Ajker Patrika

বিদেশে কোয়ারেন্টিন এড়াতে ফাইজারের টিকা পাবেন প্রবাসীরা

নিজস্ব প্রতিবেদক
আপডেট : ২৯ জুন ২০২১, ২৩: ১২
বিদেশে কোয়ারেন্টিন এড়াতে ফাইজারের টিকা পাবেন প্রবাসীরা

ঢাকা: বিক্ষোভের মুখে অবশেষে টিকা পাচ্ছেন প্রবাসীরা। আগামী বৃহস্পতিবার থেকে রাজধানীর সাতটি কেন্দ্রে ফাইজার–বায়োএনটেকের টিকা দেওয়া হবে তাঁদের। বিদেশে কোয়ারেন্টিন খরচ বাঁচাতেই সরকারের পক্ষ থেকে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

কুয়েত ও সৌদি আরবে ফাইজারের টিকাগ্রহীতাদের কোয়ারেন্টিনে থাকতে হয় না। অন্য টিকা নিয়ে গেলে দুই সপ্তাহ কোয়ারেন্টিনে থাকতে হয়। এই কোয়ারেন্টিনের ব্যবস্থা করতে প্রত্যেকের পেছনে গুনতে হয় ৭০ হাজার টাকা।

প্রবাসীদের টিকা দানে অগ্রাধিকার দেওয়ার এটাই কারণ জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রবাসীদের টিকা দেওয়ার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর। বিদেশে কর্মরত শ্রমিকদের মধ্যে যাঁরা কুয়েত এবং সৌদি আরবে যাচ্ছেন, তাঁদের এই টিকা দেওয়া হবে। প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের দেওয়া তালিকা অনুযায়ী প্রবাসীদের টিকা দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।

প্রবাসীদের টিকা দিতে নির্ধারিত কেন্দ্রগুলো হলো– ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, মুগদা জেনারেল মেডিকেল কলেজ হাসপাতাল, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল ও শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতাল।

এর আগে গত ৩১ মে জাতিসংঘের উদ্যোগে গঠিত টিকা বিতরণ কর্মসূচি কোভ্যাক্স থেকে ১ লাখ ৬২০ ডোজ ফাইজার–বায়োএনটেকের টিকা দেশে আসে। পরে ২১ জুন রাজধানীর তিনটি কেন্দ্রে (বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল ও শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে) ২৪০ জনকে পরীক্ষামূলকভাবে দেওয়া হয় এই টিকা।

দেশে টিকা প্রয়োগ শুরুর পর থেকে সময়মতো পূর্ণ ডোজ টিকা পাওয়া অনিশ্চয়তায় পড়েছিলেন প্রবাসীরা। ভারত থেকে অক্সফোর্ড–অ্যাস্ট্রাজেনেকার টিকা আসা বন্ধ হওয়ায় তাঁদের অনেকে ফ্লাইট মিস হওয়ার পাশাপাশি বিদেশে কাজ হারানোর ঝুঁকিতে পড়েন। এর মধ্যে দেশের চীনা কোম্পানি সিনোফার্মের টিকা এলেও প্রবাসীরা অক্সফোর্ড, মডার্না, ফাইজার অথবা জনসন অ্যান্ড জনসনের টিকা পাওয়ার দাবি জানিয়ে আসছিলেন। শেষ পর্যন্ত সরকার ফাইজারের টিকা দেওয়ার সিদ্ধান্ত নিল।

এদিকে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, প্রবাসীদের শুধু ফাইজার নয়, মডার্নার টিকাও দেওয়া হতে পারে। স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র অধ্যাপক ডা. রোবেদ আমিন আজকের পত্রিকাকে বলেন, দেশে যে পরিমাণ ফাইজারের টিকা আছে তা দিয়ে দেশে অবস্থানরত সব প্রবাসীকে দেওয়া সম্ভব হবে না। প্রয়োজনে মডার্নার টিকাও দেওয়া যেতে পারে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিশ্ববিদ্যালয় ঘোষণা হলেই মেয়াদ শেষ নতুন পরিচালনা কমিটির

মুসলিম থেকে খ্রিষ্টান হওয়া ইরানি নারী এখন পানামার জঙ্গলে

ঢাবি ছাত্রীকে যৌন হেনস্তাকারীর পক্ষে নামা ‘তৌহিদী জনতার’ আড়ালে এরা কারা

এনসিপিকে চাঁদা দিচ্ছেন ধনীরা, ক্রাউডফান্ডিং করেও অর্থ সংগ্রহ করা হবে: নাহিদ ইসলাম

ভ্যানিটি ব্যাগ ধরে টান, সন্তানসহ ছিটকে পড়তেই তরুণীর গালে ছুরিকাঘাত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত