নিজস্ব প্রতিবেদক, ঢাকা
চাকরিতে কোটা সংস্কার আন্দোলনের সময় সারা দেশে সরকারি প্রতিষ্ঠানে ব্যাপক ধ্বংসযজ্ঞের ঘটনা ঘটেছে উল্লেখ করে দেশবাসীর কাছে এর বিচার চাইলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, ‘দেশের জনগণকে তাদের (তাণ্ডবকারী) বিচার করতে হবে। আমি জনগণের কাছে ন্যায়বিচার চাইছি। ধ্বংসযজ্ঞের বর্ণনা দেওয়ার মতো আমার আর কোনো ভাষা নেই।’
গতকাল বৃহস্পতিবার হামলার শিকার রাজধানীর মিরপুর-১০ নম্বরে মেট্রো রেলস্টেশন পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। এ সময় ক্ষয়ক্ষতি দেখে তাঁকে আবেগাপ্লুত হতে দেখা যায়।
প্রধানমন্ত্রী বলেন, ‘ধ্বংসের চিহ্ন দেখলাম। এটা বিশ্বাস হতে চায় না যে এ দেশের মানুষ এটা করতে পারে। কিন্তু, সেই কাজই করেছে।’ তিনি আরও বলেন, ‘আমার দুঃখ লাগে ২০১৮ সালে যখন ছাত্ররা কোটাবিরোধী আন্দোলন করল, আমি সঙ্গে সঙ্গে সেটা মেনে নিয়ে কোটা বাতিল করে দিলাম। এর বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবার থেকে মামলা করা হলো সরকারের জারি করা পরিপত্র হাইকোর্টে বাতিল হলো।
সেটার বিরুদ্ধে সরকার আপিল করল। সেই সময়ে হাইকোর্টের রায়কে স্থিতাবস্থা দিয়ে তাঁরা একটা সময় (আপিল বিভাগ) দিলেন। এই সময়ের মধ্যে সকলের বক্তব্য শুনে তাঁরা একটা সিদ্ধান্ত দেবেন।’
কোটা সংস্কারের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘প্রথমে এক দফা কোটা সংস্কার করতে হবে। কোটা বাতিলও করে দিয়েছিলাম। আচ্ছা, কোটা সংস্কার হবে। আপিল করলাম। উচ্চ আদালত সিদ্ধান্ত দেবে। সে পর্যন্ত ধৈর্য ধরতে হবে। যেকোনো নাগরিককে তো আইন-আদালত মেনেই চলতে হবে। সেটা না, ওই এক দফার পরে এল ৪ দফা, তারপর এল ৬ দফা, তারপর এল ৮ দফা, তারপর আবার ৪ দফা। আবার ৪ দফাও হবে না। আরও ৮ দফা। এভাবে এমন একটা পরিবেশ সৃষ্টি। আর সেই সঙ্গে সঙ্গে এই ধ্বংসযজ্ঞ। মানে ধ্বংসযজ্ঞের সুযোগ সৃষ্টি করে দেওয়া।’
কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে গত শুক্রবার মিরপুর-১০ নম্বরের মেট্রো রেলস্টেশনে ভাঙচুর করা হয়। ভাঙচুর করা হয় সিসি ক্যামেরা, এলইডি মনিটর, টিকিট কাটার মেশিনসহ বিভিন্ন জায়গা। লুট করা হয় মূল্যবান অনেক জিনিস। বক্তব্য দেওয়ার আগে প্রধানমন্ত্রী ক্ষতিগ্রস্ত মেট্রো রেলস্টেশন পরিদর্শন করেন।
মেট্রোরেলের কারণে নগরবাসী যেসব সুযোগ-সুবিধা ভোগ করে, সেগুলো তুলে ধরেন সরকারপ্রধান। এ সময় মেট্রোরেলের ক্ষতির প্রসঙ্গে টেনে তিনি বলেন, ‘এতে আপনারাই (জনগণ) কষ্ট পাবেন। দেশের মানুষই কষ্ট পাবে। এই ঢাকা শহরের মানুষই কষ্ট পাবেন। ঘণ্টার পর ঘণ্টা আবার ট্রাফিক জ্যামে পড়ে থাকতে হবে। কর্মস্থলে সময়মতো পৌঁছানো আবার ফেরত আসায় দীর্ঘ সময় লাগবে, বসে বসে সেই ট্রাফিক জ্যামে কষ্ট পাওয়া থেকে আপনাদের এই কষ্ট লাঘব করতে চেয়েছিলাম।’
প্রধানমন্ত্রী প্রশ্ন রেখে বলেন, ‘এগুলো কাদের জন্য? এই মেট্রোরেলে কি আমি চড়ব? আমাদের সরকার ও মন্ত্রীরা শুধু চড়বে না জনগণ চড়বে, এটা আমার প্রশ্ন। এর উপকারিতা আপনারা পাচ্ছেন। এ দেশের সাধারণ জনগণ পাচ্ছেন। তাহলে এটার ওপর এত ক্ষোভ কেন?
