৪ থেকে ১০ জুন সারা দেশে বুস্টার ডোজ সপ্তাহ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ৩১ মে ২০২২, ১১: ২৮
Thumbnail image

আগামী ৪ থেকে ১০ জুন সারা দেশে কোভিড ভ্যাকসিন বুস্টার ডোজ সপ্তাহ উদ্‌যাপন করা হবে। এই ক্যাম্পেইনের আওতায় ১৮ বছর ও তদূর্ধ্ব সব নাগরিক তৃতীয় ডোজ বা বুস্টার ডোজ নিতে পারবেন। আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে জানানো হয়, দ্বিতীয় ডোজ গ্রহণের চার মাস পর বুস্টার ডোজ নেওয়া যাবে। এই সাত দিনের যেকোনো এক দিন নিকটবর্তী টিকাকেন্দ্র থেকে মানুষ করোনার তৃতীয় ডোজ বা বুস্টার ডোজ নিতে পারবে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সব টিকাকেন্দ্রে সকাল ৯টা থেকে টিকা দেওয়া শুরু হবে। টিকা নেওয়ার জন্য সবাইকে টিকা কার্ডটি অবশ্যই সঙ্গে নিয়ে আসতে হবে। এ ছাড়া টিকাকেন্দ্রে আসার সময় অবশ্যই সবাইকে মাস্ক পরে আসতে হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। 

বুস্টার ডোজের পাশাপাশি করোনার টিকা দেওয়ার স্বাভাবিক কার্যক্রমও চলমান থাকবে বলেও এতে জানানো হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত