নিজস্ব প্রতিবেদক, ঢাকা
করোনামুক্ত হওয়ার দুই মাস পরে কোভিড টিকা নিলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। সোমবার বিকেলে মহাখালীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে এ টিকা নেন তিনি। টিকার বিশেষ পছন্দ না থাকায় মডার্নার টিকা নিয়েছেন তিনি। এ সময় গাড়িতে বসেই টিকা নেন তিনি।
এর আগে বিকেল ৩টা ৩৫ মিনিটে গুলশানের বাসা ফিরোজা থেকে টিকা কেন্দ্রের উদ্দেশে রওনা করেন খালেদা জিয়া। ৩টা ৪৭ মিনিটে গ্যাস্ট্রোলিভার হাসপাতালে পৌঁছান তিনি। টিকা নিয়ে ৪টার পরে হাসপাতাল থেকে বেরিয়ে বাড়ির উদ্দেশে রওনা করেন।
গত ১০ এপ্রিল করোনায় আক্রান্ত হন খালেদা জিয়া। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ৮ মে করোনামুক্ত হন তিনি। ১৯ জুন হাসপাতাল থেকে বাসায় ফেরেন খালেদা জিয়া। বাসায় ফেরার এক মাসের মাথায় কোভিডের টিকা নিলেন তিনি।
খালেদা জিয়া টিকা নেওয়ার পরে হাসপাতাল চত্বরে তাঁর ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন সাংবাদিকদের বলেন, ‘বেগম খালেদা জিয়া আইন মান্যকারী একজন নাগরিক। সেই হিসেবে উনি যেটা ভালো মনে করেছেন, অর্থাৎ এখানে এসে সাধারণ মানুষের কাতারে থেকে উনি ভ্যাকসিন নিয়েছেন। হয়তো একটু পরে আসছেন। কারণ অন্য সময় আসলে ভিড় হয়তো আরও বেশি হতো। করোনাকালীন পরিস্থিতিতে সেটা আরও ভয়ংকর পরিস্থিতির সৃষ্টি করতে পারত। সেটা এড়ানোর জন্যই তিনি দেরিতে এসেছেন।’
খালেদা জিয়া কোন টিকা নিয়েছেন জানতে চাইলে এই চিকিৎসক বলেন, ‘ওনার কোনো ভ্যাকসিনের চয়েজ নাই। এখন মডার্নার ভ্যাকসিন পাওয়া যাচ্ছে। সেই অনুযায়ী উনি মডার্নার ভ্যাকসিনই নিয়েছেন।’
এর আগে গত ৮ জুলাই স্বাস্থ্য মন্ত্রণালয়ের সুরক্ষা ওয়েবসাইটে খালেদা জিয়ার জন্য টিকার নিবন্ধন করা হয়। এরপর ফিরতি এসএমএসে ১৯ জুলাই, সোমবার টিকা নেওয়ার দিন, তারিখ জানানো হয়। সেখানে টিকা কেন্দ্র হিসেবে মহাখালীর গ্যাস্ট্রোলিভার হাসপাতালের নাম উল্লেখ ছিল।
করোনায় আক্রান্ত হলে শুরুতে বাসাতেই চিকিৎসা নেন খালেদা জিয়া। পরে ২৭ এপ্রিল ভর্তি হন রাজধানীর এভারকেয়ার হাসপাতালে। সেখানে করোনামুক্ত হলেও করোনা পরবর্তি বেশ কিছু জটিলতায় বেশ ভোগায় তাঁকে। ৫৩ দিন হাসপাতালে থাকার পর বাসায় ফেরেন। বর্তমানে বাসাতেই তাঁর চিকিৎসা চলছে। তাঁর অবস্থা এখনো ভালো নয় বলে জানিয়েছেন চিকিৎসকেরা।
খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির ভাইস চেয়ারম্যান আজকের পত্রিকাকে জানান, হাসপাতাল থেকে বাসায় আনার পরে খালেদা জিয়ার অবস্থার কোনো পরিবর্তন হয়নি। তাঁর হার্ট, কিডনি এবং লিভারের জটিলতা আগের মতই আছে। তাঁর উন্নত চিকিৎসা দরকার।
উন্নত চিকিৎসার জন্য খালেদাকে দেশের বাইরে পাঠাতে এরই মধ্যে দুই দফায় পরিবারের পক্ষ থেকে অনুমতি চেয়ে সরকারের কাছে আবেদন করা হয়েছে।
সবশেষ করোনা আক্রান্ত হওয়ার পরে আবেদন করা হয়। তবে সেই আবেদনে সাড়া মেলেনি। বিএনপির পক্ষ থেকেও তাঁর মুক্তির দাবি করা হয়েছে। ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় খালেদা জিয়াসহ ছয়জনের বিরুদ্ধে কারাদণ্ড দেন আদালত। ২০২০ সালের ২৫ মার্চ নির্বাহী আদেশে কারাগার থেকে বাড়িতে থাকার সুযোগ পান খালেদা।
আরও পড়ুন:
কোভিড টিকা নিলেন খালেদা জিয়া
করোনামুক্ত হওয়ার দুই মাস পরে কোভিড টিকা নিলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। সোমবার বিকেলে মহাখালীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে এ টিকা নেন তিনি। টিকার বিশেষ পছন্দ না থাকায় মডার্নার টিকা নিয়েছেন তিনি। এ সময় গাড়িতে বসেই টিকা নেন তিনি।
এর আগে বিকেল ৩টা ৩৫ মিনিটে গুলশানের বাসা ফিরোজা থেকে টিকা কেন্দ্রের উদ্দেশে রওনা করেন খালেদা জিয়া। ৩টা ৪৭ মিনিটে গ্যাস্ট্রোলিভার হাসপাতালে পৌঁছান তিনি। টিকা নিয়ে ৪টার পরে হাসপাতাল থেকে বেরিয়ে বাড়ির উদ্দেশে রওনা করেন।
গত ১০ এপ্রিল করোনায় আক্রান্ত হন খালেদা জিয়া। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ৮ মে করোনামুক্ত হন তিনি। ১৯ জুন হাসপাতাল থেকে বাসায় ফেরেন খালেদা জিয়া। বাসায় ফেরার এক মাসের মাথায় কোভিডের টিকা নিলেন তিনি।
খালেদা জিয়া টিকা নেওয়ার পরে হাসপাতাল চত্বরে তাঁর ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন সাংবাদিকদের বলেন, ‘বেগম খালেদা জিয়া আইন মান্যকারী একজন নাগরিক। সেই হিসেবে উনি যেটা ভালো মনে করেছেন, অর্থাৎ এখানে এসে সাধারণ মানুষের কাতারে থেকে উনি ভ্যাকসিন নিয়েছেন। হয়তো একটু পরে আসছেন। কারণ অন্য সময় আসলে ভিড় হয়তো আরও বেশি হতো। করোনাকালীন পরিস্থিতিতে সেটা আরও ভয়ংকর পরিস্থিতির সৃষ্টি করতে পারত। সেটা এড়ানোর জন্যই তিনি দেরিতে এসেছেন।’
খালেদা জিয়া কোন টিকা নিয়েছেন জানতে চাইলে এই চিকিৎসক বলেন, ‘ওনার কোনো ভ্যাকসিনের চয়েজ নাই। এখন মডার্নার ভ্যাকসিন পাওয়া যাচ্ছে। সেই অনুযায়ী উনি মডার্নার ভ্যাকসিনই নিয়েছেন।’
এর আগে গত ৮ জুলাই স্বাস্থ্য মন্ত্রণালয়ের সুরক্ষা ওয়েবসাইটে খালেদা জিয়ার জন্য টিকার নিবন্ধন করা হয়। এরপর ফিরতি এসএমএসে ১৯ জুলাই, সোমবার টিকা নেওয়ার দিন, তারিখ জানানো হয়। সেখানে টিকা কেন্দ্র হিসেবে মহাখালীর গ্যাস্ট্রোলিভার হাসপাতালের নাম উল্লেখ ছিল।
