ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সরকার মুহাম্মদ শামসুদ্দিন

স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার ৫৩ বছরে দাঁড়িয়ে বাংলাদেশ এখন পরিপক্ব ও পরিণত জাতিরাষ্ট্র। ১৬৪৮ সালের পিস অব ওয়েস্টফেলিয়া চুক্তির আলোকে ওয়েস্টফেলিয়া তত্ত্ব অনুযায়ী, রাজনৈতিক মডেল বিবেচনায় মূলত দুটি নীতির ওপরে ভিত্তি করে জাতিরাষ্ট্র পরিচালিত হয়। প্রথমটি হলো রাষ্ট্রীয় সার্বভৌমত্বের (state sovereignty) নীতি, যা রাষ্ট্রের নিজ ভূখণ্ডকে বাইরের হস্তক্ষেপ ছাড়া স্বাধীনভাবে পরিচালনার অধিকার দেয়। দ্বিতীয়টি হলো জাতীয় সার্বভৌমত্বের (national sovereignty) নীতি, যা কোনো জাতিগোষ্ঠীকে নিজের ইচ্ছা অনুযায়ী স্বাধীনভাবে পরিচালনার অধিকার দেয়। আদর্শিক ও নৈতিকতার দিক থেকে জাতীয় সার্বভৌমত্ব নীতির মূল ভিত্তি জনগণের শাসন, যে ব্যবস্থায় জনগণের ইচ্ছা ও সার্বিক কল্যাণের প্রতিফলন ঘটে।
জাতিরাষ্ট্র হিসাবে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা পৃথিবীর যেকোনো রাষ্ট্রের মতোই সবোর্চ্চ গুরুত্বপূর্ণ বিষয়। তবে প্রেক্ষাপট বিবেচনায় বাংলাদেশের জাতীয় নিরাপত্তার বর্তমান পরিস্থিতি সবচেয়ে বেশি উদ্বেগজনক। এখানে অত্যন্ত সংক্ষেপে বোঝার চেষ্টা করব যে, জাতীয় নিরাপত্তা ও জাতীয় নিরাপত্তার উপাদানগুলো কী, বাংলাদেশের জাতীয় নিরাপত্তার বর্তমান প্রেক্ষাপটগুলো কী এবং আমাদের জন্য জরুরি বিবেচ্য বিষয়গুলো কী হতে পারে। সময়ের গুরুত্ব বিবেচনায় এই আলোচনা অত্যন্ত সময়োপযোগী ও প্রাসঙ্গিক বলেই আমি মনে করি।
জাতীয় নিরাপত্তার সহজ সংজ্ঞা হলো জাতি ও রাষ্ট্রের সব ধরনের স্বাধীনতা, ভূখণ্ড ও রাজনৈতিক সার্বভৌমত্ব, জাতির নিজস্ব ইচ্ছা ও মূল্যবোধ রক্ষাসহ সব ধরনের নিরাপত্তাব্যবস্থা। জাতীয় নিরাপত্তার মধ্যে মূলত ভূখণ্ডের সীমানার নিরাপত্তা; রাজনৈতিক স্বাধীনতার নিরাপত্তা; জাতির স্বাধীন ইচ্ছা ও মূল্যবোধের নিরাপত্তা; অভ্যন্তরীণ নিরাপত্তা; অর্থনৈতিক নিরাপত্তা; কূটনৈতিক নিরাপত্তা, খাদ্য নিরাপত্তা; সংস্কৃতি, পরিবেশ, জ্বালানি ও পানিসম্পদ নিরাপত্তা সন্নিহিত।
ভূখণ্ডের সীমানার নিরাপত্তা রক্ষার জন্য প্রত্যক্ষভাবে দায়ী জাতীয় প্রতিরক্ষাব্যবস্থা। সেই সঙ্গে রাজনৈতিক স্বাধীনতার নিরাপত্তা, অভ্যন্তরীণ নিরাপত্তা, কূটনৈতিক স্বাধীনতাসহ অন্য সব নিরাপত্তা অনেকাংশই জাতীয় প্রতিরক্ষাব্যবস্থার দৃঢ়তার ওপর নির্ভর করে। তবে অন্য সব জাতীয় নিরাপত্তার উপাদানগুলো রক্ষার প্রত্যক্ষ দায়িত্ব সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থার ওপর বর্তায়। প্রতিটি একে অপরের পরিপূরক এবং একটার সঙ্গে অন্যটি সংশ্লিষ্ট।
একটি জাতিরাষ্ট্রের জাতীয় সার্বভৌমত্ব রক্ষার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো শাসন ব্যবস্থায় নিজ জনগণের ইচ্ছার প্রতিফলন, যা গণতান্ত্রিক ব্যবস্থা রক্ষা ও সঠিক অনুশীলনের মাধ্যমে সম্ভব। অন্য যেকোনো রাষ্ট্রের পদলেহন, তাদের কাছ থেকে জাতির স্বার্থবিরোধী অনাকাঙ্ক্ষিত সমর্থন প্রত্যাশা বা তাদের স্বার্থ রক্ষায় নীতিনির্ধারণ জাতীয় সার্বভৌমত্বকে শুধু বিকিয়ে দেয় না, জাতির সার্বিক নিরাপত্তাকেও দুর্বল করে। শেখ হাসিনার সরকারের বিগত ১৫ বছরের সময়কালে আমরা প্রত্যক্ষ করেছি যে, আওয়ামী লীগ সরকার ট্রানজিট, ট্রান্সশিপমেন্ট ও আন্তঃদেশীয় রেলওয়ে লাইন স্থাপন চুক্তি; আদানি গ্রুপের সঙ্গে অসম বিদ্যুৎ আমদানি চুক্তি ইত্যাদির মাধ্যমে ভারত সরকারের স্বার্থ রক্ষায় দেশের স্বার্থ বিকিয়ে দিয়েছেন। সবচেয়ে পরিতাপের বিষয় হলো, আমাদের অনেক দেশপ্রেমিক বুদ্ধিজীবী ও পেশাজীবীর কোনো রকম সুপারিশ এসব ক্ষেত্রে তারা গ্রহণ করেনি। সব ক্ষেত্রেই তারা দেশের জনগণের ইচ্ছার বা স্বার্থের কথা না ভেবে নিজেদের ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য ভারত সরকারের সমর্থনকেই গুরুত্ব দিয়েছে।
সবচেয়ে বিপজ্জনক ছিল—বাংলাদেশ রাইফেলস (বিডিআর) কর্তৃক ২০০৯ সালের ২৫-২৭ ফেব্রুয়ারিতে সংঘটিত নৃশংস হত্যাকাণ্ডের সময় শেখ হাসিনার ভারত সরকারের সামরিক সমর্থন চাওয়া। ‘ইন্ডিয়াস নিয়ার ইন্ট: অ্যা নিউ হিস্টোরি’ শিরোনামে ভারতীয় নিবন্ধকার অভিনাষ পলিওয়াল দাবি করেছেন, শেখ হাসিনার অনুরোধে তাঁকে রক্ষার জন্য ২৬ ফেব্রয়ারি ৫/৬টি আইএল ৭৬ ও এএন ৩২ বিমান এবং প্রায় ১০০০ ছত্রিসেনা পশ্চিমবঙ্গের ভারতীয় বিমানঘাঁটি কালিয়াকিণ্ডে প্রস্তুত রাখা হয়েছিল। ভারতীয় প্যারাশুট রেজিমেন্টের ৬ ব্যাোলিয়নের মেজর কামালদীপ সিং সান্ধুকে উদৃত্ত করে তিনি এসব তথ্য দিয়েছেন। এই দাবি সত্য হলে এর স্পষ্ট অর্থ দাঁড়ায়—দেশের জাতীয় নিরাপত্তার জন্য যত বড় হুমকিই হোক, নিজের স্বার্থ রক্ষায় ‘প্রভু রাষ্ট্রের’ সামরিক বাহিনীকে নিজ দেশে ডেকে আনা।
তা ছাড়া ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর পালিয়ে গেয়ে তার ‘প্রভুরাষ্ট্রে’ আশ্রয় নেওয়া অথবা তাঁর জীবন হুমকির সম্মুখীন হলে ‘সম্ভাব্য প্রভুরাষ্ট্রের’ বাংলাদেশে অভ্যন্তরীণ হস্তক্ষেপ এই দেশের রাষ্ট্র ও জাতীয় সার্বভৌমত্ব রক্ষাকে অঙ্গুলি প্রদর্শন করে। তা ছাড়া শেখ হাসিনার সরকার জনগণের গণতান্ত্রিক অধিকার তথা ভোটের অধিকারকে বৃদ্ধাঙ্গুলী প্রদর্শন করে রাষ্ট্র পরিচালনায় জনগণের ইচ্ছার প্রতিফলন না ঘটিয়ে বা সম্পৃক্ততাকে মূল্যায়ন না করে জাতীয় সার্বভৌমত্বতের ধারণাকে অবদমিত করেছেন।
রাষ্ট্রীয় সার্বভৌমত্ব নীতির প্রশ্নে প্রথমেই আসে ভূখণ্ডের সীমানার নিরাপত্তা রক্ষা। বিষয়টি জাতীয় প্রতিরক্ষার অংশ হলেও অর্থাৎ সশস্ত্র বাহিনীর বিষয় হলেও এর সঙ্গে কূটনীতি, অর্থনীতি, যোগাযোগ, জ্বালানি, অভ্যন্তরীণ নিরাপত্তা ইত্যাদি সরাসরি সম্পৃক্ত। তেমনি জাতীয় নিরাপত্তার অন্যান্য উপাদানের নিরাপত্তা যেমন—অর্থনৈতিক; তেল, গ্যাস ও খনিজ সম্পদ; পরিবেশ, পানিসম্পদ ইত্যাদির নিরাপত্তা জাতীয় প্রতিরক্ষার সঙ্গে সম্পৃক্ত। ১৭৭৬ সালে প্রকাশিত জগদ্বিখ্যাত বই ‘দ্য ওয়েলথ অব ন্যাশনস’-এ অর্থনীতির জনক অ্যাডাম স্মিথ সেই ধারণা তুলে ধরেছেন। তিনি লিখেছেন, শুধু সম্পদ অর্জন করলেই হবে না, যথাযথ নিরাপত্তা ও প্রতিরক্ষার ব্যবস্থাও থাকতে হবে।
পেছনের দিকে তাকালে আমরা দেখব যে, খুব পরিকল্পিতভাবে আমাদের প্রতিরক্ষাব্যবস্থা ধ্বংসের মুখে ঠেলে দেওয়া হয়েছে। প্রথমত—১৯৯৬ সালের ২০ মে ব্যর্থ সামরিক অভ্যুত্থানের প্রচেষ্টা ঘটিয়ে সেনাবাহিনীতে বিভক্তি সৃষ্টি ও খলনায়কদের পুনর্বাসন; ২০০৯ সালে বিডিআর হত্যাকাণ্ডের মাধ্যমে অত্যন্ত মেধাবী ৫৭ জন সেনা অফিসারকে হত্যা; বিডিআর হত্যাকাণ্ডের সত্যি ঘটনার প্রত্যক্ষ স্বাক্ষী ও প্রতিবাদী অফিসারদের চাকরি থেকে বরখাস্ত, শেখ তাপস হত্যাচেষ্টার নামে অনেক অফিসারকে বরখাস্ত ও জেল জরিমানা এবং পর্যায়ক্রমে সেনাবাহিনীকে দিয়ে রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করা এবং পেশাদারিত্ব ধ্বংসের মাধ্যমে জাতীয় প্রতিরক্ষাব্যবস্থা আশঙ্কাজনকভাবে দুর্বল করে দেওয়া হয়েছে। অ্যান্টি-পারসনাল মাইন নিষিদ্ধকরণ চুক্তিতে স্বাক্ষর করে আওয়ামী লীগ সরকার সেনাবাহিনীর প্রতিরক্ষা যুদ্ধ কৌশলের সুসংহত কাঠামো ভেঙে দিয়েছে। অথচ ভারত, পাকিস্তানসহ অত্র অঞ্চলের কোনো দেশ এই চুক্তিতে স্বাক্ষর করেনি। এমনকি ভারতপ্রীতির কারণে এই সরকার সামরিক বাহিনীর যুদ্ধ কৌশল প্রশিক্ষণের ছোটখাটো বিষয়াদিতেও হস্তক্ষেপ করেছে। উচ্চতর প্রশিক্ষণ কোর্সগুলোতে প্রশিক্ষণার্থীদের গবেষণাসংক্রান্ত লেখা, অতিথি বা বিশেষজ্ঞ বক্তা নির্বাচন ইত্যাদির ব্যপারে গোয়েন্দা নজরদারি/নিয়ন্ত্রণ প্রতিরক্ষা বাহিনীর পেশাগত বিকাশকে বাধাগ্রস্ত করেছে।
জাতীয় নিরাপত্তার সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হলো অর্থনৈতিক নিরাপত্তা। আমাদের অর্থনৈতিক নিরাপত্তা আজকে কতটুকু সুসংহত কারোরই অজানা থাকার কথা নয়। সকল স্তরে সর্বগ্রাসী দুর্নীতির মহামারি ও সরকারি ছত্রছায়ায় প্রাতিষ্ঠানিক দুর্নীতির ব্যাপকতায় দেশ দেউলিয়া হওয়ার দ্বারপ্রান্তে। ব্যাংক-ব্যবস্থা ধ্বংসপ্রায়, লাখ লাখ কোটি টাকা পাচার, মেগা প্রজেক্টের নামে দেশের স্বার্থবিরোধী অসম চুক্তি ইত্যাদির মধ্য দিয়ে দেশের অর্থনৈতিক নিরাপত্তাকে চরম ঝুঁকির মধ্যে নিপতিত করা হয়েছে।
বর্তমান সময়ের সবচেয়ে বেশি উদ্বেগের বিষয় হলো ভ্যন্তরীণ নিরাপত্তা। যেকোনো সময় বহিঃনিরাপত্তাকে প্রভাবিত করার মতো সম্ভাবনা নিয়ে রোহিঙ্গা ইস্যু অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য একটা বড় হুমকি হিসেবে চলমানই ছিল। এর মধ্যে জুলাই-আগস্ট বিপ্লবোত্তর সময়ে বাংলাদেশ পুলিশ বাহিনীর অসংগঠিত অবস্থা ও নিস্ক্রিয়তার কারণে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির নাজুক অবস্থা; পতিত সরকারের মরণকামড়ের প্রচেষ্টায় তাদের প্রভু রাষ্ট্রের উসকানিতে অন্তর্বর্তী সরকারকে কোনো রকম সময় না দিয়ে বিভিন্ন ইস্যুতে অস্থির করে রাখা; আনসার আন্দোলন, অন্যান্য ধর্মাম্বলীর ওপর আক্রমণের প্রহসন, দেশের দক্ষিণ পূর্বাঞ্চলীয় এলাকায় স্মরণকালের ভয়াবহ বন্যা, পোশাকশিল্পসহ অন্যান্য শিল্পে শ্রমিক আন্দোলন ও ভাঙচুরের প্রচেষ্টা, পার্বত্য জেলাগুলোতে উপজাতি গোষ্ঠীগুলোকে উসকানির মাধ্যমে চরম অস্থিরতা সৃষ্টির প্রচেষ্টা ইত্যাদির মতো একসঙ্গে সৃষ্ট অভ্যন্তরীণ নিরাপত্তা পরিস্থিতির মুখোমুখি বাংলাদেশ তার প্রতিষ্ঠার পর থেকে আর কখনো হয়নি। দুই মাসের জন্য সেনাবাহিনীর অফিসারদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষার নাজুকতা ও গুরত্বকেই প্রমাণ করে।
পানিসম্পদের নিরাপত্তা ইস্যুটি যে কত ভয়াবহ হতে পারে, আমরা আগেও তা অনেকবার প্রত্যক্ষ করেছি। কিন্তু এবার ভারত কোনো রকম পূর্বাভাস না দিয়ে তাদের বাঁধ খুলে আমাদের পূর্বাঞ্চলকে ডুবিয়ে শত মানুষের জীবন নিয়ে এবং লাখ লাখ মানুষকে নিঃস্ব করে খুব ভালোভাবে পানিসম্পদ নিরাপত্তার গুরুত্বের কথা বুঝিয়ে দিয়েছে। তবে জ্বালানি নিরাপত্তার চলমান সংকট, খাদ্য নিরাপত্তার মূল্যস্ফীতির সংকট ও মূল্যবোধ রক্ষার জন্য সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক আগ্রাসন বর্তমানে এতটা অগ্রাধিকার ভিত্তিতে আলোচিত না হলেও সংশ্লিষ্ট গোষ্ঠীগুলোর দুরভিসন্ধি থাকলে বা সরকারের অবহেলা হলে যেকোনো সময় সেগুলোও অস্থির হয়ে উঠতে পারে।
উপরোল্লিখিত আলোচনায় চিত্রিত বাংলাদেশের জাতীয় নিরাপত্তার বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে নিম্নলিখিত বিষয়গুলো অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনায় নেওয়া যেতে পারে:
১। জাতীয় নিরাপত্তাবিষয়ক জাতীয় কমিটি (NCSA)কে সক্রিয় করা। এই কমিটির অস্তিত্ব থাকলেও আমরা খুব কমই এই কমিটির কোনো অর্থবহ কর্মকাণ্ড প্রত্যক্ষ করেছি।
২। নিরাপত্তাবিষয়ক জাতীয় কমিটির নির্দেশনায় প্রয়োজনে বিশেষজ্ঞদের সহায়তা নিয়ে জরুরি ভিত্তিতে জাতীয় নিরাপত্তার জন্য হুমকি ও চ্যালঞ্জগুলো চিহ্নিত করে জাতীয় নিরাপত্তার অগ্রাধিকার নির্ধারণ করে জাতীয় নিরাপত্তা রক্ষার শক্তিগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা। পৃথিবীর অনেক দেশে জাতীয় নিরাপত্তা নীতিমালা (national security policy) প্রণীত হয় ও পরিবর্তিত পরিস্থিতির আলোকে নিয়মিত পর্যালোচনা করা হয়। জাতীয় নিরাপত্তা নীতিমালার আলোকে জাতীয় প্রতিরক্ষা নীতিমালা, অর্থনৈতিক নীতিমালা, পররাষ্ট্রসংক্রান্ত নীতিমালাসহ অন্য সব বিষয়ে নীতিমালা প্রণীত ও পর্যালোচনা করা হয়।
৩। জাতীয় নিরাপত্তা রক্ষার শক্তিগুলো (elements of national power) হলো: সামরিক, আধা সামরিক ও অন্যান্য বাহিনী, অর্থনীতি, কূটনীতি, মানবসম্পদ, জ্বালানিসম্পদ, পানিসম্পদ, সর্বোপরি জাতীয় ইচ্ছাশক্তি (national will)। এই শক্তিগুলো জাতীয় নিরাপত্তা নীতিমালার লক্ষ্যসমূহ (policy objectives) অর্জনে সর্বদা সক্রিয় রাখতে এবং তাদের মানোন্নয়নে সংশ্লিষ্ট বাহিনীসমূহ ও মন্ত্রণালায়গুলোর মধ্যে নিয়মিত সমন্বয়ের প্রতি গুরত্ব আরোপ করতে হবে। উল্লেখ করা যেতে পারে, কখনো কখনো কোনো কোনো রাস্তা ও ব্রিজের মত স্থাপনা নির্মাণ অর্থনৈতিকভাবে লাভবান হলেও জাতীয় প্রতিরক্ষা তথা জাতীয় নিরাপত্তাকে বিঘ্নিত করতে পারে। তাই এ ধরনের স্থাপনা নির্মাণের প্রজেক্ট গ্রহণের আগে জাতীয় নিরাপত্তাবিষয়ক কমিটি বা উপকমিটিতে আলোচনার মাধ্যমে যাচাই-বাছাই করার দাবি রাখে।
৪। অভ্যন্তরীণ নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া। এজন্য পুলিশ বাহিনী ও অন্যান্য বাহিনীসমূহ পুরোপুরি সুসংহত ও পুনর্গঠিত না হওয়া পর্যন্ত স্বশস্ত্র বাহিনীকে অভ্যন্তরীণ নিরাপত্তা কর্মকাণ্ডে নিয়োজিত রাখা। এর ব্যতিক্রম হলে অভ্যন্তরীণ নিরাপত্তা হুমকি হঠাৎ করেই সৃষ্টি হতে পারে এবং নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে এবং তার সুযোগে প্রতিবিপ্লব হয়ে যাওয়ার সুযোগ সৃষ্টি হতে পারে।
৫। জাতীয় প্রতিরক্ষাব্যবস্থা সুদৃঢ় করার জন্য স্বশস্ত্র বাহিনীকে প্রশিক্ষিত করে গড়ে তোলা ও আধুনিকায়ন করা একটা চলমান প্রক্রিয়া। এই প্রক্রিয়া চালু রাখতে হবে; তবে সবার আগে স্বশস্ত্র বাহিনীসহ সব আধা সামরিক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো ও এদের সব সদস্যের পেশাদারিত্ব বৃদ্ধি ও রাজনীতিমুক্ত রাখার জন্য প্রয়োজনীয় সংস্কার আনতে হবে।
পরিশেষে আমি মনে করি, অভ্যন্তরীণ নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করাসহ জাতীয় প্রতিরক্ষাব্যবস্থা সুদৃঢ় করতে পারলে এবং দুর্নীতিমুক্ত সমাজ গঠন ও সত্যিকার গণতান্ত্রিক শাসনব্যবস্থা প্রতিষ্ঠিত করতে পারলে অর্থনৈতিক নিরাপত্তাসহ অন্য সবনিরাপত্তা সহজেই নিশ্চিত করা সম্ভব হবে। শেখ হাসিনার ১৫ বছরের ফ্যাসিবাদী সরকারকে বিতাড়িত করে দ্বিতীয় স্বাধীনতা অর্জনে এবং ফেনী-নোয়াখালী অঞ্চলে স্মরণকালের ভয়াবহ বন্যায় বিপর্যস্ত ও দুর্দশাগ্রস্ত জনসাধারণের পাশে দাঁড়ানোর জন্য বাংলাদেশের ছাত্র-জনতা যে সাহস, ইচ্ছাশক্তি ও দেশপ্রেমের পরিচয় দিয়েছে, এতে আমরা নিশ্চিত করেই বলতে পারি যেযেকোনো দেশই বাংলাদেশে সামরিক আগ্রাসন চালাতে অনেকবার ভাববে। তা ছাড়া মহান মুক্তিযুদ্ধে আমাদের সাহস ও ইচ্ছাশক্তির প্রত্যক্ষ প্রমাণ তো আছেই।
লেখক: সাবেক সেনা কর্মকর্তা ও নিরাপত্তা বিশ্লেষক
(নিবন্ধে প্রকাশিত দৃষ্টিভঙ্গি ও বিশ্লেষণ লেখকের নিজস্ব।)

স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার ৫৩ বছরে দাঁড়িয়ে বাংলাদেশ এখন পরিপক্ব ও পরিণত জাতিরাষ্ট্র। ১৬৪৮ সালের পিস অব ওয়েস্টফেলিয়া চুক্তির আলোকে ওয়েস্টফেলিয়া তত্ত্ব অনুযায়ী, রাজনৈতিক মডেল বিবেচনায় মূলত দুটি নীতির ওপরে ভিত্তি করে জাতিরাষ্ট্র পরিচালিত হয়। প্রথমটি হলো রাষ্ট্রীয় সার্বভৌমত্বের (state sovereignty) নীতি, যা রাষ্ট্রের নিজ ভূখণ্ডকে বাইরের হস্তক্ষেপ ছাড়া স্বাধীনভাবে পরিচালনার অধিকার দেয়। দ্বিতীয়টি হলো জাতীয় সার্বভৌমত্বের (national sovereignty) নীতি, যা কোনো জাতিগোষ্ঠীকে নিজের ইচ্ছা অনুযায়ী স্বাধীনভাবে পরিচালনার অধিকার দেয়। আদর্শিক ও নৈতিকতার দিক থেকে জাতীয় সার্বভৌমত্ব নীতির মূল ভিত্তি জনগণের শাসন, যে ব্যবস্থায় জনগণের ইচ্ছা ও সার্বিক কল্যাণের প্রতিফলন ঘটে।
জাতিরাষ্ট্র হিসাবে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা পৃথিবীর যেকোনো রাষ্ট্রের মতোই সবোর্চ্চ গুরুত্বপূর্ণ বিষয়। তবে প্রেক্ষাপট বিবেচনায় বাংলাদেশের জাতীয় নিরাপত্তার বর্তমান পরিস্থিতি সবচেয়ে বেশি উদ্বেগজনক। এখানে অত্যন্ত সংক্ষেপে বোঝার চেষ্টা করব যে, জাতীয় নিরাপত্তা ও জাতীয় নিরাপত্তার উপাদানগুলো কী, বাংলাদেশের জাতীয় নিরাপত্তার বর্তমান প্রেক্ষাপটগুলো কী এবং আমাদের জন্য জরুরি বিবেচ্য বিষয়গুলো কী হতে পারে। সময়ের গুরুত্ব বিবেচনায় এই আলোচনা অত্যন্ত সময়োপযোগী ও প্রাসঙ্গিক বলেই আমি মনে করি।
জাতীয় নিরাপত্তার সহজ সংজ্ঞা হলো জাতি ও রাষ্ট্রের সব ধরনের স্বাধীনতা, ভূখণ্ড ও রাজনৈতিক সার্বভৌমত্ব, জাতির নিজস্ব ইচ্ছা ও মূল্যবোধ রক্ষাসহ সব ধরনের নিরাপত্তাব্যবস্থা। জাতীয় নিরাপত্তার মধ্যে মূলত ভূখণ্ডের সীমানার নিরাপত্তা; রাজনৈতিক স্বাধীনতার নিরাপত্তা; জাতির স্বাধীন ইচ্ছা ও মূল্যবোধের নিরাপত্তা; অভ্যন্তরীণ নিরাপত্তা; অর্থনৈতিক নিরাপত্তা; কূটনৈতিক নিরাপত্তা, খাদ্য নিরাপত্তা; সংস্কৃতি, পরিবেশ, জ্বালানি ও পানিসম্পদ নিরাপত্তা সন্নিহিত।
ভূখণ্ডের সীমানার নিরাপত্তা রক্ষার জন্য প্রত্যক্ষভাবে দায়ী জাতীয় প্রতিরক্ষাব্যবস্থা। সেই সঙ্গে রাজনৈতিক স্বাধীনতার নিরাপত্তা, অভ্যন্তরীণ নিরাপত্তা, কূটনৈতিক স্বাধীনতাসহ অন্য সব নিরাপত্তা অনেকাংশই জাতীয় প্রতিরক্ষাব্যবস্থার দৃঢ়তার ওপর নির্ভর করে। তবে অন্য সব জাতীয় নিরাপত্তার উপাদানগুলো রক্ষার প্রত্যক্ষ দায়িত্ব সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থার ওপর বর্তায়। প্রতিটি একে অপরের পরিপূরক এবং একটার সঙ্গে অন্যটি সংশ্লিষ্ট।
একটি জাতিরাষ্ট্রের জাতীয় সার্বভৌমত্ব রক্ষার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো শাসন ব্যবস্থায় নিজ জনগণের ইচ্ছার প্রতিফলন, যা গণতান্ত্রিক ব্যবস্থা রক্ষা ও সঠিক অনুশীলনের মাধ্যমে সম্ভব। অন্য যেকোনো রাষ্ট্রের পদলেহন, তাদের কাছ থেকে জাতির স্বার্থবিরোধী অনাকাঙ্ক্ষিত সমর্থন প্রত্যাশা বা তাদের স্বার্থ রক্ষায় নীতিনির্ধারণ জাতীয় সার্বভৌমত্বকে শুধু বিকিয়ে দেয় না, জাতির সার্বিক নিরাপত্তাকেও দুর্বল করে। শেখ হাসিনার সরকারের বিগত ১৫ বছরের সময়কালে আমরা প্রত্যক্ষ করেছি যে, আওয়ামী লীগ সরকার ট্রানজিট, ট্রান্সশিপমেন্ট ও আন্তঃদেশীয় রেলওয়ে লাইন স্থাপন চুক্তি; আদানি গ্রুপের সঙ্গে অসম বিদ্যুৎ আমদানি চুক্তি ইত্যাদির মাধ্যমে ভারত সরকারের স্বার্থ রক্ষায় দেশের স্বার্থ বিকিয়ে দিয়েছেন। সবচেয়ে পরিতাপের বিষয় হলো, আমাদের অনেক দেশপ্রেমিক বুদ্ধিজীবী ও পেশাজীবীর কোনো রকম সুপারিশ এসব ক্ষেত্রে তারা গ্রহণ করেনি। সব ক্ষেত্রেই তারা দেশের জনগণের ইচ্ছার বা স্বার্থের কথা না ভেবে নিজেদের ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য ভারত সরকারের সমর্থনকেই গুরুত্ব দিয়েছে।
সবচেয়ে বিপজ্জনক ছিল—বাংলাদেশ রাইফেলস (বিডিআর) কর্তৃক ২০০৯ সালের ২৫-২৭ ফেব্রুয়ারিতে সংঘটিত নৃশংস হত্যাকাণ্ডের সময় শেখ হাসিনার ভারত সরকারের সামরিক সমর্থন চাওয়া। ‘ইন্ডিয়াস নিয়ার ইন্ট: অ্যা নিউ হিস্টোরি’ শিরোনামে ভারতীয় নিবন্ধকার অভিনাষ পলিওয়াল দাবি করেছেন, শেখ হাসিনার অনুরোধে তাঁকে রক্ষার জন্য ২৬ ফেব্রয়ারি ৫/৬টি আইএল ৭৬ ও এএন ৩২ বিমান এবং প্রায় ১০০০ ছত্রিসেনা পশ্চিমবঙ্গের ভারতীয় বিমানঘাঁটি কালিয়াকিণ্ডে প্রস্তুত রাখা হয়েছিল। ভারতীয় প্যারাশুট রেজিমেন্টের ৬ ব্যাোলিয়নের মেজর কামালদীপ সিং সান্ধুকে উদৃত্ত করে তিনি এসব তথ্য দিয়েছেন। এই দাবি সত্য হলে এর স্পষ্ট অর্থ দাঁড়ায়—দেশের জাতীয় নিরাপত্তার জন্য যত বড় হুমকিই হোক, নিজের স্বার্থ রক্ষায় ‘প্রভু রাষ্ট্রের’ সামরিক বাহিনীকে নিজ দেশে ডেকে আনা।
তা ছাড়া ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর পালিয়ে গেয়ে তার ‘প্রভুরাষ্ট্রে’ আশ্রয় নেওয়া অথবা তাঁর জীবন হুমকির সম্মুখীন হলে ‘সম্ভাব্য প্রভুরাষ্ট্রের’ বাংলাদেশে অভ্যন্তরীণ হস্তক্ষেপ এই দেশের রাষ্ট্র ও জাতীয় সার্বভৌমত্ব রক্ষাকে অঙ্গুলি প্রদর্শন করে। তা ছাড়া শেখ হাসিনার সরকার জনগণের গণতান্ত্রিক অধিকার তথা ভোটের অধিকারকে বৃদ্ধাঙ্গুলী প্রদর্শন করে রাষ্ট্র পরিচালনায় জনগণের ইচ্ছার প্রতিফলন না ঘটিয়ে বা সম্পৃক্ততাকে মূল্যায়ন না করে জাতীয় সার্বভৌমত্বতের ধারণাকে অবদমিত করেছেন।
রাষ্ট্রীয় সার্বভৌমত্ব নীতির প্রশ্নে প্রথমেই আসে ভূখণ্ডের সীমানার নিরাপত্তা রক্ষা। বিষয়টি জাতীয় প্রতিরক্ষার অংশ হলেও অর্থাৎ সশস্ত্র বাহিনীর বিষয় হলেও এর সঙ্গে কূটনীতি, অর্থনীতি, যোগাযোগ, জ্বালানি, অভ্যন্তরীণ নিরাপত্তা ইত্যাদি সরাসরি সম্পৃক্ত। তেমনি জাতীয় নিরাপত্তার অন্যান্য উপাদানের নিরাপত্তা যেমন—অর্থনৈতিক; তেল, গ্যাস ও খনিজ সম্পদ; পরিবেশ, পানিসম্পদ ইত্যাদির নিরাপত্তা জাতীয় প্রতিরক্ষার সঙ্গে সম্পৃক্ত। ১৭৭৬ সালে প্রকাশিত জগদ্বিখ্যাত বই ‘দ্য ওয়েলথ অব ন্যাশনস’-এ অর্থনীতির জনক অ্যাডাম স্মিথ সেই ধারণা তুলে ধরেছেন। তিনি লিখেছেন, শুধু সম্পদ অর্জন করলেই হবে না, যথাযথ নিরাপত্তা ও প্রতিরক্ষার ব্যবস্থাও থাকতে হবে।
পেছনের দিকে তাকালে আমরা দেখব যে, খুব পরিকল্পিতভাবে আমাদের প্রতিরক্ষাব্যবস্থা ধ্বংসের মুখে ঠেলে দেওয়া হয়েছে। প্রথমত—১৯৯৬ সালের ২০ মে ব্যর্থ সামরিক অভ্যুত্থানের প্রচেষ্টা ঘটিয়ে সেনাবাহিনীতে বিভক্তি সৃষ্টি ও খলনায়কদের পুনর্বাসন; ২০০৯ সালে বিডিআর হত্যাকাণ্ডের মাধ্যমে অত্যন্ত মেধাবী ৫৭ জন সেনা অফিসারকে হত্যা; বিডিআর হত্যাকাণ্ডের সত্যি ঘটনার প্রত্যক্ষ স্বাক্ষী ও প্রতিবাদী অফিসারদের চাকরি থেকে বরখাস্ত, শেখ তাপস হত্যাচেষ্টার নামে অনেক অফিসারকে বরখাস্ত ও জেল জরিমানা এবং পর্যায়ক্রমে সেনাবাহিনীকে দিয়ে রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করা এবং পেশাদারিত্ব ধ্বংসের মাধ্যমে জাতীয় প্রতিরক্ষাব্যবস্থা আশঙ্কাজনকভাবে দুর্বল করে দেওয়া হয়েছে। অ্যান্টি-পারসনাল মাইন নিষিদ্ধকরণ চুক্তিতে স্বাক্ষর করে আওয়ামী লীগ সরকার সেনাবাহিনীর প্রতিরক্ষা যুদ্ধ কৌশলের সুসংহত কাঠামো ভেঙে দিয়েছে। অথচ ভারত, পাকিস্তানসহ অত্র অঞ্চলের কোনো দেশ এই চুক্তিতে স্বাক্ষর করেনি। এমনকি ভারতপ্রীতির কারণে এই সরকার সামরিক বাহিনীর যুদ্ধ কৌশল প্রশিক্ষণের ছোটখাটো বিষয়াদিতেও হস্তক্ষেপ করেছে। উচ্চতর প্রশিক্ষণ কোর্সগুলোতে প্রশিক্ষণার্থীদের গবেষণাসংক্রান্ত লেখা, অতিথি বা বিশেষজ্ঞ বক্তা নির্বাচন ইত্যাদির ব্যপারে গোয়েন্দা নজরদারি/নিয়ন্ত্রণ প্রতিরক্ষা বাহিনীর পেশাগত বিকাশকে বাধাগ্রস্ত করেছে।
জাতীয় নিরাপত্তার সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হলো অর্থনৈতিক নিরাপত্তা। আমাদের অর্থনৈতিক নিরাপত্তা আজকে কতটুকু সুসংহত কারোরই অজানা থাকার কথা নয়। সকল স্তরে সর্বগ্রাসী দুর্নীতির মহামারি ও সরকারি ছত্রছায়ায় প্রাতিষ্ঠানিক দুর্নীতির ব্যাপকতায় দেশ দেউলিয়া হওয়ার দ্বারপ্রান্তে। ব্যাংক-ব্যবস্থা ধ্বংসপ্রায়, লাখ লাখ কোটি টাকা পাচার, মেগা প্রজেক্টের নামে দেশের স্বার্থবিরোধী অসম চুক্তি ইত্যাদির মধ্য দিয়ে দেশের অর্থনৈতিক নিরাপত্তাকে চরম ঝুঁকির মধ্যে নিপতিত করা হয়েছে।
বর্তমান সময়ের সবচেয়ে বেশি উদ্বেগের বিষয় হলো ভ্যন্তরীণ নিরাপত্তা। যেকোনো সময় বহিঃনিরাপত্তাকে প্রভাবিত করার মতো সম্ভাবনা নিয়ে রোহিঙ্গা ইস্যু অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য একটা বড় হুমকি হিসেবে চলমানই ছিল। এর মধ্যে জুলাই-আগস্ট বিপ্লবোত্তর সময়ে বাংলাদেশ পুলিশ বাহিনীর অসংগঠিত অবস্থা ও নিস্ক্রিয়তার কারণে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির নাজুক অবস্থা; পতিত সরকারের মরণকামড়ের প্রচেষ্টায় তাদের প্রভু রাষ্ট্রের উসকানিতে অন্তর্বর্তী সরকারকে কোনো রকম সময় না দিয়ে বিভিন্ন ইস্যুতে অস্থির করে রাখা; আনসার আন্দোলন, অন্যান্য ধর্মাম্বলীর ওপর আক্রমণের প্রহসন, দেশের দক্ষিণ পূর্বাঞ্চলীয় এলাকায় স্মরণকালের ভয়াবহ বন্যা, পোশাকশিল্পসহ অন্যান্য শিল্পে শ্রমিক আন্দোলন ও ভাঙচুরের প্রচেষ্টা, পার্বত্য জেলাগুলোতে উপজাতি গোষ্ঠীগুলোকে উসকানির মাধ্যমে চরম অস্থিরতা সৃষ্টির প্রচেষ্টা ইত্যাদির মতো একসঙ্গে সৃষ্ট অভ্যন্তরীণ নিরাপত্তা পরিস্থিতির মুখোমুখি বাংলাদেশ তার প্রতিষ্ঠার পর থেকে আর কখনো হয়নি। দুই মাসের জন্য সেনাবাহিনীর অফিসারদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষার নাজুকতা ও গুরত্বকেই প্রমাণ করে।
পানিসম্পদের নিরাপত্তা ইস্যুটি যে কত ভয়াবহ হতে পারে, আমরা আগেও তা অনেকবার প্রত্যক্ষ করেছি। কিন্তু এবার ভারত কোনো রকম পূর্বাভাস না দিয়ে তাদের বাঁধ খুলে আমাদের পূর্বাঞ্চলকে ডুবিয়ে শত মানুষের জীবন নিয়ে এবং লাখ লাখ মানুষকে নিঃস্ব করে খুব ভালোভাবে পানিসম্পদ নিরাপত্তার গুরুত্বের কথা বুঝিয়ে দিয়েছে। তবে জ্বালানি নিরাপত্তার চলমান সংকট, খাদ্য নিরাপত্তার মূল্যস্ফীতির সংকট ও মূল্যবোধ রক্ষার জন্য সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক আগ্রাসন বর্তমানে এতটা অগ্রাধিকার ভিত্তিতে আলোচিত না হলেও সংশ্লিষ্ট গোষ্ঠীগুলোর দুরভিসন্ধি থাকলে বা সরকারের অবহেলা হলে যেকোনো সময় সেগুলোও অস্থির হয়ে উঠতে পারে।
উপরোল্লিখিত আলোচনায় চিত্রিত বাংলাদেশের জাতীয় নিরাপত্তার বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে নিম্নলিখিত বিষয়গুলো অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনায় নেওয়া যেতে পারে:
১। জাতীয় নিরাপত্তাবিষয়ক জাতীয় কমিটি (NCSA)কে সক্রিয় করা। এই কমিটির অস্তিত্ব থাকলেও আমরা খুব কমই এই কমিটির কোনো অর্থবহ কর্মকাণ্ড প্রত্যক্ষ করেছি।
২। নিরাপত্তাবিষয়ক জাতীয় কমিটির নির্দেশনায় প্রয়োজনে বিশেষজ্ঞদের সহায়তা নিয়ে জরুরি ভিত্তিতে জাতীয় নিরাপত্তার জন্য হুমকি ও চ্যালঞ্জগুলো চিহ্নিত করে জাতীয় নিরাপত্তার অগ্রাধিকার নির্ধারণ করে জাতীয় নিরাপত্তা রক্ষার শক্তিগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা। পৃথিবীর অনেক দেশে জাতীয় নিরাপত্তা নীতিমালা (national security policy) প্রণীত হয় ও পরিবর্তিত পরিস্থিতির আলোকে নিয়মিত পর্যালোচনা করা হয়। জাতীয় নিরাপত্তা নীতিমালার আলোকে জাতীয় প্রতিরক্ষা নীতিমালা, অর্থনৈতিক নীতিমালা, পররাষ্ট্রসংক্রান্ত নীতিমালাসহ অন্য সব বিষয়ে নীতিমালা প্রণীত ও পর্যালোচনা করা হয়।
৩। জাতীয় নিরাপত্তা রক্ষার শক্তিগুলো (elements of national power) হলো: সামরিক, আধা সামরিক ও অন্যান্য বাহিনী, অর্থনীতি, কূটনীতি, মানবসম্পদ, জ্বালানিসম্পদ, পানিসম্পদ, সর্বোপরি জাতীয় ইচ্ছাশক্তি (national will)। এই শক্তিগুলো জাতীয় নিরাপত্তা নীতিমালার লক্ষ্যসমূহ (policy objectives) অর্জনে সর্বদা সক্রিয় রাখতে এবং তাদের মানোন্নয়নে সংশ্লিষ্ট বাহিনীসমূহ ও মন্ত্রণালায়গুলোর মধ্যে নিয়মিত সমন্বয়ের প্রতি গুরত্ব আরোপ করতে হবে। উল্লেখ করা যেতে পারে, কখনো কখনো কোনো কোনো রাস্তা ও ব্রিজের মত স্থাপনা নির্মাণ অর্থনৈতিকভাবে লাভবান হলেও জাতীয় প্রতিরক্ষা তথা জাতীয় নিরাপত্তাকে বিঘ্নিত করতে পারে। তাই এ ধরনের স্থাপনা নির্মাণের প্রজেক্ট গ্রহণের আগে জাতীয় নিরাপত্তাবিষয়ক কমিটি বা উপকমিটিতে আলোচনার মাধ্যমে যাচাই-বাছাই করার দাবি রাখে।
৪। অভ্যন্তরীণ নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া। এজন্য পুলিশ বাহিনী ও অন্যান্য বাহিনীসমূহ পুরোপুরি সুসংহত ও পুনর্গঠিত না হওয়া পর্যন্ত স্বশস্ত্র বাহিনীকে অভ্যন্তরীণ নিরাপত্তা কর্মকাণ্ডে নিয়োজিত রাখা। এর ব্যতিক্রম হলে অভ্যন্তরীণ নিরাপত্তা হুমকি হঠাৎ করেই সৃষ্টি হতে পারে এবং নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে এবং তার সুযোগে প্রতিবিপ্লব হয়ে যাওয়ার সুযোগ সৃষ্টি হতে পারে।
৫। জাতীয় প্রতিরক্ষাব্যবস্থা সুদৃঢ় করার জন্য স্বশস্ত্র বাহিনীকে প্রশিক্ষিত করে গড়ে তোলা ও আধুনিকায়ন করা একটা চলমান প্রক্রিয়া। এই প্রক্রিয়া চালু রাখতে হবে; তবে সবার আগে স্বশস্ত্র বাহিনীসহ সব আধা সামরিক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো ও এদের সব সদস্যের পেশাদারিত্ব বৃদ্ধি ও রাজনীতিমুক্ত রাখার জন্য প্রয়োজনীয় সংস্কার আনতে হবে।
পরিশেষে আমি মনে করি, অভ্যন্তরীণ নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করাসহ জাতীয় প্রতিরক্ষাব্যবস্থা সুদৃঢ় করতে পারলে এবং দুর্নীতিমুক্ত সমাজ গঠন ও সত্যিকার গণতান্ত্রিক শাসনব্যবস্থা প্রতিষ্ঠিত করতে পারলে অর্থনৈতিক নিরাপত্তাসহ অন্য সবনিরাপত্তা সহজেই নিশ্চিত করা সম্ভব হবে। শেখ হাসিনার ১৫ বছরের ফ্যাসিবাদী সরকারকে বিতাড়িত করে দ্বিতীয় স্বাধীনতা অর্জনে এবং ফেনী-নোয়াখালী অঞ্চলে স্মরণকালের ভয়াবহ বন্যায় বিপর্যস্ত ও দুর্দশাগ্রস্ত জনসাধারণের পাশে দাঁড়ানোর জন্য বাংলাদেশের ছাত্র-জনতা যে সাহস, ইচ্ছাশক্তি ও দেশপ্রেমের পরিচয় দিয়েছে, এতে আমরা নিশ্চিত করেই বলতে পারি যেযেকোনো দেশই বাংলাদেশে সামরিক আগ্রাসন চালাতে অনেকবার ভাববে। তা ছাড়া মহান মুক্তিযুদ্ধে আমাদের সাহস ও ইচ্ছাশক্তির প্রত্যক্ষ প্রমাণ তো আছেই।
লেখক: সাবেক সেনা কর্মকর্তা ও নিরাপত্তা বিশ্লেষক
(নিবন্ধে প্রকাশিত দৃষ্টিভঙ্গি ও বিশ্লেষণ লেখকের নিজস্ব।)
ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সরকার মুহাম্মদ শামসুদ্দিন

স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার ৫৩ বছরে দাঁড়িয়ে বাংলাদেশ এখন পরিপক্ব ও পরিণত জাতিরাষ্ট্র। ১৬৪৮ সালের পিস অব ওয়েস্টফেলিয়া চুক্তির আলোকে ওয়েস্টফেলিয়া তত্ত্ব অনুযায়ী, রাজনৈতিক মডেল বিবেচনায় মূলত দুটি নীতির ওপরে ভিত্তি করে জাতিরাষ্ট্র পরিচালিত হয়। প্রথমটি হলো রাষ্ট্রীয় সার্বভৌমত্বের (state sovereignty) নীতি, যা রাষ্ট্রের নিজ ভূখণ্ডকে বাইরের হস্তক্ষেপ ছাড়া স্বাধীনভাবে পরিচালনার অধিকার দেয়। দ্বিতীয়টি হলো জাতীয় সার্বভৌমত্বের (national sovereignty) নীতি, যা কোনো জাতিগোষ্ঠীকে নিজের ইচ্ছা অনুযায়ী স্বাধীনভাবে পরিচালনার অধিকার দেয়। আদর্শিক ও নৈতিকতার দিক থেকে জাতীয় সার্বভৌমত্ব নীতির মূল ভিত্তি জনগণের শাসন, যে ব্যবস্থায় জনগণের ইচ্ছা ও সার্বিক কল্যাণের প্রতিফলন ঘটে।
জাতিরাষ্ট্র হিসাবে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা পৃথিবীর যেকোনো রাষ্ট্রের মতোই সবোর্চ্চ গুরুত্বপূর্ণ বিষয়। তবে প্রেক্ষাপট বিবেচনায় বাংলাদেশের জাতীয় নিরাপত্তার বর্তমান পরিস্থিতি সবচেয়ে বেশি উদ্বেগজনক। এখানে অত্যন্ত সংক্ষেপে বোঝার চেষ্টা করব যে, জাতীয় নিরাপত্তা ও জাতীয় নিরাপত্তার উপাদানগুলো কী, বাংলাদেশের জাতীয় নিরাপত্তার বর্তমান প্রেক্ষাপটগুলো কী এবং আমাদের জন্য জরুরি বিবেচ্য বিষয়গুলো কী হতে পারে। সময়ের গুরুত্ব বিবেচনায় এই আলোচনা অত্যন্ত সময়োপযোগী ও প্রাসঙ্গিক বলেই আমি মনে করি।
জাতীয় নিরাপত্তার সহজ সংজ্ঞা হলো জাতি ও রাষ্ট্রের সব ধরনের স্বাধীনতা, ভূখণ্ড ও রাজনৈতিক সার্বভৌমত্ব, জাতির নিজস্ব ইচ্ছা ও মূল্যবোধ রক্ষাসহ সব ধরনের নিরাপত্তাব্যবস্থা। জাতীয় নিরাপত্তার মধ্যে মূলত ভূখণ্ডের সীমানার নিরাপত্তা; রাজনৈতিক স্বাধীনতার নিরাপত্তা; জাতির স্বাধীন ইচ্ছা ও মূল্যবোধের নিরাপত্তা; অভ্যন্তরীণ নিরাপত্তা; অর্থনৈতিক নিরাপত্তা; কূটনৈতিক নিরাপত্তা, খাদ্য নিরাপত্তা; সংস্কৃতি, পরিবেশ, জ্বালানি ও পানিসম্পদ নিরাপত্তা সন্নিহিত।
ভূখণ্ডের সীমানার নিরাপত্তা রক্ষার জন্য প্রত্যক্ষভাবে দায়ী জাতীয় প্রতিরক্ষাব্যবস্থা। সেই সঙ্গে রাজনৈতিক স্বাধীনতার নিরাপত্তা, অভ্যন্তরীণ নিরাপত্তা, কূটনৈতিক স্বাধীনতাসহ অন্য সব নিরাপত্তা অনেকাংশই জাতীয় প্রতিরক্ষাব্যবস্থার দৃঢ়তার ওপর নির্ভর করে। তবে অন্য সব জাতীয় নিরাপত্তার উপাদানগুলো রক্ষার প্রত্যক্ষ দায়িত্ব সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থার ওপর বর্তায়। প্রতিটি একে অপরের পরিপূরক এবং একটার সঙ্গে অন্যটি সংশ্লিষ্ট।
একটি জাতিরাষ্ট্রের জাতীয় সার্বভৌমত্ব রক্ষার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো শাসন ব্যবস্থায় নিজ জনগণের ইচ্ছার প্রতিফলন, যা গণতান্ত্রিক ব্যবস্থা রক্ষা ও সঠিক অনুশীলনের মাধ্যমে সম্ভব। অন্য যেকোনো রাষ্ট্রের পদলেহন, তাদের কাছ থেকে জাতির স্বার্থবিরোধী অনাকাঙ্ক্ষিত সমর্থন প্রত্যাশা বা তাদের স্বার্থ রক্ষায় নীতিনির্ধারণ জাতীয় সার্বভৌমত্বকে শুধু বিকিয়ে দেয় না, জাতির সার্বিক নিরাপত্তাকেও দুর্বল করে। শেখ হাসিনার সরকারের বিগত ১৫ বছরের সময়কালে আমরা প্রত্যক্ষ করেছি যে, আওয়ামী লীগ সরকার ট্রানজিট, ট্রান্সশিপমেন্ট ও আন্তঃদেশীয় রেলওয়ে লাইন স্থাপন চুক্তি; আদানি গ্রুপের সঙ্গে অসম বিদ্যুৎ আমদানি চুক্তি ইত্যাদির মাধ্যমে ভারত সরকারের স্বার্থ রক্ষায় দেশের স্বার্থ বিকিয়ে দিয়েছেন। সবচেয়ে পরিতাপের বিষয় হলো, আমাদের অনেক দেশপ্রেমিক বুদ্ধিজীবী ও পেশাজীবীর কোনো রকম সুপারিশ এসব ক্ষেত্রে তারা গ্রহণ করেনি। সব ক্ষেত্রেই তারা দেশের জনগণের ইচ্ছার বা স্বার্থের কথা না ভেবে নিজেদের ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য ভারত সরকারের সমর্থনকেই গুরুত্ব দিয়েছে।
সবচেয়ে বিপজ্জনক ছিল—বাংলাদেশ রাইফেলস (বিডিআর) কর্তৃক ২০০৯ সালের ২৫-২৭ ফেব্রুয়ারিতে সংঘটিত নৃশংস হত্যাকাণ্ডের সময় শেখ হাসিনার ভারত সরকারের সামরিক সমর্থন চাওয়া। ‘ইন্ডিয়াস নিয়ার ইন্ট: অ্যা নিউ হিস্টোরি’ শিরোনামে ভারতীয় নিবন্ধকার অভিনাষ পলিওয়াল দাবি করেছেন, শেখ হাসিনার অনুরোধে তাঁকে রক্ষার জন্য ২৬ ফেব্রয়ারি ৫/৬টি আইএল ৭৬ ও এএন ৩২ বিমান এবং প্রায় ১০০০ ছত্রিসেনা পশ্চিমবঙ্গের ভারতীয় বিমানঘাঁটি কালিয়াকিণ্ডে প্রস্তুত রাখা হয়েছিল। ভারতীয় প্যারাশুট রেজিমেন্টের ৬ ব্যাোলিয়নের মেজর কামালদীপ সিং সান্ধুকে উদৃত্ত করে তিনি এসব তথ্য দিয়েছেন। এই দাবি সত্য হলে এর স্পষ্ট অর্থ দাঁড়ায়—দেশের জাতীয় নিরাপত্তার জন্য যত বড় হুমকিই হোক, নিজের স্বার্থ রক্ষায় ‘প্রভু রাষ্ট্রের’ সামরিক বাহিনীকে নিজ দেশে ডেকে আনা।
তা ছাড়া ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর পালিয়ে গেয়ে তার ‘প্রভুরাষ্ট্রে’ আশ্রয় নেওয়া অথবা তাঁর জীবন হুমকির সম্মুখীন হলে ‘সম্ভাব্য প্রভুরাষ্ট্রের’ বাংলাদেশে অভ্যন্তরীণ হস্তক্ষেপ এই দেশের রাষ্ট্র ও জাতীয় সার্বভৌমত্ব রক্ষাকে অঙ্গুলি প্রদর্শন করে। তা ছাড়া শেখ হাসিনার সরকার জনগণের গণতান্ত্রিক অধিকার তথা ভোটের অধিকারকে বৃদ্ধাঙ্গুলী প্রদর্শন করে রাষ্ট্র পরিচালনায় জনগণের ইচ্ছার প্রতিফলন না ঘটিয়ে বা সম্পৃক্ততাকে মূল্যায়ন না করে জাতীয় সার্বভৌমত্বতের ধারণাকে অবদমিত করেছেন।
রাষ্ট্রীয় সার্বভৌমত্ব নীতির প্রশ্নে প্রথমেই আসে ভূখণ্ডের সীমানার নিরাপত্তা রক্ষা। বিষয়টি জাতীয় প্রতিরক্ষার অংশ হলেও অর্থাৎ সশস্ত্র বাহিনীর বিষয় হলেও এর সঙ্গে কূটনীতি, অর্থনীতি, যোগাযোগ, জ্বালানি, অভ্যন্তরীণ নিরাপত্তা ইত্যাদি সরাসরি সম্পৃক্ত। তেমনি জাতীয় নিরাপত্তার অন্যান্য উপাদানের নিরাপত্তা যেমন—অর্থনৈতিক; তেল, গ্যাস ও খনিজ সম্পদ; পরিবেশ, পানিসম্পদ ইত্যাদির নিরাপত্তা জাতীয় প্রতিরক্ষার সঙ্গে সম্পৃক্ত। ১৭৭৬ সালে প্রকাশিত জগদ্বিখ্যাত বই ‘দ্য ওয়েলথ অব ন্যাশনস’-এ অর্থনীতির জনক অ্যাডাম স্মিথ সেই ধারণা তুলে ধরেছেন। তিনি লিখেছেন, শুধু সম্পদ অর্জন করলেই হবে না, যথাযথ নিরাপত্তা ও প্রতিরক্ষার ব্যবস্থাও থাকতে হবে।
পেছনের দিকে তাকালে আমরা দেখব যে, খুব পরিকল্পিতভাবে আমাদের প্রতিরক্ষাব্যবস্থা ধ্বংসের মুখে ঠেলে দেওয়া হয়েছে। প্রথমত—১৯৯৬ সালের ২০ মে ব্যর্থ সামরিক অভ্যুত্থানের প্রচেষ্টা ঘটিয়ে সেনাবাহিনীতে বিভক্তি সৃষ্টি ও খলনায়কদের পুনর্বাসন; ২০০৯ সালে বিডিআর হত্যাকাণ্ডের মাধ্যমে অত্যন্ত মেধাবী ৫৭ জন সেনা অফিসারকে হত্যা; বিডিআর হত্যাকাণ্ডের সত্যি ঘটনার প্রত্যক্ষ স্বাক্ষী ও প্রতিবাদী অফিসারদের চাকরি থেকে বরখাস্ত, শেখ তাপস হত্যাচেষ্টার নামে অনেক অফিসারকে বরখাস্ত ও জেল জরিমানা এবং পর্যায়ক্রমে সেনাবাহিনীকে দিয়ে রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করা এবং পেশাদারিত্ব ধ্বংসের মাধ্যমে জাতীয় প্রতিরক্ষাব্যবস্থা আশঙ্কাজনকভাবে দুর্বল করে দেওয়া হয়েছে। অ্যান্টি-পারসনাল মাইন নিষিদ্ধকরণ চুক্তিতে স্বাক্ষর করে আওয়ামী লীগ সরকার সেনাবাহিনীর প্রতিরক্ষা যুদ্ধ কৌশলের সুসংহত কাঠামো ভেঙে দিয়েছে। অথচ ভারত, পাকিস্তানসহ অত্র অঞ্চলের কোনো দেশ এই চুক্তিতে স্বাক্ষর করেনি। এমনকি ভারতপ্রীতির কারণে এই সরকার সামরিক বাহিনীর যুদ্ধ কৌশল প্রশিক্ষণের ছোটখাটো বিষয়াদিতেও হস্তক্ষেপ করেছে। উচ্চতর প্রশিক্ষণ কোর্সগুলোতে প্রশিক্ষণার্থীদের গবেষণাসংক্রান্ত লেখা, অতিথি বা বিশেষজ্ঞ বক্তা নির্বাচন ইত্যাদির ব্যপারে গোয়েন্দা নজরদারি/নিয়ন্ত্রণ প্রতিরক্ষা বাহিনীর পেশাগত বিকাশকে বাধাগ্রস্ত করেছে।
জাতীয় নিরাপত্তার সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হলো অর্থনৈতিক নিরাপত্তা। আমাদের অর্থনৈতিক নিরাপত্তা আজকে কতটুকু সুসংহত কারোরই অজানা থাকার কথা নয়। সকল স্তরে সর্বগ্রাসী দুর্নীতির মহামারি ও সরকারি ছত্রছায়ায় প্রাতিষ্ঠানিক দুর্নীতির ব্যাপকতায় দেশ দেউলিয়া হওয়ার দ্বারপ্রান্তে। ব্যাংক-ব্যবস্থা ধ্বংসপ্রায়, লাখ লাখ কোটি টাকা পাচার, মেগা প্রজেক্টের নামে দেশের স্বার্থবিরোধী অসম চুক্তি ইত্যাদির মধ্য দিয়ে দেশের অর্থনৈতিক নিরাপত্তাকে চরম ঝুঁকির মধ্যে নিপতিত করা হয়েছে।
বর্তমান সময়ের সবচেয়ে বেশি উদ্বেগের বিষয় হলো ভ্যন্তরীণ নিরাপত্তা। যেকোনো সময় বহিঃনিরাপত্তাকে প্রভাবিত করার মতো সম্ভাবনা নিয়ে রোহিঙ্গা ইস্যু অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য একটা বড় হুমকি হিসেবে চলমানই ছিল। এর মধ্যে জুলাই-আগস্ট বিপ্লবোত্তর সময়ে বাংলাদেশ পুলিশ বাহিনীর অসংগঠিত অবস্থা ও নিস্ক্রিয়তার কারণে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির নাজুক অবস্থা; পতিত সরকারের মরণকামড়ের প্রচেষ্টায় তাদের প্রভু রাষ্ট্রের উসকানিতে অন্তর্বর্তী সরকারকে কোনো রকম সময় না দিয়ে বিভিন্ন ইস্যুতে অস্থির করে রাখা; আনসার আন্দোলন, অন্যান্য ধর্মাম্বলীর ওপর আক্রমণের প্রহসন, দেশের দক্ষিণ পূর্বাঞ্চলীয় এলাকায় স্মরণকালের ভয়াবহ বন্যা, পোশাকশিল্পসহ অন্যান্য শিল্পে শ্রমিক আন্দোলন ও ভাঙচুরের প্রচেষ্টা, পার্বত্য জেলাগুলোতে উপজাতি গোষ্ঠীগুলোকে উসকানির মাধ্যমে চরম অস্থিরতা সৃষ্টির প্রচেষ্টা ইত্যাদির মতো একসঙ্গে সৃষ্ট অভ্যন্তরীণ নিরাপত্তা পরিস্থিতির মুখোমুখি বাংলাদেশ তার প্রতিষ্ঠার পর থেকে আর কখনো হয়নি। দুই মাসের জন্য সেনাবাহিনীর অফিসারদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষার নাজুকতা ও গুরত্বকেই প্রমাণ করে।
পানিসম্পদের নিরাপত্তা ইস্যুটি যে কত ভয়াবহ হতে পারে, আমরা আগেও তা অনেকবার প্রত্যক্ষ করেছি। কিন্তু এবার ভারত কোনো রকম পূর্বাভাস না দিয়ে তাদের বাঁধ খুলে আমাদের পূর্বাঞ্চলকে ডুবিয়ে শত মানুষের জীবন নিয়ে এবং লাখ লাখ মানুষকে নিঃস্ব করে খুব ভালোভাবে পানিসম্পদ নিরাপত্তার গুরুত্বের কথা বুঝিয়ে দিয়েছে। তবে জ্বালানি নিরাপত্তার চলমান সংকট, খাদ্য নিরাপত্তার মূল্যস্ফীতির সংকট ও মূল্যবোধ রক্ষার জন্য সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক আগ্রাসন বর্তমানে এতটা অগ্রাধিকার ভিত্তিতে আলোচিত না হলেও সংশ্লিষ্ট গোষ্ঠীগুলোর দুরভিসন্ধি থাকলে বা সরকারের অবহেলা হলে যেকোনো সময় সেগুলোও অস্থির হয়ে উঠতে পারে।
উপরোল্লিখিত আলোচনায় চিত্রিত বাংলাদেশের জাতীয় নিরাপত্তার বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে নিম্নলিখিত বিষয়গুলো অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনায় নেওয়া যেতে পারে:
১। জাতীয় নিরাপত্তাবিষয়ক জাতীয় কমিটি (NCSA)কে সক্রিয় করা। এই কমিটির অস্তিত্ব থাকলেও আমরা খুব কমই এই কমিটির কোনো অর্থবহ কর্মকাণ্ড প্রত্যক্ষ করেছি।
২। নিরাপত্তাবিষয়ক জাতীয় কমিটির নির্দেশনায় প্রয়োজনে বিশেষজ্ঞদের সহায়তা নিয়ে জরুরি ভিত্তিতে জাতীয় নিরাপত্তার জন্য হুমকি ও চ্যালঞ্জগুলো চিহ্নিত করে জাতীয় নিরাপত্তার অগ্রাধিকার নির্ধারণ করে জাতীয় নিরাপত্তা রক্ষার শক্তিগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা। পৃথিবীর অনেক দেশে জাতীয় নিরাপত্তা নীতিমালা (national security policy) প্রণীত হয় ও পরিবর্তিত পরিস্থিতির আলোকে নিয়মিত পর্যালোচনা করা হয়। জাতীয় নিরাপত্তা নীতিমালার আলোকে জাতীয় প্রতিরক্ষা নীতিমালা, অর্থনৈতিক নীতিমালা, পররাষ্ট্রসংক্রান্ত নীতিমালাসহ অন্য সব বিষয়ে নীতিমালা প্রণীত ও পর্যালোচনা করা হয়।
৩। জাতীয় নিরাপত্তা রক্ষার শক্তিগুলো (elements of national power) হলো: সামরিক, আধা সামরিক ও অন্যান্য বাহিনী, অর্থনীতি, কূটনীতি, মানবসম্পদ, জ্বালানিসম্পদ, পানিসম্পদ, সর্বোপরি জাতীয় ইচ্ছাশক্তি (national will)। এই শক্তিগুলো জাতীয় নিরাপত্তা নীতিমালার লক্ষ্যসমূহ (policy objectives) অর্জনে সর্বদা সক্রিয় রাখতে এবং তাদের মানোন্নয়নে সংশ্লিষ্ট বাহিনীসমূহ ও মন্ত্রণালায়গুলোর মধ্যে নিয়মিত সমন্বয়ের প্রতি গুরত্ব আরোপ করতে হবে। উল্লেখ করা যেতে পারে, কখনো কখনো কোনো কোনো রাস্তা ও ব্রিজের মত স্থাপনা নির্মাণ অর্থনৈতিকভাবে লাভবান হলেও জাতীয় প্রতিরক্ষা তথা জাতীয় নিরাপত্তাকে বিঘ্নিত করতে পারে। তাই এ ধরনের স্থাপনা নির্মাণের প্রজেক্ট গ্রহণের আগে জাতীয় নিরাপত্তাবিষয়ক কমিটি বা উপকমিটিতে আলোচনার মাধ্যমে যাচাই-বাছাই করার দাবি রাখে।
৪। অভ্যন্তরীণ নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া। এজন্য পুলিশ বাহিনী ও অন্যান্য বাহিনীসমূহ পুরোপুরি সুসংহত ও পুনর্গঠিত না হওয়া পর্যন্ত স্বশস্ত্র বাহিনীকে অভ্যন্তরীণ নিরাপত্তা কর্মকাণ্ডে নিয়োজিত রাখা। এর ব্যতিক্রম হলে অভ্যন্তরীণ নিরাপত্তা হুমকি হঠাৎ করেই সৃষ্টি হতে পারে এবং নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে এবং তার সুযোগে প্রতিবিপ্লব হয়ে যাওয়ার সুযোগ সৃষ্টি হতে পারে।
৫। জাতীয় প্রতিরক্ষাব্যবস্থা সুদৃঢ় করার জন্য স্বশস্ত্র বাহিনীকে প্রশিক্ষিত করে গড়ে তোলা ও আধুনিকায়ন করা একটা চলমান প্রক্রিয়া। এই প্রক্রিয়া চালু রাখতে হবে; তবে সবার আগে স্বশস্ত্র বাহিনীসহ সব আধা সামরিক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো ও এদের সব সদস্যের পেশাদারিত্ব বৃদ্ধি ও রাজনীতিমুক্ত রাখার জন্য প্রয়োজনীয় সংস্কার আনতে হবে।
পরিশেষে আমি মনে করি, অভ্যন্তরীণ নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করাসহ জাতীয় প্রতিরক্ষাব্যবস্থা সুদৃঢ় করতে পারলে এবং দুর্নীতিমুক্ত সমাজ গঠন ও সত্যিকার গণতান্ত্রিক শাসনব্যবস্থা প্রতিষ্ঠিত করতে পারলে অর্থনৈতিক নিরাপত্তাসহ অন্য সবনিরাপত্তা সহজেই নিশ্চিত করা সম্ভব হবে। শেখ হাসিনার ১৫ বছরের ফ্যাসিবাদী সরকারকে বিতাড়িত করে দ্বিতীয় স্বাধীনতা অর্জনে এবং ফেনী-নোয়াখালী অঞ্চলে স্মরণকালের ভয়াবহ বন্যায় বিপর্যস্ত ও দুর্দশাগ্রস্ত জনসাধারণের পাশে দাঁড়ানোর জন্য বাংলাদেশের ছাত্র-জনতা যে সাহস, ইচ্ছাশক্তি ও দেশপ্রেমের পরিচয় দিয়েছে, এতে আমরা নিশ্চিত করেই বলতে পারি যেযেকোনো দেশই বাংলাদেশে সামরিক আগ্রাসন চালাতে অনেকবার ভাববে। তা ছাড়া মহান মুক্তিযুদ্ধে আমাদের সাহস ও ইচ্ছাশক্তির প্রত্যক্ষ প্রমাণ তো আছেই।
লেখক: সাবেক সেনা কর্মকর্তা ও নিরাপত্তা বিশ্লেষক
(নিবন্ধে প্রকাশিত দৃষ্টিভঙ্গি ও বিশ্লেষণ লেখকের নিজস্ব।)

স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার ৫৩ বছরে দাঁড়িয়ে বাংলাদেশ এখন পরিপক্ব ও পরিণত জাতিরাষ্ট্র। ১৬৪৮ সালের পিস অব ওয়েস্টফেলিয়া চুক্তির আলোকে ওয়েস্টফেলিয়া তত্ত্ব অনুযায়ী, রাজনৈতিক মডেল বিবেচনায় মূলত দুটি নীতির ওপরে ভিত্তি করে জাতিরাষ্ট্র পরিচালিত হয়। প্রথমটি হলো রাষ্ট্রীয় সার্বভৌমত্বের (state sovereignty) নীতি, যা রাষ্ট্রের নিজ ভূখণ্ডকে বাইরের হস্তক্ষেপ ছাড়া স্বাধীনভাবে পরিচালনার অধিকার দেয়। দ্বিতীয়টি হলো জাতীয় সার্বভৌমত্বের (national sovereignty) নীতি, যা কোনো জাতিগোষ্ঠীকে নিজের ইচ্ছা অনুযায়ী স্বাধীনভাবে পরিচালনার অধিকার দেয়। আদর্শিক ও নৈতিকতার দিক থেকে জাতীয় সার্বভৌমত্ব নীতির মূল ভিত্তি জনগণের শাসন, যে ব্যবস্থায় জনগণের ইচ্ছা ও সার্বিক কল্যাণের প্রতিফলন ঘটে।
জাতিরাষ্ট্র হিসাবে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা পৃথিবীর যেকোনো রাষ্ট্রের মতোই সবোর্চ্চ গুরুত্বপূর্ণ বিষয়। তবে প্রেক্ষাপট বিবেচনায় বাংলাদেশের জাতীয় নিরাপত্তার বর্তমান পরিস্থিতি সবচেয়ে বেশি উদ্বেগজনক। এখানে অত্যন্ত সংক্ষেপে বোঝার চেষ্টা করব যে, জাতীয় নিরাপত্তা ও জাতীয় নিরাপত্তার উপাদানগুলো কী, বাংলাদেশের জাতীয় নিরাপত্তার বর্তমান প্রেক্ষাপটগুলো কী এবং আমাদের জন্য জরুরি বিবেচ্য বিষয়গুলো কী হতে পারে। সময়ের গুরুত্ব বিবেচনায় এই আলোচনা অত্যন্ত সময়োপযোগী ও প্রাসঙ্গিক বলেই আমি মনে করি।
জাতীয় নিরাপত্তার সহজ সংজ্ঞা হলো জাতি ও রাষ্ট্রের সব ধরনের স্বাধীনতা, ভূখণ্ড ও রাজনৈতিক সার্বভৌমত্ব, জাতির নিজস্ব ইচ্ছা ও মূল্যবোধ রক্ষাসহ সব ধরনের নিরাপত্তাব্যবস্থা। জাতীয় নিরাপত্তার মধ্যে মূলত ভূখণ্ডের সীমানার নিরাপত্তা; রাজনৈতিক স্বাধীনতার নিরাপত্তা; জাতির স্বাধীন ইচ্ছা ও মূল্যবোধের নিরাপত্তা; অভ্যন্তরীণ নিরাপত্তা; অর্থনৈতিক নিরাপত্তা; কূটনৈতিক নিরাপত্তা, খাদ্য নিরাপত্তা; সংস্কৃতি, পরিবেশ, জ্বালানি ও পানিসম্পদ নিরাপত্তা সন্নিহিত।
ভূখণ্ডের সীমানার নিরাপত্তা রক্ষার জন্য প্রত্যক্ষভাবে দায়ী জাতীয় প্রতিরক্ষাব্যবস্থা। সেই সঙ্গে রাজনৈতিক স্বাধীনতার নিরাপত্তা, অভ্যন্তরীণ নিরাপত্তা, কূটনৈতিক স্বাধীনতাসহ অন্য সব নিরাপত্তা অনেকাংশই জাতীয় প্রতিরক্ষাব্যবস্থার দৃঢ়তার ওপর নির্ভর করে। তবে অন্য সব জাতীয় নিরাপত্তার উপাদানগুলো রক্ষার প্রত্যক্ষ দায়িত্ব সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থার ওপর বর্তায়। প্রতিটি একে অপরের পরিপূরক এবং একটার সঙ্গে অন্যটি সংশ্লিষ্ট।
একটি জাতিরাষ্ট্রের জাতীয় সার্বভৌমত্ব রক্ষার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো শাসন ব্যবস্থায় নিজ জনগণের ইচ্ছার প্রতিফলন, যা গণতান্ত্রিক ব্যবস্থা রক্ষা ও সঠিক অনুশীলনের মাধ্যমে সম্ভব। অন্য যেকোনো রাষ্ট্রের পদলেহন, তাদের কাছ থেকে জাতির স্বার্থবিরোধী অনাকাঙ্ক্ষিত সমর্থন প্রত্যাশা বা তাদের স্বার্থ রক্ষায় নীতিনির্ধারণ জাতীয় সার্বভৌমত্বকে শুধু বিকিয়ে দেয় না, জাতির সার্বিক নিরাপত্তাকেও দুর্বল করে। শেখ হাসিনার সরকারের বিগত ১৫ বছরের সময়কালে আমরা প্রত্যক্ষ করেছি যে, আওয়ামী লীগ সরকার ট্রানজিট, ট্রান্সশিপমেন্ট ও আন্তঃদেশীয় রেলওয়ে লাইন স্থাপন চুক্তি; আদানি গ্রুপের সঙ্গে অসম বিদ্যুৎ আমদানি চুক্তি ইত্যাদির মাধ্যমে ভারত সরকারের স্বার্থ রক্ষায় দেশের স্বার্থ বিকিয়ে দিয়েছেন। সবচেয়ে পরিতাপের বিষয় হলো, আমাদের অনেক দেশপ্রেমিক বুদ্ধিজীবী ও পেশাজীবীর কোনো রকম সুপারিশ এসব ক্ষেত্রে তারা গ্রহণ করেনি। সব ক্ষেত্রেই তারা দেশের জনগণের ইচ্ছার বা স্বার্থের কথা না ভেবে নিজেদের ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য ভারত সরকারের সমর্থনকেই গুরুত্ব দিয়েছে।
সবচেয়ে বিপজ্জনক ছিল—বাংলাদেশ রাইফেলস (বিডিআর) কর্তৃক ২০০৯ সালের ২৫-২৭ ফেব্রুয়ারিতে সংঘটিত নৃশংস হত্যাকাণ্ডের সময় শেখ হাসিনার ভারত সরকারের সামরিক সমর্থন চাওয়া। ‘ইন্ডিয়াস নিয়ার ইন্ট: অ্যা নিউ হিস্টোরি’ শিরোনামে ভারতীয় নিবন্ধকার অভিনাষ পলিওয়াল দাবি করেছেন, শেখ হাসিনার অনুরোধে তাঁকে রক্ষার জন্য ২৬ ফেব্রয়ারি ৫/৬টি আইএল ৭৬ ও এএন ৩২ বিমান এবং প্রায় ১০০০ ছত্রিসেনা পশ্চিমবঙ্গের ভারতীয় বিমানঘাঁটি কালিয়াকিণ্ডে প্রস্তুত রাখা হয়েছিল। ভারতীয় প্যারাশুট রেজিমেন্টের ৬ ব্যাোলিয়নের মেজর কামালদীপ সিং সান্ধুকে উদৃত্ত করে তিনি এসব তথ্য দিয়েছেন। এই দাবি সত্য হলে এর স্পষ্ট অর্থ দাঁড়ায়—দেশের জাতীয় নিরাপত্তার জন্য যত বড় হুমকিই হোক, নিজের স্বার্থ রক্ষায় ‘প্রভু রাষ্ট্রের’ সামরিক বাহিনীকে নিজ দেশে ডেকে আনা।
তা ছাড়া ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর পালিয়ে গেয়ে তার ‘প্রভুরাষ্ট্রে’ আশ্রয় নেওয়া অথবা তাঁর জীবন হুমকির সম্মুখীন হলে ‘সম্ভাব্য প্রভুরাষ্ট্রের’ বাংলাদেশে অভ্যন্তরীণ হস্তক্ষেপ এই দেশের রাষ্ট্র ও জাতীয় সার্বভৌমত্ব রক্ষাকে অঙ্গুলি প্রদর্শন করে। তা ছাড়া শেখ হাসিনার সরকার জনগণের গণতান্ত্রিক অধিকার তথা ভোটের অধিকারকে বৃদ্ধাঙ্গুলী প্রদর্শন করে রাষ্ট্র পরিচালনায় জনগণের ইচ্ছার প্রতিফলন না ঘটিয়ে বা সম্পৃক্ততাকে মূল্যায়ন না করে জাতীয় সার্বভৌমত্বতের ধারণাকে অবদমিত করেছেন।
রাষ্ট্রীয় সার্বভৌমত্ব নীতির প্রশ্নে প্রথমেই আসে ভূখণ্ডের সীমানার নিরাপত্তা রক্ষা। বিষয়টি জাতীয় প্রতিরক্ষার অংশ হলেও অর্থাৎ সশস্ত্র বাহিনীর বিষয় হলেও এর সঙ্গে কূটনীতি, অর্থনীতি, যোগাযোগ, জ্বালানি, অভ্যন্তরীণ নিরাপত্তা ইত্যাদি সরাসরি সম্পৃক্ত। তেমনি জাতীয় নিরাপত্তার অন্যান্য উপাদানের নিরাপত্তা যেমন—অর্থনৈতিক; তেল, গ্যাস ও খনিজ সম্পদ; পরিবেশ, পানিসম্পদ ইত্যাদির নিরাপত্তা জাতীয় প্রতিরক্ষার সঙ্গে সম্পৃক্ত। ১৭৭৬ সালে প্রকাশিত জগদ্বিখ্যাত বই ‘দ্য ওয়েলথ অব ন্যাশনস’-এ অর্থনীতির জনক অ্যাডাম স্মিথ সেই ধারণা তুলে ধরেছেন। তিনি লিখেছেন, শুধু সম্পদ অর্জন করলেই হবে না, যথাযথ নিরাপত্তা ও প্রতিরক্ষার ব্যবস্থাও থাকতে হবে।
পেছনের দিকে তাকালে আমরা দেখব যে, খুব পরিকল্পিতভাবে আমাদের প্রতিরক্ষাব্যবস্থা ধ্বংসের মুখে ঠেলে দেওয়া হয়েছে। প্রথমত—১৯৯৬ সালের ২০ মে ব্যর্থ সামরিক অভ্যুত্থানের প্রচেষ্টা ঘটিয়ে সেনাবাহিনীতে বিভক্তি সৃষ্টি ও খলনায়কদের পুনর্বাসন; ২০০৯ সালে বিডিআর হত্যাকাণ্ডের মাধ্যমে অত্যন্ত মেধাবী ৫৭ জন সেনা অফিসারকে হত্যা; বিডিআর হত্যাকাণ্ডের সত্যি ঘটনার প্রত্যক্ষ স্বাক্ষী ও প্রতিবাদী অফিসারদের চাকরি থেকে বরখাস্ত, শেখ তাপস হত্যাচেষ্টার নামে অনেক অফিসারকে বরখাস্ত ও জেল জরিমানা এবং পর্যায়ক্রমে সেনাবাহিনীকে দিয়ে রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করা এবং পেশাদারিত্ব ধ্বংসের মাধ্যমে জাতীয় প্রতিরক্ষাব্যবস্থা আশঙ্কাজনকভাবে দুর্বল করে দেওয়া হয়েছে। অ্যান্টি-পারসনাল মাইন নিষিদ্ধকরণ চুক্তিতে স্বাক্ষর করে আওয়ামী লীগ সরকার সেনাবাহিনীর প্রতিরক্ষা যুদ্ধ কৌশলের সুসংহত কাঠামো ভেঙে দিয়েছে। অথচ ভারত, পাকিস্তানসহ অত্র অঞ্চলের কোনো দেশ এই চুক্তিতে স্বাক্ষর করেনি। এমনকি ভারতপ্রীতির কারণে এই সরকার সামরিক বাহিনীর যুদ্ধ কৌশল প্রশিক্ষণের ছোটখাটো বিষয়াদিতেও হস্তক্ষেপ করেছে। উচ্চতর প্রশিক্ষণ কোর্সগুলোতে প্রশিক্ষণার্থীদের গবেষণাসংক্রান্ত লেখা, অতিথি বা বিশেষজ্ঞ বক্তা নির্বাচন ইত্যাদির ব্যপারে গোয়েন্দা নজরদারি/নিয়ন্ত্রণ প্রতিরক্ষা বাহিনীর পেশাগত বিকাশকে বাধাগ্রস্ত করেছে।
জাতীয় নিরাপত্তার সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হলো অর্থনৈতিক নিরাপত্তা। আমাদের অর্থনৈতিক নিরাপত্তা আজকে কতটুকু সুসংহত কারোরই অজানা থাকার কথা নয়। সকল স্তরে সর্বগ্রাসী দুর্নীতির মহামারি ও সরকারি ছত্রছায়ায় প্রাতিষ্ঠানিক দুর্নীতির ব্যাপকতায় দেশ দেউলিয়া হওয়ার দ্বারপ্রান্তে। ব্যাংক-ব্যবস্থা ধ্বংসপ্রায়, লাখ লাখ কোটি টাকা পাচার, মেগা প্রজেক্টের নামে দেশের স্বার্থবিরোধী অসম চুক্তি ইত্যাদির মধ্য দিয়ে দেশের অর্থনৈতিক নিরাপত্তাকে চরম ঝুঁকির মধ্যে নিপতিত করা হয়েছে।
বর্তমান সময়ের সবচেয়ে বেশি উদ্বেগের বিষয় হলো ভ্যন্তরীণ নিরাপত্তা। যেকোনো সময় বহিঃনিরাপত্তাকে প্রভাবিত করার মতো সম্ভাবনা নিয়ে রোহিঙ্গা ইস্যু অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য একটা বড় হুমকি হিসেবে চলমানই ছিল। এর মধ্যে জুলাই-আগস্ট বিপ্লবোত্তর সময়ে বাংলাদেশ পুলিশ বাহিনীর অসংগঠিত অবস্থা ও নিস্ক্রিয়তার কারণে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির নাজুক অবস্থা; পতিত সরকারের মরণকামড়ের প্রচেষ্টায় তাদের প্রভু রাষ্ট্রের উসকানিতে অন্তর্বর্তী সরকারকে কোনো রকম সময় না দিয়ে বিভিন্ন ইস্যুতে অস্থির করে রাখা; আনসার আন্দোলন, অন্যান্য ধর্মাম্বলীর ওপর আক্রমণের প্রহসন, দেশের দক্ষিণ পূর্বাঞ্চলীয় এলাকায় স্মরণকালের ভয়াবহ বন্যা, পোশাকশিল্পসহ অন্যান্য শিল্পে শ্রমিক আন্দোলন ও ভাঙচুরের প্রচেষ্টা, পার্বত্য জেলাগুলোতে উপজাতি গোষ্ঠীগুলোকে উসকানির মাধ্যমে চরম অস্থিরতা সৃষ্টির প্রচেষ্টা ইত্যাদির মতো একসঙ্গে সৃষ্ট অভ্যন্তরীণ নিরাপত্তা পরিস্থিতির মুখোমুখি বাংলাদেশ তার প্রতিষ্ঠার পর থেকে আর কখনো হয়নি। দুই মাসের জন্য সেনাবাহিনীর অফিসারদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষার নাজুকতা ও গুরত্বকেই প্রমাণ করে।
পানিসম্পদের নিরাপত্তা ইস্যুটি যে কত ভয়াবহ হতে পারে, আমরা আগেও তা অনেকবার প্রত্যক্ষ করেছি। কিন্তু এবার ভারত কোনো রকম পূর্বাভাস না দিয়ে তাদের বাঁধ খুলে আমাদের পূর্বাঞ্চলকে ডুবিয়ে শত মানুষের জীবন নিয়ে এবং লাখ লাখ মানুষকে নিঃস্ব করে খুব ভালোভাবে পানিসম্পদ নিরাপত্তার গুরুত্বের কথা বুঝিয়ে দিয়েছে। তবে জ্বালানি নিরাপত্তার চলমান সংকট, খাদ্য নিরাপত্তার মূল্যস্ফীতির সংকট ও মূল্যবোধ রক্ষার জন্য সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক আগ্রাসন বর্তমানে এতটা অগ্রাধিকার ভিত্তিতে আলোচিত না হলেও সংশ্লিষ্ট গোষ্ঠীগুলোর দুরভিসন্ধি থাকলে বা সরকারের অবহেলা হলে যেকোনো সময় সেগুলোও অস্থির হয়ে উঠতে পারে।
উপরোল্লিখিত আলোচনায় চিত্রিত বাংলাদেশের জাতীয় নিরাপত্তার বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে নিম্নলিখিত বিষয়গুলো অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনায় নেওয়া যেতে পারে:
১। জাতীয় নিরাপত্তাবিষয়ক জাতীয় কমিটি (NCSA)কে সক্রিয় করা। এই কমিটির অস্তিত্ব থাকলেও আমরা খুব কমই এই কমিটির কোনো অর্থবহ কর্মকাণ্ড প্রত্যক্ষ করেছি।
২। নিরাপত্তাবিষয়ক জাতীয় কমিটির নির্দেশনায় প্রয়োজনে বিশেষজ্ঞদের সহায়তা নিয়ে জরুরি ভিত্তিতে জাতীয় নিরাপত্তার জন্য হুমকি ও চ্যালঞ্জগুলো চিহ্নিত করে জাতীয় নিরাপত্তার অগ্রাধিকার নির্ধারণ করে জাতীয় নিরাপত্তা রক্ষার শক্তিগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা। পৃথিবীর অনেক দেশে জাতীয় নিরাপত্তা নীতিমালা (national security policy) প্রণীত হয় ও পরিবর্তিত পরিস্থিতির আলোকে নিয়মিত পর্যালোচনা করা হয়। জাতীয় নিরাপত্তা নীতিমালার আলোকে জাতীয় প্রতিরক্ষা নীতিমালা, অর্থনৈতিক নীতিমালা, পররাষ্ট্রসংক্রান্ত নীতিমালাসহ অন্য সব বিষয়ে নীতিমালা প্রণীত ও পর্যালোচনা করা হয়।
৩। জাতীয় নিরাপত্তা রক্ষার শক্তিগুলো (elements of national power) হলো: সামরিক, আধা সামরিক ও অন্যান্য বাহিনী, অর্থনীতি, কূটনীতি, মানবসম্পদ, জ্বালানিসম্পদ, পানিসম্পদ, সর্বোপরি জাতীয় ইচ্ছাশক্তি (national will)। এই শক্তিগুলো জাতীয় নিরাপত্তা নীতিমালার লক্ষ্যসমূহ (policy objectives) অর্জনে সর্বদা সক্রিয় রাখতে এবং তাদের মানোন্নয়নে সংশ্লিষ্ট বাহিনীসমূহ ও মন্ত্রণালায়গুলোর মধ্যে নিয়মিত সমন্বয়ের প্রতি গুরত্ব আরোপ করতে হবে। উল্লেখ করা যেতে পারে, কখনো কখনো কোনো কোনো রাস্তা ও ব্রিজের মত স্থাপনা নির্মাণ অর্থনৈতিকভাবে লাভবান হলেও জাতীয় প্রতিরক্ষা তথা জাতীয় নিরাপত্তাকে বিঘ্নিত করতে পারে। তাই এ ধরনের স্থাপনা নির্মাণের প্রজেক্ট গ্রহণের আগে জাতীয় নিরাপত্তাবিষয়ক কমিটি বা উপকমিটিতে আলোচনার মাধ্যমে যাচাই-বাছাই করার দাবি রাখে।
৪। অভ্যন্তরীণ নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া। এজন্য পুলিশ বাহিনী ও অন্যান্য বাহিনীসমূহ পুরোপুরি সুসংহত ও পুনর্গঠিত না হওয়া পর্যন্ত স্বশস্ত্র বাহিনীকে অভ্যন্তরীণ নিরাপত্তা কর্মকাণ্ডে নিয়োজিত রাখা। এর ব্যতিক্রম হলে অভ্যন্তরীণ নিরাপত্তা হুমকি হঠাৎ করেই সৃষ্টি হতে পারে এবং নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে এবং তার সুযোগে প্রতিবিপ্লব হয়ে যাওয়ার সুযোগ সৃষ্টি হতে পারে।
৫। জাতীয় প্রতিরক্ষাব্যবস্থা সুদৃঢ় করার জন্য স্বশস্ত্র বাহিনীকে প্রশিক্ষিত করে গড়ে তোলা ও আধুনিকায়ন করা একটা চলমান প্রক্রিয়া। এই প্রক্রিয়া চালু রাখতে হবে; তবে সবার আগে স্বশস্ত্র বাহিনীসহ সব আধা সামরিক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো ও এদের সব সদস্যের পেশাদারিত্ব বৃদ্ধি ও রাজনীতিমুক্ত রাখার জন্য প্রয়োজনীয় সংস্কার আনতে হবে।
পরিশেষে আমি মনে করি, অভ্যন্তরীণ নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করাসহ জাতীয় প্রতিরক্ষাব্যবস্থা সুদৃঢ় করতে পারলে এবং দুর্নীতিমুক্ত সমাজ গঠন ও সত্যিকার গণতান্ত্রিক শাসনব্যবস্থা প্রতিষ্ঠিত করতে পারলে অর্থনৈতিক নিরাপত্তাসহ অন্য সবনিরাপত্তা সহজেই নিশ্চিত করা সম্ভব হবে। শেখ হাসিনার ১৫ বছরের ফ্যাসিবাদী সরকারকে বিতাড়িত করে দ্বিতীয় স্বাধীনতা অর্জনে এবং ফেনী-নোয়াখালী অঞ্চলে স্মরণকালের ভয়াবহ বন্যায় বিপর্যস্ত ও দুর্দশাগ্রস্ত জনসাধারণের পাশে দাঁড়ানোর জন্য বাংলাদেশের ছাত্র-জনতা যে সাহস, ইচ্ছাশক্তি ও দেশপ্রেমের পরিচয় দিয়েছে, এতে আমরা নিশ্চিত করেই বলতে পারি যেযেকোনো দেশই বাংলাদেশে সামরিক আগ্রাসন চালাতে অনেকবার ভাববে। তা ছাড়া মহান মুক্তিযুদ্ধে আমাদের সাহস ও ইচ্ছাশক্তির প্রত্যক্ষ প্রমাণ তো আছেই।
লেখক: সাবেক সেনা কর্মকর্তা ও নিরাপত্তা বিশ্লেষক
(নিবন্ধে প্রকাশিত দৃষ্টিভঙ্গি ও বিশ্লেষণ লেখকের নিজস্ব।)

অবশেষে ১১ ডিসেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হলো। ইতিমধ্যে সবাই জেনে গেছেন, প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের পথরেখা বেঁধে দিলেন। বিভিন্ন রাজনৈতিক দল তফসিল নিয়ে তাদের মতামত জানিয়েছে।
১৮ ঘণ্টা আগে
হঠাৎ করেই বিজয়ের মাসে দেখা গেল মুক্তিযুদ্ধ নিয়ে কটূক্তি করছে একদল মানুষ। এই প্রবণতাকে পাত্তা না দিলেও চলত, কিন্তু সেগুলো যদি জাতীয় প্রচারমাধ্যম থেকে প্রচারিত হয়, তখন সত্যিই একটু ভাবতে হয়। এর যে প্রতিবাদ হওয়া দরকার, সেটা অনুভব করতে হয়। আইন বিষয়ে পড়াশোনা করলে আইন ভালোভাবে শেখা হয় বটে...
১৮ ঘণ্টা আগে
গত সপ্তাহে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ভারত সফর ও উভয় নেতার শীর্ষ বৈঠক অনেক কিছুরই ইঙ্গিত করে। ভারতের প্রধানমন্ত্রী পুতিনকে যেভাবে আলিঙ্গন করেছেন, স্বাগত জানিয়েছেন, একই গাড়িতে যাত্রা করেছেন, তা আলাস্কায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পুতিনের সাক্ষাতের কথাই মনে করিয়ে দেয়।
১৯ ঘণ্টা আগে
ঢাকা শহরের যানজটের সমস্যা থেকে কিছুটা হলেও মুক্তি দিয়েছে মেট্রোরেল। তবে এটা চালুর প্রায় দেড় বছরে এই আধুনিক গণপরিবহনব্যবস্থা মাঝে মাঝে বন্ধ হয়েছে। সেটা একটা ভাবনার বিষয়। মূলত এই সময়ের মধ্যে অন্তত ১০ বার মেট্রোরেল চলাচলে বাধার সৃষ্টি হয়েছে, যার বেশির ভাগই জনগণের গাফিলতির কারণে হয়েছে।
২ দিন আগেসম্পাদকীয়

অবশেষে ১১ ডিসেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হলো। ইতিমধ্যে সবাই জেনে গেছেন, প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের পথরেখা বেঁধে দিলেন। বিভিন্ন রাজনৈতিক দল তফসিল নিয়ে তাদের মতামত জানিয়েছে। প্রতিটি দলই এখন নির্বাচনী প্রস্তুতির জন্য উঠেপড়ে লাগবে। দীর্ঘ প্রতীক্ষিত নির্বাচন একটি সুস্থির সমাজব্যবস্থার দিকে দেশকে পরিচালিত করবে কি না, সেটাই এখন দেখার বিষয়।
এরই মধ্যে বেশ কিছু ঘটনা ঘটে গেছে। তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে সদ্য পদত্যাগকারী দুই ছাত্র উপদেষ্টার পদত্যাগ কার্যকর হয়েছে। এই দুই উপদেষ্টার নির্বাচনে অংশ নেওয়া না-নেওয়া নিয়ে তুমুল আলোচনা-সমালোচনা চলছে সামাজিক যোগাযোগমাধ্যমে। বিদেশি রাষ্ট্রদূতদেরও সক্রিয় দেখা গেছে নানাভাবে। বিভিন্ন দলের নেতাদের কাছে তাঁরা যাচ্ছেন, কথা বলছেন। এরই মধ্যে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে বেশ কিছু সংকট তৈরি হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কেন দেশে ফিরতে পারছেন না, তা নিয়ে জেগেছে প্রশ্ন। যে চাপের কথা তারেক রহমান নিজেই বলেছেন, সেই চাপ দেশের অভ্যন্তরের নাকি বিদেশি কোনো শক্তির তরফ থেকে—সে কথাও আলোচিত হয়েছে।
২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বিএনপির নেতৃত্বে গড়ে ওঠা জোট সরকারের বিরুদ্ধে অর্থ লোপাট, দুর্নীতি, হাওয়া ভবনের মাধ্যমে প্যারালাল সরকার চালানোর অভিযোগসহ নানা বিষয়ে আলোচনা হচ্ছে। এদিকে ডাকসু নেতাদের কিছু কথা, কিছু কর্মকাণ্ড নিয়েও প্রশ্ন জেগেছে মানুষের মনে। তফসিল ঘোষণার দিনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের নীল দলের এক নেতাকে একজন ডাকসু নেতার নেতৃত্বে হেনস্তা করার ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছিল। বিশ্ববিদ্যালয়ে শিক্ষক-শিক্ষার্থীর সম্পর্কের ভিত কাঁপিয়ে দিয়েছে এই ন্যক্কারজনক ঘটনা। সবচেয়ে শঙ্কার বিষয় হলো, দেশে-বিদেশে মুক্তিযুদ্ধ ও মুক্তিযুদ্ধের মূল নায়কদের নিয়ে কটাক্ষ করে কথা বলার প্রবণতা বেড়েছে। যাঁরা বলছেন, তাঁরা দেশের মূলধারার সংবাদমাধ্যমকেও ব্যবহার করছেন। অজস্র মিথ্যার বেসাতি গড়ে তোলা হচ্ছে, অথচ তাঁদের বিরুদ্ধে সরকারকে কোনো দৃষ্টান্তমূলক অবস্থান নিতে দেখা যায়নি।
আওয়ামী লীগের বিরুদ্ধে নির্বাচনব্যবস্থা কলুষিত করা, দুর্নীতি, ব্যাংক লুট, প্রতিষ্ঠান ভেঙে ফেলাসহ বহু অভিযোগ ছিল। যে রাজনৈতিক দলগুলো নির্যাতিত হয়েছিল আওয়ামী লীগ আমলে, তারাই ৫ আগস্টের পটপরিবর্তনের পর যে রূপে আবির্ভূত হয়েছে, তা মোটেই জনগণের প্রত্যাশিত রূপ নয়। সংবাদমাধ্যমে নিয়মিত বিভিন্ন দলের দুর্নীতি, চাঁদাবাজি, পদ-বাণিজ্য, খুনোখুনির খবর ভেসে আসছে। যে ছাত্র নেতৃত্বের ওপর ভরসা রাখার কথা ভেবেছে তরুণ প্রজন্ম, সেই তরুণেরাও আজ দ্বিধান্বিত। এ রকম এক অস্থির সময়ে আসছে নির্বাচন। আশা থাকবে, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, ব্যবসায়ীদের অবাধে কাজের সুযোগ, শিক্ষাঙ্গনে শৃঙ্খলা, রাজনৈতিক দলের চাঁদাবাজি বন্ধ, সাধারণ মানুষের জীবন ও কাজের নিরাপত্তাসহ কল্যাণকর কাজগুলো করবে নির্বাচিত সরকার। তবেই অস্থিরতা থেকে বের হওয়ার একটা উপায় খুঁজে পাওয়া যাবে।

অবশেষে ১১ ডিসেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হলো। ইতিমধ্যে সবাই জেনে গেছেন, প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের পথরেখা বেঁধে দিলেন। বিভিন্ন রাজনৈতিক দল তফসিল নিয়ে তাদের মতামত জানিয়েছে। প্রতিটি দলই এখন নির্বাচনী প্রস্তুতির জন্য উঠেপড়ে লাগবে। দীর্ঘ প্রতীক্ষিত নির্বাচন একটি সুস্থির সমাজব্যবস্থার দিকে দেশকে পরিচালিত করবে কি না, সেটাই এখন দেখার বিষয়।
এরই মধ্যে বেশ কিছু ঘটনা ঘটে গেছে। তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে সদ্য পদত্যাগকারী দুই ছাত্র উপদেষ্টার পদত্যাগ কার্যকর হয়েছে। এই দুই উপদেষ্টার নির্বাচনে অংশ নেওয়া না-নেওয়া নিয়ে তুমুল আলোচনা-সমালোচনা চলছে সামাজিক যোগাযোগমাধ্যমে। বিদেশি রাষ্ট্রদূতদেরও সক্রিয় দেখা গেছে নানাভাবে। বিভিন্ন দলের নেতাদের কাছে তাঁরা যাচ্ছেন, কথা বলছেন। এরই মধ্যে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে বেশ কিছু সংকট তৈরি হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কেন দেশে ফিরতে পারছেন না, তা নিয়ে জেগেছে প্রশ্ন। যে চাপের কথা তারেক রহমান নিজেই বলেছেন, সেই চাপ দেশের অভ্যন্তরের নাকি বিদেশি কোনো শক্তির তরফ থেকে—সে কথাও আলোচিত হয়েছে।
২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বিএনপির নেতৃত্বে গড়ে ওঠা জোট সরকারের বিরুদ্ধে অর্থ লোপাট, দুর্নীতি, হাওয়া ভবনের মাধ্যমে প্যারালাল সরকার চালানোর অভিযোগসহ নানা বিষয়ে আলোচনা হচ্ছে। এদিকে ডাকসু নেতাদের কিছু কথা, কিছু কর্মকাণ্ড নিয়েও প্রশ্ন জেগেছে মানুষের মনে। তফসিল ঘোষণার দিনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের নীল দলের এক নেতাকে একজন ডাকসু নেতার নেতৃত্বে হেনস্তা করার ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছিল। বিশ্ববিদ্যালয়ে শিক্ষক-শিক্ষার্থীর সম্পর্কের ভিত কাঁপিয়ে দিয়েছে এই ন্যক্কারজনক ঘটনা। সবচেয়ে শঙ্কার বিষয় হলো, দেশে-বিদেশে মুক্তিযুদ্ধ ও মুক্তিযুদ্ধের মূল নায়কদের নিয়ে কটাক্ষ করে কথা বলার প্রবণতা বেড়েছে। যাঁরা বলছেন, তাঁরা দেশের মূলধারার সংবাদমাধ্যমকেও ব্যবহার করছেন। অজস্র মিথ্যার বেসাতি গড়ে তোলা হচ্ছে, অথচ তাঁদের বিরুদ্ধে সরকারকে কোনো দৃষ্টান্তমূলক অবস্থান নিতে দেখা যায়নি।
আওয়ামী লীগের বিরুদ্ধে নির্বাচনব্যবস্থা কলুষিত করা, দুর্নীতি, ব্যাংক লুট, প্রতিষ্ঠান ভেঙে ফেলাসহ বহু অভিযোগ ছিল। যে রাজনৈতিক দলগুলো নির্যাতিত হয়েছিল আওয়ামী লীগ আমলে, তারাই ৫ আগস্টের পটপরিবর্তনের পর যে রূপে আবির্ভূত হয়েছে, তা মোটেই জনগণের প্রত্যাশিত রূপ নয়। সংবাদমাধ্যমে নিয়মিত বিভিন্ন দলের দুর্নীতি, চাঁদাবাজি, পদ-বাণিজ্য, খুনোখুনির খবর ভেসে আসছে। যে ছাত্র নেতৃত্বের ওপর ভরসা রাখার কথা ভেবেছে তরুণ প্রজন্ম, সেই তরুণেরাও আজ দ্বিধান্বিত। এ রকম এক অস্থির সময়ে আসছে নির্বাচন। আশা থাকবে, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, ব্যবসায়ীদের অবাধে কাজের সুযোগ, শিক্ষাঙ্গনে শৃঙ্খলা, রাজনৈতিক দলের চাঁদাবাজি বন্ধ, সাধারণ মানুষের জীবন ও কাজের নিরাপত্তাসহ কল্যাণকর কাজগুলো করবে নির্বাচিত সরকার। তবেই অস্থিরতা থেকে বের হওয়ার একটা উপায় খুঁজে পাওয়া যাবে।

জাতিরাষ্ট্র হিসাবে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা পৃথিবীর যেকোনো রাষ্ট্রের মতোই সবোর্চ্চ গুরুত্বপূর্ণ বিষয়। তবে প্রেক্ষাপট বিবেচনায় বাংলাদেশের জাতীয় নিরাপত্তার বর্তমান পরিস্থিতি সবচেয়ে বেশি উদ্বেগজনক। এখানে অত্যন্ত সংক্ষেপে বুঝার চেষ্টা করব যে, জাতীয় নিরাপত্তা ও জাতীয় নিরাপত্তার উপাদানগুলো কী, বাংলাদেশে
২৭ সেপ্টেম্বর ২০২৪
হঠাৎ করেই বিজয়ের মাসে দেখা গেল মুক্তিযুদ্ধ নিয়ে কটূক্তি করছে একদল মানুষ। এই প্রবণতাকে পাত্তা না দিলেও চলত, কিন্তু সেগুলো যদি জাতীয় প্রচারমাধ্যম থেকে প্রচারিত হয়, তখন সত্যিই একটু ভাবতে হয়। এর যে প্রতিবাদ হওয়া দরকার, সেটা অনুভব করতে হয়। আইন বিষয়ে পড়াশোনা করলে আইন ভালোভাবে শেখা হয় বটে...
১৮ ঘণ্টা আগে
গত সপ্তাহে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ভারত সফর ও উভয় নেতার শীর্ষ বৈঠক অনেক কিছুরই ইঙ্গিত করে। ভারতের প্রধানমন্ত্রী পুতিনকে যেভাবে আলিঙ্গন করেছেন, স্বাগত জানিয়েছেন, একই গাড়িতে যাত্রা করেছেন, তা আলাস্কায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পুতিনের সাক্ষাতের কথাই মনে করিয়ে দেয়।
১৯ ঘণ্টা আগে
ঢাকা শহরের যানজটের সমস্যা থেকে কিছুটা হলেও মুক্তি দিয়েছে মেট্রোরেল। তবে এটা চালুর প্রায় দেড় বছরে এই আধুনিক গণপরিবহনব্যবস্থা মাঝে মাঝে বন্ধ হয়েছে। সেটা একটা ভাবনার বিষয়। মূলত এই সময়ের মধ্যে অন্তত ১০ বার মেট্রোরেল চলাচলে বাধার সৃষ্টি হয়েছে, যার বেশির ভাগই জনগণের গাফিলতির কারণে হয়েছে।
২ দিন আগেজাহীদ রেজা নূর

