাবেন। সুপ্রিম কোর্টের জনসংযোগ কর্মকর্তা শফিকুল ইসলাম আজকের পত্রিকাকে এ কথা জানান।
৬ ঘণ্টা আগে