রুশা চৌধুরী
সকালের আলোয় মনটা অকারণে আনমনা হয়ে যায়। মনের কোণে হঠাৎ বেজে ওঠে চেনা গানের সুর—‘কোন পুরাতন প্রাণের টানে...।’ মন ছুটে যায় সেই ছেলেবেলায়, যখন ঋতুবদল ঘটত গানের সুরেই।
এ দেশের মানুষ আজও ঋতুবদল ভালোবাসে।
‘জল ছুটে যায় এঁকেবেঁকে মাঠের পরে,
আজ মেঘের জটা উড়িয়ে দিয়ে নৃত্য কে করে।’
এই মেঘের দিনগুলো যেই না চলে গেল, অমনি ফুসমন্তরে মেঘ হটিয়ে ধানখেতের মাথার ওপরে এক অচেনা আকাশ! এই সময়ের সকালগুলো যেই হেম আলো দিয়ে মাখা, তার নামেই সেই ‘হেমন্ত’।
পথের ওপর শিউলির হাসি, কাঞ্চনের রূপ আর অল্পবিস্তর পাতা ঝরে পড়ার শুরু। পথের দুই পাশে যে হাওয়া এসে ছুঁয়ে যায়, সেই হাওয়ার নাম ‘শীতালো হাওয়া’, তার সঙ্গে জড়িয়ে থাকে নতুন নতুন পাখি আর ফুলের ঘ্রাণ। হেমন্তের আকাশটাকে ‘চাল ধোয়া পানির মতো’ দেখেছিলেন সেই বিষণ্ন কবি, যার নামে জীবন আজও আনন্দে ভাসে। একরাশ আলো নিয়ে হেসে উঠে আকাশটা গান গায়, ‘আলোকের এই ঝর্ণাধারায় ধুইয়ে দাও।’
এই যে ঋতুচক্র, এ যেন আমাদের জীবনেরই মতো। থামতে জানে না। শুধু ‘ছুটে চলো’ আর ‘বয়ে যাও’—কে যেন এই তাড়া নিত্য দিয়ে যাচ্ছে। যতই চড়াই আসুক তা উতরে যেতে হবে, আর কেউ না পারলেই বা কী! থাকুক সে পড়ে পেছনে, জীবনের তাতে কিচ্ছু যায়-আসবে না। তার অন্য সব অনুষঙ্গ নিয়ে সে ঠিক নিজের পথে এগিয়ে যাবে।
হিমেল হেমন্তের অচেনা, উষ্কখুষ্ক ঋতুটিকে বড্ড ভালোবাসতেন সেই আপনভোলা নিঃসঙ্গতাপ্রিয় বাঙালির ভীষণ প্রিয় কবি জীবনানন্দ। তাই তো এমন করে বলে গেছেন,
‘কিছুক্ষণ অঘ্রাণের অস্পষ্ট জগতে হাঁটলাম, চিল উড়ে চলে গেছে—কুয়াশার প্রান্তরের পথে
দু-একটা সজারুর আসা-যাওয়া;
... ... ... ... ...
