নিজস্ব প্রতিবেদক, ঢাকা
চালু হওয়ার পরে চলতি মাসের ৭ জুন পর্যন্ত পদ্মা সেতুতে ৭৫৮ কোটি ৮ লাখ ৭৫০ টাকার টোল আদায় হয়েছে বলে জাতীয় সংসদে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ বুধবার জাতীয় সংসদের প্রশ্নোত্তরে জাতীয় পার্টির সংসদ সদস্য সৈয়দ আবু হোসেনের প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী এ তথ্য জানান। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।
সেতুমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী ২০২২ সালের ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধন করেন। ওই মাসের ২৬ জুন থেকে যান চলাচলের জন্য সেতুটি উন্মুক্ত করার পর চলতি মাসের ৭ তারিখ পর্যন্ত ৭৫৮ কোটি ৮ লাখ ৭৫০ টাকার টোল আদায় করা হয়েছে।
এর মধ্যে গত বছরের জুলাই মাসে সর্বোচ্চ ৭৮ কোটি ৫০ লাখ টাকার টোল আদায় হয়েছে বলে জানান সেতুমন্ত্রী। গত এপ্রিল মাসে ৭১ কোটি ১৩ লাখ টাকার টোল আদায় হয়েছে বলে উল্লেখ করেন মন্ত্রী।
জাতীয় পার্টির আরেক সংসদ সদস্য রুস্তম আলী ফরাজীর প্রশ্নের জবাবে সড়ক পরিবহনমন্ত্রী বলেন, দেশের প্রথম বিআরটি ব্যবস্থা দ্রুত চালু করার জন্য সরকার কাজ করে যাচ্ছে। গত ৩১ মে পর্যন্ত পূর্ণ কাজের অগ্রগতি ৮৯ দশমিক ৭৭ শতাংশ। আগামী অক্টোবর মাসের মধ্যে বিআরটি সিস্টেমের বাণিজ্যিক কার্যক্রম শুরুর পরিকল্পনা সরকারের রয়েছে বলে জানান তিনি।
কিশোরগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আফজাল হোসেন ও চট্টগ্রাম-৪ আসনের সংসদ সদস্য দিদারুল আলমের পৃথক দুটি প্রশ্নের জবাবে রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন জানান, ২০০৯ সালে বর্তমান সরকার ক্ষমতা নেওয়ার পর ৭৩৯ দশমিক ৭১ কিলোমিটার নতুন রেলপথ নির্মাণ করেছে। ২৮০ দশমিক ২৮ কিলোমিটার মিটারগেজ রেললাইনকে ডুয়েলগেজে রূপান্তর করা হয়েছে এবং ১ হাজার ৩০৭ দশমিক ৭৮ কিলোমিটার রেললাইন পুনর্বাসন করা হয়েছে।
দিদারুল আলমের প্রশ্নের জবাবে রেলমন্ত্রী বলেন, বর্তমানে দেশের ৪৩টি জেলা রেলওয়ে নেটওয়ার্কের আওতায় আছে। বাংলাদেশ রেলওয়ের ২০২২-২৩ অর্থবছরের এডিপি অন্তর্ভুক্ত প্রকল্পগুলো বাস্তবায়িত হলে সাতটি জেলা (কক্সবাজার, নড়াইল, মুন্সিগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, মাগুরা ও বাগেরহাট) রেলওয়ের নেটওয়ার্কের আওতায় আসবে।
রেলমন্ত্রী বলেন, রেলওয়ের যেসব প্রকল্পের সমীক্ষা শেষ করা হয়েছে, তার আওতায় রেলপথ নির্মিত হলে আটটি জেলা (সাতক্ষীরা, বরিশাল, রাঙামাটি, ঝালকাঠি, পটুয়াখালী, বরগুনা, পিরোজপুর ও মেহেরপুর) রেলওয়ে নেটওয়ার্কে সংযুক্ত হবে। মানিকগঞ্জ জেলায় রেলপথ নির্মাণের জন্য সমীক্ষা প্রণয়ন প্রক্রিয়াধীন আছে।