হঠাৎ করেই বিজয়ের মাসে দেখা গেল মুক্তিযুদ্ধ নিয়ে কটূক্তি করছে একদল মানুষ। এই প্রবণতাকে পাত্তা না দিলেও চলত, কিন্তু সেগুলো যদি জাতীয় প্রচারমাধ্যম থেকে প্রচারিত হয়, তখন সত্যিই একটু ভাবতে হয়। এর যে প্রতিবাদ হওয়া দরকার, সেটা অনুভব করতে হয়। আইন বিষয়ে পড়াশোনা করলে আইন ভালোভাবে শেখা হয় বটে, কিন্তু ব্যারিস্টার বা উকিল হলেই দেশের ইতিহাস ভালো জানবে—এমন কোনো নিশ্চয়তা নেই। আমাদের দেশের কিছু আইন ব্যবসায়ী আমাদের বিজয় নিয়ে, বিজয়ের নায়কদের নিয়ে যেসব কথা বলে চলেছেন, তার তীব্র প্রতিবাদ হওয়া দরকার। তাঁদের ব্যাপারে সরকারের অবস্থানও পরিষ্কার করা উচিত। অন্তর্বর্তী সরকারের দায়িত্বশীল কারও কাছ থেকে মুক্তিযুদ্ধ নিয়ে করা কটাক্ষের ব্যাপারে তেমন কোনো কড়া কথা আমি অন্তত বলতে শুনিনি।
যতদূর স্মরণ করতে পারি, ২০২৪ সালের গণ-অভ্যুত্থানটি স্বাধীনতা বা বিজয় দিবসকে ছোট করার জন্য সংঘটিত হয়নি। একটি ন্যায়ভিত্তিক সমাজ গঠনের অঙ্গীকারে শামিল হয়েছিল দেশের আপামর মানুষ। এদের সবাই একই ভাবনা নিয়ে সামনের পথে এগোয়নি। সরকার পতন হলে কী হতে পারে কৌশল—এ রকম ভাবনাও কারও মাথায় ছিল বলে মনে হয় না। দেশের ছাত্র-জনতা এই আন্দোলনে যোগ দিয়েছিল প্রাণের তাগিদে। যখন লাশ পড়ছিল একের পর এক, তখন রাজপথকেই বেছে নিয়েছিল তারা। কিন্তু এই প্রচণ্ড আলোড়নে সরকার পড়ে যাবে—এ রকম ভাবনা হয়তো তাদের ছিল না। ছিল না সে রকম কোনো প্রস্তুতি। তাই গণ-অভ্যুত্থানের বিজয় কিছু প্রগাঢ় নীতিকথার জন্ম দিলেও রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক কোনো দিশা দেয়নি। শুধু কি নীতিকথা? অশ্রাব্য উচ্চারণ করে লাইক-কমেন্টে ছেয়ে যাওয়া একদল নেতার সন্ধান আজকাল পাওয়া যাচ্ছে, যাঁরা টিনের চালে কাউয়ার পাশাপাশি আরও কত কিছু দেখছেন! বৈষম্যবিরোধী আন্দোলন করতে করতে চাঁদাবাজি করার পথে শামিল হচ্ছেন। আর এই ধরনের অরাজকতা চালানোর পাশাপাশি মুক্তিযোদ্ধাদের গলায় জুতার মালা পরিয়ে প্রচার করছেন গণমাধ্যমে। তাঁরা ভাবছেন, স্বাধীনতার সব অর্জনকে কটাক্ষ করতে পারলে এ দেশের মানুষ একদিন ‘লড়কে লেঙ্গে পাকিস্তান’-এর সহযাত্রী হয়ে উঠবে আবারও।
কী হতে কী হয়ে গেল, এখন স্বাধীনতা দিবস, বিজয় দিবস নিয়ে কথা বলতে ভয় পায় মানুষ। একটি স্বাধীন দেশে স্বাধীনতা বা বিজয় শব্দগুলো কি নিষিদ্ধ হয়ে গেল নাকি? গত বছর শিল্পকলা একাডেমি যখন বিজয় উৎসব পালন করছিল, তখন ভয়ে ভয়ে তারা ‘বিজয় উৎসব’কে ‘ডিসেম্বর উৎসব’ লিখেছিল, সে কথা কি মনে আছে কারও? পরে প্রবল আপত্তির মুখে আবার তারা ‘বিজয় উৎসব’-এ ফিরে এসেছিল। স্বাধীনতা আর বিজয় শব্দ দুটি উচ্চারণ করার মতো বুকের পাটা নেই একটি সরকারি প্রতিষ্ঠানের—এটা যে কত বড় দুর্ভাবনার ব্যাপার, তা কি বলে বোঝানো যাবে?
১৯৭১ সালে যে ঘটনা ঘটেছিল এই ভূখণ্ডে, তার ছাপ পাওয়া যায় সারা বিশ্বে। সে সময়কার বিশ্বের দিকে তাকালে বোঝা যায়, কোন কোন ব্যাপার নিয়ে অস্থিরতা চলছিল। মনে করিয়ে দিই, রাশিয়া-চীনের দ্বন্দ্বের কারণে কমিউনিস্ট দুনিয়ার ভাঙন, পরাশক্তি হিসেবে মার্কিনদের বিজয়যাত্রা, সাম্রাজ্যবাদের বিকাশ, উপনিবেশগুলো ভেঙে নতুন নতুন স্বাধীন দেশ গঠন এবং তার কোনো কোনো দেশের বাম দিকে ঘেঁষা রাজনীতি, কিছু কিছু দেশে নব্য স্বৈরাচারের আবির্ভাব ইত্যাদি নানা প্যাঁচে পড়ে অস্থির হয়ে পড়েছিল বৈশ্বিক রাজনীতি। ভিয়েতনাম যুদ্ধ তখন আলোচনায় রয়েছে। এ রকমই একটা অবস্থায় ষাটের দশকের মধ্যভাগে ১৯৬৬ সালে শেখ মুজিবুর রহমান ঘোষণা করলেন ৬ দফা। সেই ৬ দফা নতুন কিছু ছিল না। ১৯৪০ সালের লাহোর প্রস্তাবে কিংবা ১৯৫৪ সালের যুক্তফ্রন্টের ইশতেহারেও এই আঞ্চলিক স্বায়ত্তশাসনের বিষয়টির দেখা মেলে। ১৯৬৬ সালের দিকে পশ্চিম পাকিস্তানিদের চালানো শোষণ-বঞ্চনার বিষয়টি আমূল প্রকাশিত হয়ে পড়লে তা বাঙালির আবেগকে তাড়িত করেছিল। ফলে আগরতলা ষড়যন্ত্র মামলা, উনসত্তরের গণ-অভ্যুত্থানের মাধ্যমে এই ভূখণ্ডের মানুষ জানান দিয়েছিল, মাথায় হাত বোলানোর রাজনীতি আর চলবে না এখানে।
এত বড় বড় দল থাকতে ১৯৭০ সালের নির্বাচনে কী করে আওয়ামী লীগ এত বড় বিজয় পেল, সে ইতিহাস নানাভাবে লেখা হয়েছে। এটাই ছিল বাংলার রায়। দেশের জনগণ সেই রায়ে ক্ষমতা দিয়েছিল ক্যারিশম্যাটিক নেতা শেখ মুজিবুর রহমানকে। সলিমুল্লাহ খানদের গুরু আহমদ ছফার বিখ্যাত উক্তিটি এখানে প্রযোজ্য। ছফা লিখেছেন, ‘বাংলাদেশের স্বাধীনতা এবং শেখ মুজিবুর রহমান একটি যমজ শব্দ। একটাকে বাদ দিয়ে অন্যটার অস্তিত্ব কল্পনাও করা যায় না। শেখ মুজিবুর রহমান স্বাধীন বাংলাদেশের স্থপতি। যারা এই সত্য অস্বীকার করবে, তাদের সঙ্গে কোনো রকমের বিতর্ক, বাদ-প্রতিবাদ করতেও আমরা রাজি হব না।’ ভুল শোনেননি, ছফা এ কথাই বলেছেন। এবং এখানেই তা শেষ করেননি। তিনি যোগ করেছেন, ‘বাংলাদেশের স্বাধীনতার সঙ্গে শেখ মুজিবের নাম এমন অচ্ছেদ্যভাবে যুক্ত হয়ে পড়েছে, যত পণ্ডিত হোন না কেন ব্যাখ্যা বিশ্লেষণের নিপুণতা এবং যুক্তির মারপ্যাঁচ দেখিয়ে কোনো ব্যক্তি একটা থেকে আর একটাকে পৃথক করতে পারবেন না।’
ছফাকে এসব কথা বলতে হলো কেন? তিনি তো তাঁর শিষ্যদের মতোই শেখ মুজিবকে অগ্রাহ্য করে অথবা জাতির ভিলেন বানিয়ে উপস্থাপন করতে পারতেন। কেন ছফা সেটা করেননি? আমার মনে হয়, ছফা ভেবে দেখেছেন, ইতিহাস নিয়ে মিথ্যে তথ্য দিলে ইতিহাসের কোনো না কোনো পর্যায়ে এসে তা ধরা পড়বেই। তখন আত্মপরিচয়েই টান পড়বে। শেখ মুজিব সম্পর্কে নানা ধরনের নেতিবাচক মন্তব্য করলেও ছফা স্বাধীনতা ও শেখ মুজিবের পারস্পরিক সম্পর্ক নিয়ে নির্মোহ মতামত দিয়েছেন।
ইতিহাসবিমুখ পাকিস্তানপ্রেমী অর্বাচীনেরা এই স্বাধীন বাংলাদেশে বসে ইতিহাস বিকৃতি করে চলেছেন। এতে আমাদের তরুণসমাজ কতটা বিভ্রান্ত হবে, সে প্রশ্নের উত্তর এত দ্রুত পাওয়া যাবে না।
বিষয়টি বুঝতে চাইলে কয়েকটি বিষয়ে আলোচনা করা দরকার। আমাদের সমাজে এই প্রতীকগুলো কীভাবে আছে, তা বুঝতে পারলেই স্বাধীনতা বা বিজয় আমাদের দেশে এখন কোন মর্যাদায় আছে, তা বোঝা যাবে। স্বাধীনতা বা দেশপ্রেমকে হুমকির মুখে ফেলতে হলে এমন কিছু কাজ করতে হয়, যাতে শুরুতেই ভয় আর আতঙ্ককে ছড়িয়ে দেওয়া যায়। তারপর প্রতিষ্ঠিত সত্যগুলো নিয়ে প্রশ্ন তোলা হয়। পতাকা, জাতীয় সংগীত নিয়ে বাজে কথা বলা—এভাবেই আস্তে আস্তে প্রতিক্রিয়াশীল চক্র তাদের পায়ের নিচে মাটি খোঁজে।
পাঠক, আপনি মনে করুন একটি পরীক্ষা দিতে বসেছেন। আমি কিছু প্রশ্ন রেখে যাব, পাঠক এই প্রশ্নগুলোর উত্তর খুঁজে নিজেই এই পরীক্ষার প্রশ্নগুলোয় নম্বর দেবেন। তাঁরাই নির্ধারণ করবেন, কেমন আছে আজকের বাংলাদেশ।
প্রশ্নগুলো এমন: কেমন আছে দেশের বিচারব্যবস্থা? কেমন আছে নির্বাচন কমিশন? তারা কি স্বাধীনভাবে নিজেদের কাজ করে যাচ্ছে?
গণমাধ্যমের স্বাধীনতা কোন অবস্থায় আছে? সাংবাদিক-লেখক-গবেষকেরা কি নির্দ্বিধায় নির্বিঘ্নে কাজ করার মতো পরিবেশ পাচ্ছেন?
সমাজে কোনো বড় সংঘাত নেই তো? ঐক্যের কথা বলা হচ্ছে সব জায়গা থেকে। দেশের ডাকসাইটে স্টেকহোল্ডারদের মধ্যে সেই ঐক্য কি দেখা যাচ্ছে? বিভাজনের রাজনীতিকে কি সরিয়ে দেওয়া গেছে? সন্দেহ-অবিশ্বাসের রাজনীতি কি আছে, নাকি বিদায় নিয়েছে?
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাধারণ জনগণ কি সন্তুষ্ট? মব বলুন আর চাপ প্রয়োগের রাজনীতি বলুন, সেগুলো কি জনমনে ভীতি ছড়াচ্ছে?
আপনি কি এমন কিছু লক্ষ করছেন, যেখানে সত্য ও মিথ্যাকে কাছাকাছি রেখে নাগরিকদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাকে প্রশ্নের মুখে ফেলে দেওয়া হয়?
আপনি কি সামাজিক বন্ধন ভেঙে ফেলার প্রবণতা লক্ষ করেছেন? আউল-বাউলের দেশে গানবাজনা কি হুমকির মুখে পড়েছে? ‘তৌহিদি জনতা’ আদতে কাদের কোন লক্ষ্য বাস্তবায়ন করছে? সরকার কি এদের বিরুদ্ধে কোনো কঠোর পদক্ষেপ নিয়েছে? উত্তেজনা ছড়ায় যারা, তাদের পুলিশ ছেড়ে দিচ্ছে, আর যারা অত্যাচারিত হয়েছে, তাদের ধরে নিয়ে যাচ্ছে—এ রকম কিছু কি আপনার নজরে পড়েছে?
সমষ্টিগত শক্তি ভেঙে দেওয়ার জন্য কোনো বাঁশিওয়ালা কি বাঁশি বাজাচ্ছে? আপনি কি লক্ষ করেছেন শুধু ধর্মীয় সংখ্যালঘুই নয়, নানাভাবে যাঁরা সংখ্যালঘু, তাঁদের মারধর করে সংখ্যাগুরু অংশ আখের গুছিয়ে নিচ্ছে?
আপনি কি বর্তমান রাজনৈতিক দলগুলোর মধ্যে এমন কোনো অঙ্গীকার দেখতে পাচ্ছেন, যাতে তাদের ইশতেহার অনুযায়ী জনগণ একটি ‘সোনার বাংলা’য় বসবাস করবে?
প্রশ্নগুলোর উত্তর নিজে লিখুন। প্রতিটি প্রশ্নের জন্য ১০ নম্বর বরাদ্দ করুন। যোগফল মেলান, তারপর একটা সিদ্ধান্তে আসুন।
আপনি তখন বুঝতে পারবেন, গণ-অভ্যুত্থানকে কেউ কেউ স্বাধীনতাবিরোধিতার জায়গায় সুকৌশলে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। যে তরুণেরা সেই অপচেষ্টা রুখে দিতে পারে, সে তরুণদের প্রতীক্ষায় আছি।

হঠাৎ করেই বিজয়ের মাসে দেখা গেল মুক্তিযুদ্ধ নিয়ে কটূক্তি করছে একদল মানুষ। এই প্রবণতাকে পাত্তা না দিলেও চলত, কিন্তু সেগুলো যদি জাতীয় প্রচারমাধ্যম থেকে প্রচারিত হয়, তখন সত্যিই একটু ভাবতে হয়। এর যে প্রতিবাদ হওয়া দরকার, সেটা অনুভব করতে হয়। আইন বিষয়ে পড়াশোনা করলে আইন ভালোভাবে শেখা হয় বটে, কিন্তু ব্যারিস্টার বা উকিল হলেই দেশের ইতিহাস ভালো জানবে—এমন কোনো নিশ্চয়তা নেই। আমাদের দেশের কিছু আইন ব্যবসায়ী আমাদের বিজয় নিয়ে, বিজয়ের নায়কদের নিয়ে যেসব কথা বলে চলেছেন, তার তীব্র প্রতিবাদ হওয়া দরকার। তাঁদের ব্যাপারে সরকারের অবস্থানও পরিষ্কার করা উচিত। অন্তর্বর্তী সরকারের দায়িত্বশীল কারও কাছ থেকে মুক্তিযুদ্ধ নিয়ে করা কটাক্ষের ব্যাপারে তেমন কোনো কড়া কথা আমি অন্তত বলতে শুনিনি।
যতদূর স্মরণ করতে পারি, ২০২৪ সালের গণ-অভ্যুত্থানটি স্বাধীনতা বা বিজয় দিবসকে ছোট করার জন্য সংঘটিত হয়নি। একটি ন্যায়ভিত্তিক সমাজ গঠনের অঙ্গীকারে শামিল হয়েছিল দেশের আপামর মানুষ। এদের সবাই একই ভাবনা নিয়ে সামনের পথে এগোয়নি। সরকার পতন হলে কী হতে পারে কৌশল—এ রকম ভাবনাও কারও মাথায় ছিল বলে মনে হয় না। দেশের ছাত্র-জনতা এই আন্দোলনে যোগ দিয়েছিল প্রাণের তাগিদে। যখন লাশ পড়ছিল একের পর এক, তখন রাজপথকেই বেছে নিয়েছিল তারা। কিন্তু এই প্রচণ্ড আলোড়নে সরকার পড়ে যাবে—এ রকম ভাবনা হয়তো তাদের ছিল না। ছিল না সে রকম কোনো প্রস্তুতি। তাই গণ-অভ্যুত্থানের বিজয় কিছু প্রগাঢ় নীতিকথার জন্ম দিলেও রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক কোনো দিশা দেয়নি। শুধু কি নীতিকথা? অশ্রাব্য উচ্চারণ করে লাইক-কমেন্টে ছেয়ে যাওয়া একদল নেতার সন্ধান আজকাল পাওয়া যাচ্ছে, যাঁরা টিনের চালে কাউয়ার পাশাপাশি আরও কত কিছু দেখছেন! বৈষম্যবিরোধী আন্দোলন করতে করতে চাঁদাবাজি করার পথে শামিল হচ্ছেন। আর এই ধরনের অরাজকতা চালানোর পাশাপাশি মুক্তিযোদ্ধাদের গলায় জুতার মালা পরিয়ে প্রচার করছেন গণমাধ্যমে। তাঁরা ভাবছেন, স্বাধীনতার সব অর্জনকে কটাক্ষ করতে পারলে এ দেশের মানুষ একদিন ‘লড়কে লেঙ্গে পাকিস্তান’-এর সহযাত্রী হয়ে উঠবে আবারও।
কী হতে কী হয়ে গেল, এখন স্বাধীনতা দিবস, বিজয় দিবস নিয়ে কথা বলতে ভয় পায় মানুষ। একটি স্বাধীন দেশে স্বাধীনতা বা বিজয় শব্দগুলো কি নিষিদ্ধ হয়ে গেল নাকি? গত বছর শিল্পকলা একাডেমি যখন বিজয় উৎসব পালন করছিল, তখন ভয়ে ভয়ে তারা ‘বিজয় উৎসব’কে ‘ডিসেম্বর উৎসব’ লিখেছিল, সে কথা কি মনে আছে কারও? পরে প্রবল আপত্তির মুখে আবার তারা ‘বিজয় উৎসব’-এ ফিরে এসেছিল। স্বাধীনতা আর বিজয় শব্দ দুটি উচ্চারণ করার মতো বুকের পাটা নেই একটি সরকারি প্রতিষ্ঠানের—এটা যে কত বড় দুর্ভাবনার ব্যাপার, তা কি বলে বোঝানো যাবে?
১৯৭১ সালে যে ঘটনা ঘটেছিল এই ভূখণ্ডে, তার ছাপ পাওয়া যায় সারা বিশ্বে। সে সময়কার বিশ্বের দিকে তাকালে বোঝা যায়, কোন কোন ব্যাপার নিয়ে অস্থিরতা চলছিল। মনে করিয়ে দিই, রাশিয়া-চীনের দ্বন্দ্বের কারণে কমিউনিস্ট দুনিয়ার ভাঙন, পরাশক্তি হিসেবে মার্কিনদের বিজয়যাত্রা, সাম্রাজ্যবাদের বিকাশ, উপনিবেশগুলো ভেঙে নতুন নতুন স্বাধীন দেশ গঠন এবং তার কোনো কোনো দেশের বাম দিকে ঘেঁষা রাজনীতি, কিছু কিছু দেশে নব্য স্বৈরাচারের আবির্ভাব ইত্যাদি নানা প্যাঁচে পড়ে অস্থির হয়ে পড়েছিল বৈশ্বিক রাজনীতি। ভিয়েতনাম যুদ্ধ তখন আলোচনায় রয়েছে। এ রকমই একটা অবস্থায় ষাটের দশকের মধ্যভাগে ১৯৬৬ সালে শেখ মুজিবুর রহমান ঘোষণা করলেন ৬ দফা। সেই ৬ দফা নতুন কিছু ছিল না। ১৯৪০ সালের লাহোর প্রস্তাবে কিংবা ১৯৫৪ সালের যুক্তফ্রন্টের ইশতেহারেও এই আঞ্চলিক স্বায়ত্তশাসনের বিষয়টির দেখা মেলে। ১৯৬৬ সালের দিকে পশ্চিম পাকিস্তানিদের চালানো শোষণ-বঞ্চনার বিষয়টি আমূল প্রকাশিত হয়ে পড়লে তা বাঙালির আবেগকে তাড়িত করেছিল। ফলে আগরতলা ষড়যন্ত্র মামলা, উনসত্তরের গণ-অভ্যুত্থানের মাধ্যমে এই ভূখণ্ডের মানুষ জানান দিয়েছিল, মাথায় হাত বোলানোর রাজনীতি আর চলবে না এখানে।
এত বড় বড় দল থাকতে ১৯৭০ সালের নির্বাচনে কী করে আওয়ামী লীগ এত বড় বিজয় পেল, সে ইতিহাস নানাভাবে লেখা হয়েছে। এটাই ছিল বাংলার রায়। দেশের জনগণ সেই রায়ে ক্ষমতা দিয়েছিল ক্যারিশম্যাটিক নেতা শেখ মুজিবুর রহমানকে। সলিমুল্লাহ খানদের গুরু আহমদ ছফার বিখ্যাত উক্তিটি এখানে প্রযোজ্য। ছফা লিখেছেন, ‘বাংলাদেশের স্বাধীনতা এবং শেখ মুজিবুর রহমান একটি যমজ শব্দ। একটাকে বাদ দিয়ে অন্যটার অস্তিত্ব কল্পনাও করা যায় না। শেখ মুজিবুর রহমান স্বাধীন বাংলাদেশের স্থপতি। যারা এই সত্য অস্বীকার করবে, তাদের সঙ্গে কোনো রকমের বিতর্ক, বাদ-প্রতিবাদ করতেও আমরা রাজি হব না।’ ভুল শোনেননি, ছফা এ কথাই বলেছেন। এবং এখানেই তা শেষ করেননি। তিনি যোগ করেছেন, ‘বাংলাদেশের স্বাধীনতার সঙ্গে শেখ মুজিবের নাম এমন অচ্ছেদ্যভাবে যুক্ত হয়ে পড়েছে, যত পণ্ডিত হোন না কেন ব্যাখ্যা বিশ্লেষণের নিপুণতা এবং যুক্তির মারপ্যাঁচ দেখিয়ে কোনো ব্যক্তি একটা থেকে আর একটাকে পৃথক করতে পারবেন না।’
ছফাকে এসব কথা বলতে হলো কেন? তিনি তো তাঁর শিষ্যদের মতোই শেখ মুজিবকে অগ্রাহ্য করে অথবা জাতির ভিলেন বানিয়ে উপস্থাপন করতে পারতেন। কেন ছফা সেটা করেননি? আমার মনে হয়, ছফা ভেবে দেখেছেন, ইতিহাস নিয়ে মিথ্যে তথ্য দিলে ইতিহাসের কোনো না কোনো পর্যায়ে এসে তা ধরা পড়বেই। তখন আত্মপরিচয়েই টান পড়বে। শেখ মুজিব সম্পর্কে নানা ধরনের নেতিবাচক মন্তব্য করলেও ছফা স্বাধীনতা ও শেখ মুজিবের পারস্পরিক সম্পর্ক নিয়ে নির্মোহ মতামত দিয়েছেন।
ইতিহাসবিমুখ পাকিস্তানপ্রেমী অর্বাচীনেরা এই স্বাধীন বাংলাদেশে বসে ইতিহাস বিকৃতি করে চলেছেন। এতে আমাদের তরুণসমাজ কতটা বিভ্রান্ত হবে, সে প্রশ্নের উত্তর এত দ্রুত পাওয়া যাবে না।
বিষয়টি বুঝতে চাইলে কয়েকটি বিষয়ে আলোচনা করা দরকার। আমাদের সমাজে এই প্রতীকগুলো কীভাবে আছে, তা বুঝতে পারলেই স্বাধীনতা বা বিজয় আমাদের দেশে এখন কোন মর্যাদায় আছে, তা বোঝা যাবে। স্বাধীনতা বা দেশপ্রেমকে হুমকির মুখে ফেলতে হলে এমন কিছু কাজ করতে হয়, যাতে শুরুতেই ভয় আর আতঙ্ককে ছড়িয়ে দেওয়া যায়। তারপর প্রতিষ্ঠিত সত্যগুলো নিয়ে প্রশ্ন তোলা হয়। পতাকা, জাতীয় সংগীত নিয়ে বাজে কথা বলা—এভাবেই আস্তে আস্তে প্রতিক্রিয়াশীল চক্র তাদের পায়ের নিচে মাটি খোঁজে।
পাঠক, আপনি মনে করুন একটি পরীক্ষা দিতে বসেছেন। আমি কিছু প্রশ্ন রেখে যাব, পাঠক এই প্রশ্নগুলোর উত্তর খুঁজে নিজেই এই পরীক্ষার প্রশ্নগুলোয় নম্বর দেবেন। তাঁরাই নির্ধারণ করবেন, কেমন আছে আজকের বাংলাদেশ।
প্রশ্নগুলো এমন: কেমন আছে দেশের বিচারব্যবস্থা? কেমন আছে নির্বাচন কমিশন? তারা কি স্বাধীনভাবে নিজেদের কাজ করে যাচ্ছে?
গণমাধ্যমের স্বাধীনতা কোন অবস্থায় আছে? সাংবাদিক-লেখক-গবেষকেরা কি নির্দ্বিধায় নির্বিঘ্নে কাজ করার মতো পরিবেশ পাচ্ছেন?
সমাজে কোনো বড় সংঘাত নেই তো? ঐক্যের কথা বলা হচ্ছে সব জায়গা থেকে। দেশের ডাকসাইটে স্টেকহোল্ডারদের মধ্যে সেই ঐক্য কি দেখা যাচ্ছে? বিভাজনের রাজনীতিকে কি সরিয়ে দেওয়া গেছে? সন্দেহ-অবিশ্বাসের রাজনীতি কি আছে, নাকি বিদায় নিয়েছে?
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাধারণ জনগণ কি সন্তুষ্ট? মব বলুন আর চাপ প্রয়োগের রাজনীতি বলুন, সেগুলো কি জনমনে ভীতি ছড়াচ্ছে?
আপনি কি এমন কিছু লক্ষ করছেন, যেখানে সত্য ও মিথ্যাকে কাছাকাছি রেখে নাগরিকদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাকে প্রশ্নের মুখে ফেলে দেওয়া হয়?
আপনি কি সামাজিক বন্ধন ভেঙে ফেলার প্রবণতা লক্ষ করেছেন? আউল-বাউলের দেশে গানবাজনা কি হুমকির মুখে পড়েছে? ‘তৌহিদি জনতা’ আদতে কাদের কোন লক্ষ্য বাস্তবায়ন করছে? সরকার কি এদের বিরুদ্ধে কোনো কঠোর পদক্ষেপ নিয়েছে? উত্তেজনা ছড়ায় যারা, তাদের পুলিশ ছেড়ে দিচ্ছে, আর যারা অত্যাচারিত হয়েছে, তাদের ধরে নিয়ে যাচ্ছে—এ রকম কিছু কি আপনার নজরে পড়েছে?
সমষ্টিগত শক্তি ভেঙে দেওয়ার জন্য কোনো বাঁশিওয়ালা কি বাঁশি বাজাচ্ছে? আপনি কি লক্ষ করেছেন শুধু ধর্মীয় সংখ্যালঘুই নয়, নানাভাবে যাঁরা সংখ্যালঘু, তাঁদের মারধর করে সংখ্যাগুরু অংশ আখের গুছিয়ে নিচ্ছে?
আপনি কি বর্তমান রাজনৈতিক দলগুলোর মধ্যে এমন কোনো অঙ্গীকার দেখতে পাচ্ছেন, যাতে তাদের ইশতেহার অনুযায়ী জনগণ একটি ‘সোনার বাংলা’য় বসবাস করবে?
প্রশ্নগুলোর উত্তর নিজে লিখুন। প্রতিটি প্রশ্নের জন্য ১০ নম্বর বরাদ্দ করুন। যোগফল মেলান, তারপর একটা সিদ্ধান্তে আসুন।
আপনি তখন বুঝতে পারবেন, গণ-অভ্যুত্থানকে কেউ কেউ স্বাধীনতাবিরোধিতার জায়গায় সুকৌশলে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। যে তরুণেরা সেই অপচেষ্টা রুখে দিতে পারে, সে তরুণদের প্রতীক্ষায় আছি।

জাতিরাষ্ট্র হিসাবে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা পৃথিবীর যেকোনো রাষ্ট্রের মতোই সবোর্চ্চ গুরুত্বপূর্ণ বিষয়। তবে প্রেক্ষাপট বিবেচনায় বাংলাদেশের জাতীয় নিরাপত্তার বর্তমান পরিস্থিতি সবচেয়ে বেশি উদ্বেগজনক। এখানে অত্যন্ত সংক্ষেপে বুঝার চেষ্টা করব যে, জাতীয় নিরাপত্তা ও জাতীয় নিরাপত্তার উপাদানগুলো কী, বাংলাদেশে
২৭ সেপ্টেম্বর ২০২৪
অবশেষে ১১ ডিসেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হলো। ইতিমধ্যে সবাই জেনে গেছেন, প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের পথরেখা বেঁধে দিলেন। বিভিন্ন রাজনৈতিক দল তফসিল নিয়ে তাদের মতামত জানিয়েছে।
১৮ ঘণ্টা আগে
গত সপ্তাহে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ভারত সফর ও উভয় নেতার শীর্ষ বৈঠক অনেক কিছুরই ইঙ্গিত করে। ভারতের প্রধানমন্ত্রী পুতিনকে যেভাবে আলিঙ্গন করেছেন, স্বাগত জানিয়েছেন, একই গাড়িতে যাত্রা করেছেন, তা আলাস্কায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পুতিনের সাক্ষাতের কথাই মনে করিয়ে দেয়।
১৯ ঘণ্টা আগে
ঢাকা শহরের যানজটের সমস্যা থেকে কিছুটা হলেও মুক্তি দিয়েছে মেট্রোরেল। তবে এটা চালুর প্রায় দেড় বছরে এই আধুনিক গণপরিবহনব্যবস্থা মাঝে মাঝে বন্ধ হয়েছে। সেটা একটা ভাবনার বিষয়। মূলত এই সময়ের মধ্যে অন্তত ১০ বার মেট্রোরেল চলাচলে বাধার সৃষ্টি হয়েছে, যার বেশির ভাগই জনগণের গাফিলতির কারণে হয়েছে।
২ দিন আগেড. মঞ্জুরে খোদা

গত সপ্তাহে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ভারত সফর ও উভয় নেতার শীর্ষ বৈঠক অনেক কিছুরই ইঙ্গিত করে। ভারতের প্রধানমন্ত্রী পুতিনকে যেভাবে আলিঙ্গন করেছেন, স্বাগত জানিয়েছেন, একই গাড়িতে যাত্রা করেছেন, তা আলাস্কায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পুতিনের সাক্ষাতের কথাই মনে করিয়ে দেয়। মোদি প্রেসিডেন্ট পুতিনকে সময়ের পরীক্ষিত বন্ধু, পারস্পরিক শ্রদ্ধা ও আস্থার প্রতীক হিসেবে বর্ণনা করেন। এই আস্থা ও হৃদ্যতা ভারত-রাশিয়া সম্পর্কের গভীর মাত্রাকেই নির্দেশ করে। পুতিন তাঁর ক্ষমতা গ্রহণের ২৫ বছরে ১০ বার ভারত সফর করেছেন। তবে ২০২২ সালে ইউক্রেন যুদ্ধ শুরুর পর এটিই ছিল তাঁর প্রথম ভারত সফর।
পুতিনের এই ভারত সফর নিছক কোনো রুটিন বিষয় ছিল না। ভারত-রাশিয়া সম্পর্কের ধারাবাহিকতা আঞ্চলিক ও আন্তর্জাতিক রাজনীতিতে গুরুত্বপূর্ণ বার্তা প্রদান করে। তাঁদের সাক্ষাৎ ছিল বিশ্বরাজনীতির আগ্রহের বিষয়, কেননা ট্রাম্প ক্ষমতায় আসার পর শুল্ক নিয়ে মোদির সঙ্গে যে সম্পর্কের টানাপোড়েন চলছিল ও বরফ গলছিল, তখনই পুতিন ভারত সফর করলেন। প্রশ্ন হচ্ছে, ভারত-রাশিয়া এই বৈঠকে কে কী অর্জন করল, তার কয়েকটি দিক আলোচনা করা যাক।
প্রতিরক্ষা সহযোগিতা
পুতিনের এই সফরের মাধ্যমে ভারত তাদের প্রতিরক্ষা সহযোগিতার বিষয়টি পুনরায় নিশ্চিত করল। রাশিয়া এখনো ভারতের প্রধান সমরাস্ত্রের সরবরাহকারী। যদিও ১৯৭০-৮০-এর দশকে ভারতের অস্ত্রের প্রায় ৮০ ভাগই রাশিয়া সরবরাহ করত। পুতিন এবারের সফরে ভারতকে এস ৫০০ আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সিস্টেম হস্তান্তর, অতিরিক্ত সামরিক প্ল্যাটফর্ম, হেলিকপ্টার ও ইঞ্জিন কো-প্রোডাকশনসহ দীর্ঘমেয়াদি প্রকল্পগুলো নিয়ে আবারও তাদের প্রতিশ্রুতি নিশ্চিত করেছে। ‘প্রিভিলেজ কম্প্রিহেনসিভ স্ট্র্যাটেজিকস পার্টনারশিপ’ চুক্তির আওতায় রাশিয়ার সেনাবাহিনী ভারতের যেকোনো স্থল, বিমান ও নৌবন্দরকে তাদের প্রয়োজনে ব্যবহার করতে পারবে। সামরিক প্রয়োজনে একে অন্যের ভূমিও ব্যবহার করতে পারবে। মার্কিন নিষেধাজ্ঞার ঝুঁকি সত্ত্বেও রাশিয়ার সঙ্গে এই প্রতিরক্ষা বোঝাপড়ার মাধ্যমে ভারত তাদের কৌশলগত নিজস্বতা নিশ্চিত করল।
জ্বালানি ও অর্থনৈতিক সুবিধা
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ-পরবর্তী পরিস্থিতিতে ভারত রাশিয়া থেকে অনেক কম মূল্যে বিপুল তেল আমদানি করছে। এই সফরের মাধ্যমে ভারত তাদের জ্বালানিনিরাপত্তা, পরিশোধন সক্ষমতা, দীর্ঘমেয়াদি তেল-গ্যাস চুক্তিকে আরও শক্তিশালী করল। রাশিয়ার সস্তা অপরিশোধিত তেল ভারতের মুদ্রাস্ফীতি কমাতে, বৈদেশিক মুদ্রার সাশ্রয় ও সঞ্চয় করতে এবং পরিশোধন মুনাফা বাড়াতে সাহায্য করছে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ফলে বিশ্বে জ্বালানির বাজার অস্থিতিশীল হলে রাশিয়ার জ্বালানি শক্তি এই অঞ্চলে স্থিতিশীলতা নিশ্চিত করতে ভবিষ্যতেও ভূমিকা রাখবে।
বাণিজ্য বৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ
২০২৪-২৫ অর্থবছরে ভারত-রাশিয়ার দ্বিপক্ষীয় বাণিজ্য প্রায় ৬৮ দশমিক ৭ বিলিয়ন ডলারে পৌঁছেছে। যদিও এই বাণিজ্য ভারসাম্যমূলক নয়। রাশিয়ায় ভারতীয় আমদানি প্রায় ৫ বিলিয়ন ডলার। তবে পুতিন-মোদি শীর্ষ সম্মেলনে উভয় দেশ ২০৩০ সালের মধ্যে এই বাণিজ্য ১০০ বিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। এ ক্ষেত্রে বাণিজ্যপণ্যের তালিকা সম্প্রসারণ ঘটবে।
রাশিয়া ভারতীয় সরঞ্জাম, কাঁচামাল এবং খাদ্যপণ্যের রপ্তানি বৃদ্ধিসহ দ্বিপক্ষীয় বাণিজ্য প্রসারিত ও বৈচিত্র্যময় করার উপায়গুলো অনুসন্ধান করবে। অর্থনীতি, বিজ্ঞান, প্রযুক্তি এবং সাংস্কৃতিক সহযোগিতার ওপর ভারত-রাশিয়া আন্তসরকারি কমিশনও গঠিত হবে। মহাকাশ গবেষণা ও ভারত-রাশিয়ার যৌথ সামরিক যন্ত্রাংশ নির্মাণ এবং ভারত তা তৃতীয় কোনো দেশে নিজের উৎপাদিত পণ্য বলে বিক্রিও করার সুবিধা পাবে। ভারতে রুশ নকশায় দ্বিতীয় বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের পরিকল্পনার কথা জানানো হয়।
ভূরাজনীতি ও কূটনৈতিক প্রভাব বৃদ্ধি
রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠতা ভারতের জন্য চীন-রাশিয়া ব্লকের মধ্যে কিছুটা ভারসাম্য তৈরি করবে। ভবিষ্যতে চীন সীমান্ত সমস্যায় রাশিয়ার নিরপেক্ষতা বজায় রাখা ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। মধ্য এশিয়া, আর্কটিক, নর্থ-সাউথ ট্রান্সপোর্ট করিডর—এইসব কৌশলগত এলাকায় সহযোগিতা বাড়ানো ভারতের দীর্ঘমেয়াদি স্বার্থ রক্ষায় সহজ হবে।
বর্তমান বিশ্ববাস্তবতায় রাশিয়া চীনের ওপর ক্রমেই নির্ভরশীল হয়ে পড়ছে এবং একে অন্যের বন্ধুত্ব ও আস্থার সম্পর্ক তারা নিজেরাই ঘোষণা করেছে। এই পরিস্থিতিতে রাশিয়া-ভারতের ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখার মাধ্যমে চীনকেও জানিয়ে দেওয়া যে, রাশিয়া এখনো ভারতের গুরুত্বপূর্ণ কৌশলগত অংশীদার।
রুশ প্রেসিডেন্টের ভারত সফরের আগে ভারতের সাংবাদিকেরা পুতিনের মুখপাত্র দমিত্রি পেসকভকে প্রশ্ন করেছিলেন, ভারত ও চীনের মধ্যে যদি কোনো সংঘাত ও যুদ্ধ হয়, সে ক্ষেত্রে ভারত কি আশা করতে পারে যে রাশিয়া তাদের পাশে দাঁড়াবে? তিনি বলেছিলেন, ‘আমরা আশা করি, ভারতের সঙ্গে চীনের যে বিরোধগুলো আছে, সেগুলো তারা মিটিয়ে ফেলবে। এ ক্ষেত্রে রাশিয়া একটি প্রস্তাবও দিয়েছিল হিমালয়ের ওপর দিয়ে সীমান্ত রেখা নিয়ে যে সমস্যা, সেটাকে তারা জিপিএস পদ্ধতি ব্যবহার করে সমাধান করতে পারে। সে ক্ষেত্রে রাশিয়া সহায়তা করতে পারে।’
পাকিস্তান রাশিয়া থেকে সাম্প্রতিক বছরগুলোতে কিছু সামরিক ও জ্বালানি সুবিধা নিতে চেয়েছিল, কিন্তু সেটা হয়ে ওঠেনি। পুতিনের ভারত সফর পরিষ্কার করে দিয়েছে যে দক্ষিণ এশিয়ায় রাশিয়ার মূল অংশীদার এখনো ভারতই। এটি ভারতের আঞ্চলিক নেতৃত্বের অবস্থানকে আরও সুদৃঢ় করবে।
ব্রিকস সম্প্রসারণের সময় ভারত-রাশিয়া সমন্বয় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ব্রিকসের নেতৃত্বে জাতিসংঘের স্থায়ী সদস্যপদের ভারতের আকাঙ্ক্ষাকে রাশিয়ার সমর্থন ও সহযোগিতার প্রতিশ্রুতির কথাও জানা গেছে। গ্লোবাল সাউথে নেতৃত্বের প্রতিযোগিতায় ভারত দেখাতে চায় যে তার পশ্চিমা ও অ-পশ্চিমা উভয় ব্লকের ওপর প্রভাব আছে।
ভারতের যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশের সঙ্গে সম্পর্কের সমীকরণ
যুক্তরাষ্ট্র ভারতের প্রধান নিরাপত্তা অংশীদার হলেও ভারত রাশিয়ার সঙ্গে এই সংযোগ ও সম্পর্কের মাধ্যমে জানিয়ে দিয়েছে যে মিত্রতা মানেই নির্ভরতা নয়, নিজেদের স্বকীয়তাকে বিসর্জন দেওয়া নয়। ভারতের এই অবস্থান ওয়াশিংটনের কাছে স্পষ্ট
বার্তা দেয় যে ‘India will cooperate, but not at the cost of its autonomy.’ ভারত-রাশিয়ার এই কৌশলগত সম্পর্ক দক্ষিণ এশিয়া ও ইন্দো-প্যাসিফিক কৌশলের সমীকরণে নতুন ভারসাম্য তৈরি করবে।
যুক্তরাষ্ট্র, ইউরোপ, জাপানসহ পশ্চিমা দেশগুলোর চাপ থাকা সত্ত্বেও ভারত রাশিয়ার সঙ্গে সম্পর্ক বজায় রাখার মাধ্যমে দেখিয়েছে যে ভারত কারও বা কোনো বলয়ে আবদ্ধ বা দায়বদ্ধ নয়। ভারতের এই স্বতন্ত্র অবস্থান বলে দেয়, জাতীয় স্বার্থ অনুযায়ী তারা স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে সক্ষম এবং এটি তাদের একটি মূলনীতির দৃঢ় প্রকাশ।
সামগ্রিক মূল্যায়ন
পুতিনের ভারত সফর একটি ভূকৌশলগত বার্তা—ভারত তার বহুমুখী বৈদেশিক নীতি ও কৌশলগত স্বাতন্ত্র্য বজায় রেখে চীন, যুক্তরাষ্ট্র, রাশিয়া ও ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে এক প্রভাবশালী মধ্যম শক্তি হিসেবে অবস্থান করছে। পুতিনের এই সফরের সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্তা হচ্ছে, ভারত রাশিয়ার সঙ্গে জ্বালানি, প্রতিরক্ষা ও ভূরাজনীতিতে ঘনিষ্ঠ থাকবে, একই সঙ্গে যুক্তরাষ্ট্রের সঙ্গে অংশীদারত্বও বজায় রাখবে। অর্থাৎ ভারত কারও পরনির্ভর নয়; বরং নিজস্ব স্বার্থের ভিত্তিতে ‘ভারসাম্যপূর্ণ ক্ষমতার রাজনীতি করবে। রাশিয়া এই সম্পর্ককে ব্যবহার করে পশ্চিমা, বিশেষ করে ইউরোপ ও আমেরিকার একচেটিয়া কূটনীতির বিকল্প হিসেবে ভারতকে দেখছে।
কয়েক মাস ধরে আমেরিকার পক্ষ থেকে ভারতকে রাশিয়ার তেল আমদানি ও রাশিয়া-ভারত সম্পর্কের চাপ তৈরি করেছে শুল্ক বৃদ্ধির অস্ত্রকে ব্যবহার করে। তা সত্ত্বেও ভারত তাকে গুরুত্ব না দিয়ে তাদের নিজস্ব নীতিতে অগ্রসর হয়েছে। রাশিয়া ঐতিহাসিকভাবে ভারতের প্রতিরক্ষা অংশীদার—পাকিস্তান যত আমেরিকার দিকে ঝুঁকেছে, ভারত তত কাছে পেয়েছে রাশিয়াকে। এ জন্যই দেশ দুটি সামরিক ও সামরিক প্রযুক্তিগত অংশীদারত্বের অন্যতম প্রধান বিষয় হিসেবে উল্লেখ করেছে। পুতিনের সফরের আগে এক ব্রিফিংয়ে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, ভারতের সঙ্গে যা ভাগ করে নেওয়া যেতে পারে, তার সবই ভাগ করে নেওয়া হবে। পুতিনও এই সফরের মাধ্যমে রাশিয়াকে একঘরে করার যে পশ্চিমা প্রচার ছিল, তার অনেকটা ভুল প্রমাণ করেছেন।