আমাদের জীবনের অনেক অতীত ব্যাপ্তি আজো যেন লেগে আছে বহতা পাখায়’
জীবনানন্দ থেকে আবার ফিরে যাই আমার জন্মভূমির পাতাঝরা গাছগুলোর কাছে, যারা
এত দিনের বহন করা পত্রপল্লবের মায়া ত্যাগ করছে। কিছুদিন পরেই তার রিক্ততার শুরু,
সেই যে প্রিয় কবির ভাষায়—
‘রিক্ততার বক্ষ ভেদি আপনারে করো উন্মোচন,
ব্যক্ত হোক জীবনের জয়’
আদিগন্ত ক্যানভাসে আঁকা প্রকৃতির এই সৌন্দর্যে কালি ছিটাই আমরা, মানুষেরা। কেন? কারণ সেই পুরোনো আমরা মানুষ, আমাদের অনেক বুদ্ধি, অনেক লোভ, অনেক চাহিদা, আর সবশেষে ‘শ্রেষ্ঠত্ব’ নিয়েই আমাদের তৃপ্ত থাকা।
প্রিয় হেমন্ত,
যে আনমনা মন আমাদের তোমার কাছে নিয়ে যায়, সেই ‘তুমি’ যেন চিরকালের এক পথভোলা পথিক! এই দেশে হঠাৎ আসো, হঠাৎ চলে যাও, আমাদের শস্যভান্ডার পূর্ণ করে দিয়ে ‘হিমের রাতের ঐ গগনের দীপগুলোরে হেমন্তিকা করল গোপন আঁচল ঘিরে’, এই চিরচেনা গানের সুরে ভাসাও। বকুল ডালের আগায় জ্যোৎস্না হাসছে, আকাশের মলিনতা ঢাকতে পূর্ণশশীর হাসি, নাম না জানা ঘুমহারা পাখিরা বলে যাচ্ছে—
‘হায় হেমন্তলক্ষ্মী তোমার নয়ন কেন ঢাকা
হিমের ধন ঘোমটাখানি ধূমল রঙে আঁকা।’
অল্প এই সময়টা আলো করে রাখার জন্যই তুমি বাঙালির হেমন্তিকা।
সকালের আলোয় মনটা অকারণে আনমনা হয়ে যায়। মনের কোণে হঠাৎ বেজে ওঠে চেনা গানের সুর—‘কোন পুরাতন প্রাণের টানে...।’ মন ছুটে যায় সেই ছেলেবেলায়, যখন ঋতুবদল ঘটত গানের সুরেই।
এ দেশের মানুষ আজও ঋতুবদল ভালোবাসে।
‘জল ছুটে যায় এঁকেবেঁকে মাঠের পরে,
আজ মেঘের জটা উড়িয়ে দিয়ে নৃত্য কে করে।’
এই মেঘের দিনগুলো যেই না চলে গেল, অমনি ফুসমন্তরে মেঘ হটিয়ে ধানখেতের মাথার ওপরে এক অচেনা আকাশ! এই সময়ের সকালগুলো যেই হেম আলো দিয়ে মাখা, তার নামেই সেই ‘হেমন্ত’।
পথের ওপর শিউলির হাসি, কাঞ্চনের রূপ আর অল্পবিস্তর পাতা ঝরে পড়ার শুরু। পথের দুই পাশে যে হাওয়া এসে ছুঁয়ে যায়, সেই হাওয়ার নাম ‘শীতালো হাওয়া’, তার সঙ্গে জড়িয়ে থাকে নতুন নতুন পাখি আর ফুলের ঘ্রাণ। হেমন্তের আকাশটাকে ‘চাল ধোয়া পানির মতো’ দেখেছিলেন সেই বিষণ্ন কবি, যার নামে জীবন আজও আনন্দে ভাসে। একরাশ আলো নিয়ে হেসে উঠে আকাশটা গান গায়, ‘আলোকের এই ঝর্ণাধারায় ধুইয়ে দাও।’
এই যে ঋতুচক্র, এ যেন আমাদের জীবনেরই মতো। থামতে জানে না। শুধু ‘ছুটে চলো’ আর ‘বয়ে যাও’—কে যেন এই তাড়া নিত্য দিয়ে যাচ্ছে। যতই চড়াই আসুক তা উতরে যেতে হবে, আর কেউ না পারলেই বা কী! থাকুক সে পড়ে পেছনে, জীবনের তাতে কিচ্ছু যায়-আসবে না। তার অন্য সব অনুষঙ্গ নিয়ে সে ঠিক নিজের পথে এগিয়ে যাবে।
হিমেল হেমন্তের অচেনা, উষ্কখুষ্ক ঋতুটিকে বড্ড ভালোবাসতেন সেই আপনভোলা নিঃসঙ্গতাপ্রিয় বাঙালির ভীষণ প্রিয় কবি জীবনানন্দ। তাই তো এমন করে বলে গেছেন,
‘কিছুক্ষণ অঘ্রাণের অস্পষ্ট জগতে হাঁটলাম, চিল উড়ে চলে গেছে—কুয়াশার প্রান্তরের পথে
দু-একটা সজারুর আসা-যাওয়া;
... ... ... ... ...
