টাঙ্গাইল প্রতিনিধি
টাঙ্গাইলে ঈদের আনন্দকে বাড়িয়ে দিতে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা হয়েছে। ৮৩ বছর ধরে এ আয়োজন করা হচ্ছে। একই সঙ্গে ছিল হাঁড়ি ভাঙা, বালিশ খেলা, সাইকেল চালানো প্রতিযোগিতা। এসব দেখতে হাজারো মানুষের ঢল নামে।
সদর উপজেলার দ্যাইনা ইউনিয়নের চিলাবাড়ি স্কুল মাঠে ঈদুল ফিতরের দিন গতকাল সোমবার বিকেলে এসব প্রতিযোগিতা হয়। দ্যাইনা ঘোড়দৌড় কমিটি ৮৩ বছর ধরে ঈদুল ফিতরের দিন ঘোড়দৌড়সহ বিভিন্ন গ্রামীণ খেলা এবং মেলার আয়োজন করে আসছে।
উৎসবের মূল আকর্ষণ ছিল ঘোড়দৌড়। প্রতিযোগিতা দেখতে আসে নানা বয়সী মানুষ। কানায় কানায় পূর্ণ হয়ে উঠে স্কুল মাঠ। অনেকে পাশের বাড়ির ছাদে উঠে প্রতিযোগিতা উপভোগ করে। এ উপলক্ষে মেলা বসে। এতে হরেক রকমের পণ্যের পসরা সাজান দোকানিরা। শিশুদের জন্য ছিল নাগরদোলা, চরকাসহ বিভিন্ন রাইড।
দর্শনার্থীরা জানান, ঈদের দিন এমন আয়োজন আনন্দের মাত্রা আরও বাড়িয়ে দিয়েছে। এতে সবাই মুগ্ধ। পরিবার-পরিজন নিয়ে তারা এ উৎসব উপভোগ করেছেন। প্রতিবছরই এমন আয়োজন অব্যাহত থাকার দাবি জানান তাঁরা।
বৃদ্ধ আজিজুল ইসলাম বলেন, ‘ছোটবেলা থেকেই ঘোড়দৌড়সহ বিভিন্ন খেলা দেখে আসছি। মুরব্বিসহ সব বয়সের মানুষ এগুলো উপভোগ করে।’
অরিক নামের এক দর্শনার্থী বলেন, ‘ছেলেমেয়ে নিয়ে দেখতে এসেছি। খুব ভালো লেগেছে। আমাদের পরবর্তী প্রজন্মও যাতে এমন আয়োজন দেখতে পারে।’
সানজিদা ও আফরিন নামের দুই শিশু জানায়, তারা মা-বাবা সঙ্গে এসে ঘোড়ার দৌড়সহ বিভিন্ন প্রতিযোগিতা দেখেছে। অনেক ভালো লেগেছে।
আয়োজক কমিটির পক্ষে সানজিদা করিম কোরআন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা রেজাউল করিম বলেন, ‘৮৩তম বারের মতো এমন আয়োজন করা হয়েছে। আমাদের পূর্বপুরুষেরা এমন আয়োজন করেছেন। এর ধারাবাহিতায় আমরাও আয়োজন করেছি। এ ধারা অব্যাহত থাকবে।’
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল। তিনি বলেন, ‘ঈদের আনন্দের মাত্রা আরও বাড়িয়ে দিতে এমন আয়োজন প্রশংসনীয়। আশা করছি এ আয়োজন অব্যাহত থাকবে।’
রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রৌফ, সিনিয়র সহসভাপতি হাদিউজ্জামান সোহেল, সহসভাপতি মামুন সরকার, জেলা তাঁতী দলের সাবেক আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাকিব হোসেন, সদর উপজেলা ছাত্রদলের সদস্যসচিব আব্দুর রাজ্জাক প্রমুখ।
টাঙ্গাইলে ঈদের আনন্দকে বাড়িয়ে দিতে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা হয়েছে। ৮৩ বছর ধরে এ আয়োজন করা হচ্ছে। একই সঙ্গে ছিল হাঁড়ি ভাঙা, বালিশ খেলা, সাইকেল চালানো প্রতিযোগিতা। এসব দেখতে হাজারো মানুষের ঢল নামে।
সদর উপজেলার দ্যাইনা ইউনিয়নের চিলাবাড়ি স্কুল মাঠে ঈদুল ফিতরের দিন গতকাল সোমবার বিকেলে এসব প্রতিযোগিতা হয়। দ্যাইনা ঘোড়দৌড় কমিটি ৮৩ বছর ধরে ঈদুল ফিতরের দিন ঘোড়দৌড়সহ বিভিন্ন গ্রামীণ খেলা এবং মেলার আয়োজন করে আসছে।
উৎসবের মূল আকর্ষণ ছিল ঘোড়দৌড়। প্রতিযোগিতা দেখতে আসে নানা বয়সী মানুষ। কানায় কানায় পূর্ণ হয়ে উঠে স্কুল মাঠ। অনেকে পাশের বাড়ির ছাদে উঠে প্রতিযোগিতা উপভোগ করে। এ উপলক্ষে মেলা বসে। এতে হরেক রকমের পণ্যের পসরা সাজান দোকানিরা। শিশুদের জন্য ছিল নাগরদোলা, চরকাসহ বিভিন্ন রাইড।
দর্শনার্থীরা জানান, ঈদের দিন এমন আয়োজন আনন্দের মাত্রা আরও বাড়িয়ে দিয়েছে। এতে সবাই মুগ্ধ। পরিবার-পরিজন নিয়ে তারা এ উৎসব উপভোগ করেছেন। প্রতিবছরই এমন আয়োজন অব্যাহত থাকার দাবি জানান তাঁরা।
বৃদ্ধ আজিজুল ইসলাম বলেন, ‘ছোটবেলা থেকেই ঘোড়দৌড়সহ বিভিন্ন খেলা দেখে আসছি। মুরব্বিসহ সব বয়সের মানুষ এগুলো উপভোগ করে।’
অরিক নামের এক দর্শনার্থী বলেন, ‘ছেলেমেয়ে নিয়ে দেখতে এসেছি। খুব ভালো লেগেছে। আমাদের পরবর্তী প্রজন্মও যাতে এমন আয়োজন দেখতে পারে।’
সানজিদা ও আফরিন নামের দুই শিশু জানায়, তারা মা-বাবা সঙ্গে এসে ঘোড়ার দৌড়সহ বিভিন্ন প্রতিযোগিতা দেখেছে। অনেক ভালো লেগেছে।
আয়োজক কমিটির পক্ষে সানজিদা করিম কোরআন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা রেজাউল করিম বলেন, ‘৮৩তম বারের মতো এমন আয়োজন করা হয়েছে। আমাদের পূর্বপুরুষেরা এমন আয়োজন করেছেন। এর ধারাবাহিতায় আমরাও আয়োজন করেছি। এ ধারা অব্যাহত থাকবে।’
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল। তিনি বলেন, ‘ঈদের আনন্দের মাত্রা আরও বাড়িয়ে দিতে এমন আয়োজন প্রশংসনীয়। আশা করছি এ আয়োজন অব্যাহত থাকবে।’
রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রৌফ, সিনিয়র সহসভাপতি হাদিউজ্জামান সোহেল, সহসভাপতি মামুন সরকার, জেলা তাঁতী দলের সাবেক আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাকিব হোসেন, সদর উপজেলা ছাত্রদলের সদস্যসচিব আব্দুর রাজ্জাক প্রমুখ।
আজ রোববার এক ফেসবুক পোস্টে আসিফ নজরুল বলেন, ‘ভারতে মোদী সরকার মুসলমান বিরোধী আরও একটি পদক্ষেপ নিয়েছে। নতুন আইন পাস করে তারা মুসলমানদের ‘‘ওয়াক্ফ’’ সম্পত্তি পরিচালনা বোর্ডে অমুসলিমদেরও রাখার এবং এসব সম্পত্তিতে সরকারের সরাসরি খবরদারীত্বের বিধান করেছে। এই আইন ব্যবহার করে পুরোনো মসজিদসহ মুসলমানদের বহু ঐত
১ ঘণ্টা আগেএসএসএফের সাবেক প্রধান লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. মুজিবুর রহমান ও তাঁর স্ত্রী তাসরিন মুজিবের স্থাবর সম্পদ ক্রোক এবং ব্যাংক হিসাব ও জাতীয় সঞ্চয়পত্র অবরুদ্ধের নির্দেশ দিয়েছেন আদালত। আজ রোববার ঢাকার মহানগর দায়রা জজ ও জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন এ নির্দেশ দেন...
১ ঘণ্টা আগেতরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) দাম অপরিবর্তিত রাখার ঘোষণা দিয়েছে বিদ্যুৎ ও জ্বালানির মূল্য নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশে এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। এ নিয়ে টানা দুই মাস এলপিজির দাম অপরিবর্তিত রাখা হলো। গত ২ মাসে ১২ কেজির এলপিজির সিলিন্ডারের সংস্থাটির বেঁধে দেওয়া দাম ছিল ১ হাজার ৪৫০ টাকা।
১ ঘণ্টা আগে২০১৮ সালে জাতীয় ক্রিকেট দলের তৎকালীন অধিনায়ক সাকিব আল হাসান ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে দুদকের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছিলেন। দুদকের হটলাইন সেবা উদ্বোধনকালেও তাঁর সঙ্গে কাজ করে কমিশন। বিভিন্ন অনিয়মের অভিযোগ উঠলে ২০২২ সালে সাকিবের সঙ্গে চুক্তি না রাখার কথা জানায় তৎকালীন ড. মঈনউদ্দীন আব্দুল্লাহর...
২ ঘণ্টা আগে