গত সপ্তাহে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ভারত সফর ও উভয় নেতার শীর্ষ বৈঠক অনেক কিছুরই ইঙ্গিত করে। ভারতের প্রধানমন্ত্রী পুতিনকে যেভাবে আলিঙ্গন করেছেন, স্বাগত জানিয়েছেন, একই গাড়িতে যাত্রা করেছেন, তা আলাস্কায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পুতিনের সাক্ষাতের কথাই মনে করিয়ে দেয়। মোদি প্রেসিডেন্ট পুতিনকে সময়ের পরীক্ষিত বন্ধু, পারস্পরিক শ্রদ্ধা ও আস্থার প্রতীক হিসেবে বর্ণনা করেন। এই আস্থা ও হৃদ্যতা ভারত-রাশিয়া সম্পর্কের গভীর মাত্রাকেই নির্দেশ করে। পুতিন তাঁর ক্ষমতা গ্রহণের ২৫ বছরে ১০ বার ভারত সফর করেছেন। তবে ২০২২ সালে ইউক্রেন যুদ্ধ শুরুর পর এটিই ছিল তাঁর প্রথম ভারত সফর।
পুতিনের এই ভারত সফর নিছক কোনো রুটিন বিষয় ছিল না। ভারত-রাশিয়া সম্পর্কের ধারাবাহিকতা আঞ্চলিক ও আন্তর্জাতিক রাজনীতিতে গুরুত্বপূর্ণ বার্তা প্রদান করে। তাঁদের সাক্ষাৎ ছিল বিশ্বরাজনীতির আগ্রহের বিষয়, কেননা ট্রাম্প ক্ষমতায় আসার পর শুল্ক নিয়ে মোদির সঙ্গে যে সম্পর্কের টানাপোড়েন চলছিল ও বরফ গলছিল, তখনই পুতিন ভারত সফর করলেন। প্রশ্ন হচ্ছে, ভারত-রাশিয়া এই বৈঠকে কে কী অর্জন করল, তার কয়েকটি দিক আলোচনা করা যাক।
প্রতিরক্ষা সহযোগিতা
পুতিনের এই সফরের মাধ্যমে ভারত তাদের প্রতিরক্ষা সহযোগিতার বিষয়টি পুনরায় নিশ্চিত করল। রাশিয়া এখনো ভারতের প্রধান সমরাস্ত্রের সরবরাহকারী। যদিও ১৯৭০-৮০-এর দশকে ভারতের অস্ত্রের প্রায় ৮০ ভাগই রাশিয়া সরবরাহ করত। পুতিন এবারের সফরে ভারতকে এস ৫০০ আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সিস্টেম হস্তান্তর, অতিরিক্ত সামরিক প্ল্যাটফর্ম, হেলিকপ্টার ও ইঞ্জিন কো-প্রোডাকশনসহ দীর্ঘমেয়াদি প্রকল্পগুলো নিয়ে আবারও তাদের প্রতিশ্রুতি নিশ্চিত করেছে। ‘প্রিভিলেজ কম্প্রিহেনসিভ স্ট্র্যাটেজিকস পার্টনারশিপ’ চুক্তির আওতায় রাশিয়ার সেনাবাহিনী ভারতের যেকোনো স্থল, বিমান ও নৌবন্দরকে তাদের প্রয়োজনে ব্যবহার করতে পারবে। সামরিক প্রয়োজনে একে অন্যের ভূমিও ব্যবহার করতে পারবে। মার্কিন নিষেধাজ্ঞার ঝুঁকি সত্ত্বেও রাশিয়ার সঙ্গে এই প্রতিরক্ষা বোঝাপড়ার মাধ্যমে ভারত তাদের কৌশলগত নিজস্বতা নিশ্চিত করল।
জ্বালানি ও অর্থনৈতিক সুবিধা
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ-পরবর্তী পরিস্থিতিতে ভারত রাশিয়া থেকে অনেক কম মূল্যে বিপুল তেল আমদানি করছে। এই সফরের মাধ্যমে ভারত তাদের জ্বালানিনিরাপত্তা, পরিশোধন সক্ষমতা, দীর্ঘমেয়াদি তেল-গ্যাস চুক্তিকে আরও শক্তিশালী করল। রাশিয়ার সস্তা অপরিশোধিত তেল ভারতের মুদ্রাস্ফীতি কমাতে, বৈদেশিক মুদ্রার সাশ্রয় ও সঞ্চয় করতে এবং পরিশোধন মুনাফা বাড়াতে সাহায্য করছে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ফলে বিশ্বে জ্বালানির বাজার অস্থিতিশীল হলে রাশিয়ার জ্বালানি শক্তি এই অঞ্চলে স্থিতিশীলতা নিশ্চিত করতে ভবিষ্যতেও ভূমিকা রাখবে।
বাণিজ্য বৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ
২০২৪-২৫ অর্থবছরে ভারত-রাশিয়ার দ্বিপক্ষীয় বাণিজ্য প্রায় ৬৮ দশমিক ৭ বিলিয়ন ডলারে পৌঁছেছে। যদিও এই বাণিজ্য ভারসাম্যমূলক নয়। রাশিয়ায় ভারতীয় আমদানি প্রায় ৫ বিলিয়ন ডলার। তবে পুতিন-মোদি শীর্ষ সম্মেলনে উভয় দেশ ২০৩০ সালের মধ্যে এই বাণিজ্য ১০০ বিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। এ ক্ষেত্রে বাণিজ্যপণ্যের তালিকা সম্প্রসারণ ঘটবে।
রাশিয়া ভারতীয় সরঞ্জাম, কাঁচামাল এবং খাদ্যপণ্যের রপ্তানি বৃদ্ধিসহ দ্বিপক্ষীয় বাণিজ্য প্রসারিত ও বৈচিত্র্যময় করার উপায়গুলো অনুসন্ধান করবে। অর্থনীতি, বিজ্ঞান, প্রযুক্তি এবং সাংস্কৃতিক সহযোগিতার ওপর ভারত-রাশিয়া আন্তসরকারি কমিশনও গঠিত হবে। মহাকাশ গবেষণা ও ভারত-রাশিয়ার যৌথ সামরিক যন্ত্রাংশ নির্মাণ এবং ভারত তা তৃতীয় কোনো দেশে নিজের উৎপাদিত পণ্য বলে বিক্রিও করার সুবিধা পাবে। ভারতে রুশ নকশায় দ্বিতীয় বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের পরিকল্পনার কথা জানানো হয়।
ভূরাজনীতি ও কূটনৈতিক প্রভাব বৃদ্ধি
রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠতা ভারতের জন্য চীন-রাশিয়া ব্লকের মধ্যে কিছুটা ভারসাম্য তৈরি করবে। ভবিষ্যতে চীন সীমান্ত সমস্যায় রাশিয়ার নিরপেক্ষতা বজায় রাখা ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। মধ্য এশিয়া, আর্কটিক, নর্থ-সাউথ ট্রান্সপোর্ট করিডর—এইসব কৌশলগত এলাকায় সহযোগিতা বাড়ানো ভারতের দীর্ঘমেয়াদি স্বার্থ রক্ষায় সহজ হবে।
বর্তমান বিশ্ববাস্তবতায় রাশিয়া চীনের ওপর ক্রমেই নির্ভরশীল হয়ে পড়ছে এবং একে অন্যের বন্ধুত্ব ও আস্থার সম্পর্ক তারা নিজেরাই ঘোষণা করেছে। এই পরিস্থিতিতে রাশিয়া-ভারতের ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখার মাধ্যমে চীনকেও জানিয়ে দেওয়া যে, রাশিয়া এখনো ভারতের গুরুত্বপূর্ণ কৌশলগত অংশীদার।
রুশ প্রেসিডেন্টের ভারত সফরের আগে ভারতের সাংবাদিকেরা পুতিনের মুখপাত্র দমিত্রি পেসকভকে প্রশ্ন করেছিলেন, ভারত ও চীনের মধ্যে যদি কোনো সংঘাত ও যুদ্ধ হয়, সে ক্ষেত্রে ভারত কি আশা করতে পারে যে রাশিয়া তাদের পাশে দাঁড়াবে? তিনি বলেছিলেন, ‘আমরা আশা করি, ভারতের সঙ্গে চীনের যে বিরোধগুলো আছে, সেগুলো তারা মিটিয়ে ফেলবে। এ ক্ষেত্রে রাশিয়া একটি প্রস্তাবও দিয়েছিল হিমালয়ের ওপর দিয়ে সীমান্ত রেখা নিয়ে যে সমস্যা, সেটাকে তারা জিপিএস পদ্ধতি ব্যবহার করে সমাধান করতে পারে। সে ক্ষেত্রে রাশিয়া সহায়তা করতে পারে।’
পাকিস্তান রাশিয়া থেকে সাম্প্রতিক বছরগুলোতে কিছু সামরিক ও জ্বালানি সুবিধা নিতে চেয়েছিল, কিন্তু সেটা হয়ে ওঠেনি। পুতিনের ভারত সফর পরিষ্কার করে দিয়েছে যে দক্ষিণ এশিয়ায় রাশিয়ার মূল অংশীদার এখনো ভারতই। এটি ভারতের আঞ্চলিক নেতৃত্বের অবস্থানকে আরও সুদৃঢ় করবে।
ব্রিকস সম্প্রসারণের সময় ভারত-রাশিয়া সমন্বয় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ব্রিকসের নেতৃত্বে জাতিসংঘের স্থায়ী সদস্যপদের ভারতের আকাঙ্ক্ষাকে রাশিয়ার সমর্থন ও সহযোগিতার প্রতিশ্রুতির কথাও জানা গেছে। গ্লোবাল সাউথে নেতৃত্বের প্রতিযোগিতায় ভারত দেখাতে চায় যে তার পশ্চিমা ও অ-পশ্চিমা উভয় ব্লকের ওপর প্রভাব আছে।
ভারতের যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশের সঙ্গে সম্পর্কের সমীকরণ
যুক্তরাষ্ট্র ভারতের প্রধান নিরাপত্তা অংশীদার হলেও ভারত রাশিয়ার সঙ্গে এই সংযোগ ও সম্পর্কের মাধ্যমে জানিয়ে দিয়েছে যে মিত্রতা মানেই নির্ভরতা নয়, নিজেদের স্বকীয়তাকে বিসর্জন দেওয়া নয়। ভারতের এই অবস্থান ওয়াশিংটনের কাছে স্পষ্ট
বার্তা দেয় যে ‘India will cooperate, but not at the cost of its autonomy.’ ভারত-রাশিয়ার এই কৌশলগত সম্পর্ক দক্ষিণ এশিয়া ও ইন্দো-প্যাসিফিক কৌশলের সমীকরণে নতুন ভারসাম্য তৈরি করবে।
যুক্তরাষ্ট্র, ইউরোপ, জাপানসহ পশ্চিমা দেশগুলোর চাপ থাকা সত্ত্বেও ভারত রাশিয়ার সঙ্গে সম্পর্ক বজায় রাখার মাধ্যমে দেখিয়েছে যে ভারত কারও বা কোনো বলয়ে আবদ্ধ বা দায়বদ্ধ নয়। ভারতের এই স্বতন্ত্র অবস্থান বলে দেয়, জাতীয় স্বার্থ অনুযায়ী তারা স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে সক্ষম এবং এটি তাদের একটি মূলনীতির দৃঢ় প্রকাশ।
সামগ্রিক মূল্যায়ন
পুতিনের ভারত সফর একটি ভূকৌশলগত বার্তা—ভারত তার বহুমুখী বৈদেশিক নীতি ও কৌশলগত স্বাতন্ত্র্য বজায় রেখে চীন, যুক্তরাষ্ট্র, রাশিয়া ও ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে এক প্রভাবশালী মধ্যম শক্তি হিসেবে অবস্থান করছে। পুতিনের এই সফরের সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্তা হচ্ছে, ভারত রাশিয়ার সঙ্গে জ্বালানি, প্রতিরক্ষা ও ভূরাজনীতিতে ঘনিষ্ঠ থাকবে, একই সঙ্গে যুক্তরাষ্ট্রের সঙ্গে অংশীদারত্বও বজায় রাখবে। অর্থাৎ ভারত কারও পরনির্ভর নয়; বরং নিজস্ব স্বার্থের ভিত্তিতে ‘ভারসাম্যপূর্ণ ক্ষমতার রাজনীতি করবে। রাশিয়া এই সম্পর্ককে ব্যবহার করে পশ্চিমা, বিশেষ করে ইউরোপ ও আমেরিকার একচেটিয়া কূটনীতির বিকল্প হিসেবে ভারতকে দেখছে।
কয়েক মাস ধরে আমেরিকার পক্ষ থেকে ভারতকে রাশিয়ার তেল আমদানি ও রাশিয়া-ভারত সম্পর্কের চাপ তৈরি করেছে শুল্ক বৃদ্ধির অস্ত্রকে ব্যবহার করে। তা সত্ত্বেও ভারত তাকে গুরুত্ব না দিয়ে তাদের নিজস্ব নীতিতে অগ্রসর হয়েছে। রাশিয়া ঐতিহাসিকভাবে ভারতের প্রতিরক্ষা অংশীদার—পাকিস্তান যত আমেরিকার দিকে ঝুঁকেছে, ভারত তত কাছে পেয়েছে রাশিয়াকে। এ জন্যই দেশ দুটি সামরিক ও সামরিক প্রযুক্তিগত অংশীদারত্বের অন্যতম প্রধান বিষয় হিসেবে উল্লেখ করেছে। পুতিনের সফরের আগে এক ব্রিফিংয়ে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, ভারতের সঙ্গে যা ভাগ করে নেওয়া যেতে পারে, তার সবই ভাগ করে নেওয়া হবে। পুতিনও এই সফরের মাধ্যমে রাশিয়াকে একঘরে করার যে পশ্চিমা প্রচার ছিল, তার অনেকটা ভুল প্রমাণ করেছেন।

জাতিরাষ্ট্র হিসাবে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা পৃথিবীর যেকোনো রাষ্ট্রের মতোই সবোর্চ্চ গুরুত্বপূর্ণ বিষয়। তবে প্রেক্ষাপট বিবেচনায় বাংলাদেশের জাতীয় নিরাপত্তার বর্তমান পরিস্থিতি সবচেয়ে বেশি উদ্বেগজনক। এখানে অত্যন্ত সংক্ষেপে বুঝার চেষ্টা করব যে, জাতীয় নিরাপত্তা ও জাতীয় নিরাপত্তার উপাদানগুলো কী, বাংলাদেশে
২৭ সেপ্টেম্বর ২০২৪
অবশেষে ১১ ডিসেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হলো। ইতিমধ্যে সবাই জেনে গেছেন, প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের পথরেখা বেঁধে দিলেন। বিভিন্ন রাজনৈতিক দল তফসিল নিয়ে তাদের মতামত জানিয়েছে।
১৮ ঘণ্টা আগে
হঠাৎ করেই বিজয়ের মাসে দেখা গেল মুক্তিযুদ্ধ নিয়ে কটূক্তি করছে একদল মানুষ। এই প্রবণতাকে পাত্তা না দিলেও চলত, কিন্তু সেগুলো যদি জাতীয় প্রচারমাধ্যম থেকে প্রচারিত হয়, তখন সত্যিই একটু ভাবতে হয়। এর যে প্রতিবাদ হওয়া দরকার, সেটা অনুভব করতে হয়। আইন বিষয়ে পড়াশোনা করলে আইন ভালোভাবে শেখা হয় বটে...
১৮ ঘণ্টা আগে
ঢাকা শহরের যানজটের সমস্যা থেকে কিছুটা হলেও মুক্তি দিয়েছে মেট্রোরেল। তবে এটা চালুর প্রায় দেড় বছরে এই আধুনিক গণপরিবহনব্যবস্থা মাঝে মাঝে বন্ধ হয়েছে। সেটা একটা ভাবনার বিষয়। মূলত এই সময়ের মধ্যে অন্তত ১০ বার মেট্রোরেল চলাচলে বাধার সৃষ্টি হয়েছে, যার বেশির ভাগই জনগণের গাফিলতির কারণে হয়েছে।
২ দিন আগেসম্পাদকীয়

ঢাকা শহরের যানজটের সমস্যা থেকে কিছুটা হলেও মুক্তি দিয়েছে মেট্রোরেল। তবে এটা চালুর প্রায় দেড় বছরে এই আধুনিক গণপরিবহনব্যবস্থা মাঝে মাঝে বন্ধ হয়েছে। সেটা একটা ভাবনার বিষয়। মূলত এই সময়ের মধ্যে অন্তত ১০ বার মেট্রোরেল চলাচলে বাধার সৃষ্টি হয়েছে, যার বেশির ভাগই জনগণের গাফিলতির কারণে হয়েছে।
এই দেড় বছরে মেট্রোরেল লাইনে কাপড়, ব্যাগ, ড্রোন, তার নিক্ষেপের কারণে ট্রেন চলাচল ব্যাহত হয়েছে। এখনই যদি এসব সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ গ্রহণ না করা যায়, তাহলে ভবিষ্যতে আরও বড় দুর্ঘটনার ঝুঁকি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। একটা ভালো ব্যাপার যে, মেট্রোরেলের নিরাপত্তাব্যবস্থা এমন যে রেললাইনে সামান্যতম বাধা সৃষ্টি হলেই স্বয়ংক্রিয়ভাবে ট্রেন থেমে যায়। এটি দুর্ঘটনা এড়ানোর জন্য ভালো দিক হলেও, মানবসৃষ্ট কারণে ঘন ঘন এই থমকে যাওয়া আধুনিক এই ব্যবস্থার কার্যকারিতা নিয়ে আশঙ্কা তৈরি হওয়া স্বাভাবিক ব্যাপার। তবে কর্তৃপক্ষকে সেসব সমস্যা সমাধানের দিকে দৃষ্টি দেওয়া জরুরি।
জনগণ দ্বারা সৃষ্ট সমস্যা সমাধানে করণীয় নিয়ে এখনই ভাবতে হবে কর্তৃপক্ষকে। তবে প্রযুক্তিগত সমস্যাও যে আছে, তা অস্বীকার করার সুযোগ নেই। কিছুদিন আগে ফার্মগেট এলাকায় বিয়ারিং প্যাড খুলে পড়ে একজনের নিহত হওয়ার ঘটনাটি এই আধুনিক পরিবহনব্যবস্থার প্রতি অনাস্থা তৈরি করেছে। বিয়ারিং প্যাড খুলে পড়ার ঘটনায় ১১ ঘণ্টা পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ ছিল। যান্ত্রিক ত্রুটি হতেই পারে, তবে গুরুত্বপূর্ণ নিরাপত্তা সরঞ্জাম বারবার বিকল হওয়া বা খুলে পড়ার ঘটনাটি মেট্রোরেলের কারিগরি তদারকি ও রক্ষণাবেক্ষণ পদ্ধতি নিয়ে উদ্বেগ তৈরি করেছে। এ ক্ষেত্রে প্রযুক্তিগত নজরদারি ও রক্ষণাবেক্ষণে আরও গুরুত্ব দেওয়া আবশ্যক। এক সূত্র থেকে জানা যায়, এই নিহতের ঘটনা এবং অন্যান্য ঘটনার পরিপ্রেক্ষিতে মেট্রোরেলে আগের তুলনায় ১০ শতাংশ যাত্রী কমে গেছে।
যোগাযোগ বিশেষজ্ঞরা মেট্রোরেল চলাচল স্বাভাবিক রাখতে কিছু কার্যকর পদক্ষেপের পরামর্শ দিয়েছেন। যেমন মেট্রোরেলের লাইনে বস্তু শনাক্ত করতে ‘অবজেক্ট ডিটেকশন সেন্সর’ ও ‘এআই-চালিত সিসিটিভি’ স্থাপন করা, ড্রোন পড়া প্রতিরোধে ‘ড্রোন ডিটেকশন রাডার’ ও ‘জিওফেন্সিং সিস্টেম’ ব্যবহার করার প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া। এ ছাড়া বৈদ্যুতিক লাইনে সুরক্ষা নেট বসালে বাইরে থেকে তার বা বস্তু নিক্ষেপ ঠেকানো সম্ভব।
মেট্রোরেল দেশের সম্পদ। জনগণের মধ্যে সে সচেতনতা সৃষ্টি করতে হবে। সবার সম্মিলিত প্রচেষ্টায় এর সুরক্ষা নিশ্চিত করা সম্ভব। ডিএমটিসিএলকে প্রযুক্তিগত ত্রুটিগুলো দ্রুত সমাধান এবং রক্ষণাবেক্ষণে সর্বোচ্চ মান বজায় রাখতে হবে। একই সঙ্গে জনসচেতনতা সৃষ্টিতে ব্যাপক প্রচারণা চালাতে হবে, যাতে মানুষ বুঝতে পারে তাদের সামান্য ভুল বা অসচেতনতা হাজার হাজার যাত্রীর ভোগান্তি এবং মারাত্মক দুর্ঘটনার কারণ হতে পারে। সচেতনতা ও প্রযুক্তিগত সুরক্ষা—এই দুইয়ের সমন্বয়েই কেবল মেট্রোরেলের মসৃণ ও নিরাপদ চলাচল নিশ্চিত করা সম্ভব। এই আধুনিক পরিষেবা যেন মাঝে মাঝে থমকে যাওয়ার দুর্নাম থেকে মুক্তি পায়, সেই প্রত্যাশা আমাদের।

ঢাকা শহরের যানজটের সমস্যা থেকে কিছুটা হলেও মুক্তি দিয়েছে মেট্রোরেল। তবে এটা চালুর প্রায় দেড় বছরে এই আধুনিক গণপরিবহনব্যবস্থা মাঝে মাঝে বন্ধ হয়েছে। সেটা একটা ভাবনার বিষয়। মূলত এই সময়ের মধ্যে অন্তত ১০ বার মেট্রোরেল চলাচলে বাধার সৃষ্টি হয়েছে, যার বেশির ভাগই জনগণের গাফিলতির কারণে হয়েছে।
এই দেড় বছরে মেট্রোরেল লাইনে কাপড়, ব্যাগ, ড্রোন, তার নিক্ষেপের কারণে ট্রেন চলাচল ব্যাহত হয়েছে। এখনই যদি এসব সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ গ্রহণ না করা যায়, তাহলে ভবিষ্যতে আরও বড় দুর্ঘটনার ঝুঁকি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। একটা ভালো ব্যাপার যে, মেট্রোরেলের নিরাপত্তাব্যবস্থা এমন যে রেললাইনে সামান্যতম বাধা সৃষ্টি হলেই স্বয়ংক্রিয়ভাবে ট্রেন থেমে যায়। এটি দুর্ঘটনা এড়ানোর জন্য ভালো দিক হলেও, মানবসৃষ্ট কারণে ঘন ঘন এই থমকে যাওয়া আধুনিক এই ব্যবস্থার কার্যকারিতা নিয়ে আশঙ্কা তৈরি হওয়া স্বাভাবিক ব্যাপার। তবে কর্তৃপক্ষকে সেসব সমস্যা সমাধানের দিকে দৃষ্টি দেওয়া জরুরি।
জনগণ দ্বারা সৃষ্ট সমস্যা সমাধানে করণীয় নিয়ে এখনই ভাবতে হবে কর্তৃপক্ষকে। তবে প্রযুক্তিগত সমস্যাও যে আছে, তা অস্বীকার করার সুযোগ নেই। কিছুদিন আগে ফার্মগেট এলাকায় বিয়ারিং প্যাড খুলে পড়ে একজনের নিহত হওয়ার ঘটনাটি এই আধুনিক পরিবহনব্যবস্থার প্রতি অনাস্থা তৈরি করেছে। বিয়ারিং প্যাড খুলে পড়ার ঘটনায় ১১ ঘণ্টা পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ ছিল। যান্ত্রিক ত্রুটি হতেই পারে, তবে গুরুত্বপূর্ণ নিরাপত্তা সরঞ্জাম বারবার বিকল হওয়া বা খুলে পড়ার ঘটনাটি মেট্রোরেলের কারিগরি তদারকি ও রক্ষণাবেক্ষণ পদ্ধতি নিয়ে উদ্বেগ তৈরি করেছে। এ ক্ষেত্রে প্রযুক্তিগত নজরদারি ও রক্ষণাবেক্ষণে আরও গুরুত্ব দেওয়া আবশ্যক। এক সূত্র থেকে জানা যায়, এই নিহতের ঘটনা এবং অন্যান্য ঘটনার পরিপ্রেক্ষিতে মেট্রোরেলে আগের তুলনায় ১০ শতাংশ যাত্রী কমে গেছে।
যোগাযোগ বিশেষজ্ঞরা মেট্রোরেল চলাচল স্বাভাবিক রাখতে কিছু কার্যকর পদক্ষেপের পরামর্শ দিয়েছেন। যেমন মেট্রোরেলের লাইনে বস্তু শনাক্ত করতে ‘অবজেক্ট ডিটেকশন সেন্সর’ ও ‘এআই-চালিত সিসিটিভি’ স্থাপন করা, ড্রোন পড়া প্রতিরোধে ‘ড্রোন ডিটেকশন রাডার’ ও ‘জিওফেন্সিং সিস্টেম’ ব্যবহার করার প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া। এ ছাড়া বৈদ্যুতিক লাইনে সুরক্ষা নেট বসালে বাইরে থেকে তার বা বস্তু নিক্ষেপ ঠেকানো সম্ভব।
মেট্রোরেল দেশের সম্পদ। জনগণের মধ্যে সে সচেতনতা সৃষ্টি করতে হবে। সবার সম্মিলিত প্রচেষ্টায় এর সুরক্ষা নিশ্চিত করা সম্ভব। ডিএমটিসিএলকে প্রযুক্তিগত ত্রুটিগুলো দ্রুত সমাধান এবং রক্ষণাবেক্ষণে সর্বোচ্চ মান বজায় রাখতে হবে। একই সঙ্গে জনসচেতনতা সৃষ্টিতে ব্যাপক প্রচারণা চালাতে হবে, যাতে মানুষ বুঝতে পারে তাদের সামান্য ভুল বা অসচেতনতা হাজার হাজার যাত্রীর ভোগান্তি এবং মারাত্মক দুর্ঘটনার কারণ হতে পারে। সচেতনতা ও প্রযুক্তিগত সুরক্ষা—এই দুইয়ের সমন্বয়েই কেবল মেট্রোরেলের মসৃণ ও নিরাপদ চলাচল নিশ্চিত করা সম্ভব। এই আধুনিক পরিষেবা যেন মাঝে মাঝে থমকে যাওয়ার দুর্নাম থেকে মুক্তি পায়, সেই প্রত্যাশা আমাদের।

জাতিরাষ্ট্র হিসাবে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা পৃথিবীর যেকোনো রাষ্ট্রের মতোই সবোর্চ্চ গুরুত্বপূর্ণ বিষয়। তবে প্রেক্ষাপট বিবেচনায় বাংলাদেশের জাতীয় নিরাপত্তার বর্তমান পরিস্থিতি সবচেয়ে বেশি উদ্বেগজনক। এখানে অত্যন্ত সংক্ষেপে বুঝার চেষ্টা করব যে, জাতীয় নিরাপত্তা ও জাতীয় নিরাপত্তার উপাদানগুলো কী, বাংলাদেশে
২৭ সেপ্টেম্বর ২০২৪
অবশেষে ১১ ডিসেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হলো। ইতিমধ্যে সবাই জেনে গেছেন, প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের পথরেখা বেঁধে দিলেন। বিভিন্ন রাজনৈতিক দল তফসিল নিয়ে তাদের মতামত জানিয়েছে।
১৮ ঘণ্টা আগে
হঠাৎ করেই বিজয়ের মাসে দেখা গেল মুক্তিযুদ্ধ নিয়ে কটূক্তি করছে একদল মানুষ। এই প্রবণতাকে পাত্তা না দিলেও চলত, কিন্তু সেগুলো যদি জাতীয় প্রচারমাধ্যম থেকে প্রচারিত হয়, তখন সত্যিই একটু ভাবতে হয়। এর যে প্রতিবাদ হওয়া দরকার, সেটা অনুভব করতে হয়। আইন বিষয়ে পড়াশোনা করলে আইন ভালোভাবে শেখা হয় বটে...
১৮ ঘণ্টা আগে
গত সপ্তাহে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ভারত সফর ও উভয় নেতার শীর্ষ বৈঠক অনেক কিছুরই ইঙ্গিত করে। ভারতের প্রধানমন্ত্রী পুতিনকে যেভাবে আলিঙ্গন করেছেন, স্বাগত জানিয়েছেন, একই গাড়িতে যাত্রা করেছেন, তা আলাস্কায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পুতিনের সাক্ষাতের কথাই মনে করিয়ে দেয়।
১৯ ঘণ্টা আগে