Ajker Patrika

স্বাস্থ্যমন্ত্রী গ্রহণ করবেন মডার্নার টিকা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৮ জুলাই ২০২১, ১৩: ৪৮
স্বাস্থ্যমন্ত্রী গ্রহণ করবেন মডার্নার টিকা

ঢাকা আসছে মডার্নার ৩০ লাখ টিকা। আগামীকাল সোমবার এসব টিকা বিমানবন্দর থেকে গ্রহণ করবেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। টিকাগ্রহণের পর সংবাদকর্মীদের সঙ্গে মতবিনিময় করবেন স্বাস্থ্যমন্ত্রী। আজ রোববার স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এদিকে গতকাল শনিবার ঢাকায় নিয়োজিত মার্কিন রাষ্ট্রদূত আর্ল আর মিলার টুইট করে জানান, কোভ্যাক্স থেকে আরও ৩০ লাখ ডোজ পাচ্ছে বাংলাদেশ।

এর আগে দুই দফায় ফাইজারের ১ লাখ ৬২০ ডোজ ও মডার্নার ২৫ লাখ টিকা কোভ্যাক্সের মাধ্যমে পাঠিয়েছে যুক্তরাষ্ট্র; যা দেশের বিভাগীয় ও সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোয় দেওয়া হচ্ছে। ফাইজারের টিকা পেয়েছেন কেবলমাত্র সৌদি ও কুয়েতপ্রবাসীরা।

এ ছাড়া উপহার হিসেবে চীন থেকে আরও ১০ লাখ ডোজ টিকা পাচ্ছে বাংলাদেশ। উজবেকিস্তানের রাজধানী তাসখন্দে মধ্য ও দক্ষিণ এশিয়ার কানেকটিভিটি নিয়ে আয়োজিত আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে যাওয়ার আগে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন সাংবাদিকদের এ তথ্য জানিয়েছিলেন। তবে কবে এ টিকাগুলো আসতে পারে, তা এখনো স্পষ্ট নয়।

এর আগে দুই দফায় বাংলাদেশকে ১১ লাখ টিকা উপহার দেওয়ার পাশাপাশি ক্রয় চুক্তির ২০ লাখ টিকা পাঠিয়েছে চীন; যা দেশের সব জেলা ও উপজেলায় দেওয়া হচ্ছে। করোনার সম্মুখ যোদ্ধা হিসেবে মেডিকেল ও নার্সিং শিক্ষার্থীদের ছাড়াও সাধারণ মানুষ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই টিকা পাচ্ছেন।

চীনের উপহার ও কেনা মিলে ৩১ লাখ টিকা ছাড়াও অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার উদ্ভাবিত কোভিশিল্ড টিকা এসেছে ১ কোটি ৩ লাখ। এর মধ্যে ৩৩ লাখ এসেছে ভারত সরকারের উপহার হিসেবে। সব মিলিয়ে মোট ১ কোটি ৬০ লাখ ৬২০ ডোজ টিকা পেয়েছে বাংলাদেশ।

এদিকে জাপান কোভ্যাক্সের আওতায় অ্যাস্ট্রাজেনেকার আরও ২৯ লাখ ডোজ টিকা দেবে বাংলাদেশকে। সপ্তাহখানেকের মধ্যে এ টিকা আসার কথা জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়; যা দিয়ে দ্বিতীয় ডোজের অপেক্ষমাণ প্রায় সাড়ে ১৪ লাখ মানুষের টিকা নিশ্চিত করার পরিকল্পনা সরকারের।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

খালেদা জিয়ার উপদেষ্টা মাসুদ আহমেদের সব পদ স্থগিত

টিআইএন নেওয়ার পরে কিন্তু ঘুমাইতে পারবেন না: এনবিআর চেয়ারম্যান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত