নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের এক দফা দাবিতে আজ (সোমবার) বিকেলে রাজধানীর আমিনবাজারে বিএনপির কেন্দ্র ঘোষিত কর্মসূচি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু গতকাল (রোববার) রাতে সাভার থানার ওসির নেতৃত্বে মঞ্চ ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ করেছেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায়। এ কারণে আজকের সমাবেশ স্থগিত করে আগামীকাল মঙ্গলবার একই স্থানে অনুষ্ঠিত হবে বলেও জানিয়েছেন তিনি।
তবে এ অভিযোগকে ভিত্তিহীন দাবি করেছেন সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।
ঢাকা জেলা বিএনপির নেত্রী নিপুণ রায় গণমাধ্যমকে জানান, সোমবার দিবাগত রাত দেড়টার দিকে আমিনবাজারে চিশতি ফিলিং স্টেশনসংলগ্ন সমাবেশের জন্য তৈরি করা মঞ্চ ভাঙচুর করা হয়েছে।
তিনি অভিযোগ করে বলেন, ‘সাভার থানার ওসি রাত দেড়টার দিকে আমাকে ফোন করে বলেন, আপনারা আগামীকাল সমাবেশ করতে পারবেন না, আমরা সমাবেশের মঞ্চ ভেঙে দিচ্ছি। আমি ওসিকে জিজ্ঞেস করলাম রাত ১০টার দিকে পুলিশ গিয়ে মঞ্চ তৈরির স্থান পরিদর্শন করেছে। তখন তো পুলিশ কিছু জানায়নি। রাত দেড়টার দিকে কেন মঞ্চ ভেঙে দেওয়ার কথা বলছেন। তখন ওসি বলেন, আওয়ামী লীগ সমাবেশ করতে পারেনি, আপনারাও এখানে সমাবেশ করতে পারবেন না।’
আগামীকাল একই স্থানে সমাবেশ অনুষ্ঠিত হবে জানিয়ে নিপুণ রায় বলেন, ‘আমিনবাজারের আজকের সমাবেশ স্থগিত করা হয়েছে। আগামীকাল মঙ্গলবার একই স্থানে আমরা সমাবেশটি করব।’
এদিকে নিপুণ রায়ের অভিযোগকে সম্পূর্ণ অস্বীকার করেছেন সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা। পুলিশ বিএনপির সমাবেশের মঞ্চ ভাঙেনি জানিয়ে তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘এ রকম কোনো ঘটনা ঘটেনি। পুলিশ মঞ্চ ভেঙেছে এটা সম্পূর্ণ মিথ্যা কথা, ভিত্তিহীন।’
রাতে বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায়ের সঙ্গে কথা হয়েছে কি না, জানতে চাইলে এই পুলিশ কর্মকর্তা বলেন, ‘তাঁর সঙ্গে জীবনেও আমার কোনো দিন কথা হয়নি।’
তাহলে সমাবেশের মঞ্চ কারা ভেঙেছে, এ বিষয়ে পুলিশ কিছু জানেন কি না জানতে চাইলে দীপক চন্দ্র সাহা আজকের পত্রিকাকে বলেন, ‘বিএনপির সমাবেশের মঞ্চসংক্রান্ত কোনো কিছুই আমরা জানি না। এ বিষয়ে কেউ আমাদের কাছে কোনো অভিযোগও জানায়নি।’
আগামীকাল একই স্থানে সমাবেশ করবে বিএনপি, এ ক্ষেত্রে পুলিশের অবস্থান কী হবে? এমন প্রশ্নে সাভার থানার ওসি বলেন, ‘এটা আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তা যাঁরা আছেন তাঁরা দেখবেন।’
সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের এক দফা দাবিতে আজ (সোমবার) বিকেলে রাজধানীর আমিনবাজারে বিএনপির কেন্দ্র ঘোষিত কর্মসূচি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু গতকাল (রোববার) রাতে সাভার থানার ওসির নেতৃত্বে মঞ্চ ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ করেছেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায়। এ কারণে আজকের সমাবেশ স্থগিত করে আগামীকাল মঙ্গলবার একই স্থানে অনুষ্ঠিত হবে বলেও জানিয়েছেন তিনি।
তবে এ অভিযোগকে ভিত্তিহীন দাবি করেছেন সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।
ঢাকা জেলা বিএনপির নেত্রী নিপুণ রায় গণমাধ্যমকে জানান, সোমবার দিবাগত রাত দেড়টার দিকে আমিনবাজারে চিশতি ফিলিং স্টেশনসংলগ্ন সমাবেশের জন্য তৈরি করা মঞ্চ ভাঙচুর করা হয়েছে।
তিনি অভিযোগ করে বলেন, ‘সাভার থানার ওসি রাত দেড়টার দিকে আমাকে ফোন করে বলেন, আপনারা আগামীকাল সমাবেশ করতে পারবেন না, আমরা সমাবেশের মঞ্চ ভেঙে দিচ্ছি। আমি ওসিকে জিজ্ঞেস করলাম রাত ১০টার দিকে পুলিশ গিয়ে মঞ্চ তৈরির স্থান পরিদর্শন করেছে। তখন তো পুলিশ কিছু জানায়নি। রাত দেড়টার দিকে কেন মঞ্চ ভেঙে দেওয়ার কথা বলছেন। তখন ওসি বলেন, আওয়ামী লীগ সমাবেশ করতে পারেনি, আপনারাও এখানে সমাবেশ করতে পারবেন না।’
আগামীকাল একই স্থানে সমাবেশ অনুষ্ঠিত হবে জানিয়ে নিপুণ রায় বলেন, ‘আমিনবাজারের আজকের সমাবেশ স্থগিত করা হয়েছে। আগামীকাল মঙ্গলবার একই স্থানে আমরা সমাবেশটি করব।’
এদিকে নিপুণ রায়ের অভিযোগকে সম্পূর্ণ অস্বীকার করেছেন সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা। পুলিশ বিএনপির সমাবেশের মঞ্চ ভাঙেনি জানিয়ে তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘এ রকম কোনো ঘটনা ঘটেনি। পুলিশ মঞ্চ ভেঙেছে এটা সম্পূর্ণ মিথ্যা কথা, ভিত্তিহীন।’
রাতে বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায়ের সঙ্গে কথা হয়েছে কি না, জানতে চাইলে এই পুলিশ কর্মকর্তা বলেন, ‘তাঁর সঙ্গে জীবনেও আমার কোনো দিন কথা হয়নি।’
তাহলে সমাবেশের মঞ্চ কারা ভেঙেছে, এ বিষয়ে পুলিশ কিছু জানেন কি না জানতে চাইলে দীপক চন্দ্র সাহা আজকের পত্রিকাকে বলেন, ‘বিএনপির সমাবেশের মঞ্চসংক্রান্ত কোনো কিছুই আমরা জানি না। এ বিষয়ে কেউ আমাদের কাছে কোনো অভিযোগও জানায়নি।’
আগামীকাল একই স্থানে সমাবেশ করবে বিএনপি, এ ক্ষেত্রে পুলিশের অবস্থান কী হবে? এমন প্রশ্নে সাভার থানার ওসি বলেন, ‘এটা আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তা যাঁরা আছেন তাঁরা দেখবেন।’
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের নেতৃত্বে দলটির তিন সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল ডেলিগেশন অব ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মি. সেবাস্টিয়ান রিগার ব্রাউনের আমন্ত্রণে রাজধানী ঢাকার গুলশানে তাঁর বাসায় ইইউ অন্তর্ভুক্ত আটটি দেশের প্রতিনিধির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন
৬ ঘণ্টা আগেবিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করে তাঁকে পবিত্র ওমরাহ পালনের আমন্ত্রণ জানিয়েছেন সৌদি রাষ্ট্রদূত ঈসা ইউসুফ ঈসা আল দুহাইলান। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এজেডএম জাহিদ হোসেন সাংবাদিকদের এ কথা জানিয়েছেন
৭ ঘণ্টা আগেবাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ‘আমরা মনে করি এই অন্তর্বর্তী সরকারের সকল সিদ্ধান্ত, সকল নীতি, সকল ভূমিকার মধ্যে জনআকাঙক্ষার প্রতিফলন থাকা উচিত। কিন্তু তিন মাস অতিবাহিত হচ্ছে। আমরা লক্ষ্য করছি দুর্ভাগ্যজনক হলেও অন্তর্বর্তী সরকারের কোনো কোনো নীতি, কোনো কোনো সিদ্ধ
৮ ঘণ্টা আগেসংস্কার নিয়ে অন্তর্বর্তী সরকারের সঙ্গে বিএনপির কোনো বিরোধ নেই বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, ‘সংস্কার কার্যক্রম নিয়ে অন্তর্বর্তী সরকারের সঙ্গে বিএনপির কোনো বিরোধ নেই। যাঁরা ‘সংস্কার আগে নাকি নির্বাচন আগে’— ধরনের প্রশ্ন তুলে জনমনে বিভ্রান্তি সৃষ্টির
১১ ঘণ্টা আগে