সম্পাদকীয়
একাত্তরের মুক্তিযুদ্ধ আমাদের জাতির গর্ব, অথচ সময়ের ব্যবধানে মুক্তিযুদ্ধ নিয়েও বিতর্ক আর বিভ্রান্তি তৈরি করা হচ্ছে। জাতি হিসেবে এ সত্য অস্বীকার করার সুযোগ নেই যে স্বাধীনতা অর্জনের লড়াইয়ে সব মানুষ একই কাতারে ছিল না। কোনো দেশেই কখনো সব মানুষ একটি বিষয়ে একইভাবে ভাবে না। চিন্তার বৈচিত্র্যই মানুষের বৈশিষ্ট্য।
মুক্তিযুদ্ধ নিয়ে বিরূপতার একটি বড় কারণ রাজনৈতিক বিভক্তি। তা ছাড়া গণমানুষের আশা-আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থতাও সমাজে ভুল ধারণা তৈরিতে সহায়ক হয়েছে। এখন আমাদের দায়িত্ব হচ্ছে মুক্তিযুদ্ধকে কোনোভাবেই বিতর্কিত করতে না দেওয়া। একাত্তর আমাদের গৌরবময় অতীত, এর ভিত্তি ধ্বংস হলে জাতি হিসেবে আমাদের অস্তিত্বও অনিশ্চিত হয়ে পড়বে। তাই একাত্তরের চেতনা থেকে বিচ্যুত না হয়ে, বরং এটিকে ঘিরেই ভবিষ্যতের বাংলাদেশকে গড়ে তোলা প্রয়োজন।
বৈষম্য বিরোধিতা একাত্তরের মূলমন্ত্রগুলোর একটি। কিন্তু আশ্চর্যের বিষয়, মুক্তিযুদ্ধের দীর্ঘ সময় পরেও আমাদের সমাজে ধর্ম, বর্ণ, লিঙ্গ, আর্থিক সামর্থ্য—প্রায় প্রতিটি ক্ষেত্রেই বৈষম্য প্রকট। সবচেয়ে দুঃখজনক হলো, ধর্মবিশ্বাসকে ব্যবহার করে বৈষম্যকে বৈধতা দেওয়ার প্রয়াস। কেউ যদি নিজেকে ধার্মিক দাবি করেন, অথচ অপর ধর্ম বা ভিন্ন বিশ্বাসের মানুষের প্রতি বৈষম্যমূলক আচরণ করেন, তাহলে বিষয়টি কেমন দাঁড়ায়?
মানবিক রাষ্ট্রের মূল ভিত্তি মানুষের জন্য ন্যায়বিচার ও সমান অধিকারের নিশ্চয়তা। ধর্মবিশ্বাস থাকুক বা না থাকুক, মানুষ হিসেবে সম্মান পাওয়ার অধিকার সবার রয়েছে।
একটি আদর্শ রাষ্ট্র প্রতিষ্ঠার ক্ষেত্রে মানুষের চিন্তার বৈচিত্র্য মেনে নেওয়াই বড় কথা। মানুষ কখনো যন্ত্র নয়, তাদের চিন্তা, বিশ্বাস এবং মূল্যবোধ ভিন্ন হতেই পারে। তবে রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে বৈচিত্র্যের মধ্য থেকে সঠিক দিকটি তুলে ধরা এবং সেটা গ্রহণ করার মানসিকতা তৈরি করা। একটি জাতিকে পরিচালনা করতে হলে পুরো জাতিকে যান্ত্রিক সমতাভাবে বিচার করা অসম্ভব। বরং তাদের চাহিদা, সামর্থ্য ও বেঁচে থাকার ন্যূনতম প্রয়োজনকে গুরুত্ব দিতে হবে। রাষ্ট্র যদি প্রকৃত সমতা নিশ্চিত করতে চায়, তাহলে প্রতিটি মানুষের প্রতি প্রয়োজনানুসারে দায়িত্বশীল হতে হবে।
সমতা মানে যে সব মানুষকে একই আকার-আকৃতি, ধ্যানধারণার মধ্যে বেঁধে দেওয়া নয়, সেটা বুঝতে হবে। এটি এমন একটি নীতির দাবি করে, যেখানে মানুষ তার প্রয়োজনমতো জীবিকার উপকরণ ও সুযোগ পায়। কেউ খাদ্যের অভাবে না খেয়ে মারা যাবে না, কেউ চিকিৎসা থেকে বঞ্চিত হবে না, কেউ শিক্ষালাভের সুযোগ হারাবে না—এটাই সমতার ভিত্তি।
বাংলাদেশকে এগিয়ে নিতে হলে আমাদের দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে। একাত্তরের চেতনার আলোকে, সাম্য, ন্যায় ও মানবিকতার ভিত্তিতে রাষ্ট্রীয় কাঠামো গড়ে তুলতে হবে। আমাদের রাজনীতি আর সমাজব্যবস্থার প্রতিটি স্তরে একটাই প্রশ্ন রাখতে হবে—কীভাবে সবচেয়ে বেশি মানুষের কল্যাণ নিশ্চিত করা যায়।
বিভিন্ন মতবাদকে স্বীকার করে, মানুষের বিশ্বাসের প্রতি শ্রদ্ধা দেখিয়ে এবং মুক্তিযুদ্ধের গৌরবকে অটুট রেখে বাংলাদেশ যে ঐক্যের পথে হাঁটতে পারে, সেটিই হবে এক নতুন দিনের সূচনা।
একাত্তরের মুক্তিযুদ্ধ আমাদের জাতির গর্ব, অথচ সময়ের ব্যবধানে মুক্তিযুদ্ধ নিয়েও বিতর্ক আর বিভ্রান্তি তৈরি করা হচ্ছে। জাতি হিসেবে এ সত্য অস্বীকার করার সুযোগ নেই যে স্বাধীনতা অর্জনের লড়াইয়ে সব মানুষ একই কাতারে ছিল না। কোনো দেশেই কখনো সব মানুষ একটি বিষয়ে একইভাবে ভাবে না। চিন্তার বৈচিত্র্যই মানুষের বৈশিষ্ট্য।
মুক্তিযুদ্ধ নিয়ে বিরূপতার একটি বড় কারণ রাজনৈতিক বিভক্তি। তা ছাড়া গণমানুষের আশা-আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থতাও সমাজে ভুল ধারণা তৈরিতে সহায়ক হয়েছে। এখন আমাদের দায়িত্ব হচ্ছে মুক্তিযুদ্ধকে কোনোভাবেই বিতর্কিত করতে না দেওয়া। একাত্তর আমাদের গৌরবময় অতীত, এর ভিত্তি ধ্বংস হলে জাতি হিসেবে আমাদের অস্তিত্বও অনিশ্চিত হয়ে পড়বে। তাই একাত্তরের চেতনা থেকে বিচ্যুত না হয়ে, বরং এটিকে ঘিরেই ভবিষ্যতের বাংলাদেশকে গড়ে তোলা প্রয়োজন।
বৈষম্য বিরোধিতা একাত্তরের মূলমন্ত্রগুলোর একটি। কিন্তু আশ্চর্যের বিষয়, মুক্তিযুদ্ধের দীর্ঘ সময় পরেও আমাদের সমাজে ধর্ম, বর্ণ, লিঙ্গ, আর্থিক সামর্থ্য—প্রায় প্রতিটি ক্ষেত্রেই বৈষম্য প্রকট। সবচেয়ে দুঃখজনক হলো, ধর্মবিশ্বাসকে ব্যবহার করে বৈষম্যকে বৈধতা দেওয়ার প্রয়াস। কেউ যদি নিজেকে ধার্মিক দাবি করেন, অথচ অপর ধর্ম বা ভিন্ন বিশ্বাসের মানুষের প্রতি বৈষম্যমূলক আচরণ করেন, তাহলে বিষয়টি কেমন দাঁড়ায়?
মানবিক রাষ্ট্রের মূল ভিত্তি মানুষের জন্য ন্যায়বিচার ও সমান অধিকারের নিশ্চয়তা। ধর্মবিশ্বাস থাকুক বা না থাকুক, মানুষ হিসেবে সম্মান পাওয়ার অধিকার সবার রয়েছে।
একটি আদর্শ রাষ্ট্র প্রতিষ্ঠার ক্ষেত্রে মানুষের চিন্তার বৈচিত্র্য মেনে নেওয়াই বড় কথা। মানুষ কখনো যন্ত্র নয়, তাদের চিন্তা, বিশ্বাস এবং মূল্যবোধ ভিন্ন হতেই পারে। তবে রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে বৈচিত্র্যের মধ্য থেকে সঠিক দিকটি তুলে ধরা এবং সেটা গ্রহণ করার মানসিকতা তৈরি করা। একটি জাতিকে পরিচালনা করতে হলে পুরো জাতিকে যান্ত্রিক সমতাভাবে বিচার করা অসম্ভব। বরং তাদের চাহিদা, সামর্থ্য ও বেঁচে থাকার ন্যূনতম প্রয়োজনকে গুরুত্ব দিতে হবে। রাষ্ট্র যদি প্রকৃত সমতা নিশ্চিত করতে চায়, তাহলে প্রতিটি মানুষের প্রতি প্রয়োজনানুসারে দায়িত্বশীল হতে হবে।
সমতা মানে যে সব মানুষকে একই আকার-আকৃতি, ধ্যানধারণার মধ্যে বেঁধে দেওয়া নয়, সেটা বুঝতে হবে। এটি এমন একটি নীতির দাবি করে, যেখানে মানুষ তার প্রয়োজনমতো জীবিকার উপকরণ ও সুযোগ পায়। কেউ খাদ্যের অভাবে না খেয়ে মারা যাবে না, কেউ চিকিৎসা থেকে বঞ্চিত হবে না, কেউ শিক্ষালাভের সুযোগ হারাবে না—এটাই সমতার ভিত্তি।
বাংলাদেশকে এগিয়ে নিতে হলে আমাদের দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে। একাত্তরের চেতনার আলোকে, সাম্য, ন্যায় ও মানবিকতার ভিত্তিতে রাষ্ট্রীয় কাঠামো গড়ে তুলতে হবে। আমাদের রাজনীতি আর সমাজব্যবস্থার প্রতিটি স্তরে একটাই প্রশ্ন রাখতে হবে—কীভাবে সবচেয়ে বেশি মানুষের কল্যাণ নিশ্চিত করা যায়।
বিভিন্ন মতবাদকে স্বীকার করে, মানুষের বিশ্বাসের প্রতি শ্রদ্ধা দেখিয়ে এবং মুক্তিযুদ্ধের গৌরবকে অটুট রেখে বাংলাদেশ যে ঐক্যের পথে হাঁটতে পারে, সেটিই হবে এক নতুন দিনের সূচনা।
‘ধর্মের কল বাতাসে নড়ে!’ এটি একটি প্রবাদ বাক্য। আমরা অনেক সময় গুরুত্বপূর্ণ কিছু বোঝাতে গিয়ে প্রবাদ বাক্য ব্যবহার করে থাকি। যে বাক্য বা উক্তি সংক্ষিপ্ত আকারে এবং রূপক আকারে বিশেষ অর্থ বহন করে, যার মাঝে কোনো বাস্তব সত্য নিহিত রয়েছে এবং দীর্ঘদিন ধরে লোকের মুখে মুখে চলে আসছে, তাকেই আমরা প্রবাদ...
৮ ঘণ্টা আগেটানাপোড়েন যে একটা সৃষ্টি হবে, সে ইঙ্গিত শুরু থেকেই ছিল। সুনির্দিষ্ট ধারাবাহিকতায় এখন তা স্পষ্টতর হয়েছে। মূল প্রতিপাদ্য একটাই। সংস্কার করে জাতীয় নির্বাচন, নাকি জাতীয় নির্বাচনের পরে সংস্কার? যদি সংস্কার করে নির্বাচন হয়, তাহলে সব দলের কাছে গ্রহণযোগ্য সব সংস্কার কার্যক্রম শেষ করার পরে নির্বাচন...
৮ ঘণ্টা আগেবার্ধক্য হলো ষাটোর্ধ্ব জীবন। সারকোপেনিয়া হলো একধরনের পেশি ক্ষয় যা সাধারণত বার্ধক্যে ঘটে। সারকোপেনিয়া সাধারণত বয়স্ক বা পরিশ্রম না করে বসে থাকা জনগণ এবং রোগীদের প্রভাবিত করে, যাদের অন্যান্য অসুস্থতা রয়েছে। এটা মানব দেহের পেশির সিস্টেমকে প্রভাবিত করে বা শারীরিক কার্যকলাপকে ব্যাহত করে।
৮ ঘণ্টা আগেদেশজুড়ে এখন সবচেয়ে মুখরোচক আলোচনা হচ্ছে নির্বাচন ঘিরে। কেউ চাইছে নির্বাচন হোক সংস্কারের পর, কেউ চাইছে এ বছরের মাঝামাঝি। কেউ বলছে আগামী বছরের মাঝামাঝি নাগাদ নির্বাচন হবে। অভিজ্ঞ মহল বলছে, সংস্কার একটা চলমান প্রক্রিয়া, নির্বাচন হওয়ার পরও তা চলতে থাকবে। সুতরাং সংস্কারের কথা বলে নির্বাচন আটকে রাখা...
৮ ঘণ্টা আগে