চাকরিতে কোটা সংস্কার আন্দোলনের সময় সারা দেশে সরকারি প্রতিষ্ঠানে ব্যাপক ধ্বংসযজ্ঞের ঘটনা ঘটেছে উল্লেখ করে দেশবাসীর কাছে এর বিচার চাইলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, ‘দেশের জনগণকে তাদের (তাণ্ডবকারী) বিচার করতে হবে। আমি জনগণের কাছে ন্যায়বিচার চাইছি। ধ্বংসযজ্ঞের বর্ণনা দেওয়ার মতো আমার আর কোনো ভাষা নেই।’
গতকাল বৃহস্পতিবার হামলার শিকার রাজধানীর মিরপুর-১০ নম্বরে মেট্রো রেলস্টেশন পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। এ সময় ক্ষয়ক্ষতি দেখে তাঁকে আবেগাপ্লুত হতে দেখা যায়।
প্রধানমন্ত্রী বলেন, ‘ধ্বংসের চিহ্ন দেখলাম। এটা বিশ্বাস হতে চায় না যে এ দেশের মানুষ এটা করতে পারে। কিন্তু, সেই কাজই করেছে।’ তিনি আরও বলেন, ‘আমার দুঃখ লাগে ২০১৮ সালে যখন ছাত্ররা কোটাবিরোধী আন্দোলন করল, আমি সঙ্গে সঙ্গে সেটা মেনে নিয়ে কোটা বাতিল করে দিলাম। এর বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবার থেকে মামলা করা হলো সরকারের জারি করা পরিপত্র হাইকোর্টে বাতিল হলো।
সেটার বিরুদ্ধে সরকার আপিল করল। সেই সময়ে হাইকোর্টের রায়কে স্থিতাবস্থা দিয়ে তাঁরা একটা সময় (আপিল বিভাগ) দিলেন। এই সময়ের মধ্যে সকলের বক্তব্য শুনে তাঁরা একটা সিদ্ধান্ত দেবেন।’
কোটা সংস্কারের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘প্রথমে এক দফা কোটা সংস্কার করতে হবে। কোটা বাতিলও করে দিয়েছিলাম। আচ্ছা, কোটা সংস্কার হবে। আপিল করলাম। উচ্চ আদালত সিদ্ধান্ত দেবে। সে পর্যন্ত ধৈর্য ধরতে হবে। যেকোনো নাগরিককে তো আইন-আদালত মেনেই চলতে হবে। সেটা না, ওই এক দফার পরে এল ৪ দফা, তারপর এল ৬ দফা, তারপর এল ৮ দফা, তারপর আবার ৪ দফা। আবার ৪ দফাও হবে না। আরও ৮ দফা। এভাবে এমন একটা পরিবেশ সৃষ্টি। আর সেই সঙ্গে সঙ্গে এই ধ্বংসযজ্ঞ। মানে ধ্বংসযজ্ঞের সুযোগ সৃষ্টি করে দেওয়া।’
কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে গত শুক্রবার মিরপুর-১০ নম্বরের মেট্রো রেলস্টেশনে ভাঙচুর করা হয়। ভাঙচুর করা হয় সিসি ক্যামেরা, এলইডি মনিটর, টিকিট কাটার মেশিনসহ বিভিন্ন জায়গা। লুট করা হয় মূল্যবান অনেক জিনিস। বক্তব্য দেওয়ার আগে প্রধানমন্ত্রী ক্ষতিগ্রস্ত মেট্রো রেলস্টেশন পরিদর্শন করেন।
মেট্রোরেলের কারণে নগরবাসী যেসব সুযোগ-সুবিধা ভোগ করে, সেগুলো তুলে ধরেন সরকারপ্রধান। এ সময় মেট্রোরেলের ক্ষতির প্রসঙ্গে টেনে তিনি বলেন, ‘এতে আপনারাই (জনগণ) কষ্ট পাবেন। দেশের মানুষই কষ্ট পাবে। এই ঢাকা শহরের মানুষই কষ্ট পাবেন। ঘণ্টার পর ঘণ্টা আবার ট্রাফিক জ্যামে পড়ে থাকতে হবে। কর্মস্থলে সময়মতো পৌঁছানো আবার ফেরত আসায় দীর্ঘ সময় লাগবে, বসে বসে সেই ট্রাফিক জ্যামে কষ্ট পাওয়া থেকে আপনাদের এই কষ্ট লাঘব করতে চেয়েছিলাম।’
প্রধানমন্ত্রী প্রশ্ন রেখে বলেন, ‘এগুলো কাদের জন্য? এই মেট্রোরেলে কি আমি চড়ব? আমাদের সরকার ও মন্ত্রীরা শুধু চড়বে না জনগণ চড়বে, এটা আমার প্রশ্ন। এর উপকারিতা আপনারা পাচ্ছেন। এ দেশের সাধারণ জনগণ পাচ্ছেন। তাহলে এটার ওপর এত ক্ষোভ কেন?
জাতিসংঘ মানবাধিকারবিষয়ক কমিশনের প্রধান ফলকার টুর্ক শুধু রাজনৈতিক পরিচয়ের কারণে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সদস্যসহ ব্যক্তিবিশেষের বিরুদ্ধে ফৌজদারি মামলা না করার তাগিদ দিয়েছেন। তিনি বলেছেন, সাংবাদিকসহ অনেকের বিরুদ্ধে খুনসহ এমন অনেক অভিযোগ আনা হয়েছে, তদন্তে যার সত্যতা মেলেনি।
৪২ মিনিট আগেদীর্ঘ ২৫ বছর পর ভোট দিয়ে প্রতিনিধি নির্বাচন করেছেন বিচার বিভাগীয় কর্মকর্তারা। আজ বুধবার অনলাইন প্ল্যাটফর্মে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের সম্মেলন কক্ষে ভোট গ্রহণের পুরো প্রক্রিয়াটি সরাসরি দেখানো হয়। বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের এই নির্বাচনে সভাপতি হিসেবে
৩ ঘণ্টা আগেসংবিধানের পঞ্চদশ সংশোধনী নিয়ে জারি করা রুলের শুনানি শুরু হয়েছে। আজ বুধবার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর বেঞ্চে রুলের ওপর শুনানি হয়। পরে আগামী ৬ নভেম্বর পর্যন্ত শুনানি মুলতবি করেন হাইকোর্ট। আজ বুধবার রিটকারীদের পক্ষে শুনানি করেন আইনজীবী শরীফ ভূঁইয়া। এ সময় রাষ্ট্রপক্ষে ছিলেন অ্য
৪ ঘণ্টা আগেডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ৪ জনের মৃত্যু হয়েছে। একই সময় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ১৫৪ জন। আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
৫ ঘণ্টা আগে