Ajker Patrika

‘শোষণমুক্ত বাংলাদেশের জন্য এখনো লড়াই করতে হবে’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৪ ডিসেম্বর ২০২১, ১২: ১৪
‘শোষণমুক্ত বাংলাদেশের জন্য এখনো লড়াই করতে হবে’

শহীদ বুদ্ধিজীবীরা শোষণমুক্ত ও গণমানুষের বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছিলেন। সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য আমাদের এখনো লড়াই করতে হবে। এটাই আজকের দিনের শপথ হওয়া উচিত বলে জানিয়েছেন বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদের নেত্রী ডা. মনীষা চক্রবর্তী। 

আজ মঙ্গলবার রায়েরবাজার বধ্যভূমি স্মৃতিসৌধে আজকের পত্রিকাকে এমনটি জানিয়েছেন ডা. মনীষা চক্রবর্তী।

মনীষা চক্রবর্তী বলেন, ‘বাংলাদেশের বুদ্ধিজীবীরা যে স্বপ্ন নিয়ে তাঁদের জীবন দিয়েছেন দেশের জন্য, সেই বাংলাদেশ আমরা সেরকমভাবে পাইনি।’

মনীষা আরও বলেন, ‘আমরা মনে করি, একটা দিবস পালনের মধ্য দিয়েই তো আর শহীদ বুদ্ধিজীবীদের কৃতজ্ঞতা প্রকাশ করা যায় না। তাঁরা যে স্বপ্ন দেখিয়েছিলেন, সেটা বাস্তবায়ন করতে হবে।’

এ সময় চলচ্চিত্রকার মানজারে হাসীন মুরাদ বলেন, ‘রায়েরবাজার বধ্যভূমি স্মৃতিসৌধে ভাবগাম্ভীর্য নেই। মাইকের আওয়াজ, চিৎকার-চেঁচামেচি, ছবি তোলা—এসবের মধ্য দিয়ে ভাবগাম্ভীর্য প্রকাশ পায় না। শ্রদ্ধা প্রকাশ মনের মধ্যে না থাকলেও প্রকাশ করার বিষয়টা তো একটু অন্যরকম থাকা দরকার। আপনি একটা কবরস্থানে গেছেন, সেখানে গিয়ে তো ছবি তুলবেন না। পার্কে গিয়ে ছবি তুলতে পারি, কিন্তু এখানে এসে ছবি তোলা যায় না।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত