সম্পাদকীয়
তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফিরে এসেছে। ১৩ বছর আগে আওয়ামী লীগ সরকারের আমলে সংবিধানের পঞ্চদশ সংশোধনী এনে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বিলুপ্ত করা হয়েছিল। সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর সম্পাদক বদিউল আলম মজুমদার যদিও বলেছেন, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফিরলে ক্ষমতা চিরস্থায়ী করা সম্ভব হবে না, কিন্তু আমাদের মনের সংশয় তাতে কাটছে না। তত্ত্বাবধায়ক সরকার যদি স্বাভাবিক, সুষ্ঠু, গণতান্ত্রিক নির্বাচন করার সুযোগ সৃষ্টি করতে পারে, তাহলে অবশ্যই সেটা আমাদের গণতন্ত্রের জন্য এক সুসংবাদ হিসেবেই বিবেচিত হবে। একই সঙ্গে রাজনৈতিক দলগুলো সুষ্ঠু নির্বাচন করতে সক্ষম নয়, এই বার্তাও কষ্টদায়ক। আমাদের দেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে গণতন্ত্রের সুসম্পর্ক নেই, এই ঘটনা সেটাও প্রমাণ করে।
১৯৯০ সালে এরশাদ সরকারের পতনের পর চারটি সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। এই চারটি নির্বাচনে বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে ক্ষমতার পালাবদল হয়েছে। ১৯৯১ সালে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা সংবিধানের অংশ ছিল না। বিশেষ রাজনৈতিক পরিস্থিতিতে এই সরকার এসেছিল রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে। ১৯৯৪ সালে তৎকালীন বিরোধী দল আওয়ামী লীগ ও অন্যান্য বিরোধী দল নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে সংসদ নির্বাচনের দাবি তোলে। ১৯৯৬ সালের ফেব্রুয়ারি মাসে বিএনপি যে নির্বাচন অনুষ্ঠান করে, তাকে প্রহসনের নির্বাচন বলা হলে ভুল হবে না। ফলে রাজনৈতিক দল ও জনতার প্রবল বিক্ষোভের মুখে ১৯৯৬ সালের ২৬ মার্চ বিএনপি সরকার তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা সংবিধানে অন্তর্ভুক্ত করতে বাধ্য হয়। এর পর থেকে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যে নির্বাচনগুলো অনুষ্ঠিত হয়েছে, সেগুলো আন্তর্জাতিক মহলেও গ্রহণযোগ্যতা পেয়েছে।
কিন্তু এরপর ২০০১-২০০৬ সালের মেয়াদ শেষে বিএনপি-নিয়ন্ত্রিত সরকার তাদের পছন্দের মানুষকে তত্ত্বাবধায়ক সরকারপ্রধান করার জন্য যাবতীয় কাজ সুসম্পন্ন করে রাখে। অনেকেরই মনে পড়ে যাবে, ২০০১ সালে ক্ষমতায় আসার পর বিএনপি সংবিধান সংশোধনের উদ্যোগ নেয়। সংশোধনীর মাধ্যমে সংরক্ষিত মহিলা আসন ৩০ থেকে বাড়িয়ে ৪৫ করা হয়। সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসরের বয়স ৬৫ থেকে বাড়িয়ে ৬৭ করা হয়। সরকারি এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোয় প্রধানমন্ত্রীর ছবি প্রদর্শনের বিধান রাখা হয়।
সুপ্রিম কোর্টের বিচারপতিদের বয়স বাড়ানোর বিষয়টি সাদামাটা কোনো বিষয় ছিল না। সরকারের পছন্দসই ব্যক্তিকে তত্ত্বাবধায়ক সরকারপ্রধান করার আয়োজন ছিল সেটা। বিচারপতি হাসানকে ১৩তম প্রধান বিচারপতি করা হয়েছিল দুজন বিচারপতিকে ডিঙিয়ে জ্যেষ্ঠতা লঙ্ঘন করে। এটা করা হয়েছিল এই কারণে যে অবসরের পরই যেন কে এম হাসান প্রধান বিচারপতি হতে পারেন।
এরপর নানা ঘটনার পর এক-এগারো আসে। সেই পথ ধরে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বিলুপ্ত করা হলেও মানুষ কি কাঙ্ক্ষিত গণতান্ত্রিক নির্বাচনব্যবস্থা ফিরে পেয়েছে? আওয়ামী লীগ আমলে সরকারের অধীনে অনুষ্ঠিত নির্বাচনগুলো বরং পরিহাস করেছে গণতন্ত্রের সঙ্গে।
রাজনৈতিক দলগুলোর মানসিকতায় গণতন্ত্র আসা দরকার। নইলে শুধু তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফিরলেই অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে, এ ধারণার ওপর বিশ্বাস রাখতে ভয় হয়।
তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফিরে এসেছে। ১৩ বছর আগে আওয়ামী লীগ সরকারের আমলে সংবিধানের পঞ্চদশ সংশোধনী এনে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বিলুপ্ত করা হয়েছিল। সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর সম্পাদক বদিউল আলম মজুমদার যদিও বলেছেন, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফিরলে ক্ষমতা চিরস্থায়ী করা সম্ভব হবে না, কিন্তু আমাদের মনের সংশয় তাতে কাটছে না। তত্ত্বাবধায়ক সরকার যদি স্বাভাবিক, সুষ্ঠু, গণতান্ত্রিক নির্বাচন করার সুযোগ সৃষ্টি করতে পারে, তাহলে অবশ্যই সেটা আমাদের গণতন্ত্রের জন্য এক সুসংবাদ হিসেবেই বিবেচিত হবে। একই সঙ্গে রাজনৈতিক দলগুলো সুষ্ঠু নির্বাচন করতে সক্ষম নয়, এই বার্তাও কষ্টদায়ক। আমাদের দেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে গণতন্ত্রের সুসম্পর্ক নেই, এই ঘটনা সেটাও প্রমাণ করে।
১৯৯০ সালে এরশাদ সরকারের পতনের পর চারটি সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। এই চারটি নির্বাচনে বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে ক্ষমতার পালাবদল হয়েছে। ১৯৯১ সালে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা সংবিধানের অংশ ছিল না। বিশেষ রাজনৈতিক পরিস্থিতিতে এই সরকার এসেছিল রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে। ১৯৯৪ সালে তৎকালীন বিরোধী দল আওয়ামী লীগ ও অন্যান্য বিরোধী দল নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে সংসদ নির্বাচনের দাবি তোলে। ১৯৯৬ সালের ফেব্রুয়ারি মাসে বিএনপি যে নির্বাচন অনুষ্ঠান করে, তাকে প্রহসনের নির্বাচন বলা হলে ভুল হবে না। ফলে রাজনৈতিক দল ও জনতার প্রবল বিক্ষোভের মুখে ১৯৯৬ সালের ২৬ মার্চ বিএনপি সরকার তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা সংবিধানে অন্তর্ভুক্ত করতে বাধ্য হয়। এর পর থেকে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যে নির্বাচনগুলো অনুষ্ঠিত হয়েছে, সেগুলো আন্তর্জাতিক মহলেও গ্রহণযোগ্যতা পেয়েছে।
কিন্তু এরপর ২০০১-২০০৬ সালের মেয়াদ শেষে বিএনপি-নিয়ন্ত্রিত সরকার তাদের পছন্দের মানুষকে তত্ত্বাবধায়ক সরকারপ্রধান করার জন্য যাবতীয় কাজ সুসম্পন্ন করে রাখে। অনেকেরই মনে পড়ে যাবে, ২০০১ সালে ক্ষমতায় আসার পর বিএনপি সংবিধান সংশোধনের উদ্যোগ নেয়। সংশোধনীর মাধ্যমে সংরক্ষিত মহিলা আসন ৩০ থেকে বাড়িয়ে ৪৫ করা হয়। সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসরের বয়স ৬৫ থেকে বাড়িয়ে ৬৭ করা হয়। সরকারি এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোয় প্রধানমন্ত্রীর ছবি প্রদর্শনের বিধান রাখা হয়।
সুপ্রিম কোর্টের বিচারপতিদের বয়স বাড়ানোর বিষয়টি সাদামাটা কোনো বিষয় ছিল না। সরকারের পছন্দসই ব্যক্তিকে তত্ত্বাবধায়ক সরকারপ্রধান করার আয়োজন ছিল সেটা। বিচারপতি হাসানকে ১৩তম প্রধান বিচারপতি করা হয়েছিল দুজন বিচারপতিকে ডিঙিয়ে জ্যেষ্ঠতা লঙ্ঘন করে। এটা করা হয়েছিল এই কারণে যে অবসরের পরই যেন কে এম হাসান প্রধান বিচারপতি হতে পারেন।
এরপর নানা ঘটনার পর এক-এগারো আসে। সেই পথ ধরে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বিলুপ্ত করা হলেও মানুষ কি কাঙ্ক্ষিত গণতান্ত্রিক নির্বাচনব্যবস্থা ফিরে পেয়েছে? আওয়ামী লীগ আমলে সরকারের অধীনে অনুষ্ঠিত নির্বাচনগুলো বরং পরিহাস করেছে গণতন্ত্রের সঙ্গে।
রাজনৈতিক দলগুলোর মানসিকতায় গণতন্ত্র আসা দরকার। নইলে শুধু তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফিরলেই অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে, এ ধারণার ওপর বিশ্বাস রাখতে ভয় হয়।
‘ধর্মের কল বাতাসে নড়ে!’ এটি একটি প্রবাদ বাক্য। আমরা অনেক সময় গুরুত্বপূর্ণ কিছু বোঝাতে গিয়ে প্রবাদ বাক্য ব্যবহার করে থাকি। যে বাক্য বা উক্তি সংক্ষিপ্ত আকারে এবং রূপক আকারে বিশেষ অর্থ বহন করে, যার মাঝে কোনো বাস্তব সত্য নিহিত রয়েছে এবং দীর্ঘদিন ধরে লোকের মুখে মুখে চলে আসছে, তাকেই আমরা প্রবাদ...
১৬ ঘণ্টা আগেটানাপোড়েন যে একটা সৃষ্টি হবে, সে ইঙ্গিত শুরু থেকেই ছিল। সুনির্দিষ্ট ধারাবাহিকতায় এখন তা স্পষ্টতর হয়েছে। মূল প্রতিপাদ্য একটাই। সংস্কার করে জাতীয় নির্বাচন, নাকি জাতীয় নির্বাচনের পরে সংস্কার? যদি সংস্কার করে নির্বাচন হয়, তাহলে সব দলের কাছে গ্রহণযোগ্য সব সংস্কার কার্যক্রম শেষ করার পরে নির্বাচন...
১৭ ঘণ্টা আগেবার্ধক্য হলো ষাটোর্ধ্ব জীবন। সারকোপেনিয়া হলো একধরনের পেশি ক্ষয় যা সাধারণত বার্ধক্যে ঘটে। সারকোপেনিয়া সাধারণত বয়স্ক বা পরিশ্রম না করে বসে থাকা জনগণ এবং রোগীদের প্রভাবিত করে, যাদের অন্যান্য অসুস্থতা রয়েছে। এটা মানব দেহের পেশির সিস্টেমকে প্রভাবিত করে বা শারীরিক কার্যকলাপকে ব্যাহত করে।
১৭ ঘণ্টা আগেদেশজুড়ে এখন সবচেয়ে মুখরোচক আলোচনা হচ্ছে নির্বাচন ঘিরে। কেউ চাইছে নির্বাচন হোক সংস্কারের পর, কেউ চাইছে এ বছরের মাঝামাঝি। কেউ বলছে আগামী বছরের মাঝামাঝি নাগাদ নির্বাচন হবে। অভিজ্ঞ মহল বলছে, সংস্কার একটা চলমান প্রক্রিয়া, নির্বাচন হওয়ার পরও তা চলতে থাকবে। সুতরাং সংস্কারের কথা বলে নির্বাচন আটকে রাখা...
১৭ ঘণ্টা আগে