করোনায় আক্রান্ত হলে শুরুতে বাসাতেই চিকিৎসা নেন খালেদা জিয়া। পরে ২৭ এপ্রিল ভর্তি হন রাজধানীর এভারকেয়ার হাসপাতালে। সেখানে করোনামুক্ত হলেও করোনা পরবর্তি বেশ কিছু জটিলতায় বেশ ভোগায় তাঁকে। ৫৩ দিন হাসপাতালে থাকার পর বাসায় ফেরেন। বর্তমানে বাসাতেই তাঁর চিকিৎসা চলছে। তাঁর অবস্থা এখনো ভালো নয় বলে জানিয়েছেন চিকিৎসকেরা।
খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির ভাইস চেয়ারম্যান আজকের পত্রিকাকে জানান, হাসপাতাল থেকে বাসায় আনার পরে খালেদা জিয়ার অবস্থার কোনো পরিবর্তন হয়নি। তাঁর হার্ট, কিডনি এবং লিভারের জটিলতা আগের মতই আছে। তাঁর উন্নত চিকিৎসা দরকার।
উন্নত চিকিৎসার জন্য খালেদাকে দেশের বাইরে পাঠাতে এরই মধ্যে দুই দফায় পরিবারের পক্ষ থেকে অনুমতি চেয়ে সরকারের কাছে আবেদন করা হয়েছে।
সবশেষ করোনা আক্রান্ত হওয়ার পরে আবেদন করা হয়। তবে সেই আবেদনে সাড়া মেলেনি। বিএনপির পক্ষ থেকেও তাঁর মুক্তির দাবি করা হয়েছে। ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় খালেদা জিয়াসহ ছয়জনের বিরুদ্ধে কারাদণ্ড দেন আদালত। ২০২০ সালের ২৫ মার্চ নির্বাহী আদেশে কারাগার থেকে বাড়িতে থাকার সুযোগ পান খালেদা।
আরও পড়ুন:
কোভিড টিকা নিলেন খালেদা জিয়া
মানবমুক্তির মহান সংগ্রামে জীবনের শেষ দিন পর্যন্ত কমরেড হেনা দাস অবিচল ছিলেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক কমরেড রুহিন হোসেন প্রিন্স। তিনি বলেন, ‘বঞ্চিত-নিপীড়িত মানুষের মুক্তির সংগ্রামে কমরেড হেনা দাস ছিলেন অগ্রসৈনিক।’
১১ ঘণ্টা আগেসবার সঙ্গে বন্ধুত্ব, কারও সঙ্গে শত্রুতা নয়—নীতি অনুসরণ করে ভারতসহ প্রতিবেশী সব রাষ্ট্রের সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামী সুসম্পর্ক বজায় রাখতে চায় বলে জানিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। আজ শুক্রবার (২২ নভেম্বর) ভারতের আনন্দবাজার পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
১৪ ঘণ্টা আগেকঠিন সময়ে দলের প্রতি নেতা–কর্মীদের একাগ্রতা ও ত্যাগ আওয়ামী লীগের সবচেয়ে বড় শক্তি। সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় থাকুন, আমাদের পেজ থেকে প্রকাশিত প্রতিটি বার্তা ছড়িয়ে দিন। সে জন্য সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।
১৫ ঘণ্টা আগেসশস্ত্র মুক্তিযুদ্ধে ৯ নম্বর সেক্টরের কমান্ডার, বীর সিপাহসালার মেজর এম এ জলিলকে মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য রাষ্ট্রীয় খেতাব প্রদানের আহ্বান জানিয়েছেন স্বাধীনতার পতাকা উত্তোলক, জেএসডি সভাপতি আ স ম আবদুর রব...
১৭ ঘণ্টা আগে