আমাদের জীবনের অনেক অতীত ব্যাপ্তি আজো যেন লেগে আছে বহতা পাখায়’
জীবনানন্দ থেকে আবার ফিরে যাই আমার জন্মভূমির পাতাঝরা গাছগুলোর কাছে, যারা
এত দিনের বহন করা পত্রপল্লবের মায়া ত্যাগ করছে। কিছুদিন পরেই তার রিক্ততার শুরু,
সেই যে প্রিয় কবির ভাষায়—
‘রিক্ততার বক্ষ ভেদি আপনারে করো উন্মোচন,
ব্যক্ত হোক জীবনের জয়’
আদিগন্ত ক্যানভাসে আঁকা প্রকৃতির এই সৌন্দর্যে কালি ছিটাই আমরা, মানুষেরা। কেন? কারণ সেই পুরোনো আমরা মানুষ, আমাদের অনেক বুদ্ধি, অনেক লোভ, অনেক চাহিদা, আর সবশেষে ‘শ্রেষ্ঠত্ব’ নিয়েই আমাদের তৃপ্ত থাকা।
প্রিয় হেমন্ত,
যে আনমনা মন আমাদের তোমার কাছে নিয়ে যায়, সেই ‘তুমি’ যেন চিরকালের এক পথভোলা পথিক! এই দেশে হঠাৎ আসো, হঠাৎ চলে যাও, আমাদের শস্যভান্ডার পূর্ণ করে দিয়ে ‘হিমের রাতের ঐ গগনের দীপগুলোরে হেমন্তিকা করল গোপন আঁচল ঘিরে’, এই চিরচেনা গানের সুরে ভাসাও। বকুল ডালের আগায় জ্যোৎস্না হাসছে, আকাশের মলিনতা ঢাকতে পূর্ণশশীর হাসি, নাম না জানা ঘুমহারা পাখিরা বলে যাচ্ছে—
‘হায় হেমন্তলক্ষ্মী তোমার নয়ন কেন ঢাকা
হিমের ধন ঘোমটাখানি ধূমল রঙে আঁকা।’
অল্প এই সময়টা আলো করে রাখার জন্যই তুমি বাঙালির হেমন্তিকা।
মানুষ স্বভাবতই স্মৃতিকাতর। মার্চ মাস এলে আমিও স্বাভাবিকভাবেই স্মৃতিকাতর হয়ে পড়ি। মনে পড়ে, একাত্তরের উত্তাল মার্চের দিনগুলোর কথা এবং পরের ৯ মাসের কথা। একাত্তরের গণহত্যা কেমন ভয়ংকর আর বীভৎস ছিল, তা আমাদের সবারই জানা। মেহেরুন্নেসা নামে এক নারী কবিতা লিখতেন। তাঁর কথা কেউ এখন আর মনে করে না। গণহত্যার
১৬ ঘণ্টা আগেগাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার ছয় সপ্তাহের বেশি সময় পেরিয়ে গেছে, তবে এটি সত্যিকারের যুদ্ধবিরতি বলার চেয়ে বরং ‘অগ্নিকাণ্ড হ্রাস করা’ বলা বেশি যথাযথ হবে। এখনো বহু মানুষ প্রাণ হারাচ্ছে, যা যেকোনো পরিস্থিতিতেই যথেষ্ট উদ্বেগজনক। গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থার মুখপাত্রের মতে, ১৯ জানুয়ারির পর থেকে
১৬ ঘণ্টা আগে৮ মার্চ বিশ্বব্যাপী পালিত হলো আন্তর্জাতিক নারী দিবস। এবারের নারী দিবসের প্রতিপাদ্য বিষয় ছিল অধিকার, সমতা, ক্ষমতায়ন, নারী ও কন্যার উন্নয়ন। কন্যাদের উন্নয়নের এমন দিনে বাংলাদেশের ঘরে ঘরে শিশুদের আর্তনাদের চিত্র ছিল নিরাপত্তাহীন জীবনের প্রশ্নের আরেক নাম। গণমাধ্যম আর সামাজিক যোগাযোগের প্ল্যাটফর্মগুলোতে
১৬ ঘণ্টা আগেআইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির খবরগুলোর ভিড়ে দুর্নীতির একটি খবর যেকোনো সচেতন মানুষকে হতবিহ্বল করে তুলতে পারে। সিলেটের কানাইঘাটের ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিবার পরিকল্পনা সহকারী (ইউএফপিএ) পদে কর্মরত মো. জাহাঙ্গীর আলম একজন তৃতীয় শ্রেণির কর্মচারী হয়েও ১৭ বছরে বাড়ি-গাড়িসহ নামে-বেনামে অঢেল সম্পত্তির মালিক হয়েছেন
১৬ ঘণ্টা আগে