Ajker Patrika

বিএন‌পির মহাসমাবেশ: স্লোগা‌নে স্লোগানে মুখ‌রিত ফকিরাপুল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৮ অক্টোবর ২০২৩, ১৮: ৪২
বিএন‌পির মহাসমাবেশ: স্লোগা‌নে স্লোগানে মুখ‌রিত ফকিরাপুল

মহাসমাবেশ সফল করতে জ‌ড়ো হচ্ছেন বিএনপির নেতা-কর্মীরা। রাজধানীর নয়াপল্টন আগেই পরিপূর্ণ। এখন বিএনপির নেতা-কর্মীরা ফ‌কিরাপুল এলাকা দখলে নিয়ে স্লোগান দিচ্ছেন। আজ শনিবার ফ‌কিরাপুল ও এর আশপাশের এলাকা ঘুরে এমন চিত্র দেখা যায়। 

ঢাকা ও দেশের বি‌ভিন্ন স্থান থে‌কে বিএন‌পির নেতা-কর্মীরা বড় বড় মিছিল নি‌য়ে হা‌জির হ‌চ্ছেন সমা‌বেশস্থলে। ফ‌কিরাপুল, রাজারবাগ পু‌লিশ লাইনস হাসপাতালসহ আশপা‌শের সড়কগু‌লো‌তে অবস্থান নি‌য়ে‌ছেন যুবদল, কৃষক দল, সেচ্ছা‌সেবক দলসহ বিএন‌পির বি‌ভিন্ন অঙ্গসংগঠ‌নের কর্মীরা। মহাসমা‌বে‌শে আসা এসব নেতা-কর্মীরর স্লোগা‌নে মুখ‌রিত হ‌য়ে উঠে‌ছে ফ‌কিরাপুল এলাকা। তাদের এক দাবি, এই সরকা‌রের পদত‌্যাগ। 

কক্সবাজার থে‌কে আসা বিএন‌পির নেতা মো. আওয়াল আজকের প‌ত্রিকা‌কে ব‌লেন, ‘শেখ হা‌সিনার পদত‌্যাগ আর আমা‌দের নেত্রী খা‌লেদা জিয়ার মু‌ক্তি চাই। এই সরকা‌রের অপশাসন অনেক সহ‌্য ক‌রে‌ছে মানুষ।  আর না। আমা‌দের বিজয় সু‌নি‌শ্চিত।’ 

অ্যাম্বু‌লে‌ন্সে রোগী সে‌জে ময়মন‌সিংহ থেকে এসে‌ছেন কৃষকদলের নেতা মাহফুজ উল্লাহ। তি‌নি আজ‌কের প‌ত্রিকা‌কে ব‌লেন, ‘প‌থে প‌থে বাধা। এই সরকার আমা‌দের সব অধিকার কে‌ড়ে নি‌য়ে‌ছে। আমরা শা‌ন্তিপূর্ণ সমা‌বেশ করব তা‌তেও বাধা। ময়মন‌সিংহ থে‌কে বাস বন্ধ ক‌রে দি‌য়ে‌ছে। বাধ‌্য হ‌য়ে রোগী সে‌জে এ‌্যাম্বু‌লে‌ন্সে ক‌রে সমা‌বে‌শে এসে‌ছি।’ 

প্রসঙ্গত, বিএনপির মহাসমাবেশের কারণে ফ‌কিরাপুল ও এর আশপাশের এলাকায় যান চলাচল বন্ধ রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

৬ জ্যান্ত হাতি নিয়ে রাশিয়ায় মিয়ানমারের জান্তাপ্রধান, উচ্ছ্বসিত পুতিন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত