নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর বনানীতে আজ সোমবার জাতীয় পার্টির (জাপা) কেন্দ্রীয় কার্যালয়ে যান ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। সেখানে কিছু সময় অবস্থান করে তিনি চলে যাওয়ার পর জাপার মহাসচিব মুজিবুল হক চুন্নু সাংবাদিকদের বলেন, ‘পিটার হাস একটি চিঠি নিয়ে এসেছিলেন, যা তিনি জাপার চেয়ারম্যানকে দিয়েছেন। চিঠির সারসংক্ষেপ হচ্ছে-যুক্তরাষ্ট্র বাংলাদেশে একটি সুষ্ঠু, অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায়।’
এ দিন এক সংবাদ বিজ্ঞপ্তিতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোকে কোনো শর্ত ছাড়াই সংলাপে বসার আহ্বান জানিয়েছে ঢাকায় মার্কিন দূতাবাস।
দূতাবাস বলেছে, নির্বাচন প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের অবস্থান ব্যাখ্যা করার জন্য রাষ্ট্রদূত পিটার হাস তিন প্রধান রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করার আগ্রহ প্রকাশ করেছেন।
কূটনৈতিক একটি সূত্র জানা গেছে, দল তিনটি হলো আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টি। আরও দুইটি দলকে এই চিঠি দেওয়া হবে বলে জানিয়েছেন জাপার মহাসচিবও।
যদিও বিএনপি চিঠি পেয়েছে কি না, সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি। এ প্রসঙ্গে জানতে চাইলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আজকের পত্রিকাকে বলেন, ‘আমার জানামতে এ সংক্রান্ত কোনো চিঠি এখনো বিএনপির কাছে আসেনি। আমার হাতে পৌঁছায়নি। দলের অন্য কোনো নেতার কাছে গেছে কি না, তা বলতে পারছি না।’
তবে নির্বাচনকে সামনে রেখে যুক্তরাষ্ট্রের উদ্যোগকে ইতিবাচকভাবেই দেখছেন রিজভী। তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রসহ অনেক দেশই গণতন্ত্রের বন্ধু। তারা বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষের পক্ষে অবস্থান নিয়েছে।’
রাজধানীর বনানীতে আজ সোমবার জাতীয় পার্টির (জাপা) কেন্দ্রীয় কার্যালয়ে যান ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। সেখানে কিছু সময় অবস্থান করে তিনি চলে যাওয়ার পর জাপার মহাসচিব মুজিবুল হক চুন্নু সাংবাদিকদের বলেন, ‘পিটার হাস একটি চিঠি নিয়ে এসেছিলেন, যা তিনি জাপার চেয়ারম্যানকে দিয়েছেন। চিঠির সারসংক্ষেপ হচ্ছে-যুক্তরাষ্ট্র বাংলাদেশে একটি সুষ্ঠু, অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায়।’
এ দিন এক সংবাদ বিজ্ঞপ্তিতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোকে কোনো শর্ত ছাড়াই সংলাপে বসার আহ্বান জানিয়েছে ঢাকায় মার্কিন দূতাবাস।
দূতাবাস বলেছে, নির্বাচন প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের অবস্থান ব্যাখ্যা করার জন্য রাষ্ট্রদূত পিটার হাস তিন প্রধান রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করার আগ্রহ প্রকাশ করেছেন।
কূটনৈতিক একটি সূত্র জানা গেছে, দল তিনটি হলো আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টি। আরও দুইটি দলকে এই চিঠি দেওয়া হবে বলে জানিয়েছেন জাপার মহাসচিবও।
যদিও বিএনপি চিঠি পেয়েছে কি না, সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি। এ প্রসঙ্গে জানতে চাইলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আজকের পত্রিকাকে বলেন, ‘আমার জানামতে এ সংক্রান্ত কোনো চিঠি এখনো বিএনপির কাছে আসেনি। আমার হাতে পৌঁছায়নি। দলের অন্য কোনো নেতার কাছে গেছে কি না, তা বলতে পারছি না।’
তবে নির্বাচনকে সামনে রেখে যুক্তরাষ্ট্রের উদ্যোগকে ইতিবাচকভাবেই দেখছেন রিজভী। তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রসহ অনেক দেশই গণতন্ত্রের বন্ধু। তারা বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষের পক্ষে অবস্থান নিয়েছে।’
খালেদা জিয়া এবং শেখ হাসিনার রাজনীতিতে আসার পটভূমি ছিল একেবারে ভিন্ন। খালেদা জিয়া ছিলেন পাকিস্তানি সামরিক বাহিনীর এক বাঙালি কর্মকর্তার স্ত্রী। আর শেখ হাসিনা ছিলেন পাকিস্তান–বিরোধী আন্দোলনের অগ্রগামী নেতা শেখ মুজিবের মেয়ে। কিন্তু ১৯৮৪ সালে এ দুই নেত্রী তৎকালীন প্রেসিডেন্ট এরশাদের বিরোধিতায় গঠিত দুটি র
৩ ঘণ্টা আগেআওয়ামী লীগ নেতা ও সাবেক সংসদ সদস্য আবদুস সোবহান গোলাপ, তাঁর স্ত্রী গুলশান আরা মিয়া, ছেলে ইভান সোবহান মিয়া ও মেয়ে আনিশা গোলাপ মিয়ার স্থাবর-অস্থাবর সম্পদ ক্রোকের নির্দেশ দেওয়া হয়েছে। আজ রোববার ঢাকার মহানগর দায়রা জজ ও জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন এ নির্দেশ দেন।
১১ ঘণ্টা আগেঅনির্বাচিত সরকারের কারণে দেশে নানা সংকট সৃষ্টি হচ্ছে দাবি করে দ্রুত নির্বাচন অনুষ্ঠানের ব্যবস্থা নিতে অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে সুশাসনের দিকে নজর দিতেও সরকারকে পরামর্শ দিয়েছেন তিনি। রোববার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে দলে
১৩ ঘণ্টা আগেবিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘জনগণই হচ্ছে আমাদের শক্তি। জনগণ ৫ আগস্ট দেখিয়ে দিয়েছে। কাজেই আমরা যদি ভুল করি, জনগণ আবার কোনো একটা কিছু দেখিয়ে দেবে। তখন কিন্তু পস্তাতে হবে।’ রোববার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য
১৩ ঘণ্টা আগে