রেলমন্ত্রী বলেন, রেলওয়ের ৩০ বছর মেয়াদি হালনাগাদকৃত মাস্টারপ্ল্যান (২০১৬-৪৫) বাস্তবায়িত হলে লক্ষ্মীপুর, শেরপুর, বান্দরবান ও খাগড়াছড়ি রেলওয়ে নেটওয়ার্ক আওতায় আসবে।
বরিশাল-২ আসনের সংসদ সদস্য মো. শাহে আলমের প্রশ্নের জবাবে রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেন, ২০২২-২৩ অর্থবছরে রেলের প্রকৃত পরিচালন ব্যয় ২ হাজার ৮২২ কোটি টাকা। এ অর্থ বছরে রেলের আয় ২ হাজার ৪০০ কোটি টাকা হবে বলে আশা প্রকাশ করেন রেলমন্ত্রী।
তবে মন্ত্রী এও জানিয়েছেন, ২০২২-২৩ অর্থবছরে রেলওয়ের পরিচালন ব্যয় ৩ হাজার ৮৬৫ কোটি টাকা। অতিরিক্ত ১ হাজার ৪৩ কোটি পেনশন, রেলওয়ে পরিচালিত স্কুল ও হাসপাতালের ব্যয় হিসাবে অন্তর্ভুক্ত।
সরকারদলীয় এমপি হাবিব হাসানের প্রশ্নের জবাবে রেলমন্ত্রী বলেন, অবৈধ দখলে থাকা রেলভূমি উদ্ধারের জন্য সংশ্লিষ্ট বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তাদের মাধ্যমে নিয়মিত অভিযান পরিচালনা করা হয়। এই কার্যক্রমের মাধ্যমে ২০২২ সালের জুলাই হতে চলতি বছরের এপ্রিল পর্যন্ত ২২১ দশমিক ৬৪৬২ একর রেলভূমি উদ্ধার করা হয়েছে। অবৈধ দখলে থাকা রেলভূমি উদ্ধার চলমান প্রক্রিয়া বলেও জানান রেলপথ মন্ত্রী।
ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজি মো. সেলিমের প্রশ্নের জবাবে বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী জানান, বিশ্বের ১৩৫টি দেশে প্রতিবছর ৭ লাখ ৫০ টন পাট ও পাটজাত পণ্য রপ্তানি হয়ে থাকে। রপ্তানিকারক দেশের মধ্যে উল্লেখযোগ্য ভারতে প্রতিবছর প্রায় ৮০ হাজার, ইরানে ৬০ হাজার, চীনে ৮০ হাজার, মিসরে ৪০ হাজার, ইন্দোনেশিয়া ৩০ হাজার, উজবেকিস্তানে ৫ হাজার টন পাট ও পাটজাত পণ্য রপ্তানি হয়ে থাকে।
নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য মামুনুর রশীদ কিরনের প্রশ্নের জবাবে মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী বেগম ফজিলাতুন নেসা জানান, সারা দেশে মহিলা অধিদপ্তরের আওতায় ২০ হাজার ৪৫৪টি নিবন্ধিত মহিলা সমিতি রয়েছে।
চালু হওয়ার পরে চলতি মাসের ৭ জুন পর্যন্ত পদ্মা সেতুতে ৭৫৮ কোটি ৮ লাখ ৭৫০ টাকার টোল আদায় হয়েছে বলে জাতীয় সংসদে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ বুধবার জাতীয় সংসদের প্রশ্নোত্তরে জাতীয় পার্টির সংসদ সদস্য সৈয়দ আবু হোসেনের প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী এ তথ্য জানান। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।
সেতুমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী ২০২২ সালের ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধন করেন। ওই মাসের ২৬ জুন থেকে যান চলাচলের জন্য সেতুটি উন্মুক্ত করার পর চলতি মাসের ৭ তারিখ পর্যন্ত ৭৫৮ কোটি ৮ লাখ ৭৫০ টাকার টোল আদায় করা হয়েছে।
এর মধ্যে গত বছরের জুলাই মাসে সর্বোচ্চ ৭৮ কোটি ৫০ লাখ টাকার টোল আদায় হয়েছে বলে জানান সেতুমন্ত্রী। গত এপ্রিল মাসে ৭১ কোটি ১৩ লাখ টাকার টোল আদায় হয়েছে বলে উল্লেখ করেন মন্ত্রী।
জাতীয় পার্টির আরেক সংসদ সদস্য রুস্তম আলী ফরাজীর প্রশ্নের জবাবে সড়ক পরিবহনমন্ত্রী বলেন, দেশের প্রথম বিআরটি ব্যবস্থা দ্রুত চালু করার জন্য সরকার কাজ করে যাচ্ছে। গত ৩১ মে পর্যন্ত পূর্ণ কাজের অগ্রগতি ৮৯ দশমিক ৭৭ শতাংশ। আগামী অক্টোবর মাসের মধ্যে বিআরটি সিস্টেমের বাণিজ্যিক কার্যক্রম শুরুর পরিকল্পনা সরকারের রয়েছে বলে জানান তিনি।
কিশোরগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আফজাল হোসেন ও চট্টগ্রাম-৪ আসনের সংসদ সদস্য দিদারুল আলমের পৃথক দুটি প্রশ্নের জবাবে রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন জানান, ২০০৯ সালে বর্তমান সরকার ক্ষমতা নেওয়ার পর ৭৩৯ দশমিক ৭১ কিলোমিটার নতুন রেলপথ নির্মাণ করেছে। ২৮০ দশমিক ২৮ কিলোমিটার মিটারগেজ রেললাইনকে ডুয়েলগেজে রূপান্তর করা হয়েছে এবং ১ হাজার ৩০৭ দশমিক ৭৮ কিলোমিটার রেললাইন পুনর্বাসন করা হয়েছে।
দিদারুল আলমের প্রশ্নের জবাবে রেলমন্ত্রী বলেন, বর্তমানে দেশের ৪৩টি জেলা রেলওয়ে নেটওয়ার্কের আওতায় আছে। বাংলাদেশ রেলওয়ের ২০২২-২৩ অর্থবছরের এডিপি অন্তর্ভুক্ত প্রকল্পগুলো বাস্তবায়িত হলে সাতটি জেলা (কক্সবাজার, নড়াইল, মুন্সিগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, মাগুরা ও বাগেরহাট) রেলওয়ের নেটওয়ার্কের আওতায় আসবে।
রেলমন্ত্রী বলেন, রেলওয়ের যেসব প্রকল্পের সমীক্ষা শেষ করা হয়েছে, তার আওতায় রেলপথ নির্মিত হলে আটটি জেলা (সাতক্ষীরা, বরিশাল, রাঙামাটি, ঝালকাঠি, পটুয়াখালী, বরগুনা, পিরোজপুর ও মেহেরপুর) রেলওয়ে নেটওয়ার্কে সংযুক্ত হবে। মানিকগঞ্জ জেলায় রেলপথ নির্মাণের জন্য সমীক্ষা প্রণয়ন প্রক্রিয়াধীন আছে।
রেলমন্ত্রী বলেন, রেলওয়ের ৩০ বছর মেয়াদি হালনাগাদকৃত মাস্টারপ্ল্যান (২০১৬-৪৫) বাস্তবায়িত হলে লক্ষ্মীপুর, শেরপুর, বান্দরবান ও খাগড়াছড়ি রেলওয়ে নেটওয়ার্ক আওতায় আসবে।
বরিশাল-২ আসনের সংসদ সদস্য মো. শাহে আলমের প্রশ্নের জবাবে রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেন, ২০২২-২৩ অর্থবছরে রেলের প্রকৃত পরিচালন ব্যয় ২ হাজার ৮২২ কোটি টাকা। এ অর্থ বছরে রেলের আয় ২ হাজার ৪০০ কোটি টাকা হবে বলে আশা প্রকাশ করেন রেলমন্ত্রী।
তবে মন্ত্রী এও জানিয়েছেন, ২০২২-২৩ অর্থবছরে রেলওয়ের পরিচালন ব্যয় ৩ হাজার ৮৬৫ কোটি টাকা। অতিরিক্ত ১ হাজার ৪৩ কোটি পেনশন, রেলওয়ে পরিচালিত স্কুল ও হাসপাতালের ব্যয় হিসাবে অন্তর্ভুক্ত।
সরকারদলীয় এমপি হাবিব হাসানের প্রশ্নের জবাবে রেলমন্ত্রী বলেন, অবৈধ দখলে থাকা রেলভূমি উদ্ধারের জন্য সংশ্লিষ্ট বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তাদের মাধ্যমে নিয়মিত অভিযান পরিচালনা করা হয়। এই কার্যক্রমের মাধ্যমে ২০২২ সালের জুলাই হতে চলতি বছরের এপ্রিল পর্যন্ত ২২১ দশমিক ৬৪৬২ একর রেলভূমি উদ্ধার করা হয়েছে। অবৈধ দখলে থাকা রেলভূমি উদ্ধার চলমান প্রক্রিয়া বলেও জানান রেলপথ মন্ত্রী।
ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজি মো. সেলিমের প্রশ্নের জবাবে বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী জানান, বিশ্বের ১৩৫টি দেশে প্রতিবছর ৭ লাখ ৫০ টন পাট ও পাটজাত পণ্য রপ্তানি হয়ে থাকে। রপ্তানিকারক দেশের মধ্যে উল্লেখযোগ্য ভারতে প্রতিবছর প্রায় ৮০ হাজার, ইরানে ৬০ হাজার, চীনে ৮০ হাজার, মিসরে ৪০ হাজার, ইন্দোনেশিয়া ৩০ হাজার, উজবেকিস্তানে ৫ হাজার টন পাট ও পাটজাত পণ্য রপ্তানি হয়ে থাকে।
নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য মামুনুর রশীদ কিরনের প্রশ্নের জবাবে মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী বেগম ফজিলাতুন নেসা জানান, সারা দেশে মহিলা অধিদপ্তরের আওতায় ২০ হাজার ৪৫৪টি নিবন্ধিত মহিলা সমিতি রয়েছে।
দেশের সব টিভি চ্যানেল ও ইলেকট্রনিক মিডিয়ায় দিনে কমপক্ষে দুবার প্রচার করতে হবে ‘জুলাই অনির্বাণ’ ভিডিওচিত্র। আজ শুক্রবার (২২ নভেম্বর) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ কথা জানায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ ও আহতদের আত্মত্যাগ জনগণকে অবহিত করার লক্ষ্যে তথ্য..
১ ঘণ্টা আগেনতুন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন ও অপর চার নির্বাচন কমিশনারের শপথ আগামী রোববার অনুষ্ঠিত হবে। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ রোববার বেলা দেড়টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে তাঁদের শপথ পাঠ করাবেন। সুপ্রিম কোর্টের জনসংযোগ কর্মকর্তা শফিকুল ইসলাম আজকের পত্রিকাকে এ কথা জানান।
২ ঘণ্টা আগেনির্বাচনের দিকে ধাপে ধাপে এগিয়ে যাবে সরকার বলে জানিয়েছেন ভূমি, পর্যটন ও বেসামরিক বিমান উপদেষ্টা এ এফ হাসান আরিফ। আজ শুক্রবার রাজধানীর শেরেবাংলা নগরে বিআইসিসিতে এশিয়ান আন্তর্জাতিক বাণিজ্য মেলা-২০২৪ পরিদর্শন শেষে প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।
২ ঘণ্টা আগেঢাকাস্থ মার্কিন দূতাবাস ভিসা আবেদনকারীদের জন্য নতুন ঘোষণা দিয়েছে। সহজ হয়েছে সাক্ষাৎকারবিহীন ভিসা আবেদন প্রক্রিয়া। বিস্তারিত জানুন।
৩ ঘণ্